গণিত করবো জয় pdf download

গণিত করবো জয় pdf download। গণিতে দক্ষতা অর্জন করতে তিনটি জিনিস প্রয়োজন। সেগুলো হচ্ছে পড়া, উপলব্ধি করা ও অনুশীলন করা। গণিত বইতে কেবল অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর বা সমাধান করলেই হবে না, বরং বই ভালোভাবে পড়তে হবে। আর পড়ার সময় গল্পের বই কিংবা খবরের কাগজ পড়ার মতো পড়লে হবে না, পড়ার সঙ্গে সঙ্গে কী পড়ছি, সেটি উপলব্ধি করার চেষ্টা করতে হবে। তো আমাদের স্কুলের গণিত বইগুলোতে অনুশীলনী আছে, অনুশীলনীর আগে আলোচনাও আছে (যদিও অনেক শিক্ষার্থীই সেই আলোচনা পড়ে না)। যেই জিনিসটি দরকার, সেটি হচ্ছে সবকিছুকে একই সুতোয় গাঁথা। গণিতের কোন জিনিসটি কেন শিখছি, সেটি কী কাজে লাগছে-এই বিষয়টি উপলব্ধি করা অত্যন্ত জরুরি।

  • বই: গণিত করবো জয়
  • লেখক: তামিম শাহরিয়ার সুবিন ,  তাহমিদ রাফি
  • ক্যাটাগরি: গণিত
  • ভাষা: বাংলা
  • ফরম্যাট: Free Download (ফ্রি ডাউনলোড)
  • প্রকাশনী: দ্বিমিক প্রকাশনী
  • প্রকাশকাল: ২০১৮
  • মোট পেজ: ১৪৪ টি
  • ফাইল সাইজ: এম্বি

গণিত করবো জয় pdf বইয়ের প্রথম কিছু অংশ পড়ুন।

গণিত করব জয়” বইটির ভূমিকাঃ

বাংলাদেশের শিক্ষার্থীদের একটা বিরাট অংশ তাদের শিক্ষাজীবনের শুরুর দিকেই শিক্ষক কিংবা অভিভাবকের কাছ থেকে জানতে পারে যে অঙ্কে তার মাথা ভালো নয়। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তারা প্রথম এই কথাটি শোনে, তারপর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় এই একই কথা আরো অনেকবার শোনে। তাদের কেউ কেউ নিজেরা অঙ্কে (গণিতে) ভালো হওয়ার চেষ্টা করে, পরিশ্রম করে পরীক্ষার হলে যায়, এবং তারপর পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। একসময় শিক্ষার্থীরা আসলেই বিশ্বাস করতে শুরু করে যে, “আমি গণিতে দুর্বল”।

এই গণিতে দুর্বলতার বিষয়টি আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখে। যখনই যুক্তি-বুদ্ধি প্রয়োগের বিষয় আসে, যখনই গাণিতিক বিশ্লেষণের বিষয় আসে, তখনই তারা ধরে নেয় যে, সেই জিনিসটি তাদের দিয়ে হবে না। তাই তো আমরা হরহামেশাই এমন প্রশ্ন পাই, “ভাই, আমার প্রোগ্রামিং শেখার অনেক ইচ্ছা। কিন্তু আমি তো গণিতে দুর্বল। আমি কি প্রোগ্রামিং শিখতে পারব?”। কেবল প্রোগ্রামিং নয়, বিজ্ঞান ও প্রকৌশলে জাতি হিসেবে আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে গণিতে দুর্বলতা কিংবা দক্ষতার অভাব।

এই বইয়ের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যেন শিক্ষার্থীরা গণিতের মৌলিক ধারণাগুলো উপলব্ধি করতে পারে। সংখ্যা কীভাবে এল, মানুষ কীভাবে গুণতে শিখলো, সেই আলোচনা থেকে শুরু করে আমরা বীজগণিতের ধারণা, ঐকিক নিয়ম, উৎপাদক ও মৌলিক সংখ্যা, পরিসংখ্যান, সম্ভাব্যতা, সেট, ফাংশন, লগারিদম ইত্যাদি বিষয় নিয়ে কোথাও সংক্ষিপ্ত, আর কোথাও বিস্তারিত আলোচনা করেছি। আমরা কিন্তু বইতে গণিত শেখানোর চেষ্টা করি নি। তাই এই বই পড়ার সঙ্গে সঙ্গে কিংবা পড়ার পরে শিক্ষার্থীদের উচিত হবে স্কুলের গণিত বইগুলো পড়া এবং অনুশীলন করা। তাহলে এই বই পড়ে কী লাভ হবে? এই বইটি পড়ার পরে স্কুলের গণিত বইগুলো আর রহস্যময় কিংবা দূর্বোধ্য মনে হবে না। বরং তখন শিক্ষার্থীরা জানবে তারা কোন জিনিসটি কেন শিখছে এবং শেখার জন্য জোর প্রচেষ্টা চালাবে। আর বইতে গণিতের কঠিন বাংলা শব্দগুলোকে সহজ ভাষায় পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি-তাই সেই বাংলা শব্দগুলো গণিত শেখার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

  ৭ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই pdf ২০২৪। Class 7 Science Exercise Book

আমাদের দুজনের কেউই গণিতবিদ কিংবা গণিত বিশেষজ্ঞ নই-আমাদের লেখাপড়ার বিষয় কম্পিউটার বিজ্ঞান। যেহেতু বাংলাদেশে প্রোগ্রামিংকে জনপ্রিয় করার পেছনে আমরা কাজ করছি, তাই বইতে কয়েক জায়গায় সি কিংবা পাইথন ভাষায় কিছু প্রোগ্রামও লিখে দিয়েছি, যেন শিক্ষার্থীরা প্রোগ্রামিংয়েও কিছুটা উৎসাহ পায়। তবে বইটি পড়ার জন্য প্রোগ্রামিং জানার কোনো প্রয়োজন নেই। যারা ইতিমধ্যে প্রোগ্রামিং কিছুটা শিখেছে, তারা সেই প্রোগ্রামগুলো দেখতে পারে, বাকিরা না দেখলেও চলবে।

বইটি পড়ে শিক্ষার্থীরা যদি গণিতে আনন্দ খুঁজে পায়, যদি তাদের গণিতভীতি দূর হয়, যদি তারা আত্মবিশ্বাসী হয়ে গণিত শেখার চেষ্টা করে, তাতেই আমাদের আনন্দ ও তুষ্টি। শিক্ষার্থীদের প্রতি নিরন্তর ভালোবাসা রইল।

সূচীপত্র

ভূমিকা

লেখক পরিচিতি

অধ্যায় ১ : সংখ্যা ও গণনা

• পৃথিবীর সবচেয়ে ছোট সংখ্যা আর বড় সংখ্যা

• সংখ্যারেখা

• জোড় ও বিজোড় সংখ্যা

• গাণিতিক অপারেশন

o যোগ

o বিপরীত সংখ্যা

o বিয়োগ

o গুণ

o ভাগ

o ভগ্নাংশের যোগ-বিয়োগ-গুণ-ভাগ

o উলটো সংখ্যা

অধ্যায় ২ : বীজগণিতের প্রাথমিক ধারণা

অধ্যায় ৩ : ঐকিক নিয়ম

অধ্যায় ৪ : উৎপাদক ও মৌলিক সংখ্যা

• মৌলিক সংখ্যা

অধ্যায় ৫ : গসাগু ও লসাগু

• গসাগু

• লসাগু

অধ্যায় ৬ : শতকরা

• পার্সেন্টাইল

অধ্যায় ৭ : গড়, মধ্যক ও প্রচুরক

• গড়

• মধ্যক

• প্রচুরক

অধ্যায় ৮ : সম্ভাব্যতা

অধ্যায় ৯ : সেট

• সেটের বিভিন্ন চিহ্ন :

অধ্যায় ১০ : লেখচিত্র

অধ্যায় ১১ : ফাংশন

অধ্যায় ১২ : লগারিদম

অধ্যায় ১৩ : গণিত শেখার শুরু

‘গণিত করব জয়’ বইয়ের সারাংশঃ

গণিত করব জয় বইটি লেখেছেন তামিম শাহরিয়ার সুবিন এবং তাহমিদ রাফি।

তামিম শাহরিয়ার সুবিন এর জন্ম ১৯৮২ সালের ৭ নভেম্বর ময়মনসিংহে। বর্তমানে পরিবার নিয়ে তিনি সিঙ্গাপুরে বসবাস করছেন। ২০০৭ ও ২০০৮ সালে তিনি এসিএম আইসিপিসি ঢাকা রিজিওনাল-এর বিচারক ছিলেন। বাংলাদেশে থাকাকালীন সময়ে প্রতিষ্ঠা করেছেন মুক্ত সফটওয়্যার লিমিটেড ও দ্বিমিক কম্পিউটিং। এ ছাড়া তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে একজন একাডেমিক কাউন্সিলর। বর্তমানে সিঙ্গাপুরে গ্র্যাব নামক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কাজ করছেন।

তাহমিদ রাফি-এর জন্ম ১৯৮৮ সালের ১৮ অক্টোবর ঢাকা জেলায়। ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে অনুষ্ঠিত আঞ্চলিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। ২০০৫ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত ৪৬-তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশনগ্রহণকারী প্রথম বাংলাদেশ দলের সদস্য ছিলেন।

গণিত শব্দটা এসেছে গণনা থেকে এবং গণনা করার শাস্ত্রই হচ্ছে গনিত। আর এর জন্য যে টুল ব্যবহার করি তা হচ্ছে সংখ্যা। এই সংখ্যা যেমন ০,১,২,৩.৪,৫…৯ পর্যন্ত সংখ্যা গুলোকে অঙ্ক বা ইংরেজিতে ডিজিট বলে। এই সংখ্যা এলো, হাজার হাজার বছর আগে যখন মানুষ পশুপালন শুরু করল তখন প্রয়োজন দেখা দিল সংখ্যার। তখন কিন্তু ০,১,২,৩,… এ রকম লেখা হত না তখন পাথরের গায়ে বা মাটিতে দাগ কেটে এই গণনা করা হত। ০,১,২,৩… এগুলো কিন্তু একদিনে তৈরি হয় নি বিভিন্ন সময়-এর প্রয়োজনে এগুলো তৈরি হয়েছে এবং ০ (শূন্য) এর প্রথম তৈরি এবং ব্যবহার হয় ভারতবর্ষে। পৃথিবীর সবচেয়ে ছোট সংখ্যা আর বড় সংখ্যা বলে কিছু বলার উপায় নেই। এবং সংখ্যারেখা হচ্ছে সেই রেখা, যার ওপর পৃতিবীর সমস্ত সংখ্যা আছে। এবং এই রেখার একদম মাঝখানে সংখ্যাটি হচ্ছে ০। ০ (শূন্য কিন্তু একটি জোড় সংখ্যা এবং এর ২ ঘর করে সামনে বা পিছে যেতে থাকলে যত সংখ্যা পাওয়া যাবে তারা সবাই কিন্তু জোড় সংখ্যা আর বাকি সব বেজোড় সংখ্যা। এই ভাবে গণিতিক অপারেশন, যোগ, বিয়োগ, গুন, ভাগ, বীজগনিত, ফাংশন এইগুলো খুব সুন্দর করে এই বইতে পর পর দেওয়া আছে।

  ৭ম শ্রেণির ইসলাম শিক্ষা বই pdf ২০২৪। Class 7 Islamic Studies Book

লেখক পরিচিতি:

তামিম শাহরিয়ার সুবিন

১৯৮২ সালের ৭ নভেম্বর ময়মনসিংহে জন্ম নেওয়া তামিম শাহরিয়ার সুবিন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার শিক্ষাজীবন শুরু হয় হোমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অতঃপর এ কে উচ্চ বিদ্যালয় ও নটরডেম কলেজে পড়া শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনে শেষ করেন। সরকারি কর্মকর্তার ঘরে জন্ম নেওয়া সুবিনের প্রধান আকর্ষণ প্রোগ্রামিংকে ঘিরে। তিনি প্রোগ্রামিং বিষয়ক প্রায় পাঁচশোটি সমস্যা বিশ্ববিদ্যালয়ে থাকাকালে সমাধান করেছেন। নানা ভাষায় কোডিং করতে পারলেও তার পছন্দের প্রোগ্রামিং ভাষা পাইথন। তবে তার শখ লেখালিখি এবং ভ্রমণ। শখ এবং আগ্রহের বস্তুকে এক বিন্দুতে মিলিয়ে সুবিন লিখে ফেলেছেন বেশ কয়েকটি বই। তামিম শাহরিয়ার সুবিন এর বই সমূহ’র বিষয়বস্তু হলো কম্পিউটার প্রোগ্রামিং, যার বেশিরভাগ বাংলা ভাষায় লিখিত। কীভাবে বাংলা ভাষাভাষী মানুষের কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে জড়তা দূর করা যায় সে ভাবনা থেকেই তিনি বাংলায় প্রোগ্রামিং বিষয়ক বই লেখা শুরু করেন। সহজ, সাবলীল ভাষায় লেখা বলে তামিম শাহরিয়ার সুবিন এর বই পাঠকের আত্মস্থ করতে বেগ পেতে হয় না। তামীম শাহরিয়ার সুবিন এর বই সমগ্র এর মাঝে তাই দেখতে পাওয়া যায় প্রোগ্রামিং গাইডলাইন, পাইথন দিয়ে প্রোগ্রামিং ও গণিতের মতো খটমটে বিষয়ের উপস্থিতি। তিনি বাংলাদেশে থাকাকালে মুক্ত সফটওয়্যার লিমিটেড ও দ্বিমিক কম্পিউটিং নামক দুটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একজন একাডেমিক কাউন্সিলর হিসেবেও নিয়োজিত রয়েছেন। বর্তমানে তিনি সপরিবারে সিঙ্গাপুরে বসবাস করছেন।

গণিত করবো জয় বইটি সম্পর্কে পাঠকদের মন্তব্য।

Raihan Nishat বলেছেন: আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিএসই পড়ছি। অনেককেই বলতে শুনি যে সিএসই পড়তে গেলে নাকি গণিত এবং পদার্থবিজ্ঞানে ভালো হতে হয়। আমি গণিত এবং পদার্থবিজ্ঞানে অতটা ভালো না। আমার মধ্যে এক প্রকার হতাশা কাজ করতো আমি কি সিএসই পড়তে পারবো ? আমি নিজেও অনেক হতাশ ছিলাম। তখন আমি http://programabad.com/questions/7619/ গিয়ে আমার সমস্যার কথা জানাই। ঠিক এই রকম সময় এই রকম একটা বইয়ের সন্ধান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আশাকরি আমার মত যারা আছে তাদের অনেক উপকার হবে বইটা পড়ে, সেই সাথে যদি কেউ ষষ্ঠ শ্রেণি থেকে নবম – দশম শ্রেণী পর্যন্ত শুধু গনিত বইটা পড়ে এবং সাথে অনুশীলণ করে তাহলে আমার মনে হয় তার গনিতে দূর্বলতা অনেকটাই কেটে যাবে। আমার মত যাদের গণিত এবং পদার্থবিজ্ঞানে দূর্বলতা রয়েছে তাদের কথা মাথায় রেখে এত সুন্দর গনিতের উপর একটা বই লেখার জন্য সুবিন ভাই এবং রাফি ভাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভ কামনা রইলো, ধন্যবাদ।

  প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২১ পিডিএফ

Sadlil Rhythm বলেছেন: বইটা এই মাত্র পড়ে শেষ করলাম। অনেক কিছুই শিখলাম আবার নতুন করে। আসলেই বইটা পড়ার সময় বার বার মনে হচ্ছিল, যদি নবম – দশম শ্রেনিতে পড়ার সময় বইটা পাওয়া যেত। এই যূগের ওরা অনেক ভাগ্যবান, এত সহজ সরল ভাষায় গনিতের এত এত জটিল বিষয়গুলা জানতে পারবে। সুবিন ভাই এবং রাফি ভাইকে ধন্যবাদ বইটির জন্য।

NB. বই শেষ করার পর, মনে হইতেছিল ত্রিকোনমিতি আর জ্যামিতি গুলাও যদি কেউ এত সহজে আবার বুঝায়া দিত।

Hafizur Rahman বলেছেন: যদিও অনেক আশা নিয়ে বইটা কিনেছিলাম। আশা করেছিলাম বেসিক বিষয়গুলোসহ একটু মিডিয়াম টাইপের আলোচনাও থাকবে তাতে হতাশ হয়েছি। গণিতে সবার অবস্থা সমান না। অনেক ভাল ছাত্রও অনেক সহজ বিষয় সম্পর্কে জানে না। আবার অনেক খারাপ ছাত্রও এইসব অনেক ভাল জানে। তাই একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এই বইটা আমি সবার জন্য সাজেস্ট করব না। লেখকের অন্যান্য বই যেমন অনেক ভাল যেমন কম্পিউটার প্রোগ্রামিং্যের তিনটা খন্ড, ঠিক তেমনি সামনে আরো অনেক ভাল বই পাব আশা করি। এই বইটা কে প্রথম খন্ড ধরে মিডিয়াম মানের গানিতিক আলোচনায় দ্বিতীয় খন্ড আর উচু মানের আলোচনায় এভাবে বই লেখা যেতে পারে।

Md Jubayer Hossain বলেছেন: গনিত করব জয়, বইটি হাতে পেয়েছি। ৩ টা অধ্যায় পড়েছি ডিপলি বাকীটুকু রিডিং। পুরো বইটি আমার কাছে অসাধারন লেগেছে। যাদের বেসিক জিনিসগুলো নিয়ে একটু ঘাটতি আছে তাদের জন্য তো বটেই, স্কুল-কলেজের ছেলে মেয়েদেরও অবশ্যই পড়া উচিৎ বইটি। বই পড়া আমি বয়সের সাথে বা ক্লাসের সাথে বেঁধে দিতে রাজি নই। বইটি যে কেউই পড়তে পারে। বিশেষ করে আমার মত অন্য সাবজেক্ট থকে এসে যারা প্রগ্রামিং করছে নতুন তাদের জন্যও ভাল ভূমিকা পালন করবে বইটি।

সবশেষ সবার প্রগ্রামিং গুরু শ্রদ্ধেয় তামিম শাহরিয়ার সুবিন ভাই এবং তাহমিদ রাফি ভাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে আরও অনেক বই উপহার দেওয়ার জন্য শুভ কামনা রইল।

Mosharraf Hosain বলেছেন: স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য অবশ্যপাঠ্য বই। কলেজের ছেলেমেয়েদেরও অবশ্যই পড়া উচিত, বিশেষ করে যারা স্কুলে গণিতে মনযোগ কম দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরা যারা কম্পিউটার বিজ্ঞান বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছে (বা যারা সিএসই পড়তে চাইছে) তাদেরও এই বই পড়া উচিত (লেখকদ্বয় প্রধানত তাদের উদ্দেশ্যেই বইটি লিখেছেন)।

গণিত করবো জয় বইটি pdf download করুন নিচের লিংক থেকে।

download 2Bbutton

প্রিয় পাঠক গণিত করবো জয় বইটি pdf download করতে আমরা কখনোই আপনাদের উৎসাহীত করছি না। আমাদের অনুরোধ থাকবে গণিত করবো জয় বইটি আপনার নিকটস্থ লাইব্রেরী অথবা অনলাইন বইয়ের দোকান থেকে হার্ডকপি ক্রয় করুন এতে করে সম্মানিত লেখকগন তাদের লেখার প্রতি আরো উৎসাহিত হবেন।

আর হ্যা বন্ধুরা আপনারা চাইলেই বইটি এই অনলাইন শপ গুলো থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন।

রকমারি: https://www.rokomari.com/book/155408/gonit-korbo-joy

Leave a Comment