অঙ্ক ভাইয়া Pdf Download

অঙ্ক ভাইয়া pdf download। অঙ্ক ভাইয়া বইটি চমক হাসান ভাইয়ের অসম্ভাব্য উচ্চ মানের একটি গণিতের অজানা সব তথ্য এবং নানা রকম ট্রিকস সম্বলিত চমৎকার একটি বই। লেখক চমক হাসান তার নামের শ্রোতধারার ধারাবাহিকতা অটুট রেখেছেন তার এই বইটির মধ্যেও।গল্পে গল্পে হয়ত আমরা বিভিন্ন ইংরেজি রুলস মনে রাখার পদ্ধতি শিখেছি তবে এই প্রথম চমক হাসান তার অঙ্ক ভাইয়া বইটির মধ্যে শিখালেন গল্পে গল্পে অঙ্ক শেখার মতো অসাধারণ সব পদ্ধতি। এতো নিত্য নতুন সব ট্রিকস এতো সহজে এতো কঠিন সমস্যার সমাধান বইটিতে বিদ্যমান। সত্যিই বইটি পড়ার সময় আমার এতো ভালো লেগেছে এবং এতোটা অভিভূত যে অঙ্ক সম্পর্কে আমার বিগত ধারণা চূর্ণ হয়ে গিয়েছে মুহূর্তে । বইটিকে যদি ৫ স্টার দেওয়া হয় তবুও কম হবে। একজন বুয়েটিয়ানের মেধার পূর্ণ প্রতিফলন ঘটেছে বইটিতে। নতুন গাণিতিক পদ্ধতি শেখার আগ্রহ থাকলে অবশ্যই বইটি কেনার জন্য আমি রিকমেন্ড করব।

  • বই: অঙ্ক ভাইয়া
  • লেখক: চমক হাসান
  • ক্যাটাগরি: গনিত
  • ভাষা: বাংলা
  • ফরম্যাট: Free Download (ফ্রি ডাউনলোড)
  • প্রকাশনী: আদর্শ
  • প্রকাশকাল: ৭ম প্রকাশন ২০১৯
  • মোট পেজ: ১৬০ টি
  • ফাইল সাইজ: এম্বি

অঙ্ক ভাইয়া pdf বইয়ের প্রথম কিছু অংশ পড়ুন।

“অঙ্ক ভাইয়া” টেনশন টিনা, যে তুচ্ছ কারণে দুশ্চিন্তা করতে করতে হতাশায় ডুবে যায়,

বিটলা বান্টি, দুষ্টুমির আড়ালে যার প্রশ্নগুলো চিন্তার খোরাক জোগায়,

তুখোড় তন্বী, যে পারদর্শী নানামুখী দক্ষতায়,

আর অবাক পৃথ্বী, জগতের সবকিছুতে যে বিস্ময় খুঁজে পায়

-ওরা সবাই আজ অসহায় নজিবুল্লাহ মাস্টারের দাপটে।

ওদের মনে গণিত নিয়ে হাজারো প্রশ্ন, উত্তর মেলে না কিছুতেই!

ওরা তখন আশ্রয় খোঁজে অংক ভাইয়ার কাছে।

  জীবন বদলে যাবে pdf download

কোত্থেকে এলো, কোথায় কাজে লাগে, এটা এমন কেন, অমন নয় কেন, এটা শিখে কী হয়, ওটার মূল ঘটনাটা কী- এমনসব প্রশ্নের উত্তর ‘অংক ভাইয়া’ দিয়ে যান পরম মমতায়।

বাংলাদেশের আয়তন নাকি ক্ষেত্রফল, পেঁয়াজকুচি পদ্ধতিতে গোলকের আয়তন, পিথাগোরাস দিয়ে আইনস্টাইন, ফাংশনের বৃত্তান্ত, পৃথিবীর সুন্দরতম সমীকরণ, ঋনাত্মক সংখ্যার লসাগু-গসাগু, গিটারের গণিত, হাতে কলমে ঘনমূল, সাইন কসের নামরহস্য, লগ এর ভিতরের কথা, অসমতার চিহ্ন – এমন চিন্তাগুলো যদি আপনার মনে কৌতূহল জাগায়, এই বইটি আপনার জন্য!

লেখক পরিচিতি:

চমক হাসান

বর্তমান সময়ে বাংলাদেশের যে ক’জন তরুণ লেখক পাঠকদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন, চমক হাসান তাদের মাঝে অন্যতম। তিনি শুধু লেখক হিসেবেই নয়, একজন সফল ইউটিউবার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও ব্যাপকভাবে সমাদৃত। ১৯৮৬ সালের ২৮ জুলাই কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন চমক হাসান। সেখানেই অতিবাহিত করেন শৈশব ও কৈশোর। উচ্চ মাধ্যমিক পর্যন্ত কুষ্টিয়ায় পড়াশোনার পর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা-তে পিএইচডি সম্পন্ন করছেন। চমক হাসান একজন স্বপ্নদ্রষ্টা, যাঁর আশা হলো- এদেশের ছাত্র-ছাত্রীরা গণ্ডীবদ্ধ শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে সহজ ভাষায় লেখা পাঠ্যবই পড়বে এবং বড় হবে বিজ্ঞানকে ভালোবেসে, যার ফলে এ বিষয়ে তিনি লেখালেখি শুরু করেন। গণিত ও বিজ্ঞানকে ভালোবেসে রচিত চমক হাসান এর বই ১৪টি। চমক হাসান এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো ‘অঙ্ক ভাইয়া’, ‘অসাম স্টুডেন্টদের অসাম বিজ্ঞান প্যাকেজ’, ‘গণিতের রঙ্গে হাসিখুশি গণিত’, ‘গল্পে গল্পে জেনেটিক্স’ ইত্যাদি। চমক হাসান এর বই সমগ্র ছাত্র-ছাত্রীদের সহজে গণিত ও বিজ্ঞান বুঝতে নানাভাবে সাহায্য করে। গাইতে-পড়তে-শিখতে- জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে পছন্দ করা এই মানুষটি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পড়াশোনাকে যথাসম্ভব আনন্দময় করে তুলতে। এদেশের শিক্ষার্থীরা সবচেয়ে সহজ ভাষায় সবচেয়ে আনন্দময় উপায়ে পাঠ্যবই পড়বে, এবং সেই সাথে তারা সত্যিকার অর্থেই বিজ্ঞানকে ভালোবেসে সবকিছু বুঝে বুঝে শিখব, মুখস্ত করে নয়- এই স্বপ্ন নিয়েই লেখালেখি চালিয়ে যাবার শপথ নিয়েছেন জনপ্রিয় এই তরুণ লেখক।

  Chacha Choudhury All Comics books pdf download

অঙ্ক ভাইয়া বইটি সম্পর্কে পাঠকদের মন্তব্য।

Nafis Reza বলেছেন: চমক হাসান ভাইয়া বরাবরই চমক নিয়েই হাজির হন, এবারও তার ব্যতিক্রম কিছু ঘটেনি । পুরো বইটি পড়লাম, প্রথম দিকে অনেকটা উপন্যসের মতো ! পরে আবার গণিত শেখা !! এক কথায় গল্পে গল্পে গণিত শিখতে চাইলে এই বইয়ের বিকল্প কিছু নেই । সকলকে অবশ্যই রেকোমেন্ড করবো বইটি পড়ার জন্য 🙂

Nahid Khan বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চমক ভইয়া এবং রকমারি কে।।।
অবশেষে বইটা আজ হাতে পেলাম।

Shahriar Hossain বলেছেন: বইটা সম্পর্কে বলার কোনো ভাষা নাই। এক কথায় Awesome একটা বই। চমক স্যার এর এই বই যদি না পড়তাম, তাহলে বুঝতাম না হয়তো কখনোই গণিত যে এত মজাদার হতে পারে। সিরিয়াসলি, এই বই টা পড়ে আমি যত কিছু জানতে পেরেছি,সেটা মনে হয় আগামী ১০ বছরেও জানতে পারতাম না যদি বই টা না পেতাম। আমি তো চমক স্যার এর অনেক বড় একজন ভক্ত হয়ে গেলাম। ইন শা আল্লাহ হাতে টাকা আসলে আরো ৫-৬ টা বই অর্ডার করব চমক স্যারের। আর রকমারি ডট কম,আপনাদেরকে অনেক ধন্যবাদ। এতো সুন্দর একটা সারভিস দেওয়ার জন্য। মাত্র ৩ দিনে বই হাতে পেয়েছি। ১০/১০ দিলাম।

Jobayed hossain zihad বলেছেন: আলহামদুলিল্লাহ!
আসলে বর্তমানে বেশিরভাগ স্টুডেন্টের চমকিত সমস্যা অঙ্ক।। যত প্রাইভেট আর অনুশীলন ই হোক না কেন এতে যেন ঢ়ের সমস্যাই পড়ে থাকে।
অঙ্ক ভাইয়া বইতে চমক ভাইয়া অঙ্কের সমাধান… রহস্যময়তার চমকে আর হাসির আদলে অদ্ভুতভাবে ফুটিয়ে তুলেছেন।
যেকারনে অনেকের সহজভাবে অঙ্ক শিখতে এই বই সহায়ক হবে ইনশাআল্লাহ।
লেখকে অগনিত ধনবাদ…আর কামনা করি যেন এভাবে সহজ এবং হাসির আদলে বই লিখতে পারে

  মাইন্ডসেট: চেঞ্জিং দ্য ওয়ে ইউ থিংক টু ফুলফিল ইয়োর পটেনশিয়াল pdf download

Subroto Roy বলেছেন: চমক হাসান ভাইয়ের সবকটি বই সত্যিই চমৎকার। তার মধ্যে অঙ্ক ভাইয়া বইটি অন্যতম। তিনি এই বইটিতে সব বিষয় গুলোর এত সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কোন স্টুডেন্ট এর পক্ষে খুব সহজে বুঝা সম্ভব। গণিত যে এত সহজ ও মজা করেও শেখা যায় সেই বিষয়টি তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাই আমি মনে করি, সহজে গণিত শেখার জন্য এই বইটি অনেক বড় একটি ভূমিকা পালন করবে।

অঙ্ক ভাইয়া বইটি pdf download করুন নিচের লিংক থেকে।

download 2Bbutton

প্রিয় পাঠক  অঙ্ক ভাইয়া বইটি pdf download করতে আমরা কখনোই আপনাদের উৎসাহীত করছি না। আমাদের অনুরোধ থাকবে অঙ্ক ভাইয়া বইটি আপনার নিকটস্থ লাইব্রেরী অথবা অনলাইন বইয়ের দোকান থেকে হার্ডকপি ক্রয় করুন এতে করে সম্মানিত লেখকগন তাদের লেখার প্রতি আরো উৎসাহিত হবেন।

আর হ্যা বন্ধুরা আপনারা চাইলেই বইটি এই অনলাইন শপ গুলো থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন।

রকমারি:  https://www.rokomari.com/book/158616/anko-vaiya

Leave a Comment