টিনটিন সিরিজ bangla pdf download

টিনটিন সিরিজ bangla pdf download। এমন কোন বইপোকা খুজে পাওয়া যাবেনা যে টিনটিন কে চেনেনা এবং তার বই পড়েনি। কারো আবার ছোটবেলার বই পড়ার শুরুই হয়েছে টিনটিনের হাত ধরে। আর সেকারনেই হয়তো টিনটিন ছোটদের বই। টিনটিন শুধু ভালো লাগবে নির্দিষ্ট একটা বয়সে। সেই বয়স পেরুলে আর টিনটিন ভালো লাগবে না। কিন্তু আমার সেরকমটা মনে হয় না। টিনটিন আমার খুবই ভালো লাগে। তার সাথে আমার পরিচয় ১৬ সালে। তারপর তার ফ্যান হলাম। এবং একসাথে কাটালাম বেশ কিছু অভিযান। সেইরকমই একটা অভিযানের নাম “আশ্চর্য উল্কা”

  • বই: টিনটিন সিরিজ
  • লেখক: অ্যার্জে
  • ক্যাটাগরি: শিশু-কিশোর কমিক্স বই
  • ভাষা: বাংলা
  • ফরম্যাট: Free Download (ফ্রি ডাউনলোড)
  • প্রকাশনী: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • প্রকাশকাল:
  • মোট পেজ: ১৫৫০ টি
  • ফাইল সাইজ: এম্বি

টিনটিন সিরিজ bangla pdf বইয়ের প্রথম কিছু অংশ পড়ুন।

সময়টা গ্রীষ্মের মাঝামাঝি। অতিরিক্ত গরমে গায়ে কাপড় রাখাই দায়। এরকম সময়ে রাতের বেলা টিনটিন আকাশে লক্ষ্য করলো বিশাল একটা তারা। তারা যে পৃথীবি থেকে এত বড় দেখা যাবে এটা কখনোই কল্পনা করেনি টিনটিন। তাই বেশ উত্তেজনা অনুভব করতে লাগলো নিজের মাঝে। উত্তেজনা হয়তো আর একটু বাড়ানোর জন্য তারাটার আকার একটু একটু বাড়তে লাগলো। একটা সময় টিনটিনের মনে হলো তারাটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। অনুমানের সত্যতা যাচাই করার জন্য টিনটিন ছুটলো মানমন্দিরে।

মানমন্দিরে না আসাটাই হয়তো ভালো ছিল। এখানে এসে টিনটিন যা শুনলো এবং নিজের চোখে আকাশের সেই তারাকে বড় দুরবীন দিয়ে দেখার পর যেন নিজের অজান্তেই আতকে উটলো। এতক্ষণ থেকে যেটাকে তারা ভেবে আসছিলো টিনটিন সেটা আসলে তারা নয়। বরং ভয়ঙ্কর এক মাকড়সা। এবং সেই মাকড়সা ধেসে আসছে পৃথিবীর দিকে যার ফলে আগামীকাল সকাল ৮ টা ১২ মিনিটে সেটার ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবী।

টিনটিন ভাবতেই পারছিলো না আগামীকাল তাকে এবং বাকী সবাইকে মরতে হবে। কিন্তু ভেবেও তো আর করার কিছু নেই। ভেবে কি আর পৃথিবীকে ধংসের হাত থেকে বাচা যাবে? যখন আর কোন উপায় নেই তখন টিনটিন ঘড়ির দিকে তাকিয় অপেক্ষা করতে লাগলো ভয়ঙ্কর এক সত্যের জন্য। মনে ক্ষীণ আশা। হয়তো পৃথিবী ধ্বংস হবে না। কিন্তু টিনটিনের ক্ষীণ আসা পূরন হলো না, সঠিক সময়েই প্রচন্ড এক ঝাকুনিতে কেপে উঠলো টিনটিনের পুরা রুম…..”

  ইমোশনাল মার্কেটিং pdf download

কাহিনী এখানেই শেষ নয়, কারন আশ্চর্য উল্কা নিয়ে এখনো কিছুই বলিনি। যেটাকে আশ্চর্য উল্কা বলা হয়েছে সেটা আসলেই আশ্বর্য উল্কা। সেই উল্কা সংরক্ষণ করা গেলে বিজ্ঞানের অবিস্মরণীয় উন্নতি ঘটানো সম্ভব। মানব জাতির এই অভাবনীয় সাফল্যের স্বপ্ন এক নিমিষেই ভেঙে দিয়ে উল্কা পতন হলো সমুদ্রে।

সমুদ্র থেকে তো আর উল্কা নিয়ে আসা যাবেনা, কিন্তু তারপরেও টিনটিনের চাওয়ায় বিশাল লঞ্চ সাজানো হলো, সেইসাথে শুরু হলো রোমাঞ্চকর অভিযান। আর সব অভিযানের মত এটাতেও আছে যথেষ্ট শত্রু। শত্রু দল চায়না টিনটিন দল উল্কা আগে পেয়ে যাক, আর তাই তারা বিভিন্ন রকম চতুরাতার আশ্চর্য নিতে লাগলো। এগুলোর থেকে মুক্তি পাওয়া কঠিন ছিলো কিন্তু টিনটিন একে একে সেগুলো থেকে পাশ কাটিয়ে যেতে লাগলো। কিন্তু তার মাথায় আকাশ ভেঙে পড়লো তখন, যখন জানতে পারলো তাদের থেকে ঠিক ২৫০ কিমি এগিয়ে আর একটা লঞ্চ উল্কার খোজে এগিয়েছে। তারমানে আর কোনভাবেই উল্কা জয় করা সম্ভব নয়। তবে ভেঙে পড়লো না টিনটিন। একবার যখন অভিযানে বের সে হয়েছে তখন জিতেই ফিরবে।

ভাল্লাগছে আশা করি আপনাদের ও লাগবে।

 

লেখক পরিচিতি:

অ্যার্জে

টিনটিনভক্তদের কাছে এই বেলজিয়ান কার্টুনিস্টের নামটি অত্যন্ত আপন বলে মনে হবে। টিনটিনসহ আরো অনেক কালজয়ী কমিকস চরিত্রের স্রষ্টা অ্যার্জে; তাঁর প্রকৃত নাম জর্জ রেমি। তবে ছদ্মনামেই তিনি অধিক পরিচিত। তিনি জন্ম নিয়েছিলেন ১৯০৭ সালের ২২ মে। বিংশ শতাব্দীর ইউরোপীয় কমিকসের জগতে সবচেয়ে জনপ্রিয় নাম তাঁরই। জীবনে একবারও অ্যার্জের বই পড়েনি, তখনকার সময়ে এমন শিশু-কিশোর ইউরোপে খুঁজে পাওয়া ভার ছিল। তবে অ্যার্জের কমিকস কোনো সময় বা স্থানের গণ্ডিতে বাঁধা পড়ে নেই, অভিযাত্রিক হয়ে ছড়িয়ে পড়েছে যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে। তেপান্তরের মাঠে সোনালী আভায় এখনও জ্বলজ্বল করে অ্যার্জের সৃষ্টি। টিনটিন ছাড়াও যে দুটো ধারাবাহিক কমিকের জন্য অ্যার্জে স্মরণীয় হয়ে আছেন, সেগুলো হলো ‘কুইক এবং ফ্লুপকে’ এবং ‘দ্য অ্যাডভেঞ্চারস অফ জো, জেট অ্যান্ড জোকো’। নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জর্জ রেমির কলমে জন্ম নেয় দুঃসাহসী টিনটিন চরিত্রটি। টিনটিন নিয়ে লেখা অ্যার্জে এর বই সমূহ থেকে একসময় নির্মাণ করা হয় বহু নাটক-সিনেমাও। টিনটিন অনুবাদ করা হয়েছে পঞ্চাশোর্ধ্ব ভাষায়। টিনটিন এর বাংলা বই আজও তাই জড়িয়ে আছে অনেক বাংলাভাষীর স্কুলপালানো সময় কিংবা টিফিনের জমানো টাকার স্মৃতিতে। ১৯২১ সালে টিনটিনের পথচলা শুরু হয় ‘সোভিয়েত দেশে টিনটিন’ দিয়ে, এবং অ্যার্জের মৃত্যুর আগপর্যন্ত, অর্থাৎ ১৯৮৩ সাল পর্যন্ত তার অভিযাত্রা অব্যাহত থাকে। অনেক পাঠকই টিনটিনের সাথে বড় হয়েছেন বলা যায়। ১৯৮৩ সালের ৩রা মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করে টিনটিনের মতোই কোনো এক নাম না জানা অভিযানে বেরিয়ে পড়েন অ্যার্জে।

  তুমিও জিতবে Pdf Download

টিনটিন সিরিজ bangla বইটি সম্পর্কে পাঠকদের মন্তব্য।

Muhammad Moshiur বলেছেন: আমিই হয়তো একমাত্র ব্যক্তি হবো যে এটার রিভিউ লেখছি। এবং একমাত্র ব্যক্তি হবো যে মরার আগ পর্যন্ত এই কমিক্স সিরিজ গুলা পড়ে মজা পাবো। প্রতিবারই যখন পড়া আরম্ভ করি সব ভুলে যাই , মনে থাকে না যে এর পরে কি ঘটতে যাচ্ছে, যদিও শ খানেকবার পড়া হয়ে গেছে। একটা অসাধারন শিক্ষণীয় কার্টুন সিরিজ।
রকমারিকে ধন্যবাদ এমন জিনিস কালেকশনে রাখার জন্য ও আমাদেরকে দেওয়ার ব্যবস্থা রাখার জন্য…

Redwanul Haque Fardin বলেছেন: ফারাওয়ের চুরুট কমিক্সের শুরুই হয় জাহাজ যাত্রা দিয়ে।সেখানে রয়েছে অনেক মজার মজার কাহিনি।কমিক্সের শুরুতে টিনটিনকে একটি গুহার ভিতর থেকে অজ্ঞান করে কফিনে বন্দি করা এবং ভাগ্যক্রমে সেখান থেকে বেঁচে যাওয়া এবং বণিকদের সাথে আরব সাগরে যাত্রা সবই যেন ভবিষ্যৎতের এক নিয়তিই ছিলো।এর গল্পটাও টিনটিনের অন্যান্য কমিক্সের নায় সুন্দর এবং আঁকা বরাবরের মতই সুন্দর।

Arman hossen বলেছেন: সহজ অনুবাদ। পড়তে কোন সমস্যা মনে হয় নি। সর্বোপরি কমিক্সটা পড়তে অনেক ভালো লাগলো।

Redwanul Haque Fardin বলেছেন: টিনটিনের চাঁদে পৌঁছানোর গল্প নিয়ে তৈরি কমিকটি।টিনটিনের কমিক্স মানেই অ্যাডভেঞ্চার এবং মাঝ পথে হাজারো বিপদ।চন্দ্রলোক অভিযানের শেষাংশ নিয়ে এই কমিকটি তৈরি।চাদের উদ্দেশে রউনা দেয় টিনটিন, কুট্টুস,ক্যাপ্টেন হ্যাডক,প্রফেসর ক্যালকুলাস।কিন্তু একটা সময় বুঝতে পারে শুধু তারাই নয় আরও ২ জন রয়েছে তাদের রকেটে।এর মধ্যে একজন করে বিশ্বাসঘাতকতা।এরপর কিভাবে পৃথিবীতে ফিরে আসে টিনটিন এবং বাকি সবাই?নিজেই না হয় পড়ে নিন।

  শিক্ষক সহায়িকা ৫ম শ্রেণি। Shikkhok Sohayika Class 5 PDF

Rasel Sabrin বলেছেন: বইয়ের চিত্রগুলো অসাধারণ।কী সুন্দর আর যত্ন করে যে তিনি একেছেন তা আর বলার অপেক্ষা রাখে না।কাহিনীগুলোও খুবই সুন্দর ও চিত্তাকর্ষণীয়।

টিনটিন সিরিজ বইটি bangla pdf download করুন নিচের লিংক থেকে।

দুঃসাহসী টিনটিন: আমেরিকায় টিনটিন

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: আশ্চর্য ‍উল্কা

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: বোম্বেটে জাহাজ

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: ক্যালকুলাসের কান্ড

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: চন্দ্রলোকে অভিযান

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: চাঁদে টিনটিন

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: কঙ্গোয় টিনটিন

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: ফ্লাইট ৭১৪ গন্তব্য সিডনি

download 2Bbutton

টিনটিন: কালো সোনার দেশে

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: কানভাঙা মূর্তি

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: কাঁকড়া রহস্য

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: লাল বোম্বেটের গুপ্তধন

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: মমির অভিশাপ

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: নীলকমল

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: ওটোকারের রাজদণ্ড

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: ফারাওয়ের চুরুট

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: সূর্যদেবের বন্দি

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: তিব্বতে টিনটিন

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: পান্না কোথায়

download 2Bbutton

টিনটিন: হাঙর-হ্রদের বিভীষিকা

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: সোভিয়েত দেশে টিনটিন

download 2Bbutton

দুঃসাহসী টিনটিন: ‘পেতি ভ্যাঁতিয়েম ’ কাগজের সাংবাদিক

download 2Bbutton

প্রিয় পাঠক টিনটিন সিরিজ বইটি pdf download করতে আমরা কখনোই আপনাদের উৎসাহীত করছি না। আমাদের অনুরোধ থাকবে টিনটিন সিরিজ বইটি আপনার নিকটস্থ লাইব্রেরী অথবা অনলাইন বইয়ের দোকান থেকে হার্ডকপি ক্রয় করুন এতে করে সম্মানিত লেখকগন তাদের লেখার প্রতি আরো উৎসাহিত হবেন।

আর হ্যা বন্ধুরা আপনারা চাইলেই বইটি এই অনলাইন শপ গুলো থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন।

রকমারি: https://www.rokomari.com/book/163120/tintin-series–24ti-boi-rokomari-collections-

Leave a Comment