৪র্থ শ্রেণীর বাংলা বই pdf ২০২৪। Class 4 Bangla Book 2024 Pdf Download করে নিতে পারবেন এখান থেকে। ২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তক এর দুটি ভার্সন বাংলা ভার্সন এবং ইংরেজী ভার্সন এখান থেকে পেয়ে যাবেন।
৪র্থ শ্রেণীর বাংলা বই এর সূচীপত্র
৪র্থ শ্রেণীর বাংলা বই এর সূচীপত্র এখান থেকে একনজরে দেখে নিতে পারবেন:
১. বাংলাদেশের প্রকৃতি
২. পালকির গান
৩. বড়ো রাজা ছোটো রাজা
৪. বাংলার খোকা
৫. মুজিব মানে মুক্তি
৬. আজকে আমার ছুটি চাই
৭. বীরশ্রেষ্ঠদের বীরগাথা
৮. মহীয়সী রোকেয়া
১. নেমন্তন্ন ১০. মোবাইল ফোন
১১. আবোল-তাবোল
১২. হাত ধুয়ে নাও
১৩. মোদের বাংলা ভাষা
১৪. বাওয়ালিদের গল্প
১৫. পাখির জগৎ
১৬. কাজলা দিদি
১৭. পাঠান মুলুকে
১৮. মা
১৯. ঘুরে আসি সোনারগাঁও
২০. বীরপুরুষ
২১. পাহাড়পুর
২২. লিপির গল্প
২৩. খলিফা হযরত উমর (রা)
শব্দের অর্থ জেনে নেই
৪র্থ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম থেকে কিছু অংশ
৪র্থ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম থেকে কিছু অংশ এখান থেকে পড়ে নিতে পারেন:
বাংলাদেশের প্রকৃতি
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি দুমাসে হয় একটি ঋতু। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র-আশ্বিন হচ্ছে শরৎকাল। তার পরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এ দু মাস বসন্তকাল।
এরকমভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা-যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু দু মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে দুটি কি তিনটি ঋতু দেখা যায়। খুব বেশি হলে চারটি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ। একেক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়।
প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কী প্রচণ্ড গরম! রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতেই হয়, তখন মাথার ওপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় । এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল।
৪র্থ শ্রেণির আমার বাংলা বই ২০২৪ pdf (বাংলা ভার্সন)
৪র্থ শ্রেণির আমার বাংলা বই ২০২৪ pdf (বাংলা ভার্সন) এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
৪র্থ শ্রেণির আমার বাংলা বই ২০২৪ pdf (ইংরেজী ভার্সন)
৪র্থ শ্রেণির আমার বাংলা বই ২০২৪ pdf (ইংরেজী ভার্সন) এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
শিক্ষার্থী বন্ধুরা ৪র্থ শ্রেণির কোন ধরনের বইয়ের দরকার হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।