৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই pdf ২০২৪। Class 6 History And Social Science Book 2024 Pdf Download করে নিতে পারবেন এখান থেকে। ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক এর দুটি ভার্সন বাংলা ভার্সন এবং ইংরেজী ভার্সন এখান থেকে পেয়ে যাবেন।
৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই এর সূচীপত্র
৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই এর সূচীপত্র এখান থেকে একনজরে দেখে নিতে পারবেন:
নানা পরিচয়ে আমি
সক্রিয় নাগরিক ক্লাব
ইতিহাস জানার উপায়
বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি
বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব
দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব
প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম
আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ
হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশ-এর অভ্যুদয়
বই পড়া কর্মসূচি
প্রাকৃতিক ও সামাজিক কাঠামো
প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তঃসম্পর্ক
সমাজ ও সম্পদের কথা
পরিশিষ্ট
৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম থেকে কিছু অংশ
৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম থেকে কিছু অংশ এখান থেকে পড়ে নিতে পারেন:
নানা পরিচয়ে আমি
নতুন বছরের প্রথম ক্লাস: বন্ধুদের সাথে পরিচয়ের খেলা
ষষ্ঠ শ্রেণিতে অনেক নতুন মুখের আনাগোনা। অনেকে সবাইকে আগে থেকে চেনে না। নতুন শ্রেণিতে সবার মনে রোমাঞ্চ আর উৎকণ্ঠা। অনেকেই সহপাঠীদের চেহারা, পোশাক আর বাচনভঙ্গি দেখে অনুমান করার চেষ্টা করছে কাদের সাথে বন্ধুত্ব করা যাবে। আয়েশা সামনের দিকের একটা বেঞ্চে চুপচাপ বসেছিল। এমন সময় শ্রেণিকক্ষে শিক্ষক প্রবেশ করলেন এবং বললেন, আমার নাম খুরশিদা হক, সবাই ডাকে খুশি আপা। আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক। ষষ্ঠ শ্রেণির ক্লাসে তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই।
তিনি বললেন, আমার পরিচয় তো এক রকমভাবে পেলে। এখন তোমাদের সাথে পরিচিত হওয়ার পালা। আমি ভাবছি, তোমাদের সাথে একটা নতুন উপায়ে পরিচিত হবো। চলো আমরা ছোটো ছোটো দলে ভাগ হয়ে বসে কিছু কাজ করি-
- প্রথমে প্রত্যেকে একটা করে কাগজ নিই।
- এবার এসো এই কাগজে আমরা নিজের পরিচয় তুলে ধরার জন্য নিজের সম্পর্কে কিছু তথ্য লিখি। মনে রেখো কাগজে আমরা কেউ নিজেদের নাম লিখব না। সবার লেখা শেষ হয়ে গেলে খুশি আপা কাগজগুলো এক জায়গায় জড়ো করলেন এবং সেখান থেকে একটি কাগজ তুলে নিয়ে সবাইকে তাতে লেখা পরিচয়ের বর্ণনা পড়ে শোনালেন এবং ওদের কাছে জানতে চাইলেন বর্ণনার সাথে মিল আছে এমন শিক্ষার্থী কে হতে পারে?
৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই ২০২৪ pdf (বাংলা ভার্সন)
৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই ২০২৪ pdf (বাংলা ভার্সন) এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
|
৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই ২০২৪ pdf (ইংরেজী ভার্সন)
৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই ২০২৪ pdf (ইংরেজী ভার্সন) এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
শিক্ষার্থী বন্ধুরা ৬ষ্ঠ শ্রেণির কোন ধরনের বইয়ের দরকার হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Bangla Books