৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বই pdf ২০২৪। Class 6 Life And Livelihood Book 2024 Pdf Download করে নিতে পারবেন এখান থেকে। ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক এর দুটি ভার্সন বাংলা ভার্সন এবং ইংরেজী ভার্সন এখান থেকে পেয়ে যাবেন।
৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বই এর সূচীপত্র
৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বই এর সূচীপত্র এখান থেকে একনজরে দেখে নিতে পারবেন:
কাজের মাঝে আনন্দ
পেশার রূপ বদল
আগামীর স্বপ্ন
আর্থিক ভাবনা
আমার জীবন আমার লক্ষ্য
দশে মিলে করি কাজ
স্কিল কোর্স-এক: কুকিং-১
স্কিল কোর্স-দুই: চারা রোপণ ও তার পরিচর্যা
৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বইয়ের প্রথম থেকে কিছু অংশ
৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বইয়ের প্রথম থেকে কিছু অংশ এখান থেকে পড়ে নিতে পারেন:
নিজের হাতে করি কাজ নেই তাতে কোনো লাজ।
সুমি ও রনি দুই ভাইবোন। ওরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের বিছানা পরিপাটি করে গুছিয়ে রাখে। এরপর দাঁত ব্রাশ করে হাতমুখ ধোয়। নিজেদের পড়ার বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি ব্যাগে গুছিয়ে রাখে। এগুলো শেষ হলে ওরা রান্নাঘরে গিয়ে বাবা-মায়ের কাজে সাহায্য করে। ওরা কখনও পানি এগিয়ে দেয়, কখনও রান্নাঘরের আবর্জনা বাইরের ময়লার পাত্রে/ঝুড়িতে ফেলে দিয়ে আসে। আবার কখনও খাবার-দাবার বাটিতে গুছিয়ে খাওয়ার স্থানে এনে রাখে।
এজন্যে বাবা-মা খুশি হয়ে দুজনকেই অনেক আদর করেন। সবাই মিলে সকালের নাস্তা খাওয়া শেষ হলে তারা নিজের প্লেট, বাটি ও মগ ধুয়ে নির্দিষ্ট স্থানে রেখে আসে। এরপর আগে থেকে গুছিয়ে রাখা পরিষ্কার পোশাক পরে বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে গিয়ে লেখাপড়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ করে।
৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বই ২০২৪ pdf (বাংলা ভার্সন)
৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বই ২০২৪ pdf (বাংলা ভার্সন) এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বই ২০২৪ pdf (ইংরেজী ভার্সন)
৬ষ্ঠ শ্রেণির জীবন ও জীবিকা বই ২০২৪ pdf (ইংরেজী ভার্সন) এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
শিক্ষার্থী বন্ধুরা ৬ষ্ঠ শ্রেণির কোন ধরনের বইয়ের দরকার হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।