চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫। চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এ প্রকাশিত হয়েছে। যে সকল শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের সবার আগে ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত। আজকে আমারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি তথ্য নিয়ে আলোচনা করব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ প্রকাশিত হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চবি ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সমূহ নিচে উল্লেখ করা হলো।

ভর্তি কার্যক্রমে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

আবেদন শুরু হবে : ০১ জানুয়ারী, ২০২৫


আবেদন শেষ হবে : ১৫ জানুয়ারী, ২০২


আবেদন ফি : ১০০০ টাকা


ভর্তি পরীক্ষার তারিখ :


আবেদন করার লিংক: admission.cu.ac.bd


চবি ভর্তি বিজ্ঞপ্তির নোটিশ: ডাউনলোড করুন এখান থেকে


নোট: সেকেন্ড টাইমারদের এবার ০৫ মার্ক কাটা যাবে


বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি scaled

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৪-২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ২০২৪-২৫ প্রকাশ হয়েছে। একজন শিক্ষার্থীকে আবেদন করতে হলে অবশ্যই নিম্নে দেওয়া নূন্যতম যোগ্যতা থাকতে হবে।

আবেদনকারীকে ২০২১ বা ২০২২ এস,এস. সি বা সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালের এইচ,এস,সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিশ্ববিদ্যালয় এর নোটিশে দেওয়া যোগ্যতা থাকতে হবে।

ইউনিট সমূহের নাম


ভর্তির যোগ্যতা


এ ইউনিট

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.০০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ৪.০০ হতে হবে।

 বি ও বি১ ইউনিট


বিজ্ঞান বিভাগ: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.০০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ হতে হবে।

মানবিক বিভাগ: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৭.৫০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ৩.০০ হতে হবে।ব্যবসায় শিক্ষা বিভাগ: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.০০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ হতে হবে।


 সি ইউনিট

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.০০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ হতে হবে।

 ডি ইউনিট

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৭.৫০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ হতে হবে।

 ডি১ উপ ইউনিট

এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.০০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ২.৫০ হতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২৪-২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা মোট ৪,১৮৯ টি। কোন ইউনিটে কতগুলো আসন রয়েছে তা ইউনিট ভিত্তিক নিম্নে দেওয়া হলো।

এ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশলবিষয়ক অনুষদ ও ইন্সটিটিউটসমূহ) 

আসন সংখ্যা: ১২১২

বি ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদ)  

আসন সংখ্যা: ১২২১

বি-১ ইউনিট (চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা এবং সংগীত)  

আসন সংখ্যা: ১২৫

সি ইউনিট (ব্যবসায় প্রশাসন)   

আসন সংখ্যা: ৪৪১

ডি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সব বিভাগ, আইন বিভাগ, ভূগোল, পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ) 

আসন সংখ্যা: ১১৬০

ডি ১ উপ ইউনিট (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স) 

আসন সংখ্যা: ৩০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন করার নিয়ম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন করার নিয়ম-কানুন নিয়ে আজকে আলোচনা করবো। প্রথমে http://admission.cu.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। এবং রেজিস্টার বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রার অপশন এ ক্লিক করার পর আবেদনকারীর প্রয়োজনীয় যাবতীয় তথ্য সমূহ সঠিকভাবে পূরণ করুন। এবং সাবমিট অপশনে ক্লিক করুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন ফি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন ফি ১০০০ টাকা ধার্য করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন ফি পরিশোধের নিয়মালী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন ফি পরিশোধের নিয়মালী সবার প্রথমে একজন আবেদনকারীকে অবশ্যই জেনে নেওয়া উচিত।

প্রথমে আবেদনকারী যে ইউনিট বা উপ-ইউনিটে আবেদন করতে ইচ্ছুক সেই ইউনিট বা উপ-ইউনিটের “Apply” বাটনে ক্লিক করলে একটি Bill Number পাবেন। উক্ত Bill Number টি ব্যবহার করে মোবাইল ব্যাংকিং ‘বিকাশ অথবা রকেট’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট বা উপ-ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।বিকাশ এবং রকেট’ এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার নিয়মাবলী নিচে দেয়া হলঃ

‘বিকাশ’ এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার নিয়ম

  • প্রথমে *247# dial করতে হবে
  • Pay Bill নির্বাচন করুন (অপশন ৬)।
  • Other অপশন বাছাই করুন (অপশন ১০)।
  • Make Payment নির্বাচন করুন (অপশন ২)
  • Biller ID তে 01751856688 দিন
  • Input Bill A/C নম্বর নির্বাচন করুন (অপশন ১)
  • আপনার Bill Number টি দিন।
  • Bill month হিসেবে 042021 দিন
  • Amount এ ১০০০ টাকা দিন
  • আপনার পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন

‘রকেট’ এর মাধ্যমে মোবাইল হতে আবেদন ফি পরিশোধ করার নিয়ম

  • *322# dial করুন।
  • Bill Pay নির্বাচন করুন (অপশন ১)।
  • self বা other নির্বাচন করুন ( অপশন ১ অথবা ২)
    [other এর ক্ষেত্রে যার জন্য পরিশােধ করছেন তার নম্বর দিন]
  • ৪। ভর্তি আবেদন ফী জমা দিতে Other অপশন বাছাই করুন
  • Biller ID  তে 2200 দিন
  • Bill Number হিসেবে আপনার Bill Number দিন
  • Amount এ ১০০০ টাকা দিন
  • আপনার পিন কোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪-২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪-২৫ এর ভর্তি বিজ্ঞপ্তি এর ছবি এবং আবেদনের লিংক নিম্নে দেওয়া হলো।

Admission Circular 1704363115 page 0001

Admission Circular 1704363115 page 0002

Admission Circular 1704363115 page 0003

Admission Circular 1704363115 page 0004

Admission Circular 1704363115 page 0005

Admission Circular 1704363115 page 0006

Admission Circular 1704363115 page 0007

Admission Circular 1704363115 page 0008


আবেদন করার লিংক

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ইউনিট পরিচিতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ উপ ইউনিট সহ মোট ০৬টি ইউনিট রয়েছে। নিচে ইউনিট সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে।


এ ইউনিট

সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট
বি ইউনিট

কলা ও মানবিক অনুষদ


বি-১ ইউনিট

উপ-ইউনিট
সি ইউনিট

বিজনেস স্টাডিজ অনুষদ

ডি ইউনিট

সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগ

ডি-১ ইউনিট


উপ-ইউনিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখসমূহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখসমূহ নিম্নে দেওয়া হলো। নতুন সময়সূচী অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে  ১৬ই আগষ্ট থেকে ২৪শে আগষ্ট পর্যন্ত। নিচে চবি ২০২২ ভর্তি পরীক্ষার নতুন সময়সূচী দেওয়া হল।


ইউনিট সমূহ

তারিখ
এ ইউনিট

০০


বি ইউনিট

০০
সি ইউনিট

০০


ডি ইউনিট

০০
বি-১ উপ-ইউনিট

০০


ডি-১ উপ-ইউনিট


০০

বি-১ ও ডি-১ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষার তারিখসমূহ:


চারুকলা ইন্সটিটিউট

০০

নাট্যকলা বিভাগ


০০


সংগীত বিভাগ

০০

ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ


০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ নির্ভর করবে একজন শিক্ষার্থীর উপর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট পরীক্ষা ফী, রেজিষ্ট্রেশন ফী এবং অন্যান্য খরচ সবার কাছথেকে সরকার নির্ধারিত করাটাই নেয়। তবে একজন শিক্ষার্থীর থাকা-খাওয়ার, খরচ সেকিভাবে করবে সেটা তার উপরে নির্ভর করে তবে উচ্চ শিক্ষালয়গুলোর নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য দিয়ে শিক্ষার মান নিয়ন্ত্রণে ব্যয় সামঞ্জস্য আনার ক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

২০১৬ সালের প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ করেছে ইউজিসি। এতে দেখা যায়, ব্যয়ের তালিকা প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯২ হাজার ৩১৩ টাকা।

আরো দেখূন:

Leave a Comment