ইস্টার্ন সিমেন্ট এর দাম কত অনেকেই আমরা জানতে চাই। বর্তমানে অনেকেই নতুন বাড়ি করতে চান তখন বাড়ি তৈরীর বিভিন্ন সামগ্রীর দাম জানতে চান এক্ষেত্রে সিমেন্ট অনেক গুরুত্বপূর্ণ তাই আজকে এই লেখায় আমি ইস্টার্ন সিমেন্ট এর দাম তুলে ধরবো।
সিমেন্ট কি
সিমেন্ট হল সেই সকল গুড়া জাতীয় পদার্থের সাধারণ নাম, যাদেরকে পানি বা অন্য কোন তরলের সাথে মিশ্রিত করলে কাদার মত নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের মধ্যে জমে গিয়ে বিভিন্ন দৃঢ়তার শক্ত পদার্থ গঠন করে। সিমেন্ট বাড়ী-ঘর, রাস্তা, সেতু ইত্যাদি যাবতীয় নির্মান কাজের প্রধান উপাদান।
ইস্টার্ন সিমেন্ট এর দাম কত
ইস্টার্ন সিমেন্ট এর দাম প্রায় সময়ই ওঠানামা করে। কারন সিমেন্ট তৈরীতে বিভিন্ন ধরনের উপাদানের প্রয়োজন পরে তাই সিমেন্টের দাম এক এক সময় ওঠা-নামা করে। বর্তমানে ইস্টার্ন সিমেন্ট এর দাম প্রায় ৫২০ টাকা।
ইস্টার্ন সিমেন্ট দাম ২০২৪
ইস্টার্ন সিমেন্ট দাম ওঠা-নামা করে। বর্তমানে নির্মাণ সামগ্রীর বাজার বেশ চড়া তাই ইস্টার্ন সিমেন্ট এর দাম ও অনেক বেশি। বর্তমানে ১ ব্যাগ ইস্টার্ন সিমেন্ট এর দাম প্রায় ৪৮০ টাকা।
ইস্টার্ন সিমেন্ট কেমন
ইস্টার্ন সিমেন্ট কেমন তা বলার আগে জানতে এই সিমেন্ট এ কি কি উপাদান রয়েছে তা দেখতে হবে।
ইস্টার্ন সিমেন্ট পোর্টল্যান্ড কম্পোজিট যা একটি অত্যন্ত শক্তিশালী কাঠামোগত সিমেন্ট। এর আরও ক্লিঙ্কার-সমৃদ্ধ ইস্টার্ন সিমেন্ট সংক্ষিপ্ত ইনস্টলেশনের সময়ে অধিক শক্তি প্রদান করে এবং অধিক স্থায়িত্ব নিশ্চিত করে। এই সিমেন্টের সংমিশ্রণে স্ল্যাগ, ফ্লাই অ্যাশ, ক্লিঙ্কার ৮০%, জিপসাম ৫%, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ ৬% এবং কংক্রিট অন্তর্ভুক্ত রয়েছে। মর্টার এর কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। তাছাড়া, এটি পিএফএ এবং স্ল্যাগ সহ একটি পিসিসি-টাইপ সিমেন্ট।
১ বস্তা ইস্টার্ন সিমেন্ট কত টাকা
সিমেন্ট এর দাম সাধারনত প্রতি বস্তা হিসেবে নির্ধারন করা হয়ে থাকে। ১ বস্তা ইস্টার্ন সিমেন্ট সাধারনত ৫০ কেজি ওজনের হয়ে থাকে। ৫০ কেজি ১ বস্তা ইস্টার্ন সিমেন্ট এর দাম ৪৮০ টাকা থেকে ৪৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
বর্তমানে অনেকেরেই স্বপ্ন থাকে একটি বাড়ি করার আর এই বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো সিমেন্ট তাই সিমেন্ট ক্রয় করার পূর্বেই যাচাই-বাচাই করে নিবেন। ইস্টার্ন সিমেন্ট এর দাম নিয়ে কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।