ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন ২০২৪ (উত্তরসহ pdf)

ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন ২০২৪ Economics 3rd Paper Suggestion Degree 2nd Year নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য অর্থনীতি ৩য় পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।

তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র যার বিষয় হলোঃ সামষ্টিক অর্থনীতি এর সাজেশন নিয়ে হাজির হয়েছি।

এক নজরে বিষয় ও বিষয় কোডঃ

  • ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র
  • বিষয়ঃ সামষ্টিক অর্থনীতি
  • বিষয়কোডঃ ১২২২০১

ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন ২০২৪ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

১. সামষ্টিক অর্থনীতির তিনটি চলকের নাম লিখ?

উত্তরঃ জাতীয় আয় বিনিয়োগ ও মুদ্রাস্ফীতি।

২. GNP ডিফ্লেক্টর বলতে কি বুঝ?

উত্তরঃ কোন নির্দিষ্ট বৎসরের আর্থিক GNP-কে প্রকৃত GNP দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় GNP Deflator 1

৩. প্রান্তিক ভোগ প্রবণতা কি?

উত্তরঃ আয়ের পরিবর্তন দ্বারা ভোগব্যয়ের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যায়, তাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা ।

৪. ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে?

উত্তরঃ যে সমস্ত শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বা উৎপাদন ক্ষেত্র থেকে যাদের সরিয়ে নিলে উৎপাদন হ্রাস পায় না তাদেরকে ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে।

৫. স্বাভাবিক বেকারত্বের হার কি?

উত্তরঃ কাজ করতে ইচ্ছুক এবং কাজ করার শারিরীক ও মানসিক শক্তি থাকা সত্ত্বেও যদি প্রচলিত মজুরিতে একজন শ্রমিক কাজ না পায়, তবে তাকে বলা হয় বেকারত্ব।

৬. কার্যকর চাহিদা কি?

উত্তরঃ কোন দেশের দ্রব্য ও সেবার মোট চাহিদাকে সামগ্রিক চাহিদা বলে। অর্থাৎ বিভিন্ন মূল্যে সমাজ কি পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করতে আগ্রহী তাই সামাগ্রিক বা কার্যকরি চাহিদা।

৭. তারল্য ফাঁদ বলতে কি বুঝ?

উত্তরঃ নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয় এবং অর্থের ফটকা চাহিদা রেখার কিছু অংশ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে। J. M. Keynes এই অবস্থাটিকে তারল্য ফাঁদ (Liquidity trap) বলে উল্লেখ করেছেন।

৮. প্ররোচিত বিনিয়োগ কি?

উত্তরঃ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল কিংবা আয়ের হ্রাস-বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয়, তাকে বলা হয় প্ররোচিত বিনিয়োগ।

৯. অর্থের মূল্য বলতে কি বুঝ?

উত্তরঃ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রি ও সেবাকর্ম ক্রয় করা যায় তাকেই অর্থের মূল্য বলা হয়।

১০. অর্থের প্রচলন গতি কি?

উত্তরঃ কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যে গতিতে হাত বদল করে তাকে অর্থের প্রচলন গতি বলে।

১১. NPV কি?

উত্তরঃ NPV হলো Net Present value, কোন প্রকল্পের মোট বর্তমান মূল্য থেকে প্রকল্প ব্যয় বাদ দিলে যা পাওয়া যায়। তাকে NPV বলে। অর্থাৎ NPV = TPVC.

১২. ব্যাংক হার কি?

উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে যে হারে ঋণ প্রদান করে তাকে বলা হয় ব্যাংক হার।

১৩. সামাষ্টিক অর্থনীতি কি?

উত্তরঃ অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলিকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে, তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি।

১৪. GNP ব্যবধান কি?

উত্তরঃ কোন নির্দিষ্ট বছরে একটি দেশে প্রত্যাশিত GNP এবং বাস্তব GNP এর মধ্যকার ব্যবধানকে বলা হয় GNP ব্যবধান।

১৫. সে’র বিধিটি লিখ

উত্তরঃ সে’র বিধিটি হলো যোগান নিজেই তার সমপরিমাণ চাহিদা সৃষ্টি করে।

১৬. মূলধনের প্রান্তিক দক্ষতা কাকে বলে?

উত্তরঃ অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে যে অতিরিক্ত আয় উপার্জনের প্রত্যাশা করা হয়, তাকে বলা হয় মূলধনের প্রান্তিক দক্ষতা (MEC)।

১৭. মাথাপিছু আয় কি?

উত্তরঃ কোন দেশের জাতীয় আয়কে সে দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়।

১৮. শক্তিশালী মুদ্রা কি?

উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের মোট প্রচলিত মুদ্রা (Currency) এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে বলা হয় শক্তিশালী মুদ্রা বা উচ্চক্ষমতা সম্পন্ন মুদ্রা।

১৯. একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক লিখ।

উত্তরঃ c= by.

২০. অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় সমীকরণটি লিখ।

উত্তরঃ অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় সমীকরণটি MV = PT.

২১. বিনিয়োগ গুণকের সূত্রটি লিখ।

উত্তরঃ বিনিয়োগ গুণকের সূত্রটি K = TEMPC

২২. ত্বরণ কি?

উত্তরঃ জাতীয় আয়ের পরিবর্তন দ্বারা প্ররোচিত বিনিয়োগের পরিবর্তনের পরিমাণকে ভাগ করলে যা পাওয়া যায় তাদে বলা হয় ত্বরণ।

২৩. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দুটি কাজ লিখ।

উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দুটি কাজ মুনাফার নীতি এবং নিরাপত্তার নীতি ও তারল্যের নীতি।

২৪. রাজস্বনীতি কাকে বলে?

উত্তরঃ সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্বনীতি বলা হয়।

২৫. ব্যয়যোগ্য আয় কাকে বলে?

উত্তরঃ ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে অবশিষ্ট যা থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে।

২৬. NAIRU-এর পূর্ণরূপ কি?

উত্তরঃ NAIRU এর পূর্ণরূপ Non-accelarating Inflation Rate of Unemployment.

২৭. CPI কি?

উত্তরঃ নির্দিষ্ট সময়ের জন্য পণ্য ও সেবার গড় মূল্যের পরিবর্তনকে পরিমাপ করার সূচক হলো ভোক্তার মূল্য সূচক বা Consumer Price Index-CPI.

২৮. মৌসুমী বেকারত্ব কি?

উত্তরঃ বছরের একটি নির্দিষ্ট সময় কাজ চলে এবং অবশিষ্ট সময় কাজ ব্যতীত বসে থাকতে হয়। ফলে একটি নির্দিষ্ট সময়ের জন্য এসব শ্রমিকরা বেকার হয়ে পড়ে। এ ধরনের বেকারত্বকে মৌসুমী বেকারত্ব বলে।

২৯. স্বয়ম্ভূত বিনিয়োগ কি?

উত্তরঃ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না, তাকে বলা হয় স্বয়ম্ভূত বিনিয়োগ

৩০. পূর্ণ নিয়োগ বলতে কি বোঝায়?

উত্তরঃ যে অবস্থায় বা পরিস্থিতিতে কোন দেশে প্রাপ্ত সকল সম্পদ কিংবা উৎপাদনের সকল উপকরণ পূর্ণ দক্ষতার সাথে উৎপাদন কাজে নিয়োজিত হয় তাকে বলা হয় পূর্ণ নিয়োগ অবস্থা।

৩১. নিকাশ ঘর কি?

উত্তরঃ যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকসমূহ তাদের মধ্যে সংঘটিত পারস্পারিক দেনা-পাওনা নিষ্পত্তি করে তাকে নিকাশ ঘর বলে।

৩২. আর্থিক নীতির দুটি উদ্দেশ্য লিখ।

উত্তরঃ আর্থিক নীতির দুটি উদ্দেশ্য হলো- ১. অর্থের যোগানের হ্রাস-বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি ও ২. মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ করা।

৩৩. গ্রেসামের মুদ্রা বিধিটি কি?

উত্তরঃ যুক্তরাজ্যের রানি এলিজাবেথের অর্থ উপদেষ্টা স্যার টমাস গ্রেসামের মুদ্রা সম্পর্কিত তত্ত্বকে তাঁরই নামানুসারে ‘গ্রেসামের মুদ্রা বিধি’ বা সংক্ষেপে ‘গ্রেসামের বিধি’ নামে অভিহিত করা হয়।

৩৪. ব্যাংক হার কি?

উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে যে হারে ঋণ প্রদান করে তাকে বলা হয় ব্যাংক হার ।

৩৫. IRR কি?

উত্তরঃ কোন প্রকল্পে বিনিয়োগ করে তা থেকে ভবিষ্যতে যে আয় প্রত্যাশা করা হয় তাই হলো IRR বা মূলধনের আন্তঃ আয় হার ।

৩৬. ভোগ কাকে বলে?

উত্তরঃ সাধারণ অর্থে ভোগ বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বুঝায়। আবার অন্যভাবে বল যায়, ব্যবহারের মাধ্যমে কোন দ্রব্য থেকে উপযোগ প্রাপ্তিকে ভোগ বলে।

৩৭. GNP ডিফ্লেক্টর কী?

উত্তরঃ কোন নির্দিষ্ট বৎসরের আর্থিক GNP-কে প্রকৃত GNP দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় GNP Deflator।

৩৮. তারল্য ফাঁদ কী?

উত্তরঃ নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয় এবং অর্থের ফটকা চাহিদা রেখার কিছু অংশ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে। M. Keynes এই অবস্থাটিকে তারল্য ফাঁদ (Liquidity trap) বলে উল্লেখ করেছেন।

৩৯. সামষ্টিক অর্থনীতির তিনটি চলকের নাম লিখ।

উত্তরঃ সামষ্টিক অর্থনীতির তিনটি চলকের নাম হলো জাতীয় আয়, বিনিয়োগ ও মুদ্রাস্ফীতি।

৪০. শূন্য সঞ্চয় বিন্দু চিত্রে দেখাও।

উত্তরঃ যে বিন্দুতে আয় ও ভোগব্যয় পরস্পর সমান হয়, তাকে বলা হয় ভোগের ক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট (Break even point) বা সমচ্ছেদ বিন্দু।

৪১. মূলধনের প্রান্তিক দক্ষতা কাকে বলে?

উত্তরঃ অতিরিক্ত এক একক মূলধন নিয়োগের ফলে যে অতিরিক্ত আয় উপার্জনের প্রত্যাশা করা হয়, তাকে বলা হয় মূলধনের প্রান্তিক দক্ষতা (MEC) বলে।

৪২. বাণিজ্যিক ব্যাংকের প্রধান দু’টি কাজ লিখ।

উত্তরঃ বাণিজ্যিক ব্যাংকের প্রধান দুটি মূলনীতি হলো- ১. আমানত সৃষ্টি এবং ২. ঋণদান।

৪৩. মূদ্রা সংকোচন কী?

উত্তরঃ দামস্তর ক্রমাগত হ্রাস পাওয়ার প্রবণতাকে মূদ্রা সংকোচন বলে।

৪৪. অর্থের পরিমাণ তত্ত্বের ক্যাম্ব্রিজ সমীকরণটি লিখ।

উত্তরঃ অর্থের পরিমাণ তত্ত্বের ক্যাম্ব্রিজ সমীকরণটি M = KPT।

৪৫. রাজস্বনীতির দু’টি হাতিয়ার লিখ।

উত্তরঃ রাজস্ব নীতির দুটি হাতিয়ার হলো : (ক) সরকারি ব্যয় ও (খ) কর রাজস্ব।

৪৬. অর্থের প্রচলন গতি কী?

উত্তরঃ অর্থের প্রচলন গতি বলতে দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য এক একক অর্থ বছরে কতবার ব্যবহৃত হয়েছে তাকে বুঝায়।

৪৭. সে’র বিধিটি লিখ। (Write down the say’s law.)

উত্তরঃ সে’র বিধিটি হলো যোগান নিজেই তার সমপরিমাণ চাহিদা সৃষ্টি করে ।

৪৮. বাংলাদেশের দুটি বিশেষায়িত ব্যাংকের নাম লিখ।

উত্তরঃ বাংলাদেশের দুটি বিশেষায়িত ব্যাংকের নাম হলো- ১. বাংলাদেশ কৃষি ব্যাংক ও ২ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১. মোট জাতীয় (GNP) ও মোট দেশজ উৎপাদনের (GDP) এর মধ্যে পার্থক্য নির্দেশ কর?

২. স্বয়ম্ভূত ও প্ররোচিত ভোগের মধ্যে পার্থক্য নির্দেশ কর?

৩. MEC কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয়?

৪. গুণক ও MPC এর মধ্যে সম্পর্ক দেখাও?

৫. মুদ্রাস্ফীতির ফাঁক বলতে কি বুঝ?

৬. ‘ক্রাউডিং আউট প্রভাব’ চিত্রের সাহায্যে দেখাও?

৮. খোলা বাজার কার্যক্রম বলতে কি বুঝ?

৯. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রে দেখাও?

১০. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ।

১১. আর্থিক GNP ও প্রকৃত GNP-এর সংজ্ঞা দাও।

১২. জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈতগণনা সমস্যার সমাধান কিভাবে করা যায়?

১৩. মূলধনের প্রান্তিক দক্ষতা (MEC) ও বিনিয়োগের প্রান্তিক দক্ষতার (MEI) মধ্যে পার্থক্য লিখ।

১৪. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ কি?

১৫. গড় ভোগপ্রবণতা (APC) ও প্রান্তিক ভোগপ্রবণতা (MPC) এর মধ্যে পার্থক্য দেখাও।

১৬. বাণিজ্যিক ব্যাংকের ঋণসৃষ্টি বলতে কি বুঝায়?

১৭. গুণক ও ত্বরণের মধ্যে পার্থক্য উল্লেখ কর।

১৮. সামষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব লিখ।

১৯. মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য দেখাও।

২০. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলিসমূহ লিখ।

২১. সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক ব্যাখ্যা কর।

২২. মুদ্রাস্ফীতি ব্যবধান কি?

২৩. বিনিয়োগ গুণক কাকে বলে?

২৪. M1, M2, M3 ধারণাগুলো ব্যাখ্যা কর।

২৫. ক্রাউডিং আউট প্রভাব বলতে কি বুঝ?

২৬. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ।

২৭. প্রমাণ কর যে, MPC + MPS = 1 (Prove that, MPC + MPS = 1 )

২৮. গুণক ও প্রান্তিক ভোগ প্রবণতা (MPC) এর মধ্যে সম্পর্ক দেখাও।

২৯. উৎপাদন ও ভোগের উপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা কর।

৩০. বিনিয়োগের নির্ধারকসমূহ কী?

৩১. রাজস্ব নীতির উদ্দেশ্যসমূহ লিখ।

৩২. খোলা বাজার কার্যক্রম কী? ব্যাখ্যা কর।

৩৩. অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কী?

ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১. জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা কর।

প্রমাণ কর যে, MPC + MPS = 1 ?

অথবা

ভোগ ব্যয় কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয়?

২. গুণকের সাহায্যে আয় সম্প্রসারণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।

৩. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা কর।

৪. অর্থের পরিমাণ তত্ত্বে ফিশারীয় ভাষ্যের সাথে ক্যামব্রিজ ভাষ্যের তুলনা কর। কোনটি শ্রেষ্ঠ?

৫. ক্লাসিক্যাল ও কেইনস-এর আয় ও নিয়োগ তত্ত্বের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।

৬. মুদ্রাস্ফীতি কি?

অথবা

বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ ব্যাখ্যা কর।

৭. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আলোচনা কর।

অথবা

অর্থনৈতিক উন্নয়নে রাজস্বনীতির ভূমিকা ব্যাখ্যা কর।

৮. সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বিস্তারিত আলোচনা কর।

৯. কেইনস্-এর ভোগের মনস্তাত্ত্বিক বিধিটি ব্যাখ্যা কর।

১০. একটি দ্বিঘাতবিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

১১. মূলধনের প্রান্তিক দক্ষতা কিভাবে ভারসাম্য বিনিয়োগ স্তর নির্ধারণ করে?

১২. ফ্রিডম্যান প্রদত্ত আধুনিক মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা কর।

১৩. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো বর্ণনা কর।

১৪. বাংলাদেশ ব্যাংকের কার্যাবলি আলোচনা কর।

১৫. আর্থিকনীতি ও রাজস্বনীতির মধ্যে পার্থক্য কি?

অথবা

আর্থিকনীতির উদ্দেশ্যসমূহ লিখ।

১৬. সামষ্টিক অর্থনীতির হাতিয়ারসমূহ আলোচনা কর।

১৭. বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাসমূহ বর্ণনা কর ।

অথবা

বাংলাদেশের জন্য জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতিটি অধিকতর গ্রহণযোগ্য?

১৮. ভোগ প্রবণতা বলতে কি বোঝায়? ভোগ ব্যয়ের নির্ধারকগুলো ব্যাখ্যা কর।

১৯. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্দেশ কর।

২০. অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় বিনিময় সমীকরণটি ব্যাখ্যা কর।

২১. ক্লাসিক্যাল আয় ও নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।

২২. ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি ব্যাখ্যা কর।

২৩. অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজস্ব নীতির ভূমিকা আলোচনা কর।

২৪. কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বটি বিশ্লেষণ কর।

২৫. ফ্রিডম্যান প্রদত্ত আধুনিক মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা কর।

২৬. কাল্পনিক ভোগ সূচি ও রেখার সাহায্যে মনস্তাত্ত্বিক ভোগবিধিটি ব্যাখ্যা কর।

২৭. মুদ্রাস্ফীতি কী? মুদ্রাস্ফীতির কারণগুলো ব্যাখ্যা কর।

২৮. গুণক ও ত্বরণ বলতে কী বোঝায়?

অথবা

গুণকের সাহায্যে আয় সম্প্রসারণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।

২৯. বাণিজ্যিক ব্যাংকের বহুগুণিতক ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

৩০. মূলধন ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক কী?

অথবা

স্বয়ম্ভূত বিনিয়োগ ও প্ররোচিত বিনিয়োগ ধারণা দু’টি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।

৩১. আর্থিক নীতি ও রাজস্বনীতির মধ্যে পার্থক্য কী?

অথবা

আর্থিক নীতির হাতিয়ারসমূহ কী?

আরো পড়ুনঃ ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন

শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment