ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন ২০২৪ Economics 4th Paper Suggestion Degree 2nd Year নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র যার বিষয় হলো: এর সাজেশন নিয়ে হাজির হয়েছি।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ
- বিষয়ঃ অর্থ, ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য ও সরকারি অর্থব্যবস্থা
- বিষয়কোডঃ ১২২২০৩
ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন ২০২৪ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১. প্রায় মুদ্রা কাকে বলে?
উত্তরঃ যে মুদ্রার তারল্য শক্তিশালী মুদ্রার কাছাকাছি তাকে প্রায় মুদ্রা বলে।
২. ফিশারের অর্থের লেনদেন সমীকরণটি লিখ ।
উত্তরঃ PT = MV =MV.
৩. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি?
উত্তরঃ সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে যে দামস্তর বৃদ্ধি পায় তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে।
৪. ব্যাংক হার কি?
উত্তরঃ যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে।
৫. বাণিজ্য শর্ত কী?
উত্তরঃ যে নীতি মালার দ্বারা বাণিজ্যর পরিমাণ নির্ধারিত হয় তাকে বাণিজ্য শর্ত বলে।
৬. কোটা কি?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে আমদানি ও রপ্তানী পণ্য দেশের মধ্যে কি পরিমাণ ঢুকবে তার সীমারেখা টেনে দেয়াকেই বলা হয় কোটা।
৭. মূল্য সংযোজন কর কি?
উত্তরঃ কোনো দ্রব্যের মূল্য সংযোজনের উপর যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে।
৮. কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন?
উত্তরঃ বাণিজ্যিক ব্যাংক অর্থসংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ চাহিদা করে যার ফলে তাকে উক্ত আশ্রয়স্থল বলে।
৯. কৃষি ব্যাংক কি ধরনের ব্যাংকে?
উত্তরঃ কৃষি ব্যাংক বিশেষায়িত ধরনের ব্যাংক ।
১০. তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ ডেভিট রিকার্ডো।
১১. কর সঞ্চালন কি?
উত্তরঃ সরকার কর আরোপের পর ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কর অন্যের উপর অনেক সময় অসারণ করতে পারে। মূলত করের এই চলমানতাকেই বলা হয় কর সঞ্চালন।
১২. রাজস্ব বাজেট কাকে বলে?
উত্তরঃ সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের ভিত্তিতে যে বাজেট তৈরি করা হয় তাকে রাজস্ব বাজেট বলে।
১৩. বিহিত মুদ্রা কি?
উত্তরঃ যে অর্থ সরকারের আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেন মাধ্যম হিসেবে সর্ব সাধারণ গ্রহণ করতে বাধ্য তাকে বিহিত মুদ্রা বলে।
১৪. অর্থের ফটকা চাহিদা বলতে কি বুঝ?
উত্তরঃ ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ যে অর্থের প্রয়োজনীয়তা অনুভব করে তাকে অর্থের ফটকা চাহিদা বলে।
১৫. অর্থের প্রচলন গতি কি?
উত্তরঃ সাধারণত একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ জনগনের হাত বদল করে তাকেই বলা হয় অর্থের প্রচলন গতি।
১৬. কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়?
উত্তরঃ যে সমস্ত ব্যাংকের মালিক সরকার এবং সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে রাষ্ট্রীয় মালিকানা ব্যাংক বলা হয় ।
১৭. বিশেষায়িত ব্যাংক কাকে বলে?
উত্তরঃ যেসব আর্থিক প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক জন্য প্রধান ও বিশেষ খাতসমূহের অর্থায়ন সুষমকরণ আধুনিকরণ নতুন প্রতিষ্ঠান ইত্যাদিকে বিশেষায়িত ব্যাংক বলে।
১৮. শুল্ক কি?
উত্তরঃ রপ্তানি দ্রব্যের উপর আরোপিত করকে বলা হয় শুল্ক ।
১৯. লেনদেন ভারসাম্য কি?
উত্তরঃ কোন দেশের আমদানি রপ্তানির প্রত্যক্ষ ও পরোক্ষ লেনদেনজনিত মোট দেনা ও পাওনার একত্রিত হিসাবকে সেদেশের লেনদেনের ভারসাম্য বলে।
২০. চরম ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ অর্থনীতির জনক এ্যাডাম স্মিথ ১৭৭৬ সালে।
২১. প্রত্যক্ষ কর কি?
উত্তরঃ যে করের আপাত ও চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে তাকে প্রত্যক্ষ কর বলে ।
২২. করঘাত কি?
উত্তরঃ কর আরোপের পর প্রাথমিক ভাবে করের বোঝা আর্থিক সৃষ্টি হয় তাকে করের আপাত ভারে বা করাঘাত বলে।
২৩. ‘ফি’ বলতে কি বুঝ?
উত্তরঃ সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা প্রদানের মাধ্যমে তার নিকট থেকে যে অর্থ নিয়ে থাকে তাকে ফি বলে।
২৪. বাজেট কি?
উত্তরঃ সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের ভিত্তিতে যে বাজেট তৈরি করা হয় তাকে রাজস্ব বাজেট বলে ।
২৫. অর্থের মূল্য বলতে কী বুঝ?
উত্তরঃ অর্থের মূল্য বলতে এর অন্তর্নিহিত মানকে বুঝায় ।
২৬. প্রায় মুদ্রা কী?
উত্তরঃ যে সকল সম্পদ সরাসরি লেনদেন কাজে ব্যবহার করা যায় না তবে চাইলে সহজেই অর্থে রূপান্তর করা যায়, সেগুলোকে বলা হয় প্রায় মুদ্রা। যেমন- ট্রেজারি বিল, চাহিদা আমানত, প্রাইজবন্ড, সরকারি বন্ড ইত্যাদি।
২৭. মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে?
উত্তরঃ সরকার নিজ ইচ্ছায় নিজের মুদ্রার মান আন্তর্জাতিক মান থেকে কমিয়ে দিলে তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে।
২৮. তফসিলী ব্যাংক কী?
উত্তরঃ যে ব্যাংক কতিপয় শর্তপূরণ সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হওয়ার জন্য তার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে সেই ব্যাংককে তফসিলী ব্যাংক বলে।
২৯. মুশারাকা কী?
উত্তরঃ দুই বা ততোধিক পক্ষের মধ্যে অংশীদারি মালিকানার ভিত্তিতে বিনিয়োগ পদ্ধতিকে মুশারাক” বলে ।
৩০. বাণিজ্য শর্ত কাকে বলে?
উত্তরঃ যে নীতিমালার দ্বারা বাণিজ্যের পরিমাণ নির্ধারিত হয় তাকে বাণিজ্য শর্ত বলে ।
৩১. ডাম্পিং বলতে কী বুঝ?
উত্তরঃ কোনো দেশ স্বাভাবিক দামের চেয়ে কম দামে কোনো পণ্য রপ্তানি করলে তাকে ডাম্পিং বলে।
৩২. পরোক্ষ কর কী?
উত্তরঃ যে করের আপাত ভার ও চূড়ান্ত ভার একই ব্যক্তির উপর পড়ে না তাকে পরোক্ষ কর বলে ।
৩৩. রাজস্ব ব্যয় কাকে বলে?
উত্তরঃ রাজস্ব ব্যয় হলো সরকার পরিচালনার খরচ। অর্থাৎ সরকার পরিচালনার খরচকে রাজস্ব ব্যয় বলে।
৩৪. ঘাটতি বাজেট কাকে বলে?
উত্তরঃ যে বাজেটে আয়ের থেকে ব্যয় বেশি সেই বাজেটকে ঘাটতি বাজেট বলে।
৩৫. আর্থিক নীতি কি?
উত্তরঃ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে অর্থের যোগান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেসব নীতিমালা গ্রহণ করে তাদের সমষ্টিকে আর্থিক নীতি বলে।
৩৬. সংরক্ষণ বলতে কী বুঝ ?
উত্তরঃ কোন দেশ তার শিশুশিল্প রক্ষার জন্য অন্যদেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে যে বাধা নিষেধ আরোপ করে তাকে সংরক্ষণ বলে।
৩৭. অর্থ কী?
উত্তরঃ যে বস্তু বিনিময়ের মাধ্যম ও সকল প্রকার লেনদেনের জন্য সকলের নিকট গ্রহণযোগ্য তাকে অর্থ বলে।
৩৮. অর্থের ফটকা চাহিদা কী?
উত্তরঃ ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ যে অর্থের প্রয়োজনীয়তা অনুভব করে তাকে অর্থের ফটকা চাহিদা বলে।
৩৯. কালো টাকা কী?
উত্তরঃ যে টাকার হিসাব জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হয় না তাকে কালো টাকা বলে ।
৪০. বিশেষায়িত ব্যাংক কাকে বলে?
উত্তরঃ যেসব আর্থিক প্রতিষ্ঠান অর্থনীতির বিশেষ কোনো খাতে ঋণদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় তাদেরকে বিশেষায়িত ব্যাংক বলে।
৪১. ব্যাংক হার কী?
উত্তরঃ যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে।
৪২. দুটি প্রত্যক্ষ করের নাম লিখ।
উত্তরঃ দুটি প্রত্যক্ষ করের নাম আয়কর ও সম্পদ কর।
৪৩. লেনদেন ভারসাম্য কী?
উত্তরঃ কোন দেশের আমদানি ও রপ্তানির প্রত্যক্ষ ও পরোক্ষ লেনদেনজনিত মোট দেনা ও পাওনার হিসাবকে সে দেশের লেনদেন ভারসাম্য বলে।
৪৪. কোটা কী?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে আমদানি ও রপ্তানি পণ্য দেশের মধ্যে কি পরিমাণ ঢুকবে তার সীমারেখা টেনে দেয়াকেই বলা হয় কোটা।
ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১. অর্থের বাণিজ্যিক কার্যাবলি আলোচনা কর।
২. বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য লিখ।
৩. মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্যগুলো কি?
৪. অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও। ৫. বাণিজ্যের ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৬. সরকারি ও বেসরকারি অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও।
৭. প্রত্যেক্ষ ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য কি?
৮. করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য কি?
৯. অর্থের সরবরাহ বলতে কি বুঝ?
১০. মুদ্রাস্ফীতির কারণগুলো চিহ্নিত কর।
১১. অর্থের মূল্য ও দামস্তরের মধ্যে সম্পর্ক কি?
১২. অবাধ বাণিজ্য ও সংরক্ষণের মধ্যে পার্থক্য দেখাও।
১৩. উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেটের মধ্যে পার্থক্য কি?
১৪. লেনদেনের উদ্বৃত্তে ভারসাম্যহীনতা বলতে কি বুঝ?
১৫. সরকার ঋণ গ্রহণ করে কেন?
১৬. কেন্দ্রীয় ব্যাংকের চারটি মৌলিক কাজ আলোচনা কর।
১৭. অর্থের লেনদেনজনিত চাহিদা বলতে কী বুঝ?
১৮. মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের ধারণা ব্যাখ্যা কর।
১৯. বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পার্থক্য লিখ।
২০. আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখ।
২১. সরকারি অর্থ ব্যবস্থা পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
২২. কর ও ফি এর মধ্যে পার্থক্য কী?
২৩. লেনদেন ভারসাম্য ও বাণিজ্য ভারসাম্যের মধ্যে পার্থক্য নির্দেশ কর। তারল্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা কর।
ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১. অর্থের পরিমাণ তত্ত্বের লেনদেন ভাষ্য সমালোচনাসহ ব্যাখ্যা কর।
২. বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা কর।
৩. বাণিজ্যিক ব্যাংকের বহুগুণিতক ঋণসৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
৪. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
অথবা
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ সংক্ষেপে আলোচনা কর।
৫. মুক্ত বাণিজ্য ও সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য কি?
অথবা
অবাধ বাণিজ্যের পক্ষে যুক্তিগুলো উল্লেখ কর।
৬. কর প্রদানের ‘সামর্থনীতি’ ব্যাখ্যা কর।
৭. সুষম বাজেট ও অসম বাজেটের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাজেটের গুরুত্ব আলোচনা কর।
৮. উৎপাদন, বণ্টন ও কর্মসংস্থানের উপর সরকারি ব্যয়ের প্রভাব ব্যাখ্যা কর।
৯. অর্থের কার্যাবলি আলোচনা কর।
১০. অর্থের পরিমাণতত্ত্বের ক্যামব্রিজ সমীকরণটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
১১. মুদ্রস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো চিহ্নিত কর।
১২. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা কর।
১৩. আন্তর্জাতিক বাণিজ্যের ‘তুলনামূলক খরচ তত্ত্বটি’ ব্যাখ্যা কর।
১৪. দেখাও যে, “লেনদেনের উদ্বৃত্তে সর্বদা সমতা থাকে”।
১৫. একটি উত্তম বাজেটের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর।
১৬. সরকারি ব্যয়ের খাতসমূহ আলোচনা কর।
১৭. বৈদেশিক ঋণ সর্বদাই খারাপ নয়’—উক্তিটি যথার্থতা যাচাই কর।
১৮. বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা কর।
১৯. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?
২০. এডাম স্মিথ-এর চরম ব্যয় সুবিধা তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ২১. বাংলাদেশে লেনদেন ভারসাম্যের প্রতিকূলতার কারণসমূহ বর্ণনা কর।
২২. করের কানুনসমূহ কী? করের কানুনসমূহের একটি বিবরণ দাও। ২৩. ইসলামী ব্যাংক কী?
অথবা
ইসলামী ব্যাংকের বিনিয়োগের ধরণসমূহ ব্যাখ্যা কর।
২৪. ঘাটতি অর্থসংস্থান বলতে কী বুঝ? ঘাটতি অর্থসংস্থানের উপায়গুলো বর্ণনা কর।
আরো পড়ুনঃ ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন
শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।