গল্পে জল্পে জেনেটিক্স pdf download

গল্পে জল্পে জেনেটিক্স pdf download। “গল্পে-জল্পে জেনেটিক্স -প্রথম খন্ড” চমক হাসানের একটি অনুবাদ বই।মূলত চমক হাসানের পড়াশুনা প্রকৌশল বিষয়ে।গনিত লেখকের খুব পছন্দের বিষয়।বইটির শুরু থেকে শেষ প্রতিটি বিষয় শিক্ষণীয়।লেখক যে খুব মন দিয়ে লিখেছেন তার “উৎসর্গ” দেখলেই বুঝা যায়।তিনি বইয়ের মধ্যে যা তুলে ধরেছেন সেগুলোর মধ্যে হল অনেক অনেক দিন আগে বা বিজ্ঞান এগিয়ে চলন বা ধর্মযাজক খুঁজে পেলেন জিন এমন সব বিষয় দিয়ে সূচিপত্র।এই থেকে বুঝা যাচ্ছে বইয়ের ভিতরে কত মজা থাকতে পারে।প্রতিটি পাতায় লেখক মজার ছলে অনেক কিছু বলে গেছেন।চমক হাসান নিজেও চান সবাই মজা করে বিজ্ঞানকে শিখুক।ভয় বা জোর করে না আনন্দ করে বিজ্ঞান পড়বে সবাই ইচ্ছা করে বিজ্ঞানকে কাছে নিবে সবাই এই আশায় বুক বাঁধেন তিনি।জীববিজ্ঞান লেখকের খুব প্রিয় বিষয় না হলেও তিনি বেশ সুন্দর ও সাবলীল ভাষায় বইটি লিখেছেন।বইটির পাতায় পাতায় কার্টুন বা চিত্র দিয়ে খুন সহজে তিনি জীববিজ্ঞানের অনেক কিছু তুলে ধরেছেন।বইটিতে শুরুর দিকে বলা আছে মানুষ নাকি আগে মানুষ ও জড়ের মঝে কোন পার্থক্য করত না। তাদের মতে সব কিছুই নাকি জীবিত।আগে মানুষ জড়বস্তুকেও মাকি জীববিজ্ঞানের বিষয় মনে করত।এই রকম আরও অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়ে লেখক বইটি লিখেছেন।তার মতে বইটি নবম-দশম থেকে শুরু করে সবাই বইটি পড়তে পারবে সেই সাথে অনেক কিছু জানাও যাবে।অনেকের গবেষণা কাজেও বইটির ব্যবহার করা যাবে বলে লেখক মনে করেন।

  • বই: গল্পে-জল্পে জেনেটিক্স – ১ম ও ২য় খণ্ড
  • লেখক: চমক হাসান
  • ক্যাটাগরি: জীববিজ্ঞান
  • ভাষা: বাংলা
  • ফরম্যাট: Free Download (ফ্রি ডাউনলোড)
  • প্রকাশনী: অন্যরকম প্রকাশনী
  • প্রকাশকাল: ২য় প্রকাশন ২০১৬
  • মোট পেজ: টি
  • ফাইল সাইজ: এম্বি

গল্পে জল্পে জেনেটিক্স pdf বইয়ের প্রথম কিছু অংশ পড়ুন।

গল্পেজল্পে জেনেটিক্স ম ও য় খণ্ডবইটির সম্পর্কে কিছু কথা:
এইতাে কদিন আগে আমাদের দেশের বিজ্ঞানী ড.মাকসুদুল আলম আমাদেরকে গর্বের অংশীদার হওয়ার সুযােগ করে দিয়েছেন পাটের জিন মানচিত্র আবিষ্কার করে।
সন্তানের চেহারা মা- বাবার মতাে হয় কারণ সন্তানের শরীরে থাকে মা-বাবার জিন।
পৃথিবীর প্রত্যেকটা জীবের আকার, বৈশিষ্ট্য কেমন হবে সেটা নির্ধারণ করে দেয় তার জিন।
কখনও ভেবে দেখেছি কি, আমরা যে খাবার খাই, সেটা ধীরে ধীরে আমাদের শরীরেরই অংশ হয়ে যায়? এই হজম প্রক্রিয়ার নেতৃত্বে থাকে নানান রকম প্রােটিন, আর প্রােটিন তৈরির নির্দেশ দেয় জিন।
হয়তাে মানুষ এখন চাইলে ঠিক তার মতাে আরেকজন মানুষ ক্লোন করে ফেলতে পারবে জিন প্রযুক্তি ব্যবহার করে ।
কিন্তু এই জিন জিনিসটা আসলে কী, এটি কিভাবে কাজ করে ? কিভাবে মানুষ আবিষ্কার করল এই জিন? আগামী শতাব্দী কি জিন প্রকৌশলের শতাব্দী হতে চলেছে? মানুষ কি পারবে মানুষ ক্লোন করতে? এই প্রশ্নগুলাের উত্তর লুকিয়ে আছে বহু বছর আগে শুরু হওয়া জীবনের এক গল্পের মাঝে, যে গল্পের অংশ আমরা সবাই। গল্পে- জল্পে জেনেটিক্স’ বইটিতে কার্টুনের সাহায্যে সেই গল্পটাই বলা হয়েছে।

লেখক পরিচিতি:

চমক হাসান

বর্তমান সময়ে বাংলাদেশের যে ক’জন তরুণ লেখক পাঠকদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন, চমক হাসান তাদের মাঝে অন্যতম। তিনি শুধু লেখক হিসেবেই নয়, একজন সফল ইউটিউবার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও ব্যাপকভাবে সমাদৃত। ১৯৮৬ সালের ২৮ জুলাই কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন চমক হাসান। সেখানেই অতিবাহিত করেন শৈশব ও কৈশোর। উচ্চ মাধ্যমিক পর্যন্ত কুষ্টিয়ায় পড়াশোনার পর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা-তে পিএইচডি সম্পন্ন করছেন। চমক হাসান একজন স্বপ্নদ্রষ্টা, যাঁর আশা হলো- এদেশের ছাত্র-ছাত্রীরা গণ্ডীবদ্ধ শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে সহজ ভাষায় লেখা পাঠ্যবই পড়বে এবং বড় হবে বিজ্ঞানকে ভালোবেসে, যার ফলে এ বিষয়ে তিনি লেখালেখি শুরু করেন। গণিত ও বিজ্ঞানকে ভালোবেসে রচিত চমক হাসান এর বই ১৪টি। চমক হাসান এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো ‘অঙ্ক ভাইয়া’, ‘অসাম স্টুডেন্টদের অসাম বিজ্ঞান প্যাকেজ’, ‘গণিতের রঙ্গে হাসিখুশি গণিত’, ‘গল্পে গল্পে জেনেটিক্স’ ইত্যাদি। চমক হাসান এর বই সমগ্র ছাত্র-ছাত্রীদের সহজে গণিত ও বিজ্ঞান বুঝতে নানাভাবে সাহায্য করে। গাইতে-পড়তে-শিখতে- জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে পছন্দ করা এই মানুষটি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পড়াশোনাকে যথাসম্ভব আনন্দময় করে তুলতে। এদেশের শিক্ষার্থীরা সবচেয়ে সহজ ভাষায় সবচেয়ে আনন্দময় উপায়ে পাঠ্যবই পড়বে, এবং সেই সাথে তারা সত্যিকার অর্থেই বিজ্ঞানকে ভালোবেসে সবকিছু বুঝে বুঝে শিখব, মুখস্ত করে নয়- এই স্বপ্ন নিয়েই লেখালেখি চালিয়ে যাবার শপথ নিয়েছেন জনপ্রিয় এই তরুণ লেখক।

গল্পে জল্পে জেনেটিক্স বইটি সম্পর্কে পাঠকদের মন্তব্য।

Rakibul Islam বলেছেন: এই বইটি মূলত অনুবাদ করা একটি বই। এটি “এ কার্টুন গাইড টু জেনেটিক্স” থেকে অনুবাদ করা হয়েছে। এই বইটি অনুবাদ করেছেন আমাদের সবার প্রিয় চমক হাসান ভাই। এই বইটির মূল লক্ষ্য হচ্ছে হাঁসি ঠাট্টার ছলে জেনেটিক্স সম্পর্কে ধারণা দেওয়া। যার ফলে মানুষ ভয় না পেয়ে আনন্দের সাথে জেনেটিক্স সম্পর্কে জানতে পারবে। এই বইটি পড়ার সময় আপনাদের বিরক্তি লাগবে তো দূরের কথা আরো আনন্দ পাবেন পড়ার সময় কারন বই এর লেখা ও চিত্র গুলো এমন ভাবে বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে যা আপনাকে আনন্দ দেবে এবং শিখতে সাহায্য করবে। তাই জেনেটিক্স সম্পর্কে জানতে এই বইটি মিস করবেন না, খুব সহজেই ভাল একটি ধারণা পাবেন জেনেটিক্স সম্পর্কে এই বইটি পড়ার মাধ্যমে।

Jobayer Al Mahmud Ahad বলেছেন: বরাবরের মতোই চমক ভাইয়ার লেখাতে মজার মাধ্যমে অনেক কিছুই শিখতে পারলাম। আমি মনে করি প্রতিটা বিষয়ই মজার ,যদি সেটায় মজা খুঁজে পাওয়া যায়। আর এই ক্ষেত্রে চমক ভাইয়ার তুলনা নেই।

murad বলেছেন: ফ্ল্যাপেই লেখা আছে,
আমার খুব ইচ্ছা- আমাদের দেশের ছেলেমেয়েরা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষায় লেখা সবচেয়ে আনন্দময় পাঠ্যবই পড়বে। কঠিন মাস্টার মশায়ের কড়া ভাষায় গালি শুনে নয়। আর ও বড় হবে বিজ্ঞানকে ভালবেসে।
গণিতের মতো জটিল বিষয়কে আনন্দের সঙ্গে শেখানোর চেষ্টা করছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত চমক হাসান৷ একসময় সামনাসামনি সেটা করলেও প্রবাসে থাকার কারণে এখন তাঁর মাধ্যম অনলাইন৷
বিদেশী ভাষার লেখা ‘এ কার্টুন গাইড টু জেনেটিক্স’ বইটি থেকে সমুদয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
এতো অসাধারণ সব দিকের সমন্বয় ঘটেছে যে বইতে, তার উপর বইটি হাতে লেখা ও আঁকা।বইয়ে জেনেটিক্সের মূল বিষয়গুলোতে প্রবেশের আগে জীববিজ্ঞানের ইতিহাস এবং বিজ্ঞানীদের বিভিন্ন প্রচেষ্টা ও থিওরি গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। আমাদের দেশের পাঠ্যপুস্তকে শুধুমাত্র রসহীন বিজ্ঞানটুকুই ভরে দেয়া হয়, এর পেছনের ইতিহাস ও বিজ্ঞানীদের নির্ঘুম প্রচেষ্টার কথা একেবারেই নিয়ে আসা হয় না। এই ইতিহাসগুলো পড়ে পাঠক জীববিজ্ঞানের গবেষণার নানা পর্যায় এবং তা থেকে উত্তরণে বিজ্ঞানীদের ভূমিকা ভালোভাবে জানতে বর্ণনা দেওয়া আছে ।

jifat hossen babu বলেছেন: ক্লাস এবং এর পড়া জিনিসটা কখনোই ভালো লাগে নাই ।
যখন নিজের জন্য, ভালোলাগার জন্য পড়তে গেছি তখন ভালো লাগা ছাড়াও বোনাস হিসেবে কিছু জেনেছি ।
বইটা ঠিক এরকম । খুব যত্ন করে লেখা একটা কমিক !
বইটা নিয়ে বলতে গেলে প্রথম কথা এইটাই আসে, চমক হাসান যদি বায়োলজির একটা বই লিখতেন তাইলে আমাদের মতো গোবেচারাদের জন্য সুবিধা হইত । কেন বলেছি বইটা থেকেই নাহয় জেনে ফেলুন ! আর হ্যাঁ একটা প্রশ্ন
“ভেড়া , ইঁদুর , গিনিপিগের বেলায় ক্রস ঘটে মানুষের বেলায় বিয়ে হয় ক্যান ! “

Al Mamun বলেছেন: জীব-বিজ্ঞান আমার তেমন পছন্দের তালিকায় ছিল না। কিন্তু চমক হাসান ভাই তার “গল্প-জল্পে জেনেটিক্স” এর প্রথম খন্ড টি বাহির করার পর থেকেই কেমন যেন জীব-বিজ্ঞান এর প্রতি ভালোবাসা সৃষ্টি হল এবং অপেক্ষায় ছিলাম এই বইটির জন্য। বইটি পড়ার সময় বিরক্তি তো দূরের কথা আরো এত আনন্দ দেয় যার ফলে পড়তেই ভালো লাগে। এমন না যে বইটি শুধু আপনাকে আনন্দ দেওয়ার জন্য, এটি আপনাকে আনন্দ দেওয়ার সাথে সাথে শিখাবে অনেক কিছু জেনেটিক্স সম্পর্কে। জীব-বিজ্ঞানের বিষয় গুলো যে এত মজার হতে পারে এই বইটি না পরলে কখনো বুঝতেই পাড়তাম না। এই দুইটি বই সকলের পড়া উচিৎ তাহলে আপনাদের জীব-বিজ্ঞান এর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে আর লেখাপড়া এর প্রতিও।

গল্পে জল্পে জেনেটিক্স বইটি pdf download করুন নিচের লিংক থেকে।

download 2Bbutton

প্রিয় পাঠক গল্পে জল্পে জেনেটিক্স বইটি pdf download করতে আমরা কখনোই আপনাদের উৎসাহীত করছি না। আমাদের অনুরোধ থাকবে গল্পে জল্পে জেনেটিক্স বইটি আপনার নিকটস্থ লাইব্রেরী অথবা অনলাইন বইয়ের দোকান থেকে হার্ডকপি ক্রয় করুন এতে করে সম্মানিত লেখকগন তাদের লেখার প্রতি আরো উৎসাহিত হবেন।

আর হ্যা বন্ধুরা আপনারা চাইলেই বইটি এই অনলাইন শপ গুলো থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন।

রকমারি:  https://www.rokomari.com/book/113642/golpe-jolpe-genetics—1st

Leave a Comment