গল্পগুলো অন্যরকম pdf download। জীবনকে তুলনা করা যায় নদীর সাথে। নদী যে মোহনায় থামে, সেখানেই জন্ম দেয় নতুন গল্পের। নদীর প্রতিটি কল্লোল যেন একেকটি গল্প। প্রতিটি বাঁক একেকটি উপাখ্যান। অথবা, জীবনকে আমরা একটি শ্রাবণমুখর সন্ধ্যাও বলতে পারি—যেখানে ঝুম-বৃষ্টির শব্দ শোনায় গল্পের মতো, ঝিরিঝিরি স্নিগ্ধ বাতাসকে গল্পের কাহিনির মতো লাগে জীবন্ত। জীবন কি তাহলে বয়ে চলা কোনো নদী কিংবা আকাশ ভেঙে ঝরঝর করে নেমে আসা কোনো শ্রাবণ-দিনের বৃষ্টি? জীবন কি নিছক উথাল-পাতাল কোনো তরঙ্গের ভেলকি কিংবা গা শীতল করা কোনো স্নিগ্ধ বাতাসের সুর? না। জীবন এর চেয়েও বেশিকিছু। জীবন এর চেয়েও বেশি দুরন্ত, বেশি চঞ্চল আর বেশি আকস্মিক। জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ হয়ে যায়। মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ঘটনা-প্রতি-ঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি-মিনতি, প্রেম-ভালোবাসা, সুখ আর দুঃখ। এজন্যেই জীবন দুরন্ত, দুর্বিনীত ও চঞ্চল। এজন্যেই জীবন অন্যরকম। সেই অন্যরকম জীবনে জন্ম নেওয়া একগুচ্ছ গল্প দিয়েই সাজানো ‘গল্পগুলো অন্যরকম’ বইটি…
- বই: গল্পগুলো অন্যরকম
- লেখক: আরিফ আজাদ
- ক্যাটাগরি: ইসলামি গল্প
- ভাষা: বাংলা
- ফরম্যাট: Free Download (ফ্রি ডাউনলোড)
- প্রকাশনী: সমকালীন প্রকাশন
- প্রকাশকাল: ২০১৯
- মোট পেজ: ২১৬ টি
- ফাইল সাইজ: ৭০ এম্বি
গল্পগুলো অন্যরকম pdf বইয়ের প্রথম কিছু অংশ পড়ুন।
এটি আরিফ আজাদের লেখা একটি বই। উপরে ইসলামিক বিভিন্ন কথাবার্তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটি মূলত একটি ইসলামিক বই। আমি আরিফ আজাদের অনেকগুলো বই পড়েছি।তার সবগুলো বই ইসলামের বিভিন্ন কথাবার্তা সম্পর্কে আলোচনা করা হয়েছে।ইসলামিক এসব কথাবার্তা আমাকে মুসলিম মানুষদের অনুপ্রাণিত করে। একইভাবে আমরা ইসলামী সঠিক পথে চলতে পারি সে সম্পর্কে আরিফ আজাদ যথেষ্ট চেষ্টা করেছে তার বই এর মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করে। এই গল্পে আমরা দেখতে পাই যে আরিফ আজাদ বলেছেন জীবনকে তুলনা করা হয় নদীর সাথে। নদীর মে মোহনায় থামে, সেখানে জন্ম নেয় নতুন গল্পের।ঠিক আমাদের জীবনটাও একটি প্রবাহিত নদীর সাথে তুলনা করা হয়েছে আমাদের জীবনের বিভিন্ন গল্প আছে এবং সে গল্পগুলোর মোর একেক রকম। জোয়ার ভাটার মতো আমাদের জীবনেরও ভালো মন্দ দুঃখ কষ্ট করেছে তার মধ্যেই আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে এবং সঠিক ইসলামিক জীবন যাপন করতে হবে। জীবনকে আমরা আবার একটি শ্রাবণ মুখর সন্ধ্যা বলতে পারি যেখানে ঝুম বৃষ্টির সোনার গল্পের মতো স্নিগ্ধ বাতাস গল্পের কাহিনীর মত লাগে আমাদের জীবন। আমাদের জীবনকে আসলেই এক্স বৌদির মত না আকাশের মত ভেঙ্গে পড়বে নেমে আসা কোন শ্রাবণ দিনের বৃষ্টি। ঠিক তেমনি আরিফ আজাদ তারে গল্পটিকে আমাদের জীবনের দুঃখ কষ্ট সুখ আনন্দ নিয়ে একটি নদীর সাথে তুলনা করে এই গল্পটি রচনা করেছে।জীবন কি একটি উতাল পাতাল তরঙ্গের মত নাকি একটু বেশি দুরন্ত বেশি চঞ্চল আর বেশি আকস্মিক জীবনের মাঝে যে গল্প রয়েছে তা আসলে তুচ্ছ নয় জীবনের গল্প গুলো কে নতুন করে সাজানোর জন্য গল্পগুলো অন্যরকম করে সাজানোর জন্যই আরিফ আজাদ এ বইটিতে তার মত করে আমাদের জীবনকে তুলে ধরেছে মাঝে মাঝে আমাদের জীবন রূপকথার চেয়েও অবিশ্বাস্য হয়ে উঠে এবং জীবনের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে এমন ঘটনার জন্ম নেয় যা আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। আমাদের হৃদয়ের আকুতি-মিনতি প্রেম ভালোবাসা সুখ আর দুঃখ হল এই নিয়ে হল আমাদের জীবন। এজন্যই জীবনকে দুরন্ত করার জন্য চঞ্চল করার জন্য পরিবর্তন করার জন্য এই বইটি আসলেই অন্যরকম।এমনি জীবনকে অন্যরকম করে সাজানোর জন্য এ বইটির নাম দেওয়া হয়েছে গল্পগুলো অন্যরকম। এটি অনেক সুন্দর একটি বই এজন্য আরিফ আজাদ কে ধন্যবাদ।
লেখক পরিচিতি:
আরিফ আজাদ
আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ। ১৯৯০ সালের ৭ই জানুয়ারি চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম জিলা স্কুলে। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। তার প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে। আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ – ২’ প্রকাশিত হয়ে এবং এটিও বেস্টসেলারে পরিণত হয়। সাজিদ সিরিজ ছাড়াও আরিফ আজাদ এর বই সমগ্রতে আছে ‘আরজ আলী সমীপে’ এবং ‘সত্যকথন’ (সহলেখক) এর মতো তুমুল জনপ্রিয় বই।
গল্পগুলো অন্যরকম বইটি সম্পর্কে পাঠকদের মন্তব্য।
Samiha Afrin বলেছেন: বইটি পড়ে মনে হয়েছে আমাদের দৈনন্দিন ঘটনাপ্রবাহ গুলোকে যদি স্রষ্টার বিধান দিয়ে সাজানো যায়, তাহলে এই লেখক-লেখিকাদের গল্পগুলোর মতো হয়তো আমাদের জীবনের গল্পগুলোও একই রকম হবে। কারণ হাজারো গল্পের ভীড়ে এই গল্পগুলো সত্যিই অন্যরকম।
যে গল্পের চূড়ান্ত পরিণতি হলো আল্লাহর সন্তষ্টি।
তাই অন্যরকম এই গল্পগুলোর স্বাদ অনুভব করতে হলে পড়তে হবে ‘গল্পগুলো অন্যরকম ‘
Abdul Aziz বলেছেন: শুকরিয়া …..গল্পগুলো সত্যি অন্যরকম
Abdullah বলেছেন: অসাধারণ একটা বই। প্যারাডক্সিকাল সাজিদ 2 এর পর আমার পড়া বেস্ট বই এটা। এই বইয়ের সব গল্প আমার খুবই ভালো লেগেছে তবে সবচেয়ে ভালো লেগেছে আরিফ আজাদের ‘জীবনসায়াহ্নে’ গল্পটা
Arman Khan বলেছেন: Arif Azad is one of my favourite writer. He has written about 5 books . I read all of his books. In his book, I found this that he writes islamic story . I like his books because he writes about islamic topic & I like that books which is written about islamic topic . One of the books of Arif Azad is’GOLPOGULO ONNOROKOM’ . In this book,there is about 15 story about islamic topic. When I was reading this book, I saw that the story is very different. It is not a story of Horror,Adventure,Travel,Thriller etc. In this book,the story is islamic . I read all the story,then I can learn many things about islam . It is the second favourite book . My first favourite is ‘BELA FURABAR AGE'(Arif Azad). I think when anyone will read ‘GOLPOGULO ONNOROKOM'(Arif Azad), he will become a huge fan of Arif Azad & this book will be a favourite book of all . Book refreshes our mind fresh. If the book is story it removes our monotony . ‘GOLPOGULO ONNOROKOM ‘ is same as a story book. But ‘GOLPOGULO ONNOROKOM’ is different kind of story book. I think every man wants to read this book . If any man read this’GOLPOGULO ONNOROKOM’ book,he can able to gets a lot of knowledge about Islam . Different kind of Islamic knowledge is hidden in all the story of ‘GOLPOGULO ONNOROKOM’. I want to tell that as the book is Islamic catagory’s. I wil tell last that if any man like Islamic book,I will suggest him to read this book’GOLPOGULO ONNOROKOM’ of Arif Azad .I hope that if any man will read this book once, then he will like this book very much & will be a huge fan of Arif Azad sir. I tell last that this book is amazing & one of my favourite book also.
Mujahid বলেছেন: অসাধারণ সব গল্প।কুরান আর বাস্তবতার মিশেল।অনেকগুলো গল্প প্রত্যাবর্তনের।অনেকগুলো আবার রিচুয়ালের।এক কথায় অনবদ্য।
গল্পগুলো অন্যরকম বইটি pdf download করুন নিচের লিংক থেকে।
প্রিয় পাঠক গল্পগুলো অন্যরকম বইটি pdf download করতে আমরা কখনোই আপনাদের উৎসাহীত করছি না। আমাদের অনুরোধ থাকবে গল্পগুলো অন্যরকম বইটি আপনার নিকটস্থ লাইব্রেরী অথবা অনলাইন বইয়ের দোকান থেকে হার্ডকপি ক্রয় করুন এতে করে সম্মানিত লেখকগন তাদের লেখার প্রতি আরো উৎসাহিত হবেন।
আর হ্যা বন্ধুরা আপনারা চাইলেই বইটি এই অনলাইন শপ গুলো থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন।
রকমারি: https://www.rokomari.com/book/188368/golpogulo-onnorokom