গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সকল ইউনিট প্রকাশিত হয়েছে। ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৩০ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে। ওই দিন দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। এরপর ১৩ই আগস্ট ‘বি’ ইউনিট এবং ২০শে আগস্ট ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২২ সালে GST ভর্তি A ইউনিট, B ইউনিট এবং C ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। আপনি যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তাহলে এই লেখাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি সকল ইউনিট GST ভর্তির তথ্য সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন আসন বিন্যাস সকল ইউনিট
গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন আসন বিন্যাস সকল ইউনিট এর প্রকাশিতে হয়েছে। নির্দেশনায় শিক্ষার্থীদের আরও বলা হয়েছে যে অনলাইনে প্রদত্ত প্রবেশপত্রটি কালার প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে একটি রঙিন ছবি এবং প্রার্থীর সকল তথ্য স্পষ্টভাবে থাকতে হবে। প্রা
র্থীকে প্রবেশপত্রে উল্লেখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র, উপস্থিতি তালিকা এবং উত্তরপত্রে একই স্বাক্ষর থাকতে হবে। উত্তরপত্রে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেন্সিলের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
- প্রথমে ভিজিট করুনhttps://gstadmission.ac.bd/ এই অফিশিয়াল ওয়েবসাইটে
- তারপর লগইন অপশনে যানGo to the Login Option
- এরপর আপনারUser ID এবং Password দিন
- এরপরLogin Button এর চাপ দিন
- এখান থেকে আপনার সিট প্লান, পরিক্ষার হল এবং যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ সকল ইউনিট
গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ সকল ইউনিট এর প্রকাশিত হয়েছে তাই আপনার সময় নষ্ট না করে এখনই প্রস্তুতি নিয়ে নিন।
ইউনিটের নাম | তারিখ | সময় |
A Unit (বিজ্ঞান) | ৩০শে জুলাই, ২০২২ | দুপুর ১২.০০ AM থেকে ০১.০০ PM পর্যন্ত |
B Unit (মানবিক) | ১৩ই আগষ্ট, ২০২২ | দুপুর ১২.০০ AM থেকে ০১.০০ PM পর্যন্ত |
C Unit (ব্যবসায় শিক্ষা) | ২০শে আগষ্ট, ২০২২ | দুপুর ১২.০০ AM থেকে ০১.০০ PM পর্যন্ত |
আরো পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস A ইউনিট প্রকাশিত
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে উচ্চ মাধ্যমিকের প্রবেশপত্র ও মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। পরীক্ষা ইনচার্জ শিক্ষক পরীক্ষার হলে উত্তরপত্র ও প্রবেশপত্রে স্বাক্ষর করবেন। প্রবেশপত্রটি পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। ক্যালকুলেটরসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।
পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে ওই কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।