বাংলা কবিতা ১ অনার্স ১ম বর্ষ সাজেশন Honours 1st Year Bangla Kobita-1 Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য বাংলা কবিতা ১ সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, অধ্যায়ভিত্তিক সাজেশন ও প্রস্তুতির টিপস।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ১ম বর্ষ বাংলা সাজেশন
- বিষয়ঃ বাংলা কবিতা ১
- বিষয় কোডঃ ২১১০০৫
বাংলা কবিতা ১ সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
০১) কাজী নজরুল ইসলামকে কবে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়?
উত্তরঃ কাজী নজরুল ইসলামকে ১৯৭৪ সালে এক নাগরিক সংবর্ধনায় জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়।
০২) ‘মুক্তি’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ ‘মুক্তি’ কবিতাটি ‘বঙ্গীয় মুসলিম সাহিত্য’ পত্রিকায় প্রকাশিত হয়।
০৩) কোন কবিতার জন্য কবি কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
উত্তরঃ ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য কবি কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন।
০৪) ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ‘অগ্নি-বীণা’ কাব্যটি ১৯২২ সালে প্রকাশিত হয় ।
০৫) কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি (১৯২২) ‘সাপ্তাহিক বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয় ।
০৬) ‘অগ্নি-বীণা’ কাব্য থেকে মুসলিম ঐতিহ্যবিষয়ক দুটো কবিতার নাম উল্লেখ কর।
উত্তরঃ ‘অগ্নি-বীণা’ কাব্যের মুসলিম ঐতিহ্যবিষয়ক দুটো
কবিতা হলো- ১. খেয়া-পারের তরণী ও ২. কোরবানী।
০৭) ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কী?
উত্তরঃ ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম ‘প্রলয়োল্লাস’।
০৮) ‘অগ্নি-বীণা’ কাব্যের সর্বশেষ কবিতা কোনটি?
উত্তরঃ ‘অগ্নি-বীণা’ কাব্যের সর্বশেষ কবিতা ‘মোহর্ররম’।
০৯) ‘প্রলয়োল্লাস’ কবিতায় দিগম্বরের জটায় কী লুকায়?
অথবা, ‘প্রলয়োল্লাস’ কবিতায় দিগম্বরের জটায় কে লুটিয়ে পড়ে?
উত্তরঃ ‘প্রলয়োল্লাস’ কবিতায় দিগম্বরের জটায় লুকায় শিশু চাঁদের কর।
১০) ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম বিজলী পত্রিকায় প্রকাশিত হয়।
১১) ‘বিদ্রোহী’ কবিতায় মহাপ্রলয়ের নটরাজ কে?
উত্তরঃ ‘বিদ্রোহী’ কবিতায় মহাপ্রলয়ের নটরাজ কবি নিজে।
১২) ‘বিদ্রোহী’ কবিতায় বিদ্রোহী কার হাতের বাঁশরী?
অথবা, ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার হাতের বাঁশরী বলে উল্লেখ করেছেন?
উত্তরঃ ‘বিদ্রোহী’ কবিতায় বিদ্রোহী অফিয়াসের এবং শ্যামের হাতের বাঁশরী।
১৩) ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার ’কঠোর কুঠার’ বলে নিজেকে দাবি করেছেন?
উত্তরঃ ‘বিদ্রোহী’ কবিতায় কবি পরশুরামের ‘কঠোর কুঠার’ বলে নিজেকে দাবি করেছেন।
১৪) ‘ধূমকেতু’ কাকে বিষধূম নিক্ষেপ করে?
উত্তরঃ ‘ধূমকেতু’ ভগবান অভিমন্যুকে বিষধূম নিক্ষেপ করে।
১৫) ‘ধূমকেতু’ কবিতায় মহাপ্রলয়ংকরী কে? .
উত্তরঃ ‘ধূমকেতু’ কবিতায় মহাপ্রলয়ংকরী ধূমকেতু নিজেই।
১৬) কামাল পাশা কোন দেশের অধিবাসী?
উত্তরঃ কামাল পাশা তুরস্কের অধিবাসী।
১৭) কামাল পাশা কে ছিলেন?
উত্তরঃ কামাল পাশা আধুনিক তুরস্কের জনক।
১৮) ‘আতাতুর্ক’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘আতাতুর্ক’ শব্দের অর্থ ‘তুর্কি জাতির পিতা’ বা ‘তুরস্কের জাতির জনক’।
১৯) ‘শম্শের’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘শম্শের’ শব্দের অর্থ তরবারি।
২০) ‘আজাদ’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘আজাদ’ শব্দের অর্থ মুক্ত বা স্বাধীন।
২১) ‘জিঞ্জির’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘জিঞ্জির’ শব্দের অর্থ শৃঙ্খল বা বন্দি।
২২) ‘দিলারী’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘দিলারী’ শব্দের অর্থ সাহসী।
২৩) ‘শাত-ইল্-আরব’ কী?
উত্তরঃ আরব দেশের একটি নদীর নাম ‘শাত-ইল্-আরব’।
২৪) ‘শাত্-ইল্-আরব’ কবিতায় ব্যবহৃত ‘ফোরাত’ নদীর অপর নাম কী?
উত্তরঃ ‘শাত-ইল-আরব’ কবিতার ব্যবহৃত ‘ফোরাত’ নদীর ওপর নাম ইউফ্রেটিস।
২৫) মহাবীর হযরত আলির তলোয়ারের নাম কি?
উত্তরঃ মহাবীর হযরত আলির তলোয়ারের নাম ‘জুলফিকার’।
২৬) ‘খেয়া-পারের তরণী’ কবিতায় কবি মাঝিমাল্লা বলতে কাকে বুঝিয়েছেন?
উত্তরঃ ‘খেয়া-পারের তরুণী’ কবিতার কবি মাঝিমাল্লা বলতে হযরত মুহাম্মদ (সা.) কে বুঝিয়েছেন।
২৭) ‘খেয়া-পারের তরুণী’ কবিতায় কান্ডারি কে?
উত্তরঃ ‘খেয়া-পারের তরণী’ কবিতায় তাজরি হলেন প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.)।
২৮) ‘খেয়া-পারের তরণী’ কবিতায় ‘জান্নাত’ হতে রাশি রাশি ফুল ফেলে কারা?
উত্তরঃ ‘খেয়া-পারের তরণী’ কবিতায় ‘জান্নাত’ হতে রাশি রাশি ফুল ফেলে হুরিরা।
২৯) ’খেয়া-পারের তরুণী’ কবিতায় শেষ পর্যন্ত কারা খেয়া পার হয়?
উত্তরঃ ‘খেয়া-পারের তরণী’ কবিতার শেষ পর্যন্ত পুণ্যের বা পুণ্য পথের যাত্রীরা খেয়া পার হয়।
৩০) ’হত্যা নয় আজ সত্যগ্রহ, শক্তির উদ্বধন এখানে সত্যাগ্রহ কী?
অথবা, সত্যাগ্রহ কী?
উত্তরঃ সত্যগ্রহ হলো গতানুগতিকতা পরিহার করে সত্য ও ন্যায়ের সাধনা করা।
৩১) ‘মূলমূল’ কী?
উত্তরঃ ‘দুলহুল’ হযরত ইমাম হোসেন (রা.) এর ঘোড়ার নাম।
৩২) ‘মর্সিয়া’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘মর্সিয়া’ শব্দের অর্থ শোকসংগীত বা শোকগীতি।
৩৩) ‘সাম্যবাদী’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ ১৯২৫ সালে প্রকাশিত হয়।
৩৪) কবি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে কিসের জয়গান গেয়েছেন?
উত্তরঃ ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে মানবতার গান গেয়েছেন।
৩৫) ‘সাম্যবাদী’ কবিতায় কোথায় তাজা ফুল ফোটে?
উত্তরঃ ‘সাম্যবাদী’ কবিতায় পথে ভাজা ফুল ফোটে।
৩৬) ‘সাম্যবাদী’ কবিতার শেষ পঙ্ক্তিটি উল্লেখ কর।
অথবা, ‘সাম্যবাদী’ কবিতার শেষ চরণ কোনটি?
উত্তরঃ ‘সাম্যবাদী’ কবিতার শেষ চরণ হলো হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির-কাবা নাই।”
৩৭) সাঁওতাল, ভিল, গারো – এই উপজাতিসমূহের উল্লেখ নজরুলের কোন কবিতায় পাওয়া যায়?
উত্তরঃ সাঁওতাল, ভিল, গারো-এই উপজাতিসমূহের উল্লেখ নজরুলের ‘সাম্যবাদী’ কবিতায় পাওয়া যায়।
৩৮) ‘ঈশ্বর’ কবিতায় সিন্ধু-কূলে কে রত্ন বেচা-কেনা করে?
উত্তরঃ ‘ঈশ্বর’ কবিতায় সিন্ধু-কূলে বণিক রত্ন বেচা-কেনা করে।
৩৯) ‘মানুষ’ কবিতায় ভূখারি কত দিন অনাহারে ছিল?
অথবা, ‘মানুষ’ কবিতায় সাত দিন ক্ষুধার্ত ছিল কে?
উত্তরঃ ‘মানুষ’ কবিতার মুসাফির সাত দিন ক্ষুধার্ত ছিল।
৪০) ‘মানুষ’ কবিতায় ভিখারি কয় বছর প্রভুকে ডাকেনি?
উত্তরঃ ‘মানুষ’ কবিতায় ভিখারি আশি বছর প্রভুকে ডাকেনি।
৪১) ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার ঠাকুর’ বল হয়েছে কাকে?
উত্তরঃ ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার ঠাকুর’ বলা হয়েছে ক্ষুধার্ত ভিখারিকে।
৪২) ‘পাপ’ কবিতায় কবি জগতের সকল পাপী-তাপীকে কী বলে সম্বোধন করেছেন?
উত্তরঃ ‘পাপ’ কবিতায় কবি জগতের সকল পাপী- তাপীকে ভাই বোন বলে সম্বোধন করেছেন।
৪৩) কবি ‘পাপ’ কবিতার দুনিয়াকে কী বলেছেন?
উত্তরঃ কবি ‘পাপ’ কবিতায় দুনিয়াকে ‘পাপশালা’ বলেছেন।
৪৪) “এ দুনিয়া পাপশালা,
ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য-ছালা।”- “চরণটি কোন কবিতার অংশ?
উত্তরঃ “এ দুনিয়া পাপশালা,
ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য-ছালা।”- চরণটি ‘পাপ’ কবিতার অংশ।
৪৫) ‘বারাঙ্গনা’ কবিতায় কবি বারাঙ্গনাদের কী বলে সম্বোধন করেছেন?
অথবা, নজরুল বারাঙ্গনাদের কী বলে সম্বোধন করেছেন?
উত্তরঃ নজরুল বারাঙ্গনাদের মা বলে সম্বোধন করেছেন।
বাংলা কবিতা ১ সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
০১) ‘মোহররম’ কবিতার মূলভাব সংক্ষেপে লেখ।
০২) ‘ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়।’ -পক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
০৩) ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ কবিতায় কবির দেশাত্মবোধ ও প্রকৃতিপ্রীতির পরিচয় দাও।
০৪) “মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই।” -এই অংশটুকুর ভাবার্থ ব্যাখ্যা কর।
০৫) ‘কুলি মজুর’ কবিতার আলোকে কাজী নজরুল ইসলামের শ্রেণিচেতনার পরিচয় দাও।
০৬) ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কেন এবং কোন কোন রূপে বাংলায় ফিরে আসতে চেয়েছেন?
০৭) “নক্সীকাঁথাটি বিছাইয়া সাজু সারারাত আঁকে ছবি, ও যেন তাহার গোপন ব্যথার বিরহিয়া এক কবি।” -ব্যাখ্যা কর।
০৮) বদনা নিয়ের বর্ণনা দাও।
০৯) রূপাই ও সাজুর বিয়ের বর্ণনা দাও।
অথবা, রূপাই ও সাজুর প্রথম সাক্ষাতের বর্ণনা দাও।
১০) দুখাই ঘটক কে? তার পরিচয় দাও।
১১) সাজুর বিরহ বেদনার স্বরূপ সংক্ষেপে লেখ।
১২) মৃত্যু সম্পর্কে কবি জীবনানন্দ দাশের উপলদ্ধির স্বরূপ ব্যাখ্যা কর।
১৩) জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী
শষ্য লক্ষ্মী নারী,সুষমা লক্ষ্মী নারী ওই ফিরেছে রূপে রূপে সঞ্চারী ব্যাখ্যা কর।
১৪) মানুষ’ কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।
১৫) অগ্নিবীণা কাব্য অবলম্বনে কবির ইতিহাস ও ঐতিহ্য চেতনার স্বর্প আলােচনা কর।
বাংলা কবিতা ১ সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
০১) ‘অগ্নিবীণা’ কাব্যে হিন্দু ও মুসলিম ঐতিহ্য ব্যবহারে কাজী নজরুল ইসলাম যে স্বতন্ত্র শিল্পচেতনার পরিচয় দিয়েছেন, তা বিশ্লেষণ কর।
০২) কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা অবলম্বনে কবিতার বিষয়ভাবনা ও শৈল্পিক উৎকর্ষ মূল্যায়ন কর।
০৩) ‘সাম্যবাদী’ কাব্যের নামকরণের তাৎপর্য বিচার প্রসঙ্গে সাম্যবাদী চেতনার স্বরূপ ব্যাখ্যা কর।
০৪) ‘সাম্যবাদী’ কাব্যের ‘মানুষ’ কবিতা অবলম্বনে কবির মানবতাবোধের স্বরূপ বিশ্লেষণ কর।
০৫) ‘রূপসী বাংলা’ কাব্যে বাংলার ইতিহাস ও লোকঐতিহ্যের প্রভাব কতোটা তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
০৬) ‘রূপসী বাংলা’ কাব্য অবলম্বনে জীবনানন্দ দাশের কবি মানসের পরিচয় দাও।
০৭) কাহিনিকাব্য হিসেবে ‘নক্সীকাঁথার মাঠ’ কতটা সার্থক? মূল্যায়ন কর।
০৮) “’নক্সীকাঁথার মাঠ’ কাব্যের পরিণতিকে করুণ করেছে ভাগ্য বিড়ম্বিত সাজুর অন্তর্দহন ও একাকীত্ব।” -এ মন্তব্যের আলোকে সাজুর চরিত্র মূল্যায়ন কর।
০৯) ‘অগ্নিবীণা’ কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানস আলোচনা কর।
১০) “সাম্যবাদী” কাব্যের “কুলি মজুর” কবিতাটির মূল বক্তব্য আলোচনা কর।
১১) ‘অগ্নিবীণা” কাব্যে প্রতিফলিত কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার পরিচয় দাও।
১২) “নক্সী কাঁথার মাঠ” কাব্যে যে ট্রাজিক চেতনার পরিচয় পাওয়া যায় তা আলোচনা কর।
১৩) রূপসী বাংলা’ কবিতা অবলম্বনে জীবনানন্দ দাশের প্রকৃতি প্রেমের পরিচয় দাও।
১৪) নক্সী কাঁথার মাঠ কাব্য অবলম্বনে জসীম উদদীনের জীবনদষ্টি ও কবিতৃবশক্তির বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
প্রস্তুতিমূলক পরামর্শঃ
- প্রতিটি উপন্যাস ভালোভাবে পড়ে মূল বিষয়বস্তু বুঝে ফেলো।
- চরিত্র ও ঘটনার সময়কাল মনে রাখো।
- প্রতীক, রূপক ও লেখকের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করার অভ্যাস গড়ে তোলো।
- পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অনুশীলন করো।
- লেখকের সংক্ষিপ্ত পরিচিতি ও সাহিত্যিক অবদান মুখস্থ রাখো।
সর্বশেষ কথা
বাংলা কবিতা ১ অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোড: ২১১০০৫) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ বাংলা সাজেশন বাংলা কবিতা ১ নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।