বাংলা কবিতা ১ অনার্স ১ম বর্ষ সাজেশন Honours 1st Year Bangla Kobita-1 Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য বাংলা কবিতা ১ সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, অধ্যায়ভিত্তিক সাজেশন ও প্রস্তুতির টিপস।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ১ম বর্ষ বাংলা সাজেশন
- বিষয়ঃ বাংলা কবিতা ১
- বিষয় কোডঃ ২১১০০৫
বাংলা কবিতা ১ সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
০১) ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যের ইংরেজি অনুবাদ কে করেছিলেন?
উত্তরঃ নকসী কাঁথার মাঠ কাব্যের ইংরেজি অনুবাদ করেন- মিসেল ই-এম মিলফোর্ড।
০২) রূপাই-এর মা কোন মাসে মারা যায়?
উত্তরঃ রূপাইয়ের মা আষাঢ় মাসে মারা যায়।
০৩) রূপার মা রূপার বিয়েতে কত টাকা পণ দিয়েছিল?
উত্তরঃ রূপাই-এর বিয়েতে রূপাইয়ের মা আড়াই কুড়ি বা ৫০ টাকা পণ দিয়েছিল।
০৪) এখানে ঘুঘুর ডাক’ কবিতায় পৌরাণিক কোন নারীর কথা বলা হয়েছে?
উত্তরঃ ‘এখানে ঘুঘুর ডাক’ কবিতায় ‘রাই’ এই নারীর কথা বলা হয়েছে।
০৫) ‘সেই দিন এই মাঠ’ কবিতায় কোন কোন সভ্যতার উল্লেখ রয়েছে?
উত্তরঃ ‘সেই দিন এই মাঠ’ কবিতায় ব্যাবিলনীয় সভ্যতার
উল্লেখ রয়েছে।
০৬) ‘নক্সী কাঁথার মাঠ’ কোন জাতীয় রচনা?
উত্তরঃ নক্সীকাঁথার মাঠ হলো- কাহিনিকাব্য
০৭) ‘রূপসী বাংলা’ কাব্যের কোন কবিতায় ‘রূপসী বাংলা’ কথাটির উল্লেখ পাওয়া যায়?
উত্তরঃ ‘তোমার বুকের থেকে।’ কবি রূপসী বাংলা শব্দটি ব্যবহার করেছেন
০৮) ‘লক্ষীরে দেই বউ বানায়ে অমন জামাই পেলে’— উক্তিটি কার?
উত্তরঃ দুখাই ঘটকের।
০৯) ‘পাপ’ কবিতায় কবি জগতের পাপী-তাপীকে কী বলে সম্বোধন করেছেন?
উত্তরঃ ভাই-বোন বলে সম্বোধন করেছেন।
১০) সাজু রূপাইদের গাঁয়ে কেন এসেছিল?
উত্তরঃ বদনা বিয়ের গান করতে এসেছিল ।
১১) ‘কুলি মজুর’ কোন শ্রেণির কবিতা?
উত্তরঃ ‘কুলি ও মজুর’ শ্রেণি সংগ্রামের কবিতা।
১২) ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার ঠাকুর’ বলা হয়েছে কাকে?
উত্তরঃ ‘মানুষ’ কবিতায় ‘ক্ষুধার ঠাকুর’ বলা হয়েছে ক্ষুধার্ত ভিখারীকে।
১৩) ‘সাম্যবাদী’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ ১৯২৫ সালে প্রকাশিত হয় ।
১৪) ‘বিদ্রোহী’ কবিতায় মহাপ্রলয়ের নটরাজ কে?
উত্তরঃ ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে মহাপ্রলয়ের নটরাজ বলেছেন।
১৫) ‘অগ্নিবীণা’ কাব্য থেকে ইসলামি ঐতিহ্যভিত্তিক দুটো কবিতার নাম লেখ।
উত্তরঃ খেয়াপারের তরণী, কোরবাণী ও আনোয়ার।
১৬) বেহুলা কোন নদীতে তার ভেলা ভাসিয়েছিল?
উত্তরঃ গাঙুড়ের জলে ভেলা ভাসিয়েছিল।
১৭) কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
১৮) ‘নারী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তরঃ মাত্রাবৃত্ত ছন্দে।
১৯) ‘রূপসী বাংলা’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯৫৭ সালে।
২০) বেহুলা কখন বাংলার রূপ দেখেছিল?
উত্তরঃ বেহুলা কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্নায় গাঙুড়ের জলে যখন ভেলা ভাসিয়েছিল তখন বাংলার রূপ দেখেছিল ।
২১) ধানসিঁড়ি কি?
উত্তরঃ ধানসিঁড়ি একটি নদী।
২২) কবি জসীম উদ্দীন কখন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন?
উত্তরঃ ১৯৭৮ সালে ।
২৩) ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি?
উত্তরঃ ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম ‘প্রলয়োল্লাস’ ।
২৪) ‘খেয়াপারের তরণী’ কবিতায় শেষ পর্যন্ত কারা খেয়া পার হয়?
উত্তরঃ তরণীর যাত্রীরা।
২৫) ‘শাত্-ইল-আরব’ কবিতায় ব্যবহৃত ‘ফোরাত’ নদীর অপর নাম কি?
উত্তরঃ ‘শাত্-ইল-আরব’ কবিতায় ব্যবহৃত ‘ফোরাত’ নদীর অপর নাম দজলা।
২৬) সত্যাগ্রহ কি?
উত্তরঃ সত্যের প্রতি আগ্রহ বা ন্যায়গত ও ধর্মগত যা সত্য অধিকার তা রক্ষা করার দৃঢ় সংকল্পই সত্যাগ্রহ।
২৭) নক্সী কাঁথার মাঠে বর্ণিত বিলের নাম কি?
উত্তরঃ জলীর বিল।
২৮) ‘বদনা-বিয়েতে’ কয়জন মেয়ে অংশ নেয়?
উত্তরঃ ৫ জন মেয়ে।
২৯) ‘বাংলার মুখ আমি’ কবিতায় কবি পৃথিবীর রূপ খুঁজিতে চান না কেন?
উত্তরঃ বাংলার মুখ দেখার কারণে কবি পৃথিবীর রূপ খুঁজতে চান না।
৩০) ‘একদিন যদি আমি’ কবিতায় নাটাফল কিসে করে তুলে নিয়ে যাওয়া হয়?
উত্তরঃ বেনারসী শাড়ির আঁচলে করে নাটফল তুলে নিয়ে যাওয়া হলো।
৩১) ‘অগ্নিবীণা’ কাব্যটি কবি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছেন?
উত্তরঃ শ্রীবারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন।
৩২) নৈলা গান কী?
উত্তরঃ নৈলগান হলো বৃষ্টি নামানোর জন্য চাষিরা এ গান গেয়ে থাকে।
৩৩) সাজু ও রূপার বিয়ের ঘটক কে?
উত্তরঃ সাজু ও রূপার বিয়ের ঘটক দুখাই ঘটক।
৩৪) চলে যাবো’ কবিতায় কবি কোথায় চলে যেতে চান?
উত্তরঃ ‘চলে যাবো’ কবিতায় কবি জামরুল, হিজলের বনে চলে যেতে চান ।
৩৫) ‘রূপসী বাংলা’ কাব্য থেকে দুটো নদীর নাম উল্লেখ কর।
উত্তরঃ ‘রূপসী বাংলা’ কাব্য উল্লেখিত দুটো নদীর নাম হলো ধানসিঁড়ি ও ধলেশ্বরী ।
৩৬) ‘খেয়াপারের তরণী’ কবিতায় কাণ্ডারী কে?
উত্তরঃ ‘খেয়াপারের তরণী’ কবিতায় কাণ্ডারী আহমদ।
৩৭) ‘মানুষ’ কবিতা থেকে দু’জন মহামানবের নাম উল্লেখ কর।
উত্তরঃ ‘মানুষ’ কবিতা থেকে দু’জন মহামানবের নাম হলো- হযরত আদম (আ.) ও হযরত মুসা (আ.)।
৩৮) ‘দুলদুল’ কী?
উত্তরঃ ইমাম হোসেনের ঘোড়ার নাম দুলদুল।
৩৯) ‘খেয়াপারের তরণী’ কবিতায় ‘জান্নাত’ হতে রাশি রাশি ফুল ফেলে কারা?
উত্তরঃ জান্নাত হতে রাশি রাশি ফুল ফেলে হুরীরা।
৪০) ‘মানুষ’ কবিতায় সাত দিন ক্ষুধার্ত ছিল কে?
উত্তরঃ ভুখা সাতদিন ক্ষুধার্ত ছিল।
৪১) কবি ভোরের কাক হলে কোন দেশে ফিরে আসতে চান?
উত্তরঃ কবি ভোরের কাক হলে নবান্নের দেশে ফিরে আসতে চান ।
৪২) ‘বাতাসে ধানের শব্দ’ কবিতায় সজনে ফুল চুপে চুপে কোথায় ঝরে পড়ে?
উত্তরঃ সজনে ফুল চুপে চুপে ঝরে পরে ঝম্বরে।
বাংলা কবিতা ১ সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
০১) ‘মোহররম’ কবিতার মূলভাব সংক্ষেপে লেখ।
০২) ‘ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়।’ -পক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
০৩) ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ কবিতায় কবির দেশাত্মবোধ ও প্রকৃতিপ্রীতির পরিচয় দাও।
০৪) “মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই।” -এই অংশটুকুর ভাবার্থ ব্যাখ্যা কর।
০৫) ‘কুলি মজুর’ কবিতার আলোকে কাজী নজরুল ইসলামের শ্রেণিচেতনার পরিচয় দাও।
০৬) ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কেন এবং কোন কোন রূপে বাংলায় ফিরে আসতে চেয়েছেন?
০৭) “নক্সীকাঁথাটি বিছাইয়া সাজু সারারাত আঁকে ছবি, ও যেন তাহার গোপন ব্যথার বিরহিয়া এক কবি।” -ব্যাখ্যা কর।
০৮) বদনা নিয়ের বর্ণনা দাও।
০৯) রূপাই ও সাজুর বিয়ের বর্ণনা দাও।
অথবা, রূপাই ও সাজুর প্রথম সাক্ষাতের বর্ণনা দাও।
১০) দুখাই ঘটক কে? তার পরিচয় দাও।
১১) সাজুর বিরহ বেদনার স্বরূপ সংক্ষেপে লেখ।
১২) মৃত্যু সম্পর্কে কবি জীবনানন্দ দাশের উপলদ্ধির স্বরূপ ব্যাখ্যা কর।
১৩) জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী
শষ্য লক্ষ্মী নারী,সুষমা লক্ষ্মী নারী ওই ফিরেছে রূপে রূপে সঞ্চারী ব্যাখ্যা কর।
১৪) মানুষ’ কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।
১৫) অগ্নিবীণা কাব্য অবলম্বনে কবির ইতিহাস ও ঐতিহ্য চেতনার স্বর্প আলােচনা কর।
বাংলা কবিতা ১ সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
০১) ‘অগ্নিবীণা’ কাব্যে হিন্দু ও মুসলিম ঐতিহ্য ব্যবহারে কাজী নজরুল ইসলাম যে স্বতন্ত্র শিল্পচেতনার পরিচয় দিয়েছেন, তা বিশ্লেষণ কর।
০২) কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা অবলম্বনে কবিতার বিষয়ভাবনা ও শৈল্পিক উৎকর্ষ মূল্যায়ন কর।
০৩) ‘সাম্যবাদী’ কাব্যের নামকরণের তাৎপর্য বিচার প্রসঙ্গে সাম্যবাদী চেতনার স্বরূপ ব্যাখ্যা কর।
০৪) ‘সাম্যবাদী’ কাব্যের ‘মানুষ’ কবিতা অবলম্বনে কবির মানবতাবোধের স্বরূপ বিশ্লেষণ কর।
০৫) ‘রূপসী বাংলা’ কাব্যে বাংলার ইতিহাস ও লোকঐতিহ্যের প্রভাব কতোটা তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
০৬) ‘রূপসী বাংলা’ কাব্য অবলম্বনে জীবনানন্দ দাশের কবি মানসের পরিচয় দাও।
০৭) কাহিনিকাব্য হিসেবে ‘নক্সীকাঁথার মাঠ’ কতটা সার্থক? মূল্যায়ন কর।
০৮) “’নক্সীকাঁথার মাঠ’ কাব্যের পরিণতিকে করুণ করেছে ভাগ্য বিড়ম্বিত সাজুর অন্তর্দহন ও একাকীত্ব।” -এ মন্তব্যের আলোকে সাজুর চরিত্র মূল্যায়ন কর।
০৯) ‘অগ্নিবীণা’ কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানস আলোচনা কর।
১০) “সাম্যবাদী” কাব্যের “কুলি মজুর” কবিতাটির মূল বক্তব্য আলোচনা কর।
১১) ‘অগ্নিবীণা” কাব্যে প্রতিফলিত কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার পরিচয় দাও।
১২) “নক্সী কাঁথার মাঠ” কাব্যে যে ট্রাজিক চেতনার পরিচয় পাওয়া যায় তা আলোচনা কর।
১৩) রূপসী বাংলা’ কবিতা অবলম্বনে জীবনানন্দ দাশের প্রকৃতি প্রেমের পরিচয় দাও।
১৪) নক্সী কাঁথার মাঠ কাব্য অবলম্বনে জসীম উদদীনের জীবনদষ্টি ও কবিতৃবশক্তির বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
প্রস্তুতিমূলক পরামর্শঃ
- প্রতিটি উপন্যাস ভালোভাবে পড়ে মূল বিষয়বস্তু বুঝে ফেলো।
- চরিত্র ও ঘটনার সময়কাল মনে রাখো।
- প্রতীক, রূপক ও লেখকের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করার অভ্যাস গড়ে তোলো।
- পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অনুশীলন করো।
- লেখকের সংক্ষিপ্ত পরিচিতি ও সাহিত্যিক অবদান মুখস্থ রাখো।
সর্বশেষ কথা
বাংলা কবিতা ১ অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোড: ২১১০০৫) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ বাংলা সাজেশন বাংলা কবিতা ১ নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।