মুসলমানদের ইতিহাস ৫৭০-৭৫০ সাজেশন অনার্স ১ম বর্ষ Honours 1st Year History of the Muslims (570-750) Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০) মহানবি হযরত মুহম্মদ (সা.), খোলাফায়ে রাশেদুন ও উমাইয়া খিলাফত সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশন ও প্রস্তুতির টিপস।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাজেশন
- বিষয়ঃ মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০) মহানবি হযরত মুহম্মদ (সা.), খোলাফায়ে রাশেদুন ও উমাইয়া খিলাফত
- বিষয় কোডঃ ২১১৬০১
মুসলমানদের ইতিহাস ৫৭০-৭৫০ সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
০১) ‘জাজিরাতুল আরব’ অর্থ কী
উত্তরঃ জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ।
০২) কোন সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়?
উত্তরঃ ইসলাম আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দী কালকে আইয়ামে জাহেলিয়া বলা হয়।
০৩) প্রাক ইসলামি যুগে একেশ্বরবাদীদের কী বলা হতো?
উত্তরঃ প্রাক ইসলামি যুগে একেশ্বরবাদীদের হানিফ বলা হতো।
০৪) গোত্রকে আরবিতে কী বলা হতো?
উত্তরঃ গোত্রকে আরবিতে কাবিলা বলা হতো।
০৫) আল মালা কী?
উত্তরঃ প্রাক ইসলামি আরবে কুরাইশ গোত্রপতিদের সমন্বয়ে গঠিত মন্ত্রণা পরিষদকে আল মালা বলা হতো।
০৬)’ দারুন নদণ্ডয়া কী?
উত্তরঃ ইসলামপূর্ব যুগে মক্কার ব্যবস্থাপক সভার মন্ত্রণাগৃহকে দারুন নদওয়া বলা হতো।
০৭) মক্কার শাসনব্যবস্থা কতটি দপ্তরে বিভক্ত ছিল?
উত্তরঃ মক্কার শাসনব্যবস্থা ৫টি দপ্তরে বিভক্ত ছিল।
০৮) ‘সাবআ মুয়াল্লাকাত’ কী?
উত্তরঃ ইসলামপূর্ব যুগে আরবে কাবাঘরের দেওয়ালে ঝুলন্ত প্রধান সাতটি কবিতার সংকলনকে সাবআ মুয়াল্লাকাত বলা হয় ।
০৯) কাকে আরবের সেক্সপিয়র বলা হয়?
অথবা, আরবের সেক্সপিয়র কে ছিলেন?
অথবা, কোন কবিকে সেক্সপিয়ার বলা হয়?
উত্তরঃ ইমরুল কায়েসকে আরবের সেক্সপিয়র বলা হয়।
১০) হিলফুল ফুজুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ হিলফুল ফুজুল ৫৮৫ মতান্তরে ৫৯০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
১১) ‘হিলফুল ফুজুল’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ‘হিলফুল ফুজুল’ শব্দের অর্থ শান্তি সংঘ।
১২) হযরত মুহম্মদ (সা.) নবুয়ত লাভ করেন কত সালে?
উত্তরঃ মহানবি (সা.) ৬১০ খ্রিস্টাব্দে হেরা পর্বতের গুহায় নবুয়ত লাভ করেন।
১৩) মিরাজ শব্দের অর্থ কী?
উত্তর: মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্ব গমন।
১৪) মুসলমানদের প্রথম কেবলা কোনটি?
উত্তরঃ মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস
১৫) মদিনা মসজিদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ মদিনা মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মুহম্মদ (সা.)।
১৬) পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি?
উত্তরঃ পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ।
১৭) মদিনা সনদ কখন লিখিত হয়?
উত্তরঃ মদিনা সনদ ৬২৪ খ্রিস্টাব্দে লিখিত হয়।
১৮) মদিনা সনদ স্বাক্ষরকারী সম্প্রদায় কয়টি?
উত্তরঃ মদিনা সনদ স্বাক্ষরকারী সম্প্রদায় ৪টি।
১৯) বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তরঃ বদর যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
২০) বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?
উত্তরঃ বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল ৩১৩।
২১) হুদায়বিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তরঃ হুদায়বিয়ার সন্ধি ৬২৮ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
২২) সাইফুল্লাহ কার উপাধি ছিল?
উত্তরঃ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদের উপাধি ছিল ।
২৩) সাইফুল্লাহ শব্দের অর্থ কী?
উত্তরঃ সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি।
২৪) তাবুক যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?
উত্তরঃ তাবুক যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল চল্লিশ হাজার।
২৫) খিলাফত কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ খিলাফত ৬৩২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
২৬) ‘আতিক’ শব্দের অর্থ কী?
উত্তরঃ আতিক শব্দের অর্থ দানশীল।
২৭) কোন খলিফা কোরআন প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন?
উত্তরঃ খলিফা হযরত আবু বকর (রা.) জায়েদ বিন সাবিতের তত্ত্বাবধানে কোরআন প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন।
২৮) ‘ফারুক’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ফারুক শব্দের অর্থ সত্য-মিথ্যার পার্থক্যকারী।
২৯) মজলিশ উস শুরা কোন খলিফা গঠন করেন?
উত্তরঃ মজলিস উস শুরা খলিফা হযরত ওমর (রা.) গঠন করেন
৩০) হিজরি সন কে প্রবর্তন করেন।
উত্তরঃ হিজরি সন প্রবর্তন করেন হযরত ওমর (রা.)
৩১) বায়তুলমাল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: খলিফা হযরত ওমর (রা.) বায়তুলমাল প্রতিষ্ঠা করেন।
৩২) ‘দিওয়ান’ কী?
উত্তরঃ ‘দিওয়ান’ বলতে দফতর বা বিভাগকে বোঝায়।
৩৩) ‘দিওয়ান’ এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ‘দিওয়ান’ এর প্রতিষ্ঠাতা হযরত ওমর (রা.)।
৩৪) জুন্নুরাইন কার উপাধি?
উত্তরঃ জুন্নুরাইন হযরত ওসমান (রা.)-এর উপাধি ।
৩৫) আসাদুল্লাহ কার উপাধি ছিল?
উত্তরঃ আসাদুল্লাহ হযরত আলী (রা.) এর উপাধি ছিল।
৩৬) সিফফিনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তরঃ সিফফিনের যুদ্ধ ৬৫৭ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
৩৭) উষ্ট্রের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
উত্তরঃ উষ্ট্রের যুদ্ধ ৬৫৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
৩৮) উমাইয়া খলিফাদের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ উমাইয়া খলিফাদের রাজধানী ছিল সিরিয়ার দামেস্কে ।
৩৯) উমাইয়া বংশে কতজন খলিফা ছিলেন?
উত্তরঃ উমাইয়া বংশে ১৪ জন খলিফা ছিলেন।
৪০) কে সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন?
উত্তরঃ হযরত মুয়াবিয়া (রা.) সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন।
৪১) আলেকজান্ডার কাকে বলা হয়।
উত্তরঃ মুসলমানদের আলেকজান্ডার বলা হয় ওকবা বিন নাফি কে।
৪২) উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন
উত্তরঃ উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন খলিফা আব্দুল মালিক।
৪৩) কোন খলিফা শাসনব্যবস্থা আরবীকরণ করেন?
উত্তরঃ উমাইয়া খলিফা আব্দুল মালিক শাসনব্যবস্থাকে আরবীকরণ করেন।
৪৪) Dome of the Rock কে নির্মাণ কে
অথবা, ’কুব্বাতুস সাখরা’ কে নির্মাণ করেন।
উত্তরঃ Dome of the Rock উমাইয়া খলিফা আব্দুল মালিক নির্মাণ করেন।
৪৫) খলিফা আব্দুল মালিকের উপাধি কী ছিল?
উত্তর: খলিফা আব্দুল মালিকের উপাধি ছিল রাজেন্দ্র বা Father of the Kings.
৪৬) কোন যুদ্ধকে ‘বালাতুস শুহাদা’ বলা হয়।
উত্তরঃ টুরস যুদ্ধকে ‘বালাতুস শুহাদা’ বলা হয়।
৪৭) কোন খলিফাকে আশীর্বাদের চাবি বলা হয়?
উত্তরঃ উমাইয়া খলিফা সোলায়মানকে আশীর্বাদের চাবি বলা হয়।
৪৮) কোন খলিফা পঞ্চম ধর্মপ্রাণ খলিফা হিসেবে পরিচিত?
অথবা, কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?
উত্তরঃ ওমর বিন আব্দুল আজিজ পঞ্চম ধর্মপ্রাণ খলিফা হিসেবে পরিচিত।
৪৯) যিম্মী কারা?
উত্তরঃ মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের বলা হয়।
৫০) উমাইয়া বংশের শেষ খলিফা কে ছিলো?
উত্তরঃ উমাইয়া বংশের শেষ খলিফা ছিলেন দ্বিতীয় মারওয়ান।
৫১) জাবের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তরঃ জাবের যুদ্ধ ৭৫০ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
মুসলমানদের ইতিহাস ৫৭০-৭৫০ সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
০১) উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন?
০২) আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ?
০৩) প্রাক ইসলামি যুগে আরব সমাজে নারীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও।
০৪) ওকাজ মেলা সম্পর্কে আলোচনা কর।
অথবা, ওকাজ মেলা সম্বন্ধে টীকা লেখ।
০৫) ‘সাবআা মুয়াল্লাকা’ এর পরিচয় দাও।
০৬) হিলফুল ফুজুলের কার্যক্রম কী ছিল?
০৭) হিজরতের তাৎপর্য লেখ।
অথবা, হিজরতের তাৎপর্য আলোচনা কর।
০৮) মদিনা সনদ কী?
০৯. মদিনা সনদের তাৎপর্য ব্যাখ্যা কর।
১০) বদর যুদ্ধের ফলাফল উল্লেখ কর।
অথবা, বদরের যুদ্ধের ফলাফল আলোচনা কর।
অথবা, বদর যুদ্ধের তাৎপর্য আলোচনা কর।
১১) খন্দক যুদ্ধ সম্পর্কে টীকা লেখ।
১২) হুদায়বিয়ার সন্ধিকে ‘ফাতরুম মুবিন’ বলা হয় কেন?
১৩) খিলাফত বলতে কী বুঝায়?
১৪) খোলাফায়ে রাশেদুন বলতে কী বুঝ?
১৫) ভন্ড নবিদের পরিচয় দাও।
১৬) হযরত ওমর (রা) এর ইসলাম গ্রহণ সম্পর্কে আলোচনা কর।
১৭) খালিদ বিন ওয়ালিদ (রা.) এর পরিচয় পাও
১৮) মজলিস উস শুরা সম্পর্কে কী জান?
অথবা, মজলিস উস শুরা কী?
১৯) বায়তুলমাল কী?
২০) হযরত ওসমান (রা.)-এর বিরুদ্ধে আনীত দুটি অভিযোগ ব্যাখ্যা কর।
২১) সিফফিন যুদ্ধের ওপর একটি টীকা লেখ।
২২. খারিজি কারা?
২৩. উমাইয়াদের পরিচয় দাও।
২৪) মুয়াবিয়া (রা.)-এর পরিচয় দাও।
২৫) কারবালার মর্মান্তিক ঘটনা ব্যাখ্যা কর।
২৬) খলিফা আব্দুল মালিককে ‘রাজেন্দ্র’ বলা হয় কেন?
২৭) কুব্বাতুস সাখরা সম্পর্কে লেখ।
২৮) হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে কী জান?
অথবা, হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন?
২৯) ওমর বিন আব্দুল আজিজকে কেন ইসলামের ‘পঞ্চম খলিফা’ বলা হয়?
৩০) জাবের যুদ্ধ সম্পর্কে টীকা লেখ।
৩১) নসর বিন সাইয়ারের রাজস্ব সংস্কার সংক্ষেপে লেখ।
৩২) আব্বাসি আন্দোলনে মাওয়ালিদের ভূমিকা উল্লেখ কর।
মুসলমানদের ইতিহাস ৫৭০-৭৫০ সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
০১) আইয়্যামে জাহেলিয়া যুগের কতিপয় বৈশিষ্ট্য আলোচনা কর।
০২) প্রাক-ইসলামি আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দাও।
০৩) প্রাক ইসলামি আরবের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দাও।
০৪) হযরত মুহাম্মদ (সা.)-এর মক্কা জীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
০৫) হযরত মুহাম্মদ (সা.) এর মদিনায় হিজরতের কারণ ও গুরুত্ব নির্ণয় কর।
০৬) মদিনা সনদের প্রধান প্রধান শর্তসমূহ আলোচনা কর।
০৭) বদরের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
০৮) হুদাইবিয়ার সন্ধির শর্তাবলি আলোচনা কর। ইহা কি মক্কা বিজয়ের পথ সুগম করেছিল?
০৯) সমাজসংস্কারক হিসেবে হযরত মুহম্মদ (সা.) এর কৃতিত্ব আলোচনা কর।
১০) হযরত আবু বকর (রা.) এর কৃতিত্ব আলোচনা কর।
১১) ইসলামের ত্রাণকর্তা হিসেবে হযরত আবু বকর (রা.)-এর কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, হযরত আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
১২) হযরত ওমর (রা.)-এর খিলাফতকালে আরবদের সিরিয়া ও মিসর বিজয় আলোচনা কর।
১৩) খলিফা হযরত ওমর (রা.) এর প্রশাসনিক সংস্কারসমূহ মূল্যায়ন কর।
১৪) হযরত ওসমান (রা.)-এর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ পর্যালোচনা কর।
অথবা, হযরত ওসমান (রা.)-এর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বিশ্লেষণ কর।
১৫) হযরত ওসমান (রা.) এর হত্যার কারণ ও ফলাফল আলোচনা কর।
১৬) হযরত আলি (রা.) ও মুয়াবিয়া (রা.) এর মধ্যে সংঘটিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৭) উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে মুয়াবিয়া (রা.) এর কৃতিত্ব আলোচনা কর।
১৮) কারবালার বিয়োগান্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা কর।
১৯) খলিফা আব্দুল মালিকের প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা কর।
অথবা, আব্দুল মালিক বিন মারওয়ানের সংস্কারসমূহ আলোচনা কর।
২০) উমাইয়া শাসন সুদৃঢ়করণে আব্দুল মালিকের অবদান মূল্যায়ন কর।
২১) বিজেতা হিসেবে প্রথম ওয়ালিদের কৃতিত্ব বিচার কর।
২২) ওমর বিন আব্দুল আজিজের প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা কর।
২৩) ওমর বিন আব্দুল আজিজের চরিত্র ও কৃতিত্ব বর্ণনা
২৪) শেষ শ্রেষ্ঠ শাসক হিসেবে উমাইয়া খলিফা হিশামের শাসননীতি ও কৃতিত্ব বর্ণনা কর কর।
অথবা, খলিফা হিশামের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর।
২৫) মাওয়ালি কারা? উমাইয়াদের মাওয়ালি নীতি পর্যালোচনা কর।
২৬) মাওয়ালি কারা? আব্বাসি আন্দোলনে মাওয়ালিদের ভূমিকা উল্লেখ কর।
২৭) উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ বিশ্লেষণ কর।
পরীক্ষার প্রস্তুতির কার্যকর টিপস
- সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে উত্তর অনুশীলন করুন।
- সাল ও তারিখ মুখস্থ রাখুন: গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সাল ও প্রাসঙ্গিক তথ্য মনে রাখুন।
- অধ্যায়ের মূল ধারণা পরিষ্কার রাখুন: শুধু মুখস্থ নয়, বুঝে পড়ুন।
- বাংলা বানান শুদ্ধ রাখুন: উত্তরপত্রে ভুল বানান নম্বর কেটে নিতে পারে।
- বিগত বছরের প্রশ্ন দেখুন: পরীক্ষার প্রশ্ন ধরন সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।
উপসংহার
মুসলমানদের ইতিহাস ৫৭০-৭৫০ অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোডঃ ২১১৬০১) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাজেশন মুসলমানদের ইতিহাস (৫৭০-৭৫০) মহানবি হযরত মুহম্মদ (সা.), খোলাফায়ে রাশেদুন ও উমাইয়া খিলাফত নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।