বাংলা নাটক ১ সাজেশন অনার্স বাংলা ২য় বর্ষ Honours 2nd Year Bangla Drama 2 Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স বাংলা ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য বাংলা নাটক ১ সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের বাংলা নাটক ১ পরীক্ষাটি আগামী ০৮ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য বাংলা নাটক ১ সাজেশন নিয়ে হাজির হয়েছি।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ২য় বর্ষ বাংলা সাজেশন
- বিষয়ঃ বাংলা নাটক ১
- বিষয় কোডঃ ২২১০০৭
বাংলা নাটক ১ সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
০১) ‘কৃষ্ণকুমারী’ নাটকের কাহিনি কোন গ্রন্থ থেকে সংগৃহীত?
উত্তরঃ ‘কৃষ্ণকুমারী’ নাটকের কাহিনি উইলিয়াম টডের ‘রাজস্থান’নামক গ্রন্থ থেকে সংগৃহীত।
০২) কৃষ্ণকুমারী নাটকের সর্বশেষ সংলাপটি কার?
উত্তরঃ কৃষ্ণকুমারী নাটকের সর্বশেষ সংলাপটি রাজমন্ত্রী সত্যদাসের।
০৩) রস বিচারে ‘কৃষ্ণকুমারী’ কোন জাতীয় নাটক?
উত্তরঃ ট্রাজেডি জাতীয় নাটক ।
০৪) ‘কৃষ্ণকুমারী’ নাটকের গর্ভাঙ্ক কয়টি?
উত্তরঃ ‘কৃষ্ণকুমারী’ নাটকের গর্ভাঙ্ক ১৪টি।
০৫) উদয়পুরের ভীমসিংহ কোন বংশীয় রাজা?
উত্তরঃ উদয়পুরের ভীমসিংহ মেবারের বংশীয় রাজা।
০৬) “দুরাত্মা রাবণ কী বৈদেহীর উপযুক্ত পাত্র?”- সংলাপটি কার?
উত্তরঃ “দুরাত্মা রাবণ কী বৈদেহীর উপযুক্ত পাত্র?”- সংলাপটি রাজা ভীমসিংহ।
০৭) বিলাসবতী কে?
উত্তরঃ বিলাসবর্তী মহারাজ জগৎসিংহের রক্ষিতা।
০৮. কৃষ্ণকুমারীকে কে মন্দিরে হত্যা করতে উদ্যত হয়েছিল?
উত্তরঃ কৃষ্ণকুমারীকে মন্দিরে হত্যা করতে উদ্যত হয়েছিলএকজন ভীমরূপী বীরপুরুষ।
০৯) মদনিকা পুরুষবেশে কী নাম ধারণ করে?
উত্তরঃ মদনিকা পুরুষবেশে মদনমোহন নাম ধারণ করে।
১০) ধনকুল সিংহ কে?
উত্তরঃ ধনকুল সিংহ মরুদেশের মৃত রাজা ভীমসিংহের পুত্র।
১১) দীনবন্ধু মিত্রের জীবনকাল কত?
উত্তরঃ দীনবন্ধু মিত্রের জীবনকাল ১৮৩০-১৮৭৩ সাল।
১২) ‘নীলদর্পণ’ নাটকে উল্লিখিত গ্রামের নাম কী?
উত্তরঃ ‘নীলদর্পণ’ নাটকে উল্লিখিত গ্রামের নাম স্বরপুর।
১৩) ‘নীলদর্পণ’ নাটকে সরলতা কে?
উত্তরঃ “নীলদর্পণ’ নাটকে সরলতা হচ্ছে গোলকবসুর ছোট ছেলে বিন্দুমাধবের স্ত্রী
১৪) বিপিন কে?
অথবা, নবীনমাধবের শিশুপুত্রের নাম কী?
উত্তরঃ বিপিন নবীনমাধবের শিশুপুত্র।
১৫) “আমার ধর্মও গেছে জাতও গেছে।”- উক্তিটি কার?
উত্তরঃ “আমার ধর্ম গেছে জাতও গেছে।”— উক্তিটি পদীর (ময়রানি)।
১৬) “গতবারে আপনার ধান গিয়েছে, এই বারে মান যাবে।” —উক্তিটি কার?
উত্তরঃ “গতবারে আপনার ধান গিয়েছে, এই বারে মান যাবে।” উক্তিটি সাধুচরণের।
১৭) সাধুচরণ গাঁ ছেড়ে পালিয়ে কোথায় যেতে চায়?
অথবা, সাধুচরণ স্বরপুর ছেড়ে কোথায় যেতে চায়?
উত্তরঃ সাধুচরণ গাঁ ছেড়ে পালিয়ে বসন্ত বাবুর জমিদারিতে যেতে চায়।
১৮) “মুই পরাণ দিতে পারবো, ধর্ম্ম দিতে পারবো না।”–কে, কাকে,কখন এ কথা বলেছে?
অথবা, “মুই পরাণ দিতি পারব, ধর্ম দিতি পারবো না” কার?—সংলাপটি
উত্তরঃ “মুই পরাণ দিতে পারবো, ধর্ম্ম দিতে পারবো না।” পদী ময়রানী ক্ষেত্রমণিকে রোগের বিছানায় যাওয়ার প্রস্তাব করলে ক্ষেত্রমণি এ কথা বলেছে।
১৯) পণ্ডিত মহাশয় কাকে ‘নরকের দ্বারপাল’ বলে আখ্যায়িত করে?
উত্তরঃ পণ্ডিত মহাশয় জেলদারোগাকে ‘নরকের দ্বারপাল’ বলে আখ্যায়িত করে।
২০) উড্ সাহেব কাকে গরুখোর বলে সম্বোধন করে?
উত্তরঃ উড্ সাহেব নবীনমাধবকে গুরুখোর বলে সম্বোধন করে।
২১) আই. আই. উড সাহেবের নীলকুঠি কোথায় অবস্থিত?
উত্তর : আই. আই. উড সাহেবের নীলকুঠি অবস্থিত বেগুণবেড়েতে।
২২) ‘বিসর্জন’ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছেন?
উত্তরঃ ‘বিসর্জন’ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভাইপো শ্ৰীমান সুরেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন।
২৩) ‘বিসর্জন’ নাটকের পট উন্মোচিত হয়েছে কোথায়?
উত্তরঃ ‘বিসর্জন’ নাটকের পট উন্মোচিত হয়েছে মন্দিরে।
২৪) গোবিন্দমাণিক্য কোথাকার রাজা?
উত্তরঃ গোবিন্দমাণিক্য ত্রিপুরার রাজা।
২৫) “বিলম্ব উচিত নহে বিনাশ করিতে পাপ।” – উক্তিটি কার?
উত্তরঃ “বিলম্ব উচিত নহে বিনাশ করিতে পাপ।”গোবিন্দ মাণিক্যের।
২৬) গোবিন্দমাণিক্যের পালিত পুত্রের নাম কী?
উত্তরঃ গোবিন্দমাণিক্যের পালিত পুত্রের নাম ধ্রুব।
২৭) “এই শেষ পুণ্যরক্ত এ পাপ- মন্দিরে।”- কে এ কথা বলেছে?
উত্তরঃ “এই শেষ পুণ্যরক্ত এ পাপ-মন্দিরে।” এ কথা রঘুপতি বলেছে।
২৮) অপর্ণার কাছে বিশ্বমাতা কেমন?
উত্তরঃ অপর্ণার কাছে বিশ্বমাতা হচ্ছে রাক্ষসী।
২৯) রঘুপতি কাকে রাজা হওয়ার লোভ দেখিয়েছিল?
উত্তরঃ রঘুপতি নক্ষত্ররায়কে রাজা হওয়ার লোভ দেখিয়েছিল।
৩০) রঘুপতিকে রাজা কীভাবে শাস্তি দিয়েছিলেন?
উত্তরঃ ঘুপতিকে রাজা নির্বাসন দণ্ড দিয়ে শাস্তি দিয়েছিলেন।
৩১) রক্তের পরিবর্তে জয়সিংহ দেবীকে কী দিতে চায়?
উত্তরঃ রক্তের পরিবর্তে জয়সিংহ দেবীকে দুটি রক্তজবা ফুল দিতে চায়।
৩২) সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার?
উত্তরঃ সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি ক্যাপ্টেন ক্লেটনের।
৩৩) কার কাছে সবকিছুই বড় ধরনের জুয়া খেলা?
উত্তরঃ লর্ড ক্লাইভের কাছে সবকিছুই বড় ধরনের জুয়া খেলা।
৩৪) মিরজাফরের গুপ্তচর কে?
উত্তরঃ মিরজাফরের গুপ্তচর কমর বেগ।
৩৫) “আমার শেষ যুদ্ধ পলাশীতেই” —উক্তিটি কার?
উত্তরঃ “আমার শেষ যুদ্ধ পলাশীতেই” – উক্তিটি মোহনলালের।
৩৬) ইংরেজরা কাকে ঘুষ দিয়ে চন্দননগর ধ্বংস করে?
উত্তরঃ ইংরেজরা বেইমান নন্দকুমারকে ঘুষ দিয়ে চন্দননগর ধ্বংস করে।
৩৭) “আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।”-কে বলেছে?
উত্তরঃ “আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে সিরাজউদ্দৌলা নাটকে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ বলেছে।
৩৮) নবাব হওয়ার পর মীরজাফর ক্লাইভকে কী উপহার দেয়?
উত্তরঃ নবাব হওয়ার পর মীরজাফর ক্লাইভকে ২১ লক্ষ টাকা উপহার দেয়।
৩৯) কোন কয়েদখানায় সিরাজউদ্দৌলার মৃত্যু হয়েছে?
অথবা, সিরাজউদ্দৌলার মৃত্যুদণ্ড কার্যকর হয় কোথায়?
উত্তরঃ জাফরগঞ্জ কয়েদখানায় সিরাজউদ্দৌলার মৃত্যু হয়েছে।
বাংলা নাটক ১ সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
০১) ‘কৃষ্ণকুমারী’ নাটক অবলম্বনে জগৎসিংহের পরিচয় দাও।
অথবা, জগৎসিংহের পরিচয় দাও।
০২) ‘কৃষ্ণকুমারী’ নাটক অবলম্বনে ধনদাসের পরিচয় দাও।
০৩) ‘কৃষ্ণকুমারী’ নাটকের তপস্বিনীর পরিচয় দাও।
০৪) “যাকে বিধাতা বুদ্ধি দেন তাকে সকলই দেন।” –কে, কার কথা, কখন বলেছে? আলোচনা কর।
অথবা, “যাকে বিধাতা বুদ্ধি দেন, তাকে সকলই দেন।”-ব্যাখ্যাকর।
০৫) “এ সুধা চন্দ্রলোকে থাকে।” উক্তিটি ব্যাখ্যা কর।
০৬) “এ জন্মে কাকেও মেয়ে মানুষ বলে অবহেলা করো না।” –কে,কাকে, কেন বলেছে?
০৭) ‘কৃষ্ণকুমারী’ নাটকে কৃষ্ণকুমারীর জীবনের অবসান কীভাবে হয়েছিল?
অথবা, ‘কৃষ্ণকুমারী’ নাটকে কৃষ্ণার জীবনের অবসান কীভাবে ঘটে?
অথবা, কৃষ্ণকুমারীর আত্মবিসর্জনের রাতের বর্ণনা দাও।
০৮) ‘নীলদর্পণ’ নাটক রচনার পটভূমি সংক্ষেপে লেখ।
০৯) “কাঙ্গালের কথা বাসি হলে ফলে।” —উক্তিটি কে, কেন করেছে?
অথবা, “কাঙ্গালের কথা বাসি হলে ফলে।”—উক্তিটি কে, কাকে এবং কেন করেছে?
১০) “গতবারে আপনার ধান গিয়েছে, এইবারে মান যাবে।” – কার, কেন মান যাবে?
১১) গোলকবসুর জীবনে কীভাবে অশান্তি নেমে আসে?
অথবা, বসু পরিবার কীভাবে ধ্বংসের মুখে পতিত হয়?
১২) “এ আইনে কত ব্যক্তি বিনাপরাধে কারাগারে করিতেছে।”—বিশ্লেষণ কর।
১৩) “দেড়খানা লাঙলে নয় বিঘা নীল দিতে হলে,উঠবে।” উক্তিটি ব্যাখ্যা কর।
১৪) তোরাপের পরিচয় দাও।
অথবা, তোরাপের সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৫) দেবীর পাষাণ মূর্তি রঘুপতি জলে নিক্ষেপ করে কেন?
১৬) জয়সিংহের অন্তর্দ্বন্দ্বের কারণ নিদের্শ কর।
১৭) জয়সিংহের পরিচয় দাও।
১৮) “মানবের বুদ্ধি দীপসম, যত আলো করে দান তত রেখে দেয় সংশয়ের ছায়া।” —উক্তিটি ব্যাখ্যা কর।
১৯) “জীবরক্ত সহে না তাহার। ”- ব্যাখ্যা কর।
২০) গোবিন্দমাণিক্য পশুবলি নিষিদ্ধ করলে রঘুপতির কী প্ৰতিক্ৰিয়া হয়েছিল?
২১) রঘুপতির সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, রঘুপতি কে? তার পরিচয় সংক্ষেপে লেখ।
২২) উমির্চাদের পরিচয় দাও ।অথবা, উমিচাঁদ কে? তার পরিচয় দাও।
অথবা, উমিচাঁদের পরিচয় সংক্ষেপে লেখ।
২৩) রাইসুল জুহালা কে? তাঁর সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, রাইসুল জুহালার পরিচয় দাও।
২৪) “পলাশীতে যুদ্ধ হয় নি, হয়েছে যুদ্ধের অভিনয়।” উক্তিটি ব্যাখ্যা কর।
২৫) “আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।” কে, কোন ইতিহাসের কথা বলেছে।
২৬) “আমার শেষ যুদ্ধ পলাশীতেই।” –এখানে কার শেষ যুদ্ধের কথা বলা হয়েছে?
অথবা, “আমার শেষ যুদ্ধ পলাশীতেই।” কার শেষ যুদ্ধ এবং কেন?
বাংলা নাটক ১ সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
০১) ট্র্যাজেডি হিসেবে ‘কৃষ্ণকুমারী’ নাটকের সার্থকতা আলোচনা কর।
অথবা, ট্র্যাজেডি হিসেবে ‘কৃষ্ণকুমারী’ নাটকের সার্থকতা বিচারকর।
০২) ঐতিহাসিক নাটক কাকে বলে? ঐতিহাসিক নাটক হিসেবে ‘কৃষ্ণকুমারী’ নাটকের সার্থকতা বিচার কর।
০৩) ““কৃষ্ণকুমারী’ নাটকের প্রধান চরিত্রগুলো অপেক্ষা অপ্রধান চরিত্রগুলো বেশি সক্রিয়” – আলোচনা কর।
অথবা, “ধনদাস ও মদনিকা কৃষ্ণকুমারী নাটকের অপ্রধান চরিত্র হলেও জীবন্ত”—আলোচনা কর।
০৪) ‘কৃষ্ণকুমারী’ নাটক অবলম্বনে কৃষ্ণকুমারীর চরিত্র আলোচনা কর।
অথবা, কৃষ্ণকুমারী নাটকের কৃষ্ণা চরিত্রটি বিশ্লেষণ কর।
০৫) ‘কৃষ্ণকুমারী’ নাটক অবলম্বনে রাজা ভীমসিংহ চরিত্র বিশ্লেষণ কর।
০৬) কৃষ্ণকুমারী নাটকের নারী চরিত্রগুলোর পরিচয় দাও এবং নারীচরিত্র সৃষ্টিতে মধুসূদনের সাফল্য বিচার কর।
অথবা, ‘কৃষ্ণকুমারী’ নাটকে নারী চরিত্র সৃষ্টিতে মাইকেল মধুসূদনদত্তের সাফল্য আলোচনা কর।
০৭) ইতিহাসের যে পটভূমিতে দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটিরচিত তার স্বরূপ ব্যাখ্যা কর।
০৮) ‘নীলদর্পণ’ নাটকের নামকরণের সার্থকতা বিচার কর।
অথবা, ‘নীলদর্পণ’ নাটকের নামকরণের সার্থকতা আলোচনা কর।
০৯) “নীলদর্পণ নাটকটি বাংলা নাট্য সাহিত্যের প্রথম প্রতিবাদী চেতনাসমৃদ্ধ মৃত্তিকা সংলগ্ন গণনাটক ।” –আলোচনা কর।
অথবা, গণনাটক হিসেবে দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের সার্থকতা আলোচনা কর।
অথবা, গণনাটক হিসেবে ‘নীল-দর্পণ’ নাটকের সার্থকতা আলোচনা কর।
১০) ‘নীলদর্পণ’ নাটকে সংলাপ রচনায় নাট্যকারের সাফল্য ও সীমাবদ্ধতাআলোচনা কর।
অথবা, ‘নীলদর্পণ’ নাটক অবলম্বনে সংলাপ রচনায় দীনবন্ধু মিত্রের সাফল্য ও সীমাবদ্ধতা বিশ্লেষণ কর।
১১) “নীলদর্পণ’ নাটকে উচ্চবিত্ত চরিত্র অপেক্ষা নিম্নবিত্ত চরিত্র সৃষ্টিতে নাট্যকার বেশি সফল।” আলোচনা কর।
১২) কাব্যনাট্য হিসেবে ‘বিসর্জন’ এর সার্থকতা বিচার কর।
অথবা, কাব্যনাট্য কাকে বলে? কাব্যনাট্য হিসেবে ‘বিসর্জন’ নাটকের সার্থকতা আলোচনা কর।
অথবা, কাব্যনাট্য কাকে বলে? কাব্যনাট্য হিসেবে ‘বিসর্জনে’র সার্থকতা বিচার কর।
১৩) ‘বিসর্জন’ নাটকের শিল্পমূল্য আলোচনা কর।
অথবা, ‘বিসর্জন’ নাটকের শিল্পসাফল্য বিচার কর।
১৪) ‘বিসর্জন’ নাটক অবলম্বনে রঘুপতির চরিত্র আলোচনা কর।
অথবা, রবীন্দ্রনাথের বিসর্জন নাটক অবলম্বনে রঘুপতি-এর চরিত্র বিশ্লেষণ কর।
১৫) ‘বিসর্জন’ নাটক অবলম্বনে গোবিন্দমানিক্য চরিত্র বিশ্লেষণ কর।
১৬) বিসর্জন নাটকের জয়সিংহ চরিত্র আলোচনা কর।
অথবা, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের জয়সিংহ চরিত্র আলোচনা কর।
১৭) ‘বিসর্জন’ নাটকের নায়ক কে? আলোচনা কর।
অথবা, বিসর্জন নাটকের নায়ক সমস্যা আলোচনা কর।
১৮) ’বিসর্জন’ নাটকের মূল বিষয় প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব। আলোচনা কর।
অথবা, ‘বিসর্জন’ নাটকের মূলদ্বন্দ্বের স্বরূপ বিশ্লেষণ কর।
১৯) ঐতিহাসিক নাটক হিসেবে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সার্থকতা। আলোচনা কর।
অথবা, ঐতিহাসিক নাটক হিসেবে সিরাজউদ্দৌলার সার্থকতা বিচার কর।
২০) ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সংলাপ রচনা ও ভাষা ব্যবহারে নাট্যকারের সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা কর।
২১) সিকান্দার আবু জাফরের ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রটি বিশ্লেষণ কর।
অথবা, ‘সিরাজউদ্দৌলা’ নাটক অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্রটি আলোচনা কর।
শিক্ষার্থী বন্ধুরা অনার্স ২য় বর্ষ বাংলা সাজেশন বাংলা নাটক ১ নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।