বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন অনার্স ইতিহাস ২য় বর্ষ

বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন অনার্স ইতিহাস ২য় বর্ষ Honours 2nd Year Sociology of Bangladesh Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ইতিহাস ২য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।

অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের বাংলাদেশের সমাজবিজ্ঞান পরীক্ষাটি আগামী ০৮ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন নিয়ে হাজির হয়েছি।

এক নজরে বিষয়  বিষয় কোডঃ

  • অনার্স ২য় বর্ষ ইতিহাস সাজেশন
  • বিষয়ঃ বাংলাদেশের সমাজবিজ্ঞান
  • বিষয় কোডঃ ২২২০০৯

বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন

০১) Dynamics of Bangladesh Society’ গ্রন্থটির রচয়িতাকে?

উত্তরঃ ‘Dynamics of Bangladesh Society’ গ্রন্থটির রচয়িতা বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা ড. নাজমুল করিম।

০২) ‘Discovery of Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ ‘Discovery of Bangladesh’ গ্রন্থের রচয়িতা ড. আকবর আলী খান।

০৩) ‘Changing Society in India, Pakistan and Bangladesh’ গ্রন্থটির লেখক কে?

উত্তরঃ ‘Changing Society in India, Pakistan and Bangladesh’— গ্রন্থটির লেখক প্রফেসর ড. এ. কে. নাজমুল করিম।

০৪) চিরস্থায়ী বন্দোবস্ত কে, কখন প্রবর্তন করেন?

অথবা, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?

উত্তরঃ চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দে প্রবর্তন করেন।

০৫) ‘জমিদারি প্রথা’ কত সালে বিলুপ্ত হয়?

উত্তরঃ ‘জমিদারি প্রথা’ ১৯৫০ সালে বিলুপ্ত হয়।

০৬) স্বাধীন বাংলাদেশে প্রথম ভূমি সংস্কার আইন কত সালে প্রণীত হয়?

উত্তরঃ স্বাধীন বাংলাদেশে প্রথম ভূমি সংস্কার আইন ১৯৭২ সালেপ্রণীত হয়।

০৭) ‘বঙ্গভঙ্গ’ কখন সংঘটিত হয়?অথবা, বঙ্গভঙ্গ কত সালে হয়?

উত্তরঃ ‘বঙ্গভঙ্গ’ ১৯০৫ সালে সংঘটিত হয়।

০৮) ‘অপারেশন সার্চ লাইট’ কী?

উত্তরঃ ‘অপারেশন সার্চ লাইট’ হলো পাক হানাদার বাহিনী কর্তৃক ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে বাংলাদেশিদের ওপর বর্বরোচিত গণহত্যাও ধ্বংসাত্মক কার্যক্রম।

০৯) মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

উত্তরঃ মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয়।

১০) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।

১১) বয়স কাঠামো কী?

উত্তরঃ বয়স কাঠামো হলো কোনো অঞ্চলের মোট জনসংখ্যার বয়সভিত্তিক বিন্যাস বা বণ্টন।

১২) জনসংখ্যা কাঠামো কী?

উত্তরঃ জনসংখ্যার কাঠামো হচ্ছে এমন একটি জনমিতিক সমন্বয় যা বিভিন্ন জনমিতিক হারের একটি পৃথক অর্থপূর্ণ ধারণা প্রদান করে।

১৩) CDR কী?

উত্তরঃ CDR এর পূর্ণরূপ হচ্ছে Crude Death Rate বা স্থূল মৃত্যুহার। কোনো নির্দিষ্ট বছরে মোট জনসংখ্যার যে অংশ মৃত্যুবরণ করে তাকে মধ্য বছরের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাই CDR.

১৪) বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম লেখ।

উত্তরঃ বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম গারো সম্প্রদায়।

১৫) বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম লেখ।

উত্তরঃ বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠীর নামহলো গারো সম্প্রদায়।

১৬) বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীরনাম লেখ।

উত্তরঃ উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠী হলো রাখাইন সম্প্রদায়।

১৭) ‘Ancient Society’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ ‘Ancient Society’ গ্রন্থটির রচয়িতা সমাজতাত্ত্বিক এল. এইচ. মর্গান।

১৮) মর্গানের মতানুযায়ী জ্ঞাতি সম্পর্কের ধরনগুলো কী?

উত্তরঃ বিখ্যাত নৃবিজ্ঞানী এল. এইচ. মর্গান জ্ঞাতি সম্পর্ককে দুই ভাগে ভাগ করেছেন। যথা : ১. শ্রেণিমূলক জ্ঞাতি সম্পর্ক ও ২. বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক।

১৯) শ্রেণিমূলক জ্ঞাতিসম্পর্ক কী?

উত্তরঃ শ্রেণিমূলক জ্ঞাতিসম্পর্ক হলো রক্তের সম্পর্ক দ্বারা যেজ্ঞাতি সম্পর্ক সুস্পষ্টভাবে নির্ধারণ করা যায় না।

২০) বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা?

উত্তরঃ বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার নারী ও শিশুরা।

২১) জেন্ডার বৈষম্য কী?

উত্তরঃ নারীকে প্রান্তিক অবস্থানে ঠেলে দেওয়া, নারীর কাজকে অদৃশ্য করে দেখা এবং নারীর প্রজ্ঞাকে স্বীকার না করাই হলো জেন্ডার বৈষমা।

২২) লেভিরেট বিবাহ কী?

উত্তরঃ মৃত স্বামীর কোনো ভাইয়ের সাথে কোনো বিধবা নারীরবিবাহ সম্পন্ন হওয়াকে লেভিরেট বিবাহ বলে।

২৩) সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?

উত্তরঃ সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবার।

২৪) স্থানান্তর গমন প্রধানত কয় প্রকার?অথবা, স্থানান্তর গমন প্রধানত কত প্রকার?

উত্তরঃ স্থানান্তর গমন প্রধানত দুই প্রকার। যথা : ১. অভ্যন্তরীণস্থানান্তর ও ২. আন্তর্জাতিক স্থানান্তর।

২৫) Pull factor কী?

অথবা, ‘পুল ফ্যাক্টর’ কী?

উত্তরঃ শহরের সুযোগ সুবিধা, বৈচিত্র্য ও চাকচিক্য ইত্যাদি যখনগ্রামের মানুষকে আকর্ষণ করে তখন তারা আকৃষ্ট হয়ে শহরের দিকে ধাবিত হয় তখন তাকে Pull factor বলে।

২৬) রেমিট্যান্স কী?[জা.বি. ২০১৫, ‘১৭]

উত্তরঃ সাধারণত বিদেশে কর্মরত পেশাজীবী, দক্ষ, অর্ধদক্ষ বা অদক্ষ বাংলাদেশিদের দ্বারা বৈদেশিক মুদ্রায় প্রেরিত অর্থই রেমিট্যান্স।

২৭) বাংলাদেশের কৃষিতে জিডিপির অবদান কত?

উত্তরঃ বাংলাদেশের কৃষিতে জিডিপির অবদান ৩.৬৫ শতাংশ।

২৮) “No society is classless or unstratified.” উক্তিটি কার?

উত্তরঃ “No society is classless or unstratified.” উক্তিটি কিংসলে ডেভিস ও উইলবার্ট ই. ম্যুর-এর।

২৯) দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবর্তক কে?

অথবা, ‘দারিদ্র্যের দুষ্টচক্র’র ধারণাটির প্রবক্তা কে?

উত্তরঃ দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবর্তক হলেন অধ্যাপক র‍্যাগনার নার্কস।

৩০) ‘Political Elites in Bangladesh’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ ‘Political Elites in Bangladesh’ গ্রন্থটির রচয়িতা ড. রঙ্গলাল সেন।

৩১) আমলাতন্ত্রের জনক কে?

উত্তরঃ : আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।

৩২) রাজনৈতিক সংস্কৃতির মূল উপাদান কয়টি?

উত্তরঃ রাজনৈতিক সংস্কৃতির মূল উপাদান ২টি।

৩৩) রাষ্ট্রের তিনটি প্রধান বিভাগ কী?

উত্তরঃ রাষ্ট্রের তিনটি প্রধান বিভাগ হলো : আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ।

৩৪) বাংলাদেশে স্থানীয় সরকারের স্তর কয়টি?

অথবা, বাংলাদেশে স্থানীয় সরকারের ধাপসমূহ কী?

উত্তরঃ বাংলাদেশে স্থানীয় সরকার প্রধানত দুই ভাগে বিভক্ত। যথা : ক. গ্রামীণ এলাকার স্থানীয় সরকার এবং খ. শহুরে এলাকার স্থানীয় সরকার। গ্রামীণ এলাকার স্থানীয় সরকার ৩টি স্তরে বিভক্ত। যথা : জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এবং শহুরে এলাকার স্থানীয় সরকার দুটি স্তরে বিভক্ত। যথা : পৌরসভা ও সিটি কর্পোরেশন।

৩৫) বাংলাদেশে স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?

উত্তরঃ বাংলাদেশে স্থানীয় সরকারের প্রথম স্তর ইউনিয়ন পরিষদ।

৩৬) গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূলভিত্তি কী?

উত্তরঃ গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূলভিত্তি ভূমি।

৩৭) BARD এর পূর্ণরূপ কী?

উত্তরঃ BARD এর পূর্ণরূপ Bangladesh Academy for Rural Development

৩৮) ‘Urbanism’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?

উত্তরঃ ‘Urbanism’ প্রত্যয়টি প্রথম Louis Wirth ব্যবহার করেন।

৩৯) অতি নগরায়ণ কী?

উত্তরঃ সাধারণত অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়ণকে অতি নগরায়ণ বলে।

৪০) SDG এর পূর্ণরূপ কী?

উত্তরঃ SDG এর পূর্ণরূপ হলো Sustainable Development Goals.

৪১) বন উজাড়করণ কী?

উত্তরঃ বন উজাড়করণ হচ্ছে নির্বিচারে উদ্ভিদ ও বনভূমি ধ্বংসের মাধ্যমে প্রকৃতিতে বনশূন্য করার একটি প্রক্রিয়া বিশেষ।

৪২) বিচ্যুত আচরণ কী?

উত্তরঃ বিচ্যুতি হলো এমন এক ধরনের আচরণ যা সমাজের।স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি।

৪৩) অপরাধ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ অপরাধ তত্ত্বের জনক হলেন সিজার লমব্রোসোকে।

৪৪) অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে?

উত্তরঃ অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন অপরাধ বিজ্ঞানী সিজার লম্বোসো।

৪৫) ‘Culture’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তরঃ ‘Culture’ শব্দটি সর্বপ্রথম ইংরেজ মনীষী ফ্রান্সিস বেকন ষোল শতকের শেষার্ধে ব্যবহার করেন।

৪৬) “Culture is what we are. “– উক্তিটি কার?

উত্তরঃ “Culture is what we are.”—উক্তিটি সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের।

৪৭) অভিযোজন কী?

উত্তরঃ সাধারণত কোনো প্রতিকূল অবস্থা বা ভিন্ন পরিবেশেরসাথে খাপ খাওয়ানোই অভিযোজন।

৪৮) বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কোনটি?

উত্তরঃ বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন হলো ড. কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন ।

৪৯) বাংলাদেশের সর্বশেষ শিক্ষানীতির প্রধান কে ছিলেন?অথবা, ২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

উত্তরঃ বাংলাদেশের সর্বশেষ শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন অধ্যাপক কবীর চৌধুরী।

৫০) GPA এর পূর্ণরূপ কী?

উত্তরঃ GPA এর পূর্ণরূপ Grade Point Average

বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

০১) উপনিবেশবাদ কী?

অথবা, উপনিবেশবাদ বলতে কী বুঝ?

০২) চিরস্থায়ী বন্দোবস্ত কী?

০৩) মধ্যবিত্ত শ্রেণি বলতে কী বোঝায়?

০৪) ৬ দফা কী?অথবা, ৬ দফা কর্মসূচি বলতে কী বুঝায়?

০৫) ছয় দফা কর্মসূচির দাবিগুলো কী?

০৬) এথনিক সম্প্রদায় বলতে কী বুঝ?

০৭) প্রজননের সংজ্ঞা দাও।

অথবা, প্রজননশীলতা কী?

০৮) বাংলাদেশে উচ্চ প্রজনন হারের কারণগুলো উল্লেখ কর।

০৯) মরণশীলতা বলতে কী বুঝ? অথবা, মরণশীলতা কী?

১০) জ্ঞাতি সম্পর্ক কী?অথবা, জ্ঞাতি সম্পর্ক কাকে বলে?

১১) সামাজিকীকরণ বলতে কী বুঝ?

অথবা, সামাজিকীকরণ কী?

১২) সামাজিকীকরণে পরিবারের ভূমিকা ব্যাখ্যা কর।

১৩) রেমিট্যান্স অর্থনীতি বলতে কী বোঝ?

১৪) শ্রম অসন্তোষ কী?

১৫) বাংলাদেশে সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা কর।

অথবা, সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা কর।

১৬) বয়সভিত্তিক অসমতা বলতে কী বোঝ?

১৭) ‘দারিদ্র্যের দুষ্টচক্র’ কী?

১৮) আমলাতন্ত্রের সংজ্ঞা লেখ।

১৯) রাজনৈতিক সংস্কৃতি কী?

২০) স্থানীয় সরকার কাকে বলে?

অথবা, স্থানীয় সরকার বলতে কী বুঝ?

২১) গ্রামীণ সমাজের প্রকৃতি ব্যাখ্যা কর।

অথবা, গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলো কী?

২২) গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা কর।

অথবা, গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ আলোচনা কর।

অথবা, গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ কী?

২৩) কৃষি কাঠামো বলতে কী বুঝ?

২৪) প্যারোল কী?

২৫) প্যারোল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

২৬) প্রবেশন কী?অথবা, প্রবেশন কাকে বলে?

২৭) টোটেম ও ট্যাবু’র সংজ্ঞা দাও।

২৮) বিশ্বায়নের ইতিবাচক প্রভাবসমূহ সংক্ষেপে আলোচনা কর।

২৯) শিক্ষানীতি বলতে কী বুঝ?অথবা, শিক্ষানীতি কী?

বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

০১) ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা কর।

০২) বাংলায় মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ও বিকাশ আলোচনা কর।

অথবা, স্বাধীনতাত্তোর বাংলায় মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ও বিকাশ আলোচনা কর।

০৩) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর।

অথবা, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব/তাৎপর্য ব্যাখ্যা কর।

০৪) বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা কর।

০৫) বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

অথবা, জনসংখ্যার বিন্যাসে প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ আলোচনা কর।

০৬) চাকমা এথনিক গোষ্ঠীর জীবনধারা আলোচনা কর।

০৭) সাঁওতাল এথনিক সম্প্রদায়ের জীবনধারা আলোচনা কর।

অথবা, সাঁওতাল এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা কর।

০৮) বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবারের পরিবর্তনশীল ভূমিক পর্যালোচনা কর।

০৯) জ্ঞাতি সম্পর্ক কি উন্নয়নের পথে বাধার সৃষ্টি করে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

১০) সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা কর।

১১) বাংলাদেশে কৃষির আধুনিকীকরণের পথে বাধাসমূহ আলোচনা কর।

১২) আন্তর্জাতিক স্থানান্তরের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক স্থানান্তরের কারণ আলোচনা কর।

১৩) বাংলাদেশের জাতীয় উন্নয়নে রেমিট্যান্সের গুরুত্ব আলোচনা কর।

১৪) বাংলাদেশে শিল্পায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

১৫) বাংলাদেশে সামাজিক অসমতার কারণগুলো আলোচনা কর।

১৬) বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্যের স্বরূপ আলোচনা কর।

১৭) বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি আলোচনা কর।

অথবা, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি মূল্যায়ন কর।

১৮) বাংলাদেশে সুশাসনের সমস্যাবলি আলোচনা কর।

১৯) বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকাকর।

২০) বাংলাদেশে পল্লী উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ পর্যালোচনা কর।

২১) গ্রামীণ বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থা ও শ্রেণি কাঠামোর বর্ণনা দাও।

অথবা, গ্রামীণ বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থা আলোচনা কর।

২২) বাংলাদেশে অপরাধের কারণসমূহ আলোচনা কর।

২৩) বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর।

২৪) বাংলাদেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।

অথবা, বাংলাদেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা মূল্যায়ন কর।

২৫) সাংস্কৃতিক বিশ্বায়ন কী? বাংলাদেশে সাংস্কৃতিক বিশ্বায়নের সাম্প্রতিক প্রবণতাসমূহ আলোচনা কর।

অথবা, সংস্কৃতির বিশ্বায়ন কী? বিশ্বায়নের ফলে বাংলাদেশে যে সাংস্কৃতিক নির্ভরশীলতা তৈরি হয়েছে তা আলোচনা কর।

২৬) শিক্ষানীতি ২০১০ এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বর্ণনা কর।

২৭) বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ঝরে পড়া রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর।

২৮) নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহআলোচনা কর।

২৯) বাংলাদেশের শিক্ষার উপর করোনার নেতিবাচক প্রভাব সম্পর্কেআলোচনা কর।

শিক্ষার্থী বন্ধুরা অনার্স ২য় বর্ষ ইতিহাস সাজেশন বাংলাদেশের সমাজবিজ্ঞান নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment