ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ডিগ্রি ১ম বর্ষ সাজেশন ২০২৫ নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ১ম বর্ষের বিএ শিক্ষার্থী তাদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।
তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র যার বিষয় হলো: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০ খ্রীষ্টাব্দ পর্যন্ত) এর ১ম বর্ষ সাজেশন নিয়ে হাজির হয়েছি।
এক নজরে বিষয় ও বিষয় কোড:
- ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র
- বিষয়: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০ খ্রীষ্টাব্দ পর্যন্ত)
- বিষয় কোড : ১১১৬০১
ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
০১. আল-মালা কি?
উত্তর: বুনাইশদের মন্ত্রণা সভা (৯৯%)
০২. ৬২২ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত?
উত্তর: মহানবীর হিরতের জন্য।
০৩. আইয়্যামে জাহিলিয়া শব্দের অর্থ কী?
উত্তর: অন্ধকার যুগ । (৯৯%)
০৪. কোন কবিকে আরসের সেরপিয়ার বলা হয়।
উত্তর: ইমরুল কায়েস। (৯৯%)
০৫. সুনুরাইন কার উপাধি?
উত্তর: হযরত ওসমান (:) (%)
০৬. কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?
উত্তর: ওমর বিন আব্দুল আজিজকে। (১৯%)
০৭. কুরাইশ শব্দের অর্থ কি?
উত্তর: সওদাগর বা বণিক। (৯৯%)
০৮. আরবের বৃহত্তম মরুভূমর নাম উল্লেখ কর।
উত্তর: জান দাহানা। (৯৯%)
০৯. কারবালার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১০ অক্টোবর ৬৮০। (৯৯%)
১০. সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন কে?
উত্তর: হযরত মুয়াবিয়া (রা:)
১১. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: মুয়াবিয়া (৯৯%)
১২. কাকে কুরাইশদের বাজপাখি বলা হয়?
উত্তর: প্রথম আব্দুর রহমানকে। (৯৯%)
১৩. ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে?
উত্তর: হযরাত আবু বকর (রা)।
১৪. নিউয়ান এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হযরত ওমর (রা)। (৯৯%)
১৫. মদিনা সনদে মোট কতটি শর্ত ছিল?
উত্তর: ৪৭টি। (৯৯%)
১৬. কোন আন্দোলন উমাইয়া বংশের পতনকে ত্বরাণিত করে?
উত্তর: বিগত ২০১৯ সালের প্রশ্নে দেখুন।
১৭. মদিনার পূর্ব নাম কি ছিল?
উত্তর: ইয়াসরিব।
১৮. মুসলমানদের আলেকজান্ডার কে?
উত্তর: ওরা বিন নাকি
১৯. হিলফুল ফুজুল কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উত্তর: ৫৯৫ সালে। (৯৯%)
২০. সিফফিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ৬৫৭ সালে।
২১. কোন খলিফাকে আর্শিবাদের চাবিকাটি বলা হয়?
উত্তর: খলিফা সুলাইমানকে।
২২. তাবুকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ৬৩০ সালে। (৯৯%)
২৩. বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ৬২৪ সালের ২৪ মার্চ
২৪. বদরের যুদ্ধে মুসলামনদের সৈন্য সংখ্যা কত ছিল?
উত্তর: ৩১৩ জন। (৯৯%)
২৫. কোন সময় কে আিইয়ামে জাহেলিয়া বলা হয়?
উত্তর: অন্ধকারাচ্ছন্ন যুগকে।
২৬. জানসার পদের অর্থ কী?
উত্তর: সাহায্য কারী । (৯৯%),
২৭. খারেজী শব্দের অর্থ কী?
উত্তর: দলত্যাগ। (৯৯%)
২৮. মুরলিয়া সুদের অর্থ কী?
উত্তর: পিছিয়ে দেয়া, বিলম্বিত করা।
২৯. আল-মালা কি?
উত্তর: প্রাক ইসলামি যুগে আরবে কুরাইশ গোত্রপতিদের নিয়ে গঠিত মন্ত্রণা পরিষদ। (৯৯%)
৩০. প্রাক-ইসলামি আরবের দুইজন প্রসিদ্ধ কবির নাম লিখ?
উত্তর: ইবনে দার দাউদ ও ইমরুল কায়েস।
৩১. হযরত মুহম্মদ (সা) এর জন্ম কত সালে?
উত্তর: ৫৭০ খ্রিস্টাব্দে। (৯৯%)
৩২. মেরাজ শব্দের অর্থ কী?
উত্তর: ঊর্ধ্ব গমন।
৩৩. খন্দকের যুদ্ধে পরিখা খনন পরামর্শ দেন কে?
উত্তর: সালমান ফারসি। (৯৯%)
৩৪. আনসার শব্দের অর্থ কী?
উত্তর: সাহায্যকারী। (৯৯%)
৩৫. মুসায়লামা কে ছিলেন?
উত্তর: হযরত আবু বকর (রা) এর সময়ের একজন ভ নদী।
৩৬. নসর বিন সাইয়ার কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন?
উত্তর: খোরাসানের শাসনকর্তা ছিলেন ।
৩৭. সালাত অর্থ কী?
উত্তর: প্রার্থনা কর। (৯৯%)
৩৮. নিসাব কি?
উত্তর: যাকাত ফরজ হবার জন্য সর্বনিম্ন নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকা। (৯৯%)
৩৯. সুন্নি কারা?
উত্তর: দেখুন ৮ম অধ্যায়ে। (৯৯%)
৪০. কুব্বাত আস সাখরা শব্দের অর্থ কী?
উত্তর: পাথরের গম্বুজ। (৯৯%)
ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১. প্রাক-ইসলামি যুগে আরব সমাজে নারীর অবস্থার উপর টীকা লিখ।
২. মদিনা সনদ কি?মদিনা সনদের তাৎপর্য ব্যাখ্যা কর।
৩. সাব আ মুয়াল্লাকা সম্পর্কে আলোচনা কর ।
৪. মজলিশ উশ-শূরা কি?
৫. হযরত ওসমান (রা) এর বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগ উল্লেখ কর।
৬. মাওয়ালী কারা? [উত্তর: দেখুন বিগত ২০১৯ সালের প্রশ্নে।
৭. আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন।
৮. কাদেরিয়া কারা? তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদগুলো বিশ্লেষণ কর।
৯. মুতাজিলা সম্পর্কে একটি টাকা লিখ।
১০. প্রাক-ইসলামি আরবের সাংস্কৃতিক চিত্র তুলে ধর।
১১. খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন।
১২. সিফফিনের যুদ্ধের উপর একটি টীকা লিখ।
১৩. আইয়্যামে জাহেলিয়া বলতে কী বুঝ।
১৪. হিজরতের গুরুত্ব আলোচনা কর।
১৫. উহুদের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখ।
১৬. ওমর (রা) এর দিওয়ান কি।
১৭. হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দাও।
১৮. কুব্বাত আস সাফরা সম্পর্কে লিখ।
১৯. দ্বিতীয় যাবের যুদ্ধের বিবরণ দাও।
২০. যাকাতের গুরুত্ব লিখ।
২১. টীকা লিখ: খন্দকের যুদ্ধ, শিয়া, সুন্নি, খারেজি, জাবেরীয়, মুরজিয়া।
২২. হুদায়বিয়ার সন্ধি বলতে কী বুঝ।
২৩. দ্বিতীয় যাবের যুদ্ধের বিবরণ দাও।
ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১. মহানবী (সা.)-এর মদিনায় হিজরতের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ কর। ২. হযরত আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
৩. শর্তাবলী উল্লেখপূর্বক হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব লিখ।
৪. খলিফা হযরত উমর (রা:) এর প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা কর।
৫. হযরত উসমান (রা:) এর হত্যার কারণ ও ফলাফল উল্লেখ কর।
৬. হযরত আলী (রা:) ও মুয়াবিয়া (রা:) এর মধ্যে সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর।
৭. কারবালার বিয়োগান্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা কর।
৮. উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে হযরত মুয়াবিয়া (রা.)-র কৃতিত্ব আলোচনা কর।
৯. প্রথম ওয়ালিদের রাজত্বকালে মুসলমানদের স্পেন বিজয় সম্পর্কে বর্ণনা কর।
১০. ওমর বিন আব্দুল আজিজ এর প্রশাসনিক সংস্কারসমূহ পর্যালোচনা কর।
১১. উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ বিশ্লেষণ কর।
১২. স্থাপত্যশিল্পে উমাইয়াদের অবদান আলোচনা কর।
১৩. মদিনা সনদের প্রধান ধারাগুলো উল্লেখ কর। ইসলামি রাষ্ট্র গঠনে এর গুরুত্ব নিরূপণ কর।
১৪. হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.) এর মধ্যে সংঘটিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৫. প্রাক-ইসলামি আরবের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা কর।
১৬. যাকাত কি? যাকাতের আর্থসামাজিক গুরুত্ব নিরূপণ কর।
১৭. সালাত কী? সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব আলোচনা কর।
১৮. কাদেরিয়া কারা? তাদের ধর্মীয় ও রাজনৈতিক মতবাদগুলো বিশ্লেষণ কর।
১৯. ওমর বিন আব্দুল আজিজের চরিত্র ও কৃতিত্ব বর্ণনা কর।
২০. কারবালার বিয়োগান্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা কর।
আরো পড়ুন: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ডিগ্রি ১ম বর্ষ সাজেশন ২০২৫
শিক্ষার্থী বন্ধুরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।
ভাই যদি Pdf ফাইলটা দিলে ভালো হয় আমার Whatsappয়ে দিলে ভালো হত মোবাইল:- 01865209710
এটারতো কোন পিডিএফ নাই যা দেওয়ার এখানেই সব দেওয়া আছে।