ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ডিগ্রি ১ম বর্ষ সাজেশন ২০২৪

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র ডিগ্রি ১ম বর্ষ সাজেশন ২০২৪ নিয়ে হাজির হলাম বন্ধুরা. তোমরা যারা ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।

তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র যার বিষয় হলো: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০১২৫৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত) এর ১ম বর্ষ সাজেশন নিয়ে হাজির হয়েছি।

এক নজরে বিষয় ও বিষয় কোড:

  • ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র
  • বিষয়: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০-১২৫৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত)
  • বিষয় কোড : ১১১৬০৩

ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন ২০২৪ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

১. আরবীয় জোয়ান অব আর্ক’ কাকে বলা হয়?

উত্তর: আরবীয় ‘জোয়ান অব আর্ক’ বলা হয় ওয়ালিদ বিন তারিকের বোন লায়লাকে।

২. নহর-ই জুবাইদা কী?

উত্তর: খলিফা হারুন অর রশিদের স্ত্রী সম্রাজ্ঞী জোবাইদা কর্তৃক সভায় খননকৃত একটি খালের নাম।

৩. আরবদের নিরো বলা হয় কাকে?

উত্তর: আব্বাসীয় খলিফা আল মুতাওয়াকিলকে ‘আরবদের নিয়ো বলা হয়।

৪. আরবদের দার্শনিক বলা হয় কাকে?

উত্তর: আল কিন্দিকে আরবদের দার্শনিক বলা হতো।

৫. আল-মনসুর শব্দের অর্থ কী?

উত্তর: আল-মনসুর শব্দের অর্থ বিজয়ী।

৬. খলিফা হারুন-অর-রশিদের পারসিক স্ত্রীর নাম কী?

উত্তর: মারাজিল।

৭. মুতাজিলা কোন খলিফার রাষ্ট্রধর্ম ছিল?

উত্তর: খলিফা আল মামুনের।

৮. পর্বতের বৃদ্ধলোক কে ছিলেন?

উত্তর: হাসান বিন সাবাহ।

৯. আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস সাফফাহ।

১০. বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: আবু জাফর আল মনসুর।

১১. কে কত সালে ‘বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন?

উত্তর: খলিফা আল-মান ৮০০ সালে প্রতিষ্ঠা করেন।

১২. হাম্ভলী মাজহাবের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: আহমদ বিন হাম্বাল।

১০. আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল?

উত্তর: আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী ছিল কুফা।

১৪. জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয় কেন?

উত্তর: জেরুজালেম পৃথিবীর তিনটি ধর্ম যথা- ইসলাম, ইহুদি ও খ্রিস্টাধর্মের তীর্থ স্থান বিধায় জেরুজালেমকে পবিত্র স্থান বলা হয়।

১৫. সানবাদ কে ছিলেন?

উত্তর: মাজুসী সম্প্রদায়ের নেতা ছিলেন।

১৬. বার্মাকী’ শব্দের অর্থ কী?

উত্তর: বার্মাকী শব্দের অর্থ মন্দিরের প্রধান পুরোহিত।

১৭. রুসাফা কী?

উত্তর: আল-মনসুর কর্তৃক রাজকুমার মাহদীর জন্য রাক্কায় প্রতিষ্ঠিত প্রসাদের নাম ‘সাফা’।

১৮. নাইসিফোরাস কে ছিলেন?

উত্তর: নাইসফোরাস ছিলেন রোমান সম্রাট।

১৯. নিজামীয়া মাদ্রাসা কোথায়?

উত্তর: নিজামীয়া মাদ্রাসা বাগদাদে।

২০. সামানীয় বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: নসর ইবনে আহমদ।

২১. ক্রুসেড’ শব্দের অর্থ কি?

উত্তর: ধর্মযুদ্ধ।

২২. মানারা আল মালবিয়া কি?

উত্তর: মানারা আল মালবিয়া হলো পেঁচানো মিনার।

২১. আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তর: আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আবু জাফর আল মনসুর।

২৪. খলিফা হারুন-অর-রশীদের পারসিক স্ত্রীর নাম কি?

উত্তর:মারাজিল।

২৫. কত সালে বায়তুল হিকমা প্রতিষ্ঠিত হয়?

উত্তর: বায়তুল হিকমা ৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।

২৬. কোন পর্বতে গুপ্তঘাতক সম্প্রদায় তাদের দুর্গ নির্মাণ করেছিল?

উত্তর: আলাযুক্ত পর্বতে।

২৭।আবুল মুসলিম খোরাসানি কে ছিলেন?

উত্তর: আবু মুসলিম ছিলেন আব্বাসীয় আন্দোলনের অন্যতম সংগঠক এবং প্রধান সেনাপত্তি।

২৮. আরব্য রজনী কে সংকলন করেন?

উত্তর: ‘আরব্য রজনী’ খলিফা -অর-রশিদ সংকলন করেন।

২১. বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: আহমদ ইবনে সুজা।

৩০. ‘সিয়াসাতনামা গ্রন্থের লেখক কে?

উত্তর: নিজামুল মূলক

৩১. খলিফা হারুন-অর-রশীদের সমসামগ্রিক চীনা সম্রাট কে ছিলেন?

উত্তর: বাগদাদের খলিফা হারুন-অর-রশীদ এরসমসামগ্রিক চীনা সম্রাট ছিলেন ফাগফু।

৩২. খলিফা আল-মামুনের উজির এর নাম কি?

উত্তর: খলিফা আল মামুনের উজিরের নাম ফজল ইবনে রাবী।

৩৩. কোন সেলজুক শাসককে প্রাচ্য ও প্রতীচ্যের রাজা উপাধিতে ভূষিত করা হয়?

উত্তর: সেলজুক শাসককে তুগ্রিল বেগকে ‘প্রাচ্য ও প্রাতীচ্যের রাজা উপাধিতে ভূষিত করা হয়।

৩৪. মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: মুতাজিলা মতবাদের প্রতিষ্ঠাতা ছিলেন- “ওয়াসিল বিন আতা”.

৩৫. আতাবেগ কার উপাধি ছিল?

উত্তর: আতাবেগ’ উপাধি ছিলো নিজামুল মুলক এর।

৩৬. আসাফফাহ শব্দের অর্থ কি?

উত্তর: “আস সাফফাহ্ শব্দের অর্থ রক্তপিপাসু।

৩৭.  হারুন অর-রশিদের পিতার নাম কি?

উত্তর: খলিফা হারুন-অর-রশিদের পিতার নাম খলিফা আল-মাহদী।

৩৮. আরব্য রজনীর নায়ক কে?

উত্তর: খলিফা হারুন-অর-রশীদ।

৩৯. আব্বাসীয় খলিফা মোট কতজন ছিলেন?

উত্তর: আব্বাসীয় বংশে মোট ৩৭ জন খলিফা ছিলেন।

৪০. যাকাত শব্দের অর্থ কি?

উত্তর: যাকাত শব্দের অর্থ বৃদ্ধি।

৪১. আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: ৭৫০ খ্রিস্টাব্দে।

৪২. কে বাগদাদে রাজধানী স্থাপন করেন।

উত্তর: আবু জাফর আল ফজল।

ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন ২০২৪ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১. জাব যুদ্ধ সম্পর্কে যা জান লেখ।

২. খলিফা আবুল আব্বাস কে ছিলেন?

৩. নাসিবিন এর যুদ্ধের বর্ণনা দাও।

৪. আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও।

৫. আবু মুসলিম খোরাসানি কীভাবে নিহত হয়েছিলেন?

৬. রাওয়ানদিয়া সম্প্রদায় কারা?

৭. শিয়া সম্পর্কে কী জান?

৮. নহর-ই জুবাইদা সম্পর্কে টীকা লিখ।

৯. আল-আমিন ও আল-মামুনের মধ্যে গৃহযুদ্ধের দুটি কারণ লিখ।

১০. নিজামুল মুলক এর ওপর একটি টীকা লিখ।

১১. নিজামিয়া মাদ্রাসা সম্পর্কে যা জান লিখ।

১২. গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে ধারণা দাও।

১৩. আব্বাসী বংশ পতনের দুটি প্রধান কারণ বর্ণনা কর।

১৪. হুনায়িন ইবনে ইসহাকের পরিচয় দাও।

১৫. আলিফ লায়লা ওয়া লায়লার ওপর একটি টীকা লিখ।

১৬. ইবনে সিনা সম্পর্কে যা জান লেখ।

১৭. আব্বাসি আমলের মসজিদ স্থাপত্যের বৈশিষ্ট্য উল্লেখ করা।

১৮. আহমদ ইবনে তুলুন মসজিদের স্থাপত্যের বৈশিষ্ট্য উল্লেখ করা।

১৯. ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত আশারিয়াদের মতবাদ উল্লেখ কর।

২০. মুতাজিলা সম্প্রদায়ের ধর্মীয় মতবাদ সম্পর্কে একটি ধারণা দাও।

২১. আব্বাসীয় ও আশারিয়া কারা?

২২. ‘বায়তুল হিকমা’ সম্পর্কে সংক্ষেপে লিখ।

২৩. খলিফা আল মাহদীর পরিচয় দাও।

২৪. মালিক শাহের উপর একটি টীকা লিখ।

২৫. গুপ্তঘাতক সম্প্রদায়ের কার্যাবলি উল্লেখ কর।

ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন ২০২৪ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১. খলিফা হারুন-অর-রশীদের সাথে বায়জান্টাইনের সম্পর্কে নির্ণয় কর।

২. খলিফা আল আমিন ও মামুনের মধ্যে সংঘটিত গৃহযুদ্ধের একটি বিবরণ দাও।

৩. বুয়াইদদের উৎপত্তি ও বিস্তার সম্পর্কে আলোচনা কর।

৪. মুতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি ও তাদের মতবাদসমূহ আলোচনা কর।

৫. ক্রুসেড কী? ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা কর।

৬. সেলজুক কারা? সেলজুকদের উত্থান-পতনের ইতিহাস লিখ।

৭. আব্বাসীয় কারা? আব্বাসীয় বংশের পতনের কারণগুলো আলোচনা কর।

৮. আবু মুসলিমের ভূমিকার বিশেষ উল্লেখপূর্বক আব্বাসীয় আন্দোলন সম্পর্কে আলোচনা কর।

৯. বাগদাদ নগরী প্রতিষ্ঠার ইতিহাস ও স্থাপত্যিক বিবরণ উল্লেখ কর।

১০. খলিফা হারুন অর রশিদের বৈদেশিক বা পররাষ্ট্রনীতি বর্ণনা কর।

১১. শিক্ষা ও সাংস্কৃতিক পৃষ্টপোষক হিসেবে গজনবী বংশের অবদান লিখ।

১২. আব্বাসীয় শাসনামলে গণিত অথবা চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন করো?

১৩. আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন কর।

১৪. খলিফা হারুন আর রশীদ ইতিহাসে বিখ্যাত কেন?

১৫. বার্মাকি বংশের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর।

আরো পড়ুন: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র ডিগ্রি ১ম বর্ষ সাজেশন ২০২৪

শিক্ষার্থী বন্ধুরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment