খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি যোগ্যতা ও আসন সংখ্যা ২০২৫ প্রকাশিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা ১০ জানুয়ারী ২০২৫ থেকে ১০ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করা যাবে।
এক নজরে খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সমূহ:
আবেদন শুরু | ১০ জানুয়ারী ২০২৫ |
আবেদনের শেষ | ১০ ফেব্রুয়ারী ২০২৫ |
ভর্তি পরীক্ষা | ১৭ ও ১৮ এপ্রিল ২০২৫ |
আবেদন ফি | ১০০০, ৭০০ এবং অতিরিক্ত ২০০ টাকা |
ফলাফল | |
ক্লাস শুরু | |
আবেদন লিংক | https://admission.ku.ac.bd/ |
নোটঃ সেকেন্ডটাইমারদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ নিম্নে দেওয়া হলো। আবেদন করার পূর্বে শিক্ষার্থীরা এখান থেকে দেখে নিতে পারবেন।
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা সমূহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষা প্রকাশ করেছে। নিম্নে খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো:
আরো দেখুন: গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫
- ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ‘২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান
- ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- এছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে। A ও B ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং C ও D ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।’
খুলনা বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা
খুলনা বিশ্ববিদ্যালয় এর মোট ১১০৯টি আসন সংখ্যা রয়েছে। নিম্নে বিস্তারিত দেওয়া হলো:
খুলনা বিশ্ববিদ্যালয় আবেদন ফী
ইউনিট | আবেদন ফী |
A, B ও C | ১০০০ টাকা |
D | ৭০০ টাকা |
স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিট (A ও C) এর আবেদন ফি’র সাথে | অতিরিক্ত ২০০ টাকা |
খুলনা বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষার মানবণ্টন
খুলনা বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষার মানবণ্টন নিম্নরুপ হবেঃ
- A ও B ইউনিটঃ পদার্থ = ২০, রসায়ন = ২০, English = ২০, Math = ২০, জিব বিজ্ঞান = ২০ অথবা Analytic Ability = ২০ যারা A ইউনিট এ ইন্জিনিয়ারিং এ যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু ম্যাথ ২০ মার্ক এর পরীক্ষা দিতে হতে পারে এবং B ইউনিট তাদের জন্য জিব-বিজ্ঞান ২০ মার্ক এর পরীক্ষা দিতে হতে পারে।
- C ইউনিটঃ বাংলা = ১০, ইংরেজী = ৫০ এবং সাধারণ জ্ঞান = ৪০ নম্বর থাকতে পারে।
- D ইউনিটঃ বাংলা = ১০, ইংরেজী (কমন) = ৫০। বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিলে পদার্থ = ১০ এবং রসায়ন = ১০ নম্বর থাকবে, বাবসায় শাখ থেকে পরীক্ষা দিলে হিসাব বিজ্ঞান = ১০, ব্যবসায় প্রশাসন = ১০ নম্বর থাকবে এবং মানবিক থেকে পরীক্ষা দিলে অর্থনীতি = ১০ ও পৌরনীতি বা ইতিহাস থেকে ১০ নম্বর থাকবে।
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচীঃ
ইউনিট | ভর্তি পরীক্ষার তারিখ |
C (কলা ও মানবিক + সামাজিক বিজ্ঞান + আইন + শিক্ষা + চারুকলা স্কুল) ও D ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) | ১৭ এপ্রিল ২০২৫ |
A (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও B (জীব বিজ্ঞান স্কুল) ইউনিট | ১৮ এপ্রিল ২০২৫ |
শিক্ষার্থী বন্ধুরা খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি যোগ্যতা ও আসন সংখ্যা নিয়ে কোন ধরনের জিজ্ঞাসা ও প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।