৫ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই pdf ২০২৪। Class 5 Islam And Moral Education Book 2024 Pdf Download

৫ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই pdf ২০২৪। Class 5 Islam And Moral Education Book 2024 Pdf Download করে নিতে পারবেন এখান থেকে। ২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক এর দুটি ভার্সন বাংলা ভার্সন এবং ইংরেজী ভার্সন এখান থেকে পেয়ে যাবেন।

৫ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই এর সূচীপত্র

৫ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই এর সূচীপত্র এখান থেকে একনজরে দেখে নিতে পারবেন:

প্রথম অধ্যায়:

  • আকাইদ – বিশ্বাস আল্লাহ তায়ালার পরিচয়
  • আল্লাহ তায়ালার গুণাবলি
  • আল্লাহ সারা বিশ্বের পালনকর্তা
  • আল্লাহ অতি ক্ষমাশীল
  • আল্লাহ অতি সহনশীল
  • আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বস্রষ্টা, আল্লাহ সর্বশক্তিমান
  • নবি-রাসুলের পরিচয়
  • আখিরাতের প্রতি ইমান
  • কবরে সওয়াল-জওয়াব
  • কবরে আরাম অথবা আজাব
  • কিয়ামত, হাশর, মিযান, জান্নাত-জাহান্নাম
  • আখিরাতে বিশ্বাসের নৈতিক উপকার
  • একজন মুসলিমের চরিত্র

দ্বিতীয় অধ্যায়:

  • ইবাদত
  • পাক-পবিত্রতা
  • সালাত
  • সালাতের সময়
  • সালাত আদায়ের নিয়ম
  • সালাতের আহকাম, আরকান
  • সালাতের ওয়াজিব
  • মসজিদের আদব
  • সাওম
  • যাকাত
  • হজ কুরবানি আকিকা
  • ব্যবহারিক দোয়া
  • পরিচ্ছন্নতা
  • ধর্মীয় অনুশাসন পালনে আন্তরিকতা
  • সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া

তৃতীয় অধ্যায়

  • আখলাক বা চরিত্র ও নৈতিক মূল্যবোধ আখলাক ও নৈতিক মূল্যবোধের একটি আদর্শ কাহিনী
  • সৃষ্টির সেবা
  • দেশপ্রেম
  • ক্ষমা
  • ভালো কাজে সহযোগিতা করা এবং মন্দ কাজে বাধা দেওয়া
  • সততা
  • পিতা-মাতার খেদমত
  • শ্রমের মর্যাদা
  • মানবাধিকার ও বিশ্বভ্রাতৃত্ব
  • পরিবেশ
  • প্রাকৃতিক দুর্যোগ

চতুর্থ অধ্যায়

  • কুরআন মজিদ শিক্ষা
  • কুরআন মজিদের পরিচয়
  • তাজবিদ, মাখরাজ
  • ওয়াক্ফ বা বিরাম চিহ্ন
  • পুন্নাহ
  • সূরা ফীল
  • সূরা কুরায়শ
  • সূরা মা’উন
  • সূরা কাওছার সূরা কাফিরুন

পঞ্চম অধ্যায়

  • মহানবি (স)-এর জন্ম ও পরিচয়
  • শৈশব ও কৈশোর
  • হাজরে আসওয়াদ স্থাপন
  • হযরত খাদিজার ব্যবসায়ের দায়িত্ব গ্রহণ ও বিবাহ
  • নবুয়ত লাভ
  • ইমানের দাওয়াত
  • ইসলাম প্রচারে তায়েফ গমন
  • মিরাজে গমন
  • মদিনায় হিজরত
  • আল্লাহর ওপর মহানবি (স)-এর গভীর আস্থা ও অটল বিশ্বাস
  • মদিনা সনদ
  • বদর ও অন্যান্য যুদ্ধ
  • হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয়
  • ক্ষমা
  • বিদায় হজ
  • কুরআন মজিদে উল্লিখিত নবি-রাসুলগণের নাম
  • হযরত আদম (আ)
  • হযরত নূহ (আ)
  • হযরত ইবরাহীম (আ)
  • হযরত দাউদ (আ)
  • হযরত সুলায়মান (আ)
  • হযরত ঈসা (আ)

৫ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম থেকে কিছু অংশ

৫ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম থেকে কিছু অংশ এখান থেকে পড়ে নিতে পারেন:

আল্লাহ তায়ালার পরিচয়

আমরা জানি, কাঠমিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার, টেবিল, খাটসহ আরও অনেক কিছু তৈরি করে। রাজমিস্ত্রি ইটের ওপর ইট সাজিয়ে দালানকোঠা তৈরি করে। বড় বড় ইমারত তৈরি করে। এসব কোনো কিছুই নিজে নিজে তৈরি হয় না। কেউ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হয় না।

আমাদের মাথার ওপর সুন্দর সুনীল আকাশ, মিটিমিটি তারা, গ্রহ-উপগ্রহ, পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় প্রখর সূর্য নিজে নিজেই কি সৃষ্টি হয়ে গেছে? না, সবকিছুরই একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে? তিনি মহান আল্লাহ।

সবার আগে আমাদের প্রয়োজন আল্লাহ তায়ালার অস্তিত্ব সম্পর্কে জানা ও ইমান আনা। কেননা মহান আল্লাহ আছেন এ সম্পর্কে যদি আমাদের পূর্ণ ইমান না থাকে, তা হলে কী করে আল্লাহর আদেশ মতো চলব? এর সাথে সাথে প্রয়োজন আল্লাহ তায়ালার গুণাবলি সম্পর্কে জানা। আল্লাহ এক, তাঁর কোনো শরিক নেই।

আল্লাহ সবকিছু দেখেন, শোনেন এবং সবকিছুর খবর রাখেন- এর ওপর আমাদের দৃঢ় ইমান থাকতে হবে। আল্লাহ তায়ালার গুণাবলি সম্পর্কে সার্বিক জ্ঞান না থাকলে ইসলামের সরল সহজ পথে চলা কিছুতেই সম্ভব নয়।

এরপর আমাদের জানতে হবে আল্লাহ তায়ালার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ কোনটি। কী কী কাজ আল্লাহ পছন্দ করেন, যা আমরা করব? আর কোন কোন কাজ অপছন্দ করেন; যা থেকে আমরা দূরে থাকব। এ উদ্দেশ্যে আল্লাহর আইন ও বিধানের

জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আল্লাহর বিধান আছে কুরআন মজিদে। কুরআন মজিদ আমাদের পড়তে হবে ও বুঝতে হবে। আল্লাহর আদেশগুলো পালন করতে হবে। নিষেধ থেকে দূরে থাকতে হবে।

আমাদের আরও জানতে হবে, আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম কি? আর তাঁর আদেশ মেনে চলার পুরস্কারই বা কী? এ উদ্দেশ্যে আমাদের কবর, কিয়ামত, হাশর, মিযান, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে জানা ও ইমান থাকা অপরিহার্য।

এ আলোচনায় যেসব বিষয় জানতে ও বিশ্বাস করতে বলা হয়েছে, তারই নাম হচ্ছে ইমান। ইমান অর্থ বিশ্বাস স্থাপন। যে ব্যক্তি আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, তাঁর বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। আর ইমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা ।

৫ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই ২০২৪ pdf (বাংলা ভার্সন)

৫ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই ২০২৪ pdf (বাংলা ভার্সন) এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

ডাউনলোড

৫ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই ২০২৪ pdf (ইংরেজী ভার্সন)

৫ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই ২০২৪ pdf (ইংরেজী ভার্সন) এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

ডাউনলোড

শিক্ষার্থী বন্ধুরা ৫ম শ্রেণির কোন ধরনের বইয়ের দরকার হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

পঞ্চম শ্রেণীর সকল বই ডাউনলোড করুন

Leave a Comment