সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন অনার্স ১ম বর্ষ Honours 1st Year History of the Muslims in Syria Egypt and North Africa (Fatimids, Ayyubids and Mamluks) Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস (ফাতেমি, আইয়ুবি ও মামলুক বংশ) সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশন ও প্রস্তুতির টিপস।
এক নজরে বিষয় ও বিষয় কোডঃ
- অনার্স ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাজেশন
- বিষয়ঃ সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস (ফাতেমি, আইয়ুবি ও মামলুক বংশ)
- বিষয় কোডঃ ২১১৬০৭
সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
০১) ইফ্রিকিয়া কী?
উত্তরঃ উত্তর আফ্রিকার লিবিয়া ও তিউনিসিয়াকে একত্রে ইফ্রিকিয়া বলে।
০২) মাগরিব অর্থ কী
অথবা, “মাগরিব’ শব্দের অর্থ কী?
উত্তরঃ মাগরিব অর্থ পশ্চিম
০৩) আগলাবি শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ আগলাবি শাসনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম বিন আগলাব।
০৪) জিয়াদাতুল্লাহ কে?
উত্তরঃ জিয়াদাতুল্লাহ ছিলেন শেষ আগলাবি শাসক।
০৫) উত্তর আফ্রিকায় কত খ্রিস্টাব্দে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ উত্তর আফ্রিকায় ৯০৯ খ্রিস্টাব্দে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠিত হয়।
০৬) আব্দুল্লাহ বিন মায়মুন কে ছিলেন?
উত্তরঃ আব্দুল্লাহ বিন মারমুন ছিলেন ফাতেমি মতবাদের প্রধান প্রচারক।
০৭) ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা কে?
অথবা, উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ আল মাহদি।
০৮) শিয়াদের প্রথম ইমাম কে?
উত্তরঃ শিয়াদের প্রথম ইমাম হযরত আলি (রা.)।
০৯) শিয়াদের দ্বাদশ ইমাম কাকে বলা হয়?
উত্তরঃ শিয়াদের দ্বাদশ ইমাম মুহম্মদ আল মুন্তাজারকে বলা হয়।
১০) শিয়াদের সপ্তম ইমাম কাকে বলা হয়।
উত্তরঃ ইসনা আশারিয়াদের মতে শিয়াদের সপ্তম ইমাম মুসা আল কাজিম । কিন্তু আস সার্বিয়াদের মতে সপ্তম ইমাম ইসমাইল।
১১) সালামিয়া কী?
উত্তরঃ সিরিয়ার একটি শহর ও ফাতেমি আন্দোলনের গোপন কেন্দ্র, যা সালামিয়া নামে পরিচিত ছিল।
১২) সিরিয়া কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ সিরিয়া এশিয়া মহাদেশে অবস্থিত।
১৩) ফাতেমিদের প্রথম রাজধানী কোথায় ছিল?
অথবা, ফাতেমি খিলাফতের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ ফাতেমিদের প্রথম রাজধানী ছিল কায়রোয়ানের শহরতলি রাক্কাদায়।
১৪) আল মনসুরিয়া কী?
উত্তরঃ খলিফা আল মনসুর প্রতিষ্ঠিত একটি শহরকে আল মনসুরিয়া বলা হয়।
১৫) আল মনসুরিয়া শহর কে প্রতিষ্ঠা করেন?
অথবা, আল-মুনসুরিয়া শহরের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ফাতেমি খলিফা আল মনসুর আল মনসুরিয়া শহর প্রতিষ্ঠা করেন।
১৬) পাশ্চাত্যের মামুন কে?
উত্তরঃ পাশ্চাত্যের মামুন বলা হয় খলিফা আল মুইজকে।
১৭) কোন মুসলিম সেনাপতি উত্তর আফ্রিকা জয় করেন?
উত্তরঃ মুসলিম সেনাপতি জাওহার আল সিকিলি উত্তর আফ্রিকা জয় করেন।
১৮) মিসর কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ মিসর আফ্রিকা মহাদেশে অবস্থিত।
১৯) মিসর বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী?
উত্তরঃ মিসর বিজয়ী মুসলিম সেনাপতির নাম জাওহার আল সিকিলি।
২০) আলেকজান্দ্রিয়া কোথায়?
উত্তরঃ আলেকজান্দ্রিয়া মিসরে অবস্থিত।
২১) কায়রো নগরী কত খ্রিস্টাব্দে নির্মিত হয়?
উত্তরঃ কায়রো নগরী ৯৬৯ খ্রিস্টাব্দে নির্মিত হয়।
২২) কায়রো নগরী কে প্রতিষ্ঠাতা করেন?
উত্তরঃ খলিফা আল মুইজের সেনাপতি জাওহার আল সিকিলি কায়রো নগরী প্রতিষ্ঠা করেন।
২৩) ফুসতাত কোথায় অবস্থিত?
উত্তরঃ ফুসতাত মিসরে অবস্থিত।
২৪) আল কাহিরা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ আল কাহিরা নগরীর প্রতিষ্ঠাতা খলিফা আল মুইজের প্রধান সেনাপতি জাওহার আল সিকিলি।
২৫) ‘দারুল হিকমা’ কী?
উত্তরঃ ফাতেমি খলিফা আল হাকিম কর্তৃক প্রতিষ্ঠিত জ্ঞানচর্চা কেন্দ্রের নাম দারুল হিকমা, যাকে বিজ্ঞান একাডেমিও বলা হয়ে থাকে।
২৬) দারুল হিকমা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ দারুল হিকমা ১০০৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
২৭) খলিফা আল-হাকিম কোন পাহাড়ে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ খলিফা আল হাকিম মুকাত্তাম পাহাড়ে মৃত্যুবরণ করেন।
২৮) কোন ফাতেমীয় খলিফা ‘আমিরুল মুমেনিন’ উপাধি ধারণ করেন?
উত্তরঃ ফাতেমি খলিফা আল হাকিমের উপাধি ছিল আমিরুল মুমেনিন।
২৯) সর্বশেষ ফাতেমীয় খলিফার নাম কী?
উত্তরঃ সর্বশেষ ফাতেমীয় খলিফার নাম আল আদিদ।
৩০) ‘নওরোজ’ কী?
উত্তরঃ নওরোজ হলো মিসরীদের বসন্তকালীন মহাউৎসব।
৩১) গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান বিন সাবাহ
৩২) আতাবেগ কার উপাধি?
উত্তরঃ আতাবেগ সেলজুক সুলতান মালিক শাহের প্রধান উজির নিজামুল মুলকের উপাধি।
৩৩) আইয়ুবি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ আইয়ুবি বংশের প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আইবি।
৩৪) কার নামানুসারে আইয়ুবি বংশের নামকরণ করা হয়?
উত্তরঃ সালাউদ্দিন আইযুধির পিতা নাজমুদ্দিন আইয়ুবির নামানুসারে আইয়ুবি বংশের নামকরণ করা হয়।
৩৫) হিট্টিনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়। [
উত্তরঃ হিঞ্জিনের যুদ্ধ ১১৮৭ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
৩৬) গাজি কার উপাধি?
উত্তরঃ গাজি আইয়ুবি বংশের শাসক সালাহউদ্দিন আইয়ুবির উপাধি।
৩৭) ক্রুসেড শব্দের অর্থ কী?
উত্তরঃ ক্রুসেড শব্দের অর্থ ধর্মযুদ্ধ।
৩৮) আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তরঃ আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
৩৯) ক্রুসেড কয়টি পর্যায়ে সংঘটিত হয়?
উত্তরঃ ক্রুসেড তিনটি পর্যায়ে সংঘটিত হয়।
৪০) আইয়ুবি বংশের শেষ শাসকের নাম কী?
অথবা, আইয়ুবি বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তরঃ আইয়ুবি বংশের শেষ শাসকের নাম তুরান শাহ।
৪১) মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মামলুক বংশের প্রতিষ্ঠাতা সাজার উদ দার।
৪২) মামলুক শব্দের অর্থ কী?
উত্তরঃ মামলুক শব্দের অর্থ ক্রীতদাস।
৪৩. মামলুক বংশের প্রথম শাসক কে?
অথবা, প্রথম মামলুক শাসক কে?
উত্তর: মামলুক বংশের প্রথম শাসক সাজার উদ দার।
৪৪) বাহারি মামলুকরা কোন দ্বীপে বাস করতো?
উত্তরঃ বাহরি মামলুকরা রাওদাহ দ্বীপে বাস করতো।
৪৫) আইন ই জালুতের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তরঃ আইন ই জালুতের যুদ্ধ ১২৬০ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
৪৬) সুলতান কালাউনের প্রতিষ্ঠিত হাসপাতালের নাম কী?
উত্তরঃ সুলতান কালাউনের প্রতিষ্ঠিত হাসপাতালের নাম ‘আল মারিস্তান আল মনসুরি’।
৪৭) ‘আল মারিস্তান আল মনসুরি’ কী?
অথবা, বিমারিস্তান কী?
উত্তরঃ কালাউন নির্মিত শয্যাশায়ী হাসপাতাল ‘আল মারিস্তান আল মনসুরি’ নামে পরিচিত।
৪৮) কোন যুদ্ধে প্রথম সেলিম মামলুকদের পরাজিত করেন।
উত্তরঃ মারজ ই দাবিকের যুদ্ধে প্রথম সেলিম মামলুকদের পরাজিত করেন।
৪৯) সর্বশেষ মামলুক শাসকের নাম কী?
উত্তরঃ সর্বশেষ মামলুক শাসকের নাম তুমান।
সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
০১) ফাতেমীয়দের ইতিহাস আলোচনার উৎস সম্পর্কে ধারণা দাও ।
০২) ফাতেমীয়দের পরিচয় দাও।
০৩) ফাতেমি বংশ প্রতিষ্ঠায় দাঈ এর ভূমিকা কী ছিল ?
০৪) ইসমাইলীয় কারা?
০৫) সাবিয়া বলতে কী বুঝ?
০৬) আল মুইজকে পাশ্চাত্যের মামুন বলা হয় কেন?
০৭) কায়রোর আল আজহার মসজিদ সম্পর্কে একটি টীকা লেখ।
০৮) জাওহারকে ফাতেমি খিলাফতের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন?
০৯) খলিফা আল আজিজের অমুসলমানদের প্রতি উদারতা ও সহিষ্ণুতার নীতি আলোচনা কর।
১০) কারামাতিদের পরিচয় দাও।
১১) ‘দারুল হিকমা’ কী?
১২) দরুল হিকমার কার্যাবলি আলোচনা কর।
অথবা, দারুল হিকমার কার্যাবলি সংক্ষেপে আলোচনা কর।
১৩) আল হাকিমকে খামখেয়ালি শাসক বলা হয় কেন?
১৪) দারজি মতবাদ
অথবা, দারজি মতবাদের পরিচয় দাও।
১৫) আর্মেনীয় উজির কারা?
১৬) বদর আল জামালির পরিচয় দাও।
অথবা, আর্মেনীয় উজির বদর আল জামালি সম্পর্কে কী জান?
১৭) আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওপর টীকা লেখ।
১৮) সেলজুক বংশের অভ্যুদয় সম্পর্কে লেখ।
১৯) গুপ্তঘাতক সম্প্রদায়ের ওপর টীকা লেখ।
২০) জেরুজালেমের পরিচয় নাও।
২১) জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় কেন?
২২) সালাহউদ্দিন আইয়ুবি ইতিহাসে এত বিখ্যাত কেন?
২৩) আইয়ুবি বংশের পতনের কারণ ব্যাখ্যা কর।
২৪) মামলুক কারা?
২৫) মিসরে মামলুকদের উৎপত্তি আলোচনা কর।
২৬) সাজার উদ দার কে ছিলেন?
অথবা, সাজার উদ দারের পরিচয় দাও।
অথবা, সাজার উদ দার সম্পর্কে একটি টীকা লেখ।
২৭) বাহারি মামলুক কারা?
২৮) আইন ই জালুতের যুদ্ধকে ভাগ্য নির্ধারণকারী যুদ্ধ বলা হয় কেন?
২৯) সুলতান কালাউনের জনহিতকর কার্যাবলি দেখ।
৩০) মামলুক বংশের পতনের চারটি কারণ লেখ।
সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)
০১) মুসলিম বিজয়ের পূর্বে উত্তর আফ্রিকার রাজনৈতিক অবস্থা বর্ণনা কর।
০২) ফাতেমিদের পরিচয় দাও। উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর।
অথবা, উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা কর।
অথবা, উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বিবরণ দাও।
০৩) উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠায় আবু আব্দুল্লাহ আশ শিয়ির অবদান মূল্যায়ন কর।
অথবা, উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠায় আবু আব্দুল্লাহ আশ শিয়ির ভূমিকা মূল্যায়ন কর।
০৪) উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা হিসেবে উবায়দুল্লাহ আল-মাহদির ভূমিকা মূল্যায়ন কর।
০৫) উত্তর আফ্রিকা ও মিসরে ফাতেমি শাসন সুদৃঢ়ীকরণে আল মুইজের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, খলিফা আল মুইজের কৃতিত্ব মূল্যায়ন কর।
০৬) বিজেতা ও শাসক হিসেবে খলিফা আল মুইজের কৃতিত্ব নিরূপণ কর।
০৭) ফাতেমি খলিফা আল আজিজের কৃতিত্ব আলোচনা কর।
অথবা, ফাতেমীয় খিলাফতের বিজ্ঞ ও জনকল্যাণকামী শাসন হিসেবে খলিফা আল-আজীজের অবদান মূল্যায়ন কর।
অথবা, আল আজিজকে সর্বাপেক্ষা বিজ্ঞ ও দয়ালু শাসক বলা হয় কেন?
০৮) ফাতেমি শাসনামলে আনবিজ্ঞানের উন্নতিকল্পে খলিফা আল-আজিজের অবদান পর্যালোচনা কর।
০৯) জ্ঞানবিজ্ঞানের প্রসারে খলিফা আল হাকিমের অবদান মূল্যায়ন কর।
১০) ফাতেমি খিলাফতে আর্মেনীয় উজিরদের অবদান মূল্যায়ন কর।
১১) ফাতেমীয়দের শাসনামলে আর্মেনীয় উজিরদের উত্থান “ও পতন আলোচনা কর।
১২) ফাতেমি খিলাফতের পতনের কারণসমূহ বিশ্লেষণ কর।
১৩) সমসাময়িক ইউরোপের ইতিহাসে সালাহউদ্দিন আইয়ুবি এত বিখ্যাত কেন?
অথবা, গাজি সালাহউদ্দিন ইতিহাসে এত বিখ্যাত কেন?
১৪) ক্রুসেডের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৫) মানুষ ও বিজেতা হিসেবে গাজি সালাউদ্দিন আইয়ুবির মূল্যায়ন কর।
১৬) মিসরে মামলুক বংশ প্রতিষ্ঠার ইতিহাস লেখ।
১৭) মিসরে মামলুক বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান ও প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে প্রথম বাইবার্সের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, মিসরে মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে প্রথম বাইবার্সের অবদান আলোচনা করা।
১৮) মিসরে মামলুক সুলতান বাইবার্সের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৯) সুলতান কালাউনের রাজত্বকাল ও জনহিতকর কার্যাবলি সম্পর্কে একটি মনোঙ্গ চিত্র অঙ্কন কর।
২০) বৈদেশিক নীতির উল্লেখপূর্বক সুলতান কালাউনের শাসনকাল পর্যালোচনা কর।
অথবা, সুলতান কালাউনের বৈদেশিক নীতির উল্লেখসহ তার শাসনকাল আলোচনা কর।
২১) মামলুক সুলতান আল নাসিরের রাজত্বকাল আলোচনা কর।
২২) ‘মারজ ই দাবিক’ যুদ্ধের পটভূমি আলোচনা কর এবং পরবর্তী ইতিহাসে এর প্রভাব নির্ণয় কর।
২৩) মিসরের মামলুক ও মোঙ্গল সম্পর্কের ওপর আলোকপাত কর
২৪) মিসরের ইতিহাসে মামলুকদের অবদন লেখ।
অথবা, মিশরের ইতিহাসে মামলুকদের অবদান মূল্যায়ন কর।
২৫) শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে মিসরের ইতিহাসে মামলুকদের অবদানের বিবরণ দাও।
২৬) মামলুক বংশের পতনের কারণসমূহ আলোচনা কর।
অথবা, মামলুক বংশের পতনের কারণসমূহ পর্যালোচনা কর।
পরীক্ষার প্রস্তুতির কার্যকর টিপস
- সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে উত্তর অনুশীলন করুন।
- সাল ও তারিখ মুখস্থ রাখুন: গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সাল ও প্রাসঙ্গিক তথ্য মনে রাখুন।
- অধ্যায়ের মূল ধারণা পরিষ্কার রাখুন: শুধু মুখস্থ নয়, বুঝে পড়ুন।
- বাংলা বানান শুদ্ধ রাখুন: উত্তরপত্রে ভুল বানান নম্বর কেটে নিতে পারে।
- বিগত বছরের প্রশ্ন দেখুন: পরীক্ষার প্রশ্ন ধরন সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।
উপসংহার
সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস (ফাতেমি, আইয়ুবি ও মামলুক বংশ) অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোডঃ ২১১৬০৭) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাজেশন সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।