স্পেনে মুসলমানদের ইতিহাস ৭১০-১৪৯২ সাজেশন

স্পেনে মুসলমানদের ইতিহাস ৭১০-১৪৯২ সাজেশন অনার্স ১ম বর্ষ Honours 1st Year History of the Muslims in Spain (710-1492) Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য স্পেনে মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২) সাজেশন খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশন ও প্রস্তুতির টিপস।

এক নজরে বিষয়  বিষয় কোডঃ

  • অনার্স ১ বর্ষ ইসলামের ইতিহাস সংস্কৃতি সাজেশন
  • বিষয়ঃ স্পেনে মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২)
  • বিষয় কোডঃ ২১১৬০৫

স্পেনে মুসলমানদের ইতিহাস ৭১০-১৪৯২ সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

০১) স্পেন কোন মহাদেশে অবস্থিত?

উত্তরঃ স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত।

০২) স্পেনের ভৌগোলিক সীমা চিহ্নিত কর।

উত্তরঃ স্পেনের ভৌগোলিক সীমা ৫,০৪,৭৮২ বর্গ কিমি

০৩) স্পেনের পূর্ব নাম কী?

উত্তরঃ স্পেনের পূর্বনাম আন্দালুসিয়া।

০৪) জিব্রাল্টার কী?

উত্তরঃ ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী সংযোগ প্রণালি হচ্ছে জিব্রাল্টার।

০৫) জিব্রাল্টার প্রণালি কোন কোন সাগরকে সংযুক্ত করেছে?

উত্তরঃ জিব্রাল্টার প্রণালি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।

০৬) স্পেন ও ফ্রান্সকে পৃথক করেছে কোন পর্বতমালা?

উত্তরঃ স্পেন ও ফ্রান্স এর মধ্যবর্তী পর্বতমালা হলো পিরেনিজ পর্বতমালা।

০৭) পিরেনিজ পর্বতমালা কোথায় অবস্থিত?

উত্তরঃ পিরেনিজ পর্বতমালা স্পেন ও ফ্রান্সের মধ্যবর্তী স্থানে অবস্থিত।

০৮) স্পেনের একটি বিখ্যাত নদীর নাম উল্লেখ কর।

উত্তরঃ স্পেনের একটি বিখ্যাত নদীর নাম পোয়াদাল কুইভার।

০৯) কাদেরকে সার্চ বলা হতো?

অথবা, সার্ফ বলা হয় কাদেরকে?

উত্তরঃ প্রাক ইসলামি স্পেনের ভূমিদাসদেরকে সার্ফ বলা হতো।

১০) মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজধানীর নাম কী ছিল? অথবা, প্রাক-মুসলিম যুগে স্পেনের রাজধানী কোথায় ছিল?

উত্তরঃ মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজধানীর নাম ছিল টলেডো।

১১) ফ্লোরিডা কে?

উত্তরঃ ফ্লোরিডা কাউন্ট জুলিয়ানের কন্যা।

১২) কাউন্ট জুলিয়ান কে ছিলেন?

উত্তরঃ কাউন্ট জুলিয়ান ছিলেন সিউটা ও আলজেসিরাসের গভর্নর এবং উইটিজার জামাতা।

১৩) রডারিকের পূর্বে স্পেনের রাজা কে ছিলেন?

উত্তরঃ রডারিকের পূর্বে স্পেনের রাজা ছিলেন উইটিজা

১৪) নিউটা কোথায় অবস্থিত?

অথবা, নিউটা কোথায়?

উত্তরঃ সিউটা মরক্কোর উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।

১৫) জাবালুত তারিক কী? উত্তরঃ মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ স্পেন অভিযানে প্রথম যে স্থানে অবতরণ করেন, সে স্থানকে জাবালুত তারিক বলা হয়।

১৬) মুসলমানরা কখন সর্বপ্রথম স্পেন জয় করেন?

উত্তরঃ মুসলমানরা ৭১১ খ্রিস্টাব্দে সর্বপ্রথম স্পেন জয় করেন।

১৭) ওয়াদিলাক্কোর যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?

উত্তরঃ অ্যাপিলারের যুদ্ধ ৭১১ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল।

১৮) কোন খলিফা স্পেন জয় করেন?

উত্তরঃ উমাইয়া খলিফা আল ওয়ালিদ স্পেন জয় করেন।

১৯) তুলুস যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?

উত্তরঃ ভুলুস যুদ্ধ সংঘটিত হয় ৭২১ খ্রিস্টাব্দের মে মাসে।

২০) স্পেনের প্রথম মুসলিম গভর্নরের নাম লেখ।

উত্তরঃ স্পেনের প্রথম মুসলিম আমির ছিলেন মুসা বিন নুসাইরের পুত্র আব্দুল আজিজ।

২১) কর্ডোভা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ কর্ডোভা গোয়াদাল কুইভার নদীর তীরে অবস্থিত।

২২) সেন্টিমানিয়া

অথবা, সেণ্টিমানিয়া বলতে কী বুঝ ?

উত্তরঃ ফ্রান্সের সাত শহর বিশিষ্ট একটি অঞ্চলকে সেন্টিমানিয়া বলা হয়।

২৩) পেপিন কে ছিলেন?

উত্তরঃ পেন্সি ছিলেন ফ্রান্সের রাজা চার্লস মার্টেলের পিতা।

২৪) ‘বালাতুল শুহাদা অর্থ কী?

উত্তরঃ বালাতুস শুহাদা অর্থ শাহাদত বরণকারীদের ক্ষেত্র।

২৫) কোন যুদ্ধকে বালাতুস শুহাদা বলা হয়?

উত্তরঃ টুরসের যুদ্ধকে বালাতৃস শুহাদা বলা হয়।

২৬) টুরসের যুদ্ধ কখন সংঘটিত হয়?

উত্তরঃ টুরস যুদ্ধ ৭৩২ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

২৭) রাণি ইসাবেলা কে ছিলেন?

উত্তরঃ ইসাবেলা ছিলেন ক্যাস্টাইলের রানি ও আবাগোনার রাজা ফার্ডিনান্ডের স্ত্রী

২৮) প্রথম আব্দুর রহমান কাকে অগ্রবর্তী দূত হিসেবে স্পেনে প্রেরণ করেছিলেন?

উত্তরঃ প্রথম আব্দুর রহমান ইউসুফ আল ফিহরিকে তার অগ্রবর্তী দূত হিসেবে স্পেনে প্রেরণ করেছিলেন।

২৯) কুরাইশদের বাজপাখি কাকে বলা হয়।

উত্তরঃ কুরাইশদের বাজপাখি বলা হয় আমির প্রথম আব্দুর রহমানকে।

৩০) ‘কিতাব আল মুয়াত্তা’ গ্রন্থের লেখক কে?

অথবা, কিতাব আল মুয়াত্তা কে রচনা করেন?

উত্তরঃ কিতাব আল মুয়াত্তা’ গ্রন্থের লেখক ইমাম মালেক।

৩১) “দি ডে অব দি ডিচ’ কী?

উত্তরঃ প্রথম হাকামের অধীন গভর্নর আমস বিন ইউসুফ কৌশলে টলেডোতে বিদ্রোহী নেতৃবৃন্দকে আমন্ত্রণ করে একে একে হত্যা করে এবং সমস্ত মৃতদেহকে একটি পরিখায় নিক্ষেপ করে, যাকে ইতিহাসে ‘দি ডে অফ দি ডিচ’ বলা হয়।

৩২) Fosse শব্দের অর্থ কী?

উত্তরঃ Fosse শব্দের অর্থ পরিখা।

৩৩) আব্বাস বিন আল নাসারি কে ছিলেন?

উত্তরঃ আব্বাস বিন আল নাসারি ছিলেন প্রথম হাকামের প্রাসাদের প্রধান গায়ক।

৩৪) মুসলিম স্পেনের ধর্মান্ধ আন্দোলনের একজন খ্রিস্টান নেত্রীর নাম লেখ।

উত্তরঃ মুসলিম স্পেনের ধর্মান্দ আন্দোলনের একজন খ্রিস্টান নেত্রীর নাম মেরি।

৩৫) ইউলোজিয়াস কে ছিলেন?

উত্তরঃ ইউলেজিয়াস ছিলেন স্পেনের খ্রিস্টান ধর্মান্ধ নেতা।

৩৬) কত জন স্পেনীয় শাসকের আমলে ওমর বিন হাফসুন

বিদ্রোহ করেন?

অথবা, ওমর বিন হাফসুন স্পেনের কয়জন উমাইয়া খলিফার বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন?

উত্তরঃ ৪ জন স্পেনীয় শাসকের আমলে ওমর বিন হাফসুন বিদ্রোহ করেন।

৩৭) ওমর বিন হাফসুনের পরিবর্তিত নাম লেখ।

অথবা, ওমর-বিন-হাফসুনের পরিবর্তিত নাম কী?

উত্তরঃ ওমর বিন হাফসুনের পরিবর্তিত নাম স্যামুয়েল।

৩৮) স্পেনের স্বাধীন আমিরাতের সময়কাল উল্লেখ কর।

উত্তরঃ স্পেনের স্বাধীন আমিরাতের সময়কাল ৭৫৬- ১২৯ খ্রিস্টাব্দ পর্যন্ত।

৩৯) স্পেনে উমাইয়া খিলাফত শুরু হয় কত খ্রিস্টাব্দে?

উত্তরঃ স্পেনে উমাইয়া খিলাফত শুরু হয় ৯২৯ খ্রিস্টাব্দে।

৪০) স্পেনের মুসলিম খিলাফতের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ স্পেনের মুসলিম খিলাফতের প্রতিষ্ঠাতা হলেন | তৃতীয় আব্দুর রহমান।

৪১) খলিফা তৃতীয় আব্দুর রহমানের উপাধি কী ছিল?

উত্তরঃ খলিফা তৃতীয় আব্দুর রহমানের উপাধি ছিল আন নাসির লি দিনিল্লাহ।

৪২) নরম্যান কা

উত্তরঃ নরম্যান হলো জার্মান বংশোদ্ভূত এবং স্ক্যান্ডিনেভিয়ার অধিবাসীগণ, যারা পেশায় জলদস্যু ছিল।

৪৩) আজ জোহরা প্রাসাদ কে নির্মাণ করেন?

উত্তরঃ আজ জোহরা প্রাসাদ নির্মাণ করেন খলিফা

৪৪) আল জোহরা প্রাসাদ কোথায় নির্মাণ করা হয়েছিল?

উত্তরঃ আল জোহরা প্রাসান জাবালুল উরসে নির্মাণ করা হয়েছিল।

৪৫) মুসলিম শাসনামলে কাকে ‘স্পেনের জ্ঞানী ব্যক্তি’ বলা হতো?

উত্তরঃ মুসলিম শাসনামলে দ্বিতীয় হাকামকে ‘স্পেনের জ্ঞানী ব্যপ্তি’ বলা হতো।

৪৬) হাজিব আল মনসুর কে ছিলেন?

উত্তরঃ হাজিব আল মনসুর খলিফা দ্বিতীয় হিশামের শাসনামলে প্রধানমন্ত্রী।

৪৭) কখন স্পেনে উমাইয়া খিলাফতের পতন ঘটে?

উত্তরঃ ১০৩১ খ্রিস্টাব্দে স্পেনে উমাইয়া খিলাফতের পতন।

৪৮) স্পেনের সর্বশেষ উমাইয়া খলিফার নাম কী?

উত্তরঃ স্পেনের সর্বশেষ উমাইয়া খলিফার নাম তৃতীয় হিশাম ।

৪৯) মুলুক আল তাওয়ায়েফ কী?

উত্তরঃ স্পেনের উমাইয়া বংশের পতনের পর যেসব ক্ষুদ্র বংশসমূহ প্রতিষ্ঠিত হয় সেসব রাজবংশসমূহকে মুলুক আল তাওয়ায়েফ বলা হয়।

৫০) কর্ডোভার বনু জাওহারি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরঃ কর্ডোভার বনু জাওহারি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল হাজম ইবনে জাওহার।

৫১) বনু আব্বাদ বংশ কোথায় প্রতিষ্ঠা লাভ করে?

উত্তরঃ বনু আব্বাদ বংশ সেভিলে প্রতিষ্ঠা লাভ করে।

৫২) জান্নাকার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তরঃ জান্নাকার যুদ্ধ ১০৮৬ সালে সংঘটিত হয়।

৫৩) আল হামরা প্রাসাদ কে নির্মাণ করেন

উত্তরঃ আল হামরা প্রাসাদ স্পেনের বনু নাসিরি বংশের শাসক মুহম্মদ বিন ইউসুফ বিন আহমদ বিন নসর নির্মাণ করেন।

৫৪) গ্রানাডার শেষ মুসলিম শাসক কে ছিলেন?

উত্তরঃ গ্রানাডার শেষ মুসলিম শাসক ছিলেন বোয়াবদিল।

৫৫) মরিঙ্কো কারা?

উত্তরঃ খ্রিস্টানদের অধীনে স্পেনীয় মুসলমানদের খ্রিস্টানগণ মরিস্কো বা মুর বলত।

৫৬) The Moors in Spain’ গ্রন্থটির লেখকের নাম লেখ।

উত্তরঃ ‘The Moons in Spain’ গ্রন্থটির লেখকের নাম ঐতিহাসিক লেনপুল।

৫৭) Political History of Muslim Spain’ গ্রন্থের লেখকের নাম লেখ।

উত্তরঃ ‘Political History of Muslim Spain’ গ্রন্থের লেখকের নাম Prof. S. M. Imamuddin.

৫৮) কাকে ‘পাশ্চাত্যের মুত্যয়াবি’ বলা হয়?

উত্তরঃ ঐতিহাসিক ও কবি ইবনে হানিকে ‘পাশ্চাত্যের মুতারাধি’ বলা হয়।

স্পেনে মুসলমানদের ইতিহাস ৭১০-১৪৯২ সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

০১) স্পেনের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য লেখ।

০২) মুসলমানদের স্পেন বিজয়ের প্রাক্কালে স্পেনের ধর্মীয় অবস্থার বর্ণনা দাও।

০৩) মুসলমানদের স্পেন অভিযানের কারণ সংক্ষেপে লেখ।

০৪) ওয়াদিলারোর যুদ্ধ সম্পর্কে টীকা লেখ।

অথবা, ওয়াদিনাকোর যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ।

০৫) তারিখ বিন জিয়াস কে ছিলেন?

০৬) মুসা বিন নুসাইর সম্পর্কে সংক্ষেপে লেখ।

অথবা, মুসা বিন নুসাইরের পরিচয় দাও।

০৭. স্পেন জয়ে মুসলমানদের সাফল্যের কারণ কী?

০৮) আব্দুর রহমান আল গাফিকি সম্পর্কে সংক্ষেপে লেখ।

০৯) টুরসের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ কী?

১০) কে, কেন প্রথম আব্দুর রহমানকে ‘কুরাইশনের বাজপাখি’ উপৰি দিয়েছেন?

১১) মাসারার যুদ্ধ সম্পর্কে টীকা লেখ।

১২) ফকিহদের সাথে প্রথম হাকামের সম্পর্ক আলোচনা কর।

১৩) ‘নি ডে অফ দি ডিচ’ কী?

১৪) দ্বিতীয় আব্দুর রহমানের ওপর চারজন বিস্তারকারী ব্যক্তির পরিচয় দাও।

১৫) মোজারব কারা?

১৬) নওমুসলিম আন্দোলনের উপর একটি টীকা লেখ।

অথবা, স্পেনের নওমুসলিম আন্দোলন বলতে কী বুঝ?

১৭) ধর্মাশ আন্দোলন সম্পর্কে টীকা লেখ।

১৮) বোবাঈ দুর্গের পরিচয় দাও।

১৯) ওমর বিন হাফসুনকে কেন একজন বিতর্কিত নেতা বলা হয়?

২০) আজ জোহরা প্রাসাদের পরিচয় দাও।

অথবা, আজ জোহরা প্রাসাদ সম্পর্কে একটি টীকা লেখ।

অথবা, সুলতানা সুবাহর পরিচয় দাও।

২১) সুলতানা সুবাহ কে ছিলেন?

২২) হাজিব আল মনসুরের পরিচয় দাও।

২৩) হাজিব আল মনসুরকে কেন কার্যত শাসক বলা হয়?

২৪) শতকের Clan কে বি (-) পৃ. ১৩৬. 162.8 স্পেনে উমাইয়া শাসনের পতনের পাঁচটি কারণ লেখ।

অথবা, স্পেনে উমাইয়া আমিরাতের পতনের কারণসমূহ চিহ্নিত কর।

২৫) গ্রানাডার বন্ধু-জিরি বংশের পরিচয় দাও।

২৬) গ্রানাডার বসু জিরি বংশের অবদান সম্পর্কে ধারণা নাও।

অথবা, গ্রানাডার বনু জিরি বংশের অবদান সংক্ষেপে লেখ।

২৭) টলেডোর বনু জুন্নুন বংশের পরিচয় দাও।

২৮) মুধাবিস্তৃন করো? তাদের শাসনকাল সংক্ষেপে বর্ণনা কর।

অথবা, মুরাবিতুনদের পরিচয় দাও।

২৯) আল-হামরা প্রাসাদের ওপর একটি টিকা লেখ।

৩০) মুর কারা?

৩১) কর্ডোভা মসিজদ সম্পর্কে যা জান লেখ।

অথবা, কর্ডোভা মসজিদের ওপর একটি টীকা লেখ।

৩২) ইউরোপের বাতিঘর হিসেবে কর্ডোভা নগরী পরিচয় দাও।

স্পেনে মুসলমানদের ইতিহাস ৭১০-১৪৯২ সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

০১) স্পেনের ইতিহাসের উৎসসমূহ আলোচনা কর।

০২) মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের সামাজিক ও রাজনৈতিক অবস্থা আলোচনা কর।

০৩) মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দাও।

০৪) তারিক বিন জিয়াদ ও মুসা বিন নুসায়ের কর্তৃক স্পেন বিজয়ের ঘটনা লেখ। এ বিজয় এত সহজ হয়েছিল কেন?

০৫) টুরসের যুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।

০৬) আব্দুর রহমান আদ দাখিল কীভাবে স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন? ইতিহাসে তার স্থান নিরূপণ কর।

০৭) স্পেনে উমাইয়া আমিরাত হিশামের কৃতিত্ব মূল্যায়ন কর।

অথবা, স্পেনে মুসলিম শাসন হিশামের কৃতিত্ব বিচার কর।

০৮) আমির দ্বিতীয় আব্দুর রহমান চারজন ব্যক্তি দ্বরা প্রভাবিত ছিলেন- ব্যাখ্যা কর।

০৯) শাসক হিসেবে দ্বিতীয় আব্দুর রহমানের কৃতিত্ব মূল্যায়ন কর।

অথবা, শাসক হিসেবে দ্বিতীয় আব্দুর রহমানের কৃতিত্ব বিচার কর।

১০) শাসক এবং শিক্ষা-সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে দ্বিতীয় আব্দুর রহমানের কৃতিত্ব মূল্যায়ন কর।

অথবা, একজন শাসক ও জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে দ্বিতীয় আব্দুর রহমানের অবদান মূল্যায়ন কর।

১১) আমির প্রথম হাকামের শাসনামলে সংঘটিত নওমুসলিম ‘আন্দোলন’ এবং এর ফলাফল পর্যালোচনা কর।

১২) স্পেনের ধর্মান্ধ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।

১৩) স্পেনে ওমর বিন হাফসুনের রাজনৈতিক কর্মকাণ্ডের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

১৪) তৃতীয় আব্দুর রহমানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি পর্যালোচনা কর।

১৫) উমাইয়া শাসক হিসেবে তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব বিচার কর।

অথবা, স্পেনে উমাইয়া খিলাফতের সর্বশ্রেষ্ঠ হিসেবে তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব বিচেনা কর।

১৬) শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে খলিফা দ্বিতীয় হাকামের অবদান মূল্যায়ন কর।

১৭) হাজিব আল মনসুরের পরিচয় দাও। স্পেনে উমাইয়া বংশের পতনের জন্য তিনি কতটুকু দায়ী ছিলেন?

১৮) স্পেনে উমাইয়া শাসনের পতনের কারণসমূহ ব্যাখ্যা কর।

১৯) গ্রানাডার বানু জিরি রাজবংশের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর।

২০) আল মুরাতি কারা? স্পেনে তাদের শাসনের সংক্ষিপ্ত ইতিহাস বিশ্লেষণ কর।

২১) মুদ্রাহিদুন কারা? স্পেনে তাদের উত্থান ও পতনের ইতিহাস তুলে ধর।

২২) মুয়াহিদুন কারা? স্পেনে তাদের শান সম্পর্কে বিবরণ দাও।

২৩) গ্রানাডার নাসিরি বংশের উত্থান ও পতনের ইতিহাস। আলোচনা কর।

২৪) স্পেনে হতে মুসলমানদের চূড়ান্ত বহিষ্কারের কারণ ও ঘটনাবলি বিশ্লেষণ কর।

২৫) স্পেনের মুসলিম সভ্যতা ও সংস্কৃতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

অথবা, স্পেনের সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন কর।

২৬) স্পেনের স্থাপত্য ও জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানদের

অবদান মূল্যায়ন কর।

২৭) কর্ডোভার পরিচয় দাও। এটিকে কেন ইউরোপের বাতিঘর বলা হয়?

পরীক্ষার প্রস্তুতির কার্যকর টিপস

  • সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে উত্তর অনুশীলন করুন।
  • সাল  তারিখ মুখস্থ রাখুন: গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সাল ও প্রাসঙ্গিক তথ্য মনে রাখুন।
  • অধ্যায়ের মূল ধারণা পরিষ্কার রাখুন: শুধু মুখস্থ নয়, বুঝে পড়ুন।
  • বাংলা বানান শুদ্ধ রাখুন: উত্তরপত্রে ভুল বানান নম্বর কেটে নিতে পারে।
  • বিগত বছরের প্রশ্ন দেখুন: পরীক্ষার প্রশ্ন ধরন সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।

উপসংহার

স্পেনে মুসলমানদের ইতিহাস ৭১০-১৪৯২ অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোডঃ ২১১৬০৫) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাজেশন স্পেনে মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২) নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment