ইতিহাস পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন

ইতিহাস পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন Honours 1st Year Introduction to History Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য ইতিহাস পরিচিতি সাজেশন অনার্স ১ম বর্ষ খুবই গুরুত্বপূর্ণ। এই পোস্টে দেওয়া হয়েছে ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সাজেশন ও প্রস্তুতির টিপস।

এক নজরে বিষয়  বিষয় কোডঃ

  • অনার্স ১ বর্ষ ইতিহাস সাজেশন
  • বিষয়ঃ ইতিহাস পরিচিতি
  • বিষয় কোডঃ ২১১৫০৩

ইতিহাস পরিচিতি সাজেশন ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

০১) ইংরেজি ‘History শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তরঃ ইংরেজি ‘History’ শব্দটি গ্রিক শব্দ ‘Historia’ থেকে এসেছে।

০২) বাংলায় ‘ইতিহাস’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তরঃ বাংলায় ‘ইতিহাস’ শব্দটি ‘ইতিহ’ শব্দ থেকে এসেছে।

০৩) ‘Historia’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘Historia’ শব্দের অর্থ সত্য প্রকাশ করার উদ্দেশ্যে একটি পরিকল্পিত অনুসন্ধান।

০৪) What is History গ্রন্থটি কার?

উত্তরঃ ‘What is History’ গ্রন্থটি ই. এইচ. কারের।

০৫) “The Idea of History গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরঃ ‘The Idea of History’ গ্রন্থটির রচয়িতা ঐতিহাসিক R. G. Collingwood.

০৬) “ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। “- উত্তিটি কার?

উত্তরঃ “ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ ” উক্তিটি ই. এইচ. কারের।

০৭) ‘Res Gestae’ শব্দের অর্থ কী?

উত্তরঃ Res Gestae শব্দের অর্থ হলো মানুষের অতীত কর্মকাণ্ড।

০৮) ইতিহাসের বিষয়বস্তু কী?

উত্তরঃ ইতিহাসের বিষয়বস্তু হলো মানুষ, সমাজ ও সভ্যতা।

০৯) Historiography শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘Historiography শব্দের অর্থ ইতিহাসতত্ত্ব।

১০) সর্বপ্রথম কারা ইতিহাস চর্চা শুরু করেছিলেন?

উত্তরঃ সর্বপ্রথম গ্রিকরা ইতিহাস চর্চা শুরু করেছিলেন।

১১) উৎস বা উপাদানের ভিত্তিতে ঐতিহাসিকগণ ইতিহাসের কালবিভাজনকে কতটি ভাগে ভাগ করেছেন

অথবা, ইতিহাসের কালবিভাজন কয়টি ভাগে বিভক্ত?

উত্তরঃ উৎস বা উপাদানের ভিত্তিতে ঐতিহাসিকগণ ইতিহাসের কালবিভাজনকে তিনটি ভাগে ভাগ করেছেন।

১২) Palaeolithic age’ অর্থ কী?

উত্তরঃ ‘Palaeolithic age’ অর্থ প্রাচীন প্রস্তর যুগ।

১৩) Eolithic age এর অর্থ কী?

উত্তরঃ ‘Eolithic age’ শব্দের অর্থ প্রাক-প্রস্তর যুগ।

১৪) ‘Mesolithic age এর অর্থ কী?

উত্তরঃ ‘Mesolithic age এর অর্থ মধ্য প্রস্তর যুগ।

১৫) নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার কী?

উত্তরঃ নবোপলীয় যুগের প্রধান আবিষ্কার কৃষি

১৬) নব্য প্রস্তর যুগকে নবোপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন কে? (

উত্তরঃ নব্য প্রস্তর যুগকে নবোপলীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন ইংরেজ ঐতিহাসিক ভি. গর্ডন চাইন্ড।

১৭) মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর কোন যুগকে বলা হয়?

উত্তরঃ মানব সভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর লৌহযুগকে বলা হয়।

১৮) হায়ারোগ্লিফিক কী?

উত্তরঃ হায়ারোগ্লিফিক হলো প্রাচীন মিসরীয় লিখন পদ্ধতি।

১৯) রেনেসাঁ শব্দের অর্থ কী?

উত্তরঃ রেনেসাঁ শব্দের অর্থ পুনর্জাগরণ বা নবজাগরণ।

২০) AD এর পূর্ণরূপ কী?

উত্তরঃ AD এর পূর্ণরূপ Anno Domini.

২১) AD অর্থ কী?

উত্তরঃ AD. এর পূর্ণরূপ Anno Domini।

২২) BC এর পূর্ণরূপ কী?

উত্তরঃ BC পূর্ণরূপ Before Christ

২৩) 520 BC অর্থ কী?

উত্তরঃ BC অর্থ হলো Before Christ বা যিশু খ্রিস্টের জন্মের পূর্ববর্তী সময় বা বছর।

২৪) বর্তমানে প্রচলিত ক্যালেন্ডারের নাম লেখ।

অথবা, বর্তমান বিশ্বে কোন ধরনের কালপঞ্জি ব্যবহার করা হয়?

উত্তরঃ বর্তমানে প্রচলিত ক্যালেন্ডারের নাম গ্রেগরিয়ান ক্যালেন্ডার।

২৫) “ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয়, বেশিও নয়।” – উক্তিটি কার?

উত্তরঃ “ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয়, বেশিও নয়।” – উক্তিটি ব্রিটিশ ঐতিহাসিক জন বগনেল বিউরি এর।

২৬) তথ্য কী?

উত্তরঃ ইতিহাস রচনা করার জন্য কোনো ঐতিহাসিক যে সহায়ক নিয়ামক পেয়ে থাকেন তাকে তথ্য বলে।

২৭) ইতিহাসের উৎসগুলোকে কয় ভাগে বিভক্ত করা যায় ও কী কী?

অথবা, ইতিহাসের উৎস কত প্রকার?

উত্তরঃ ইতিহাসের উৎসগুলোকে দুই ভাগে বিভক্ত করা যায়। যথাঃ i. অলিখিত ও ii. লিখিত।

২৮) ইতিহাসের অলিখিত উপাদানগুলো কী কী?

উত্তরঃ ইতিহাসের অলিখিত উপাদানগুলো হলো জীবাশ্ম, হাড়গোড়, অস্ত্রশস্ত্র, আসবাবপত্র, শিলালিপি, রূপকথা, নকশা, মানচিত্র প্রভৃতি।

২৯) গবেষণা অর্থ কী?

উত্তরঃ গবেষণা অর্থ পুনঃঅনুসন্ধান, অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে নতুন কিছু সংযোজন ।

৩০) ঐতিহাসক কারা?

উত্তরঃ তথ্যনির্ভর ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে যারা ইতিহাস রচনা করেন তাদেরকে ঐতিহাসিক বলা হয়।

৩১) নিমিত্তবাদের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তরঃ নিমিত্তবাদের ইংরেজি প্রতিশব্দ Determinism.

৩২) Mythology কী?

উত্তরঃ Mythology হলো পৌরাণিক কাহিনী অবলম্বনে প্রচলিত একটি গল্প যা সমাজের মধ্যে সত্য বলে বিবেচিত হয়।

৩৩) ইতিহাসের জনক বলা হয় কাকে?

উত্তরঃ ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে।

৩৪) ‘ইতিবৃত্ত’ গ্রন্থটি কে রচনা করেছেন?

উত্তরঃ ‘ইতিবৃত্ত’ গ্রন্থটি গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস রচনা করেছেন।

৩৫) কাকে পারসিক যুদ্ধের হোমার বলা হয়?

উত্তরঃ হেরোডোটাসকে পারসিক যুদ্ধের হোমার বলা হয়।

৩৬) বৈজ্ঞানিক ইতিহাস তত্ত্বের জনক কে?

উত্তরঃ বৈজ্ঞানিক ইতিহাস তত্ত্বের জনক ঘুসিডিডিস।

৩৭) প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক কে?

অথবা, প্রাক মধ্যযুগীয় ভারতের প্রথম ঐতিহাসিক কে?

উত্তরঃ প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক কলহণ।

৩৮) ‘রাজতরঙ্গিণী’ কার লেখা?

উত্তরঃ ‘রাজতরঙ্গিণী’ কলহণের লেখা।

৩৯) ঐতিহাসিক কলহণ রচিত গ্রন্থের নাম কী?

উত্তরঃ ঐতিহাসিক কলহণ রচিত গ্রন্থের নাম ‘রাজতরঙ্গিণী”।

৪০) City of God’ গ্রন্থটি কে লেখেছেন?

উত্তরঃ ‘City of God’ গ্রন্থটি লেখেছেন সেন্ট অগাস্টিন।

৪১) মধ্যযুগের দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখ।

উত্তরঃ মধ্যযুগের দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম জিয়াউদ্দিন বারানি ও ইবনে খালদুন।

৪২) জিয়াউদ্দিন বারানী কোন সুলতানের সময় দিল্লিতে আসেন?

উত্তরঃ জিয়াউদ্দিন বারানি সুলতান জালাল উদ্দিন খলজির সময় দিল্লিতে আসেন।

৪৩) তারিখ ই ফিরোজশাহি গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ ‘তারিখ ই ফিরোজশাহি গ্রন্থের রচয়িতা জিয়াউদ্দিন বারানি।

৪৪) ‘আল মুকাদ্দিমা’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ ‘আল মুকাদ্দিমা’ গ্রন্থের রচয়িতা ইবনে খালদুন।

৪৫) আসাবিয়া শব্দের অর্থ কী?

উত্তরঃ আসাবিয়া শব্দের অর্থ গোত্রপ্রীতি, সংহতি, দলানুভূতি বা একাত্মবোধ।

৪৬) সম্রাট আকবরের সভায় কাকে হেরোডোটাস বলে অভিহিত করা হয়?

অথবা, সম্রাট আকবরের সভায় কাকে হেরোডোটাস বলে আখ্যায়িত করা হয়?

উত্তরঃ সম্রাট আকবরের সভায় ঐতিহাসিক আবুল ফজলকে হেরোডোটাস বলে অভিহিত করা হয়।

৪৭) আবুল ফজল কোন দেশের ঐতিহাসিক?

উত্তরঃ আবুল ফজল ভারতের ঐতিহাসিক।

৪৮) আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কে?

উত্তরঃ আধুনিক ইতিহাস তত্ত্বের জনক লিওপোল্ড ভন র‍্যাংকে।

৪৯) ঐতিহাসিক লিওপোল্ড ভন র‍্যাঙ্কের জন্মস্থান কোন দেশে?

উত্তরঃ ঐতিহাসিক লিওপোন্ড শুন রাষ্ট্রের জন্মস্থান জার্মানিতে।

৫০) Communist Manifesto কী?

উত্তরঃ Communist Manifesto হলো কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস কর্তৃক রচিত কমিউনিস্ট পার্টির ইশতাহার।

৫১) Dus Kapital গ্রন্থটি কে রচনা করেন?

উত্তরঃ “Das Kapital’ গ্রন্থটি কার্ল মার্কস রচনা করেন।

৫২) ‘ঐতিহাসিক বস্তুবাদ’ কার মতবাদ?

উত্তরঃ ঐতিহাসিক বস্তুবাদ কার্ল মার্কসের মতবাদ।

৫৩) ‘A Study of History’ গ্রন্থটিনা লেখক কে?

উত্তরঃ ‘A Study of History গ্রন্থটির লেখক ব্রিটিশ ঐতিহাসিক আরনল্ড টয়েনবি।

৫৪. হুমকি ও মোকাবিলা তত্ত্বের প্রবক্তা কে?

অথবা, ‘প্রতিকূলতা ও মোকাবিলা’ তত্ত্বের প্রবক্তা কে?

উত্তরঃ হুমকি ও মোকাবিলা তত্ত্বের প্রবন্ধ আরনল্ড ট্যোনবি।

ইতিহাস পরিচিতি সাজেশন খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

০১) ইতিহাসের সংজ্ঞা দাও ।

০২) ইতিহাসের বিষয়বস্তু উল্লেখ কর।

০৩) ইতিহাসের পরিধি সংক্ষেপে উল্লেখ কর।

০৪) ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা কর।

অথবা, ইতিহাস পাঠের গুরুত্ব আলোচনা কর।

০৫) ইতিহাস তত্ত্ব বলতে কী বুঝায়?

০৬) ইতিহাসের কালবিভাজন বলতে কী বুঝায়? (

০৭) প্রাগৈতিহাসিক যুগ বলতে কী বুঝায়?

০৮) পুরোপলীয় যুগ বলতে কী বুঝায়?

০৯) নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

১০) প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের পার্থক্য আলোচনা কর।

১১) ইতিহাসের প্রধান শাখাগুলো কী কী?

অথবা, ইতিহাসের প্রধান শাখাগুলো সংক্ষেপে আলোচনা কর।

১২) রাজনৈতিক ইতিহাস বলতে কী বুঝ?

১৩) রাজনৈতিক ইতিহাসের গুরুত্ব আলোচনা কর।

অথবা, রাজনৈতিক ইতিহাসের গুরুত্ব কী?

১৪) প্রত্নতাত্ত্বিক ইতিহাস কী?

১৫) ইতিহাস ও অর্থনীতির মধ্যে সম্পর্ক লেখ।

১৬) ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখ।

১৭) ইতিহাস ও ভূগোলের মধ্যকার সম্পর্ক নিরূপণ কর।

১৮) ইতিহাসের উৎস বলতে কী বুঝ? উৎস কত প্রকার?

অথবা, ইতিহাসের উৎস বলতে কী বুঝ ?

১৯) ইতিহাসের লিখিত উপাদানের সংক্ষিপ্ত বিবরণ দাও।

২০) ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গুরুত্ব আলোচনা কর।

২১) ঐতিহাসিক গবেষণা পদ্ধতি কাকে বলে

২২) ইতিহাস লিখন পদ্ধতি কী?

অথবা, ইতিহাস লিখন পদ্ধতির পর্যায়গুলো কী কী?

২৩) একজন ঐতিহাসিকের কী কী গুণ থাকা প্রয়োজন বলে তুমি মনে কর।

২৪) ইতিহাসের উৎস ও তথ্যের মধ্যকার পার্থক্য লেখ।

২৫) ইতিহাসের তথ্য ও ঐতিহাসিকের সম্পর্ক কী?

২৬) ইতিহাসের কার্যকারণ কী?

২৭) হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় কেন?

২৮) ‘রাজতরঙ্গিণী’ গ্রন্থের বিষয়বস্তু আলোচনা কর।

অথবা, ‘রাজতরঙ্গিণী’র বিষয়বস্তু কী?

২৯) মধ্যযুগের ঐতিহাসিক হিসেবে সেন্ট অগাস্টিনের পরিচয় দাও।

৩০) সেন্ট অগাস্টিনের ইতিহাস দর্শন আলোচনা কর।

৩১) মুকাদ্দিমার বিষয়বস্তু আলোচনা কর।

অথবা, ‘আল মুকাদ্দিমার বিষয়বস্তু কী?

৩২) মধ্যযুগের ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন কর।

অথবা, ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের পরিচয় দাও।

৩৩) আইন ই আকবরি গ্রন্থের বিষয়বস্তু লেখ।

৩৪) লিওপোল্ড ভন র্যাংককে আধুনিক ইতিহাসের জনক বলা হয় কেন?

৩৫) লিওপোল্ড ভন র‌্যাংকের ইতিহাস দর্শন আলোচনা কর।

৩৬) সভ্যতার উদ্ভব ও বিকাশ সম্পর্কে টয়েনবির মতবাদ বিশ্লেষণ কর।

ইতিহাস পরিচিতি সাজেশন গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

০১) ইতিহাসের সংজ্ঞা ও প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

অথবা, ইতিহাসের সংজ্ঞা দাও। এর প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

০২) ইতিহাসের বিষয়বস্তু ও পরিধি আলোচনা কর।

০৩) ইতিহাস বলতে কী বুঝ? ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা কর।

০৪) ইতিহাসের কালবিভাজন কীভাবে করা যেতে পারে? ইতিহাসে কেন এটি গুরুত্বপূর্ণ?

অথবা, ইতিহাসের কালবিভাজন কীভাবে করা যেতে পারে? ইতিহাসে কালবিভাজন কেন গুরুত্বপূর্ণ?

০৫) নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

০৬) ইতিহাসের গুরুত্বপূর্ণ শাখাগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও।

০৭) ইতিহাস বিজ্ঞান না কলা আলোচনা কর।

অথবা, ইতিহাস কী কলা না বিজ্ঞান? ব্যাখ্যা কর।

০৮) ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক বিশ্লেষণ কর।

অথবা, ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।

০৯) ইতিহাসের সাথে সমাজবিজ্ঞান ও অর্থনীতির সম্পর্ক নিরূপণ কর।

১০) ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোলের সম্পর্ক নিরূপণ কর।

১১) ঐতিহাসিক গবেষণা পদ্ধতি কাকে বলে? ঐতিহাসিক গবেষণা পদ্ধতির বিভিন্ন পর্যায় আলোচনা কর।

অথবা, ঐতিহাসিক গবেষণা পদ্ধতির বিভিন্ন পর্যায় আলোচনা কর।

১২) ইতিহাস লিখন পদ্ধতির বিভিন্ন পর্যায়সমূহ বিশ্লেষণ কর।

অথবা, ইতিহাসের উৎস থেকে তথ্য গ্রহণের পদ্ধতি আলোচনা কর।

১৩) ঐতিহাসিক কে? একজন ঐতিহাসিকের কী কী গুণ থাকা প্রয়োজন বলে তুমি মনে কর?

১৪) ঐতিহাসিক ও তার তথ্যের মধ্যে সম্পর্ক আলোচনা কর।

১৫) কার্যকরণ বলতে কী বুঝ? ইতিহাসের কার্যকরণ ব্যাখ্যায় নিনিত্তবাদ আলোচনা কর।

১৬, হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় কেন?

অথবা, ইতিহাসের জনক হিসেবে হেরোডোটাসের মূল্যায়ন কর।

১৭) হেরোডোটাসের ’ইতিবৃত্ত’ গ্রন্থের বিষয়ে আলোচনা কর।

১৮) কলহণের ‘রাজতরঙ্গিণী’ লেখার উৎস ও বিষয়বস্তু পর্যালোচনা কর।

১৯) প্রাচীন ভারতের ইতিহাসের উৎস হিসেবে কলহণের ‘রাজতরঙ্গিণীর’ মূল্যায়ন কর।

অথবা, প্রাচীন ভারতের ইতিহাসের উৎস হিসেবে কলহণের লিখিত ‘রাজতরঙ্গিণীর গুরুত্ব ব্যাখ্যা করা।

২০) সেন্ট অগাস্টিনের ইতিহাস দর্শন আলোচনা কর।

২১) ঐতিহাসিক হিসেবে জিয়াউদ্দিন বারানির মূল্যায়ন কর।

অথবা, মধ্যযুগের ভারতের ইতিহাস চর্চায় জিয়াউদ্দিন বারানির মূল্যায়ন কর

২২) ইবনে খালদুনের ইতিহাস দর্শন আলোচনা কর।

অথবা, ইবনে খালদুনের ইতিহাসের ধারণা আলোচনা কর।

২৩) ঐতিহাসিক আবুল ফজলের ইতিহাস রচনার ধারা আলোচনা কর।

২৪) আবুল ফজল কে ছিলেন? মুঘল ইতিহাস তত্ত্বে তার অবদান মূল্যায়ন কর।

অথবা, মুঘল আমলে ভারতের শ্রেষ্ঠ ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন কর।

২৫) লিওপোল্ড ভন র‍্যাংকেকে আধুনিক ইতিহাসের জনক বলা হয় কেন?

২৬) কার্ল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র আলোচনা কর।

২৭) কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের বিষয়বস্তু আলোচনা কর।

২৮) সভ্যতার উদ্ভব ও বিকাশ মতবাদ সম্পর্কে আরনল্ড টয়েনবির বিশ্লেষণ কর।

অথবা, সভ্যতার উদ্ভব সম্পর্কে ঐতিহাসিক টয়েনবির মতবাদ আলোচনা কর।

পরীক্ষার প্রস্তুতির কার্যকর টিপস

  • সময় ব্যবস্থাপনা: প্রতিটি প্রশ্নের জন্য সময় ভাগ করে উত্তর অনুশীলন করুন।
  • সাল  তারিখ মুখস্থ রাখুন: গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের সাল ও প্রাসঙ্গিক তথ্য মনে রাখুন।
  • অধ্যায়ের মূল ধারণা পরিষ্কার রাখুন: শুধু মুখস্থ নয়, বুঝে পড়ুন।
  • বাংলা বানান শুদ্ধ রাখুন: উত্তরপত্রে ভুল বানান নম্বর কেটে নিতে পারে।
  • বিগত বছরের প্রশ্ন দেখুন: পরীক্ষার প্রশ্ন ধরন সম্পর্কে বাস্তব ধারণা পাবেন।

উপসংহার

ইতিহাস পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন (বিষয় কোডঃ ২১১৫০৩) পরীক্ষা প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রতিটি প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা অনার্স ১ম বর্ষ ইতিহাস সাজেশন ইতিহাস পরিচিতি নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment