সিভিতে শিক্ষাগত যোগ্যতা লেখার নিয়ম

সিভিতে সঠিকভাবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে লিখতে না পারার কারনে অনেকের সিভিই চাকরি পাওয়ার ক্ষেত্রে তেমন কোন কার্যকর ভূমিকা পালন করতে পারেনা। তাই সিভিতে শিক্ষাগত যোগ্যতা লেখার সঠিক নিয়ম দেখানোর চেষ্ট করেছি।

সিভিতে যেসকল প্রধান বিষয় উল্ল্যেখ করতে হয় তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা অন্যতম। সিভিতে শিক্ষাগত যোগ্যতা না লিখলে সেই সিভি অসম্পূর্ণ থেকে যায় এবং চাকরিদাতার কাছে গ্রহনযোগ্যতা হারায়।

সাধারণত একটা নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো সিভি জমা পড়ে থাকে তখন চাকরিদাতাকে একনজর চোখ বুলিয়ে সঠিক সিভিগুলো আলাদা করতে হয় ইন্টারূভিউতে ডাকার জন্য। কিন্তু চাকরি প্রার্থী যদি সঠিকভাবে তার শিক্ষাগত যোগ্যতা উল্ল্যেখ না করেন তাহলে তার সিভি রিজেক্ট হবার সম্ভাবনা বেড়ে যায়।

সিভিতে শিক্ষাগত যোগ্য লেখার নিয়ম হলো আপনার সর্বশেষ প্রাপ্ত একাডেমিক ডিগ্রি শুরুতে লিখতে হবে। এরপর এর আগের ডিগ্রি এভাবে ক্রমানুযায়ী লিখতে হবে। যেমন: প্রথমে মাস্টার্স এর পর অনার্স বা ডিগ্রি এরপরে এইচ এস সি এবং সবার শেষে এস এস সি এভাবে লিখতে হবে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ডিগ্রির নাম, জিপিএ, সেশন এবং পাশের সাল সবকিছুই অন্তর্ভুক্ত করতে হবে। তবে অধ্যায়রত থাকলে সেক্ষেত্রে সেখানে ইংরেজীতে লিখলে “Appeard” এবং বাংলায় ”অধ্যায়নরত” এই কথাটি লিখতে হবে।

এরকম করে যদি একজন চাকরিপ্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা সিভিতে উল্ল্যেখ করতে পারেন তাহলে তার ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

Leave a Comment