শবে বরাত নিয়ে স্ট্যাটাস এসএমএস হাদিস কিছু কথা। শব-ই-বরাত পালিত হয় ১৫ তম রাতে, ইসলামি হিজরী ক্যালেন্ডারের অষ্টম মাস অর্থাৎ শাবান মাসের ১৪ এবং ১৫ তারিখের মধ্যবর্তী শবে বরাত উদৎযাপিত হয়ে থাকে যা মূলত দক্ষিণ এশীয় অঞ্চলে মুসলমানদের দ্বারা উদযাপিত হয়।
শবে বরাত ২০২৫ নিয়ে স্ট্যাটাস শুভেচ্ছা উক্তি এবং ছবি শেয়ার করবো আপনাদের সাথে। এখানে আমরা শব ই বরাত ২০২৫ নিয়ে কিছু স্ট্যাটাস ফটো দেওয়ার চেষ্টা করেছি। শব ই বরাত ২০২৫ নিয়ে মানুষজন অনেক সার্চ করে যাতে তারা ঠিকভাবে এই দিনটি সম্পর্কে জানতে পারে। শবে বরাত উৎসব মুসলমানদের মধ্যে শিয়া এবং সুন্নি উভয় সম্প্রদায়ের মানুষদের মধ্যে উদযাপিত হয়।
**** শুভ রজনী শুভ রাত
চলে এল শবে বরাত
ইবাদত করি সারা রাত
হবে তোমার গুনা মাফ
যদি তোল খালি হাত
ভরিয়ে দিবে আল্লাহ পাক****
১ টা দিন, ১ টা রাত। আজকে হলো শবে-বরাত। সকলকে দাও নামাজ এর দাওয়াত। Allah কে ডেকো সারা রাত। মাফ হবে সকল পাপ। তা হলে পাবে জান্নাত। {শুভ শবে-বরাত}
সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায় হযরত সুলাইমান (আঃ)
ঈদের দাওয়াত তোমার তরে, আসবে
তুমি আমার ঘরে। কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত। তখন কিন্তু দেবো
আড়ি, যাবো না আর তোমার বাড়ি। ঈদ
মোবারক সবাই কে ঈদের অভিনন্দন
সামনে আসছে রোজা,হালকা কর গোনাহেরবোঝা,যদি কর পাপচেয়ে নাও মাফ.এসো নিয়তকরি,আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পরি
রাতে জোসনা, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো? গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো। আকাশ মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা। {শুভ শবে বরাত}
আরো পড়ুন: রমজান মাসের ক্যালেন্ডার ২০২৫
আজ পবিত্র শবে বরাত, মুক্তি, ভাগ্য রজনী এ রাতের অনেক গুরুত্ব আমরা সবে জানি। শবে বরাতের আরও নাম লাইলাতুল বরাতএরাতে সুন্নাত আমলসমুহে অনেক ফযিলত কর জিকির,দরুদ পাঠ,কোরআন তিলাওয়াত নফল নামাজ, তাওবা, আরও কবর জিয়ারতআল্লাহ আজকের বরকতময় মহিমান্বিত রাতেএবাদত বন্দেগী করতে পারি সহিহ ছালামতে শবে বরাতের এই রাত পেয়ে, আমরা ভাগ্যবানআল্লাহ এরাতে আমল করার তৌফিক কর দান
১ টা দিন, ১ টা রাত। আজকে হলো শবে-বরাত। সকলকে দাও নামাজ এর দাওয়াত। আল্লাহ কে ডেকো সারা রাত। মাফ হবে সকল পাপ। তা হলে পাবে জান্নাত। {শুভ শবে-বরাত}
সালাত কায়েম করো এবং যাকাত দিয়ে দাও। আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো (অর্থাৎ জামাতে সালাত আদায় করো)।’ (সূরা ২ আল বাকারা : আয়াত – ৪৩)
আর সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। ’ (সূরা ২০ তোয়াহা : আয়াত -১৪)
সকলকে শবে বরাতের
শুভেচ্ছা
–人
_(___)_.,;,,,,, ,;,
_║∩║________ 人
_║∩║_____ .-:”'”””:-.
_║∩║____ (*(*(*|*)*)*)__
_║∩║__║∩∩∩∩∩∩║
আল্লাহ সকলকে শবে
বরাতের নামাজ
আদায়ের তউফিক দান
করুক ….আমিন।।
শুভ রজনী শুভ রাত
চলে এল শবে বরাত
ইবাদত করি সারা রাত
হবে তোমার গুনা মাফ
যদি তোল খালি হাত
ভরিয়ে দিবে আল্লাহ পাক।
আসিতেছে১টি রাত,
নাম তার শবে বরাত,
তুলিবো আমরা দু’হাত,
করিবো আমরা মুনাজাত,
আল্লাহ করবেন গুনাহ মাপ,
তোমাদের রইল দাওয়াত,
পালন করবে শবেবরাত……..
শবে বরাতের এই রাত পেয়ে, আমরা ভাগ্যবান,
আল্লাহ এরাতে আমল করার তৌফিক কর দান।
কর জিকির,দরুদ পাঠ,কোরআন তিলাওয়াত,
নফল নামাজ, তাওবা, আরও কবর জিয়ারত।
আল্লাহ আজকের বরকতময় মহিমান্বিত রাতে,
এবাদত বন্দেগী করতে পারি সহিহ ছালামতে।
আজ পবিত্র শবে বরাত, মুক্তি, ভাগ্য রজনী,
এ রাতের অনেক গুরুত্ব আমরা সবে জানি।
শবে বরাতের আরও নাম লাইলাতুল বরাত,
এরাতে সুন্নাত আমলসমুহে অনেক ফযিলত।
সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা,যদি কর পাপ চেয়ে নাও মাফ।এসো নিয়ত করি,আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পরি।।।
হযরত মোহামমদ (সাঃ) বলেছেন২টা জিনিশ কাছে রাখলে কোন দিন বিপদ আসবেনা ১=কোরআন ২=হাদিস , ইহা ১০০% সত্য।
যাকে ভয় করি।।!! তার নাম হাশর।।।!!! যাকে বিশ্বাস করি।।!! তার নাম কুরআন।।।!!! যার কাছে আমি ঋণী।।!! তার নাম মা।।।!!! যাঁকে নেতা মানি।।।!! তিনি হলেন রাসূল (সাঃ)।।।!! যার কাছে মাথা নত করি।।!! তিনি হলেন আল্লাহ’!!!
গান বাজনা Delete কর নামায রোজা Save কর খারাপ পোস্ট Cut কর ভাল পোস্ট Share কর ভিন্ন ধর্মকে Respect কর ইসলাম ধর্ম Open কর।
জান্নাতের নেটওয়ার্ক হল ইসলাম, : : : সিম হল ঈমান। : : : বোনাস হল রমযান, : : : রিচার্জ হল নামাজ, : : আর হেলপ লাইন হল কোরআন।
যদি কাঁদতে চাও, তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদ, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও, আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবেন।
জীবন সাজাই নামায দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে।।! জুম্মা মোবারাক।
◆GP: দূরত্ব যতই হোক মসজিদে যান । ◆Banglalink: আমরা নামাজ পড়েছি, আপনি পড়েছেন তো৷ ◆Airtel: নামাজের টানে মসজিদে আনে৷ ◆Robi: জেগে উঠুন আযানের ডাকে৷
মুসলিম আমার নাম! কুরআন আমার জান! নামাজ আমার গাড়ি! জান্নাত আমার বাড়ী! আল্লাহ্ আমার রব! নবী আমার সব! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম!
নামাজ রোজা নাহি কাজা করবো না ভাই কভু,, নয়তো রাজা দিবেন সাজা যিনি মোদের প্রভু,, নামাজ রোজা অনেক সোজা ইচ্ছে যদি করো,, মনের মতো সময় মতো নামাজ রোজা করো,, পণ করো আজ পড়বো রাখবো সদা রোজা,, তা না হলে পরকালে পেতে হবে সাজা,, বেহেস্তেতে থাকবো মেতে হবে কত মজা।।।
আর এমন লুকদের জন্ন খমা নেই,যারা মন্দ কাজ করতেই থাকে,এমনকি যখন তাদের কারু মাথার ওপর ম্রিত্তু ওপস্থিত হয়,তখন বলতে থাকে আমি এখন তওবা করেচি আর তওবা নেই তাদের জন্ন জারা কুফরি অবস্থায় মারা জায়।আল্লাহ বলেন আমি তাদের জন্ন যন্তনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি (সুরা আল নিসা-১৮)
যদি রাখো রোজা, – মন হবে তাজা। – যদি পড় নামাজ, – শক্ত হবে সমাজ। – যদি পড় কোরআন, – শক্ত হবে ঈমাণ।
নামাজ পড় মুসলিম বোন ও ভাই,নামজ ছারা দুনিয়াতে শান্তি নাই। নামাজের কথা রেখো স্মরন,নামজ দিয়ে সাজাও জীবন। নামাজ ছেরে করোনা ভুল,নামাজ হল ইবাদতের মূল।।। শুন মসলিম ভাই ও বোনেরা।পাচঁ ওয়াক্ত নামাজ পড়,জীবনকে সুন্দর ভাবে গরে তোল।
আপনি জানেন কী?? ১৪০০ বছরআগে থেকেইআপনাকে কেউ একজন ভালোবাসে? এখনও সেইমানুষটি আপনার জন্য এখনওকেঁদে যাচ্ছেন_আর সেইমানুষটি হলো আমাদেরপ্রিয় নবী____হযরত মুহাম্মদ(সাঃ)
সুন্দর চেহারা দিয়ে কি হবে? যদি চরিত্র না থাকে।।? উচ্চতর ডিগ্রী দিয়ে কি হবে? যদি অন্তরে দ্বীনের জ্ঞান না থাকে।।? অঢেল সম্পদ দিয়ে কি হবে? যদি ঈমান না থাকে।।? পৃথীবির সবকিছু পেলে কি হবে? যদি আল্লাহর সাথে না থাকেন~~~
একজন বেপর্দা নারী একটা ব্রেক ছাড়া গাড়ির মতো!! যেকোনো মূর্হূরতে আপনার জীবনকে ধ্বংস করতে পারে।।।।!!
Love Yoυআল্লাহ কে বলো,I Мιѕѕ Yoυনামায কে বলো,I Вeleιve Yoυকুরআন কে বলো,I Тrυѕт Yoυরাসুল(স)কে বলো,I Нaтe Yoυশয়তান কে বলো,I Don’т Careদুনিয়া কে বলো,I Like Mustইসলাম কে বলো।
সম্পদ বলে- আমাকে উপার্জনকরো,বাকী সব কিছু ভুলে যাও সময় বলে-আমাকে অনুসরন করো,বাকী সব কিছুভুলে যাও ভবিষ্যত বলে- আমার জন্যসংগ্রাম করো,বাকী সব কিছু ভুলে যাও আল্লাহ বলেন- শুধু আমাকে স্বরনকরো,বাকী সব কিছু আমি দেব।
সম্পদ বলে- আমাকে উপার্জনকরো,বাকী সব কিছু ভুলে যাও সময় বলে-আমাকে অনুসরন করো,বাকী সব কিছুভুলে যাও ভবিষ্যত বলে- আমার জন্যসংগ্রাম করো,বাকী সব কিছু ভুলে যাওআল্লাহ বলেন- শুধু আমাকে স্বরনকরো,বাকী সব কিছু আমি দেব।
জান্নাতেরনেটওর্য়াক ইসলাম!সিম হল ঈমান! বোনাস হলরমজান! রিচার্জ হলনামাজ! আর হেলপ লাইনহল কুরআন !ভাল লাগলে লাইক দিবেন!
নামাজ সব সমস্যার সমধান।, নামাজ সব রোগের প্রধানওষুধ।, নামাজ নিজে পড়ুন।।, অন্যকে পড়ার জন্য তাগিদদিন।, নামাজই আপনার আসলইনকাম।, নামাজ বেহেস্তের চাবি।
আল্লাহর পথে একটি সকালকিংবা একটি সন্ধ্যা ব্যয়করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্তসম্পদেরচেয়ে উত্তম।
পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।।
মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয় → অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয় ।
যে ব্যাক্তি আজান শুনে নামাজ পড়বে না কিয়ামতের দিন তাঁর কানে গরম সীসা ঢেলে দেয়া হবে
কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়। ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!
এইভাবে শিখলে কেমন হত ? । A = আল্লাহ B = বিসমিল্লাহ C = কালিমা D = দু’আ E = ঈমান F = ফরয G = জিহাদ H = হজ্জ্ব I = ইসলাম J = জান্নাত K = ক্বিয়ামত L = লা-ইলাহা ইল্লাল্লাহু।।। M = মুহাম্মাদ (সঃ) N = নবুওয়্যাত O = ওযু P = পুলসিরাত Q = কুরআন R = রহমত S = সুন্নাত T = তওবা U = উমরা V = বিতর W = ওয়াক্ত X = এক্সট্রা ইবাদত (নফল) Y = ইয়াসীন Z = যাকাত
সোনার গাছে হিরার পাতা।।। ভুলিও না আল্লাহর কথা।।। টাকা পয়সা কতকাল।।। জান্নাতে রবে চিরকাল।।। সাগরের মাঝখানে এক বুক পানি।।।আমার রব আল্লাহু ই জানি।।।।।
দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন, আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত।
সামনে আসছে রোজার Din খারাপ কাজ চেড়ে Din ভালো কাজে যোগ Din রোজা রাখো ৩০Din ইবাদত করো প্রতি Din
মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাক, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না।
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।
~এক এক করে যাচ্ছে চলে- ~মাহে রমযান~ ~কি করে দিবো আমি- ~তার প্রতিদান~ ~ক্ষমার আশায় আজও আমি- ~তুলি দুই হাত~ ~কবুল করো আল্লাহ তুমি- ~আমার মোনাজাত~
নামাজ পড়,রোজা রাখ,কলমা পড় ভাই, তোরা আখেরের কাজ করে নে সময় যে আর নাই।
আরো পড়ুন: জুম্মা মোবারক স্ট্যাটাস
দেখতে চাই স্বপ্ন , থাকতে চাই মগ্ন। হতে চাই কবি, লিখব আমি সবি। বাসতে চাই ভালো, জ্বালাতে চাই ইসলামের আলো।
অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে, ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া।
কিসের আমার বাহাদুরী কিসের অহংকার দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। এই দুনিয়ার আলো বাতাস লাগবে না আর গায় কে যাবে রে অচিন দেশে পাল তোলা এই নায়। তুমি যাবে আমি যাবো যাবে প্রিয়জন আসা যাওয়া চলছে খেলা থাকবে পড়ে ধন।।
মাগো আমি শিখব না আর হাট্টিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ -লাম- মীম, ১ টা করে হরফে ১০ টা করে নেকী, চল সবাই আজ থেকে কোরআন হাদীস শিখি
মানুষ সব সময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তূ জাহান্নাম থেকে নয়,অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় ।
ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত.
কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত.~~~~~~~~~~
এক এক করে যাচ্ছে চলে মাহে রমযান,
কি করে দিবো আমি তার প্রতিদান.*-*-*-
শবে বরাতের এই রাত পেয়ে, আমরা ভাগ্যবান,
আল্লাহ এরাতে আমল করার তৌফিক কর দান““`~~~~~
কর জিকির,দরুদ পাঠ,কোরআন তিলাওয়াত,
নফল নামাজ, তাওবা, আরও কবর জিয়ারত।
আল্লাহ আজকের বরকতময় মহিমান্বিত রাতে,
এবাদত বন্দেগী করতে পারি সহিহ ছালামতে।++++++++++
একদিন সাদা কাপড় পড়ে,
যেতে হবে অন্ধকার কবরে ।
তোমার সব কিছু পড়ে রবে দুনিয়াতে ,
একটু ভাবো মরন কালে তোমার সাথে কি যাবে ?
তাই আল্লাহকে ভয় করো ।———-
যকর জিকির,দরুদ পাঠ,কোরআন তিলাওয়াত,
নফল নামাজ, তাওবা, আরও কবর জিয়ারত।
আল্লাহ আজকের বরকতময় মহিমান্বিত রাতে,
এবাদত বন্দেগী করতে পারি সহিহ ছালামতে।
( ইবরাহিম (আ:) দোয়া করেছিল : ) হে আমার প্রভু ! আমাকে সালাত কায়েমকারী বানাও আর আমার বংশধরদের মধ্য থেকেও । ( সূরা ১৪ ইবরাহিম : আয়াত – ৪০ )
একদল লোক আছে , তাদেরকে ব্যস্ততা এবং ব্যবসা – বানিজ্য আল্লাহর স্মরণ এবং সালাত কায়েম করা থেকে বিরত রাখেনা। ’ (সূরা ২৪ নূর : আয়াত – ২৭)
তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ( ধৈর্য ) ও সালাতের মাধ্যমে। ’ ( সূরা ২ আল বাকারা : আয়াত – ৪৫)
(লোকমান তার ছেলেকে এই বলে উপদেশ দিয়েছিল) হে আমার পুত্র ! সালাত কায়েম করবে , ভালো কাজের নির্দেশ দেবে , অসৎ ও মন্দ কাজ থেকে নিষেধ করবে , আর ( এতে বিপদ আপদ আসলে ) ধৈর্য ধরবে। ’ ( সূরা ৩১ লোকমান : আয়াত – ১৭)
তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ করো। এবং এর উপর অটল থাকো। ’ ( সূরা ২০ তোয়াহা : ১৩২ )
অবশ্যি সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে । ’ ( সূরা ২৯ আনকাবূত : আয়াত – ৪৫)
যে কিতাব তোমার প্রতি অহী করা হয়েছে , তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। ’ ( সূরা ২৯ আনকাবূত : আয়াত – ৪৫)
শবে বরাত ২০২৫ নিয়ে কিছু গুরুত্ব তথ্য:
শবে বরাত ২০২৫ কত তারিখে?
উত্তর: শাবান মাসের ১৪ এবং ১৫ তারিখের মধ্যবর্তী শবে বরাত উদৎযাপিত হয়ে থাকে সে হিসেবে বাংলাদেশ সময় ২৬শে ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাতে শবে বরাত হবে।
রমজান ২০২৫ কত তারিখে?
উত্তর: শবে বরাত এর ১৫ দিন পর রমজান মাস এর শুরু হয় শবে বরাত যেহেতু ২৬শে ফেব্রুয়ারী অতএব পহেলা রমজান শুরু হবে ১২ই এপ্রিল ২০২৫ তারিখে।
বন্ধুরা শবে বরাত নিয়ে স্ট্যাটাস গুলো ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোন ধরনের তথ্যগত ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই আমাদের জানাবেন।