ইউনিভার্সিটির ক্যান্টিনে Pdf Download

ইউনিভার্সিটির ক্যান্টিনে pdf download। বইটিতে উপভোগ্য ভঙ্গিতে পর্দার আদ্যোপান্ত ও মা-বোনদের মুখাবয়ব ঢেকে রাখার আবশ্যিকতার বিষয়টি শরিয়তের অকাট্য প্রমাণাদি ও শিক্ষণীয় ঘটনাবলির বর্ণনাসহ তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইসলামের সঠিক দিকনির্দেশনাও উল্লেখ করা হয়েছে। শব্দের চতুর্সসিক বাহুল্য নয়, হৃদয়গ্রাহী ও গতিময় গদ্যে উপস্থাপিত হয়েছে রচনার প্রতিটি ছত্র।

এর মূল আরবী বইটি লক্ষাধিক কপি বিক্রির রেকর্ড গড়েছে।

  • বই: ইউনিভার্সিটির ক্যান্টিনে
  • লেখক: মাওলানা মাহমুদুল হাসান , ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী
  • ক্যাটাগরি: ইসলামি বিবিধ বই
  • ভাষা: বাংলা
  • ফরম্যাট: Free Download (ফ্রি ডাউনলোড)
  • প্রকাশনী: হুদহুদ প্রকাশন
  • প্রকাশকাল: ২০১৫
  • মোট পেজ: ১২৮ টি
  • ফাইল সাইজ: ৩.০৭ এম্বি

ইউনিভার্সিটির ক্যান্টিনে pdf বইয়ের প্রথম কিছু অংশ পড়ুন।

নারী, মহান আল্লাহর সৃষ্ট এক রত্ন যেই রত্নের আভায় ঝিলিক দিয়ে যায় পুরো মানবজাতি। স্রষ্টা তার এই সৃষ্টিকে এতইটাই মহিমান্বিত করেছেন যে পুরো মানবসমাজ কে যুগের পর যুগ ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যে তার হাতেই দিয়েছেন।

বুক ভরা ভালোবাসা ও মমতা এই নারী ভাগ ভাগ করে গোটা সমাজ টায় বিলিয়ে দিচ্ছে।

অথচ স্রষ্টার এই ফুলের পাপড়িতে বিষ ঢেলে দেয়ার জন্য তৎপর এক অন্ধকার মহল, যাদের থেকে রেহাই পাচ্ছেনা কোনো নারী,

ধর্ষণ ইভটিজিং থেকে শুরু করে আরো অভিনব পন্থায় তারা নারী জাতির মান সম্মান মর্যাদা কে মাটিতে মিশিয়ে দিচ্ছে ধীরে ধীরে। এমনকি অনেক কট্টর নারীবাদী রাও!!!

সারা নামের মেয়েটি কানয দ্বীপের বাসিন্দা, মেয়েটি ছিল সবার থেকে অন্যরকম, ভিন্ন প্রকৃতির। একদিন মেয়েটির সাথে দেখা হয় আরো দুজন মেয়ের, মিহা এবং উরাইয। যে দুজন এক ভ্রান্ত ধারণার মধ্যে পতিত ছিল কিন্তু সারা তাদের সেই ভ্রান্ত ধারণা দূর করে দেয় চমৎকার ভাষায় এবং দৃঢ় ইমানের বলীয়ানে। তাদের মধ্যে যে কথোপকথন তাই এই ইসলামি সাহিত্যের উপজীব্য।

তাদের মাঝে এমন কিছু কথা হয় যা আমাদের সমাজে বিপুল সংখ্যক মানুষ এক ই ধ্যান ধারণা পোষণ করে কিন্তু তারা জানেওনা, তারা যে ইসলাম হতে অনেক বিচ্যুত।

ব্যক্তিগত প্রতিক্রিয়া : সাধারণ ইসলামি বইগুলোর মত এখানে মাসলা মাসায়েল, নিয়ম রীতি নেই। কিং সঊদ ইউনিভার্সিটির প্রভাষক রেকর্ড সংখ্যক বিক্রি হওয়া এই বইটি তে গল্পের ছলে ইসলামের এমন এক স্পর্শকাতর বিষয় নিয়ে লিখেছেন যা ইসলামের অতি গুরুত্ব পূর্ণ এক অংশ।

পর্দা, আমরা সবাই কম বেশি জানি পর্দা কি? কেন পরতে হয়, অনেকে মানিও।

কিন্তু আসলেই কি আমরা নির্ভেজাল পর্দা করতে পারি? যতটুকু করি তা কি তাতে কি আল্লাহর বিধান মানা হয়?

না আজকের সমাজের বিশেষ এক প্রকার ট্রেন্ড হিসেবে পর্দাকে বেছে নেই, সাথে ইসলাম টাও হয়ে গেলো যেনো একের ভেতর দুই!!!

লেখক এই বইতে এমন কিছু তুলে ধরেছেন যা আমরা এতদিন হয়তো জানতাম ও না, শুধু তুলেই ধরেন নি শক্ত দলিল দিয়ে নিজ অবস্থান পরিষ্কার করেছেন। এমন এক কঠিন বই গল্পের ছলে পাঠক কে উপহার দেয়ার জন্য লেখক এবং বিশেষ করে হুদহুদ প্রকাশন কে একটা ধন্যবাদ দেয়াই যায়।

বই টি সংগ্রহে রাখার মত?

চমৎকার এই বই টি বিশেষ করে সেইসব মুসলিম বোন দের জন্য যারা ইসলাম কে ভালোবাসে এবং বিধি বিধান গুলো মানতে চায়, অথবা অজ্ঞতার জন্য সঠিক ভাবে পেরে উঠেন না।

মুসলিম উম্মাহর হিদায়াতের কিছু দিক নির্দেশনা এই বইটিতেই হয়তো পাওয়া যেতে পারে।।।

লেখক পরিচিতি:

অনুবাদক
মাওলানা মাহমুদুল হাসান

ইউনিভার্সিটির ক্যান্টিনে বইটি সম্পর্কে পাঠকদের মন্তব্য।

Md. Istiak Ahmed বলেছেন: বইটিতে পর্দা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ দলিল উপস্থাপন করা হয়েছে। পর্দা যে শুধুমাত্র নারীর জন্য নয় এবং পুরুষের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সেটা উপস্থাপন করা হয়েছে। যারা বলেন পর্দার ক্ষেত্রে মুখ ঢেকে রাখার বাধ্যবাধকতা নেই তাদের জন্য বইটি উত্তম জবাব। তবে যারা পর্দা করে না তাদের পর্দার জন্য আগ্রহী করে তোলার বিষয় বইটিতে অনুপস্থিত বলে আমার মনে হয়েছে। পর্দা ব্যতীত আরও কিছু বিষয়ে অল্প কিছু যুক্তি উপস্থাপন করা হয়েছে যেটা খুব ই ভালো লেগেছে। সর্বোপরি বই আসলেই সুন্দর একটি বই, বিষয় এবং সজ্জা উভয়দিক দিয়ে।

Sohanur Rahaman Sagor বলেছেন: বেপর্দা বোনদের জন্য ওষুধ হিসাবে কাজ করবে বইটি।
যদি কোন বোন পর্দার ব্যাপারে উদাশীন হয়, অথবা আধুনিক পর্দার নামে সঠিক পর্দা করে না তাদের প্রত্যাক কে বই টা পড়া খুব জরুরি।
বইটা পড়লে ইন শা আল্লাহ কোন বোন বেপর্দা বা পর্দার ব্যাপারে উদাশীন থাকবে না।
বইটিতে সারা নামে চরিত্রকে মূল ধরে গল্পের মাধ্যমে পর্দার গুরুত্ব পর্দার বিধান, কিভাবে পর্দা কিরতে হবে তার বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা করা হয়েছে।
এই বই পড়লে মনে হয় না এই বই পড়ার পরেও কোন বোন পর্দার ব্যাপারে উদাশীন থাকবে।
পর্দার জন্য উত্তম একটা বই

ইমরান বলেছেন: ড.মুহাম্মাদ বিন আব্দুর রহমান আরিফী রচিত বইয়ের এর বংলা অনুবাদ “ইউনিভার্সিটির ক্যান্টিনে” In the Cantteen of the University
এখানে নারী অধিকার ও পর্দা সম্পর্কে লেখা ।বইটিতে অনেক যত্নের সাথে তুলে ধরা হয়েছে পর্দার বিধানের আদ্যোপান্ত ও মা-বোনদের মুখাবয়ব ঢেকে রাখার আবশ্যিকতার বিষয়টি। পাশাপাশি তুলে ধরা হয়েছে ইসলামের এই বিষয়ে দিক-নির্দেশনাও। শব্দের বাহুল্য নয় অন্তরমুখী করেই লেখা হয়েছে এই বইটি – আমাদের সমাজেরই তরুণ-তরুণীর জন্য।

Title:ইউনিভার্সিটির ক্যান্টিনে
Author: ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী

Tasnim Rime বলেছেন: থিবীর যা কিছু সুন্দর সব কিছুই থাকে আবৃত অবস্থায় অর্থাৎ পর্দা দিয়ে ঢাকা সংরক্ষিত। এই সুন্দর পৃথিবীরূপ আকাশ নামক পর্দা দ্বারা আবৃত। অতি মূল্যবান চোখের সুরক্ষায় আছে চোখের পাপড়ির ছাউনি। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানবকুলের মধ্য নারী হলো সুবাসিত ফুল।সবাই চায় তার পরশ নিতে। তাই নিজেদের সুরক্ষার জন্যই নারীদের প্রয়োজন পূর্ণরূপে পর্দা করা। অনাবৃত পাকা কলার তুলনায় খোসা বা পর্দা যুক্ত কলা যেমন আমাদের কাছে গ্রহণযোগ্যতা পায় তেমনি শরীয়হ্ মোতাবেক পূর্ণ পর্দানশীল নারী সকলের কাছে সম্মানীয়, আকর্ষণীয়। এ বই পড়ে খুব সহজে জানতে পারলাম কুরআন- হাদিসে কি কি নির্দেশ আছে পর্দার ব্যাপারে? চেহারা ঢাকার ব্যাপারে বিভিন্ন দেশের আলিমগণের মতামত কি?
ইসলামের শত্রু বিজাতীরা মুসলিম জাতীকে ধ্বংস করার জন্য নারীদের’কে তাদের কালচারে আকৃষ্ট করে তাদের মতো উশৃঙ্খল জীবন ধারায় নিয়ে আসতে চায়। এজন্য তারা নানা অপকৌশল অবলম্বন করছে। ‘নারী- পুরুষ সমান অধিকার’ তারাই একটা অপকৌশলের রূপ। নারীদের বিভ্রান্ত করে পর্দার বাইরে এনে অনাবৃত করে ইসলামকে খাটো করাই যার আসল উদ্দেশ্য।

পুরো বই জুড়ে পর্দার বিষয়টি অত্যন্ত সুন্দর ভাবে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। অনুবাদকের কৃতিত্বও অনস্বীকার্য। নিঁখুত শৈল্পতার পরিচয় দিয়েছেন তিনি অনুবাদের ক্ষেত্রে যা পড়ার সময় পাঠক হিসেবে আমার জন্য বেশ উপভোগ্য ছিল।
আমাদের সমাজে বর্তমানে অসংখ্য মানুষ এখনও শরীয়হ্ পর্দা সম্পর্কে সঠিকভাগে অবগত না। তারা শরীরের কিছু অংশ ঢাকে আর কিছু অংশ উন্মুক্ত রাখে। এ বই পাঠের মাধ্যমে তারা শরীয়হ্ বিধান, পর্দা নিয়ে নানাবিধ প্রশ্নের উত্তর আর পর্দাহীনতার শুরুর ঘটনা গল্পে গল্পেই জানতে পারবেন। সতর্ক হতে পারবে আমাদের মা বোন। তবে পর্দা বিষয়ক বই ভেবে কেবল এ বই মেয়েদের জন্য নয়। পুরুষ পাঠকগণও জানতে পারবে কোরআনুল কারীমে কী নির্দেশ আছে নারী পুরুষের পর্দা বিষয়ক শরীয়হ্ নিয়ে।

অন্যদের যে কারণে পড়া উচিত :
আমাদের মনে প্রায়শই প্রশ্ন আসে,
★ পর্দা কেন ফরজ? কতটুকু ফরজ?
★পর্দা কি শুধুই মেয়েদের জন্য? নাকি পুরুষদের জন্যও? মনের কোনে উকি দেওয়া এমন সব প্রশ্নের উত্তরেই সাজানো বই ভার্সিটির ক্যান্টিনে।
তিন নারীর কথোপকথনের মাধ্যমে সহজ সরল প্রাঞ্জল ভাষায় আঁটসাঁট বোরকা আর পর্দার সম্পর্কে কুরআন – হাদিসের সতর্কবানী সম্পর্কে জানতে পারবে। নারীদের মাহরাম কারা?
আরও জানতে পারবে কিভাবে পর্দাহীনতার শুরু, এর ফলাফলি বা কেমন? গল্পের মাধ্যমে কিছু ঘটনা বর্ণনায় জানা যায় ইসলামের শত্রুদের কথা। বইটা পড়ে পাঠক বুঝতে পারবে পর্দা মুসলিম নারীর জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং মুখ ঢাকা কেন জরুরী।
সর্বোপরি পর্দার সুফল বিস্তার হবা মানব জীবনে।

Najmul Islam বলেছেন: মেয়েরা দুনিয়ার সকল সম্পদের মধ্যে উত্তম ও মূল্যবান সম্পদ। আর সম্পদের রক্ষনাবেক্ষনের দায়িত্ব নিজের। আপনার সৌন্দর্য্য ও সত্বীত একমাত্র বিবাহিত স্বামীর জন্যে সংরক্ষন করুন।বর্তমান সময়ে নারীদের জন্যে এক যুগান্তকারী বই।
সত্যিকার অর্থে পর্দার হুকুম কি?
গুরুত্বপূর্ণ কুরআনের আয়াত, হাদিস, মাসলা- মাসায়েল সহ সব কিছু এক মলাটে গল্পাকারে সাবলীল ভাষায় উল্লেখ রয়েছে।

ইউনিভার্সিটির ক্যান্টিনে বইটি pdf download করুন নিচের লিংক থেকে।

download 2Bbutton

প্রিয় পাঠক  ইউনিভার্সিটির ক্যান্টিনে বইটি pdf download করতে আমরা কখনোই আপনাদের উৎসাহীত করছি না। আমাদের অনুরোধ থাকবে ইউনিভার্সিটির ক্যান্টিনে বইটি আপনার নিকটস্থ লাইব্রেরী অথবা অনলাইন বইয়ের দোকান থেকে হার্ডকপি ক্রয় করুন এতে করে সম্মানিত লেখকগন তাদের লেখার প্রতি আরো উৎসাহিত হবেন।

আর হ্যা বন্ধুরা আপনারা চাইলেই বইটি এই অনলাইন শপ গুলো থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন।

রকমারি:  https://www.rokomari.com/book/137900/universitir-canteen

Leave a Comment