তুমিও জিতবে Pdf Download

তুমিও জিতবে শিব খেরা বাংলা পিডিএফ You Can Win in bengali Pdf Download। আন্তর্জাতিক ভাবে সবথেকে বেশি বিক্রি হওয়া বই এটি। অর্থাৎ সারাবিশ্বেই এই বইটার প্রচুর চাহিদা। তাই, বিশ্বের অসংখ্য ভাষাতেই বইটির অনুবাদ করা হয়েছে। বিদেশের পাশাপাশি বাংলাদেশেও বইটির তুমুল জনপ্রিয়তা রয়েছে।

বই: তুমিও জিতবে (You Can Win)

লেখক: শিব খেরা

ক্যাটাগরি: আত্ম-উন্নয়ন ও মেডিটেশন

ভাষা: বাংলা (অনুবাদ)

ফরম্যাট: Free Download (ফ্রিডাউনলোড)

প্রকাশনী: অনুরাগ প্রকাশন

প্রকাশকাল:

মোটপেজ: ১৭৭ টি

ফাইলসাইজ: ৬.৭১ এম্বি

তুমিও জিতবে শিব খেরা বাংলা পিডিএফ You Can Win in bengali pdf download বইয়ের প্রথম কিছূ অংশ পড়ুন

জীবন একটি ‘কাফেটেরিয়া’র মতো। একটি ট্রে হাতে নিয়ে খাবার পছন্দ করে নিন তারপর দাম মিটিয়ে দিন। যদি আপনি খাবারের দাম দিতে প্রস্তুত থাকেন, আপনি যে কোন খাবারই নিতে পারেন। “কাফেটরিয়া” যদি আপনি অপেক্ষা করেন যে ওয়েটার এসে আপনাকে খাবার দিয়ে যাবে, আপনি অপেক্ষাই করবেন, খাবার পাবেন না। জীবনও এই রকম, আপনি পছন্দ করুন এবং দাম মিটিয়ে আপনার প্রাপ্য জিনিস নিয়ে নিন। জীবনে যদি আপনি পছন্দমত পথ বেছে নেওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার অবকাশ থাকে তাহলে সমঝোতা করার প্রশ্ন কোথায়? এখানে স্মরন রাখা দরকার পছন্দ বা নির্বাচন করতেও আপস করতে হয়। বিষয়টি বিশদভাবে আলোচনা করা যাক। যখন আমরা বেশী খাই,তখন আমরা জানি আমরা মোটা হবই। যখন বেশি মদ খাই তখন নিশ্চিত জানি পরিদিন সকালে মাথা ধরবেই। যখন মদ্যপান করে গাড়ি চালাই,তখন আমরা বেছে নিই যে দুর্ঘটনায় হয় নিজে মারা যাব কিংবা কাউকে চাপা দিয়ে মারব। যখন অপরের সঙ্গে খারাপ ব্যবহার করি তখন জানি যে সেও সুযোগ পেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। যখন আমরা অন্য মানুষের তোয়াক্কা করি না, তখন আমরা বুঝেই নিই যে তারাও আমাদের তোয়াক্কা করবে না। কোন বিশেষ ধরনের জীবন বেছে বা পছন্দ করে নেওয়ার কিছু ফলাফল আছে। স্বাধীনভাবে বেছে নেওয়া যায়, কিন্তু একবার বেছে নেওয়ার পর যে কারণে বেছে নিয়েছি সেই কারণগুলি আমাদের নিয়ন্ত্রণ করে। নিজ নিজ জীবনযাত্রা বাছাইয়ের ক্ষেত্রে আমাদের সমান সুযোগ আছে, কিন্তু আমাদের নির্বাচিত জীবনযাত্রা অনুসরণ করতে গিয়ে আমরা এক অন্যের থেকে ভিন্ন হয়ে পড়ি। জীবন কুমোরের মতো, মাটি থেকে অনেক আকারের হাঁড়ি, কলসী, পাত্র তৈরি করতে পারা যায়। একইভাবে আমরা যেভাবে চাই সেভাবেই জীবন গড়ে তুলতে পারি। কিন্তু বিভিন্ন পাত্র তৈরির জন্য ভিন্ন ভিন্ন ধরনে কৌশলের প্রয়োজন। জীবন কেবল আনন্দ আর হৈ-হুল্লোড় নয়, জীবনের অনেক যন্ত্রণা ও হতাশা আছে। অনেক অচিন্তনীয় ঘটনা ঘটে। অনেক সময় সববিষয় ওলটপালট হয়ে যায়। ভালো লোকেরাও অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে পড়েন। কোন কোন ঘটনা মানুষের ক্ষমতার বাইরে, যেমন শারীরিক অক্ষমতা কিংবা জন্মগত ক্রটি। আমরা আমাদের পিতামাতা নির্বাচন করতে পারি না কিংবা জন্মের উপর আমাদের কোন নিয়ন্ত্রন নেই। সেই ক্ষেত্রে যদি কোনও দুর্ভাগ্যের কারন ঘটে তবে তা দুঃখজনক নিশ্চয়ই। কিন্তু তার জন্য কি আমরা কেবল আক্ষেপ করব, না যা আছে তাই নিয়ে সাধ্যমত চেষ্টা করব ? এই সিদ্ধান্তই নিতে হবে। একটি পরিষ্কার দিনে লেকের জলে শত শত নৌকা বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়। যদিও বাতাস একদিকেই বয় তবুও পালতোলা নৌকাগুলি ভিন্ন ভিন্ন দিকে যাতায়াত করে। কিভাবে করে? এটা নির্ভর করে কিভাবে তাদের পালগুলি লাগোনো হয়েছে তার উপর। এবং যিনি নৌকা চালান তিনি পালগুলিকে নির্দিষ্ট দিকে যাবার জন্য সেইভাবে ঘুরিয়ে ধরেন। এই অবস্থা আমাদের জীবনের ক্ষেত্রেও সত্য। আমরা বাতাসের গতিপথ বদলাতে পারি না কিন্তু আমরা জীবনের পালকে কিভাবে লাগাব যাতে বাতাসের গতির সুবিধা নিতে পারি , তা আমরা নির্ধারণ করতে পারি। আমরা পছন্দমত পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি করতে পারি না, কিন্তু আমাদের মনোভাবকে আমাদের পছন্দমত কাজের উপযোগী করে নিতে পারি । সেই মনোভাব হবে সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যেও বিজয়ীর মনোভাব, পরাজিতের মনোভাব নয়। আমাদের মনোভাবই আমাদের ভাগ্য নির্ধারণ করে। পাঠ্য প্রতিক্রিয়াঃ জীবনে যখন কোন বিপর্যয় ঘটে তখন আমরা হয় দায়িত্বশীলভাবে কিংবা ক্ষোভের সঙ্গে তার মোকাবিলা করতে পারি। ওক বৃক্ষের ফলের যেমন কোন বেছে নেওয়ার শক্তি নেই, মানুষ কিন্তু সেরকম নয়। ওক বৃক্ষের বীজ ঠিক করতেপারে না সে দৈত্যাকার ওক গাছ হবে না কাঠবিড়ালির খাদ্য হবে। এ সম্পর্কে বীজ কোন সিদ্ধান্ত নিতে পারে না। মানুষের বেছে নেওয়ার ক্ষমতা আছে। প্রকৃতি যদি আমাদের হাতে একটি পাতিলেবু দেয় তাহলে আমরা বেছে নিতে পারি, প্রকৃতির কৃপণতায় হা হুতাশ করব, না পাতিলেবুটাকে লেমোনেড তৈরিতে ব্যবহার করব।

  অগ্নিপুরুষ Agnipurush Pdf Download মাসুদ রানা

 

আরও পড়ুন: 

আদর্শ হিন্দু হোটেল pdf download

এলন মাস্ক সম্পর্কে ১০ টি অজানা তথ্য

 

 

লেখকপরিচিতি:

শিব খেরা ‘Qualified Learning Systems Inc. U.S.A. এর প্রতিষ্ঠাতা। তিনি একজন শিক্ষাসংস্কারক, ব্যবসা-বাণিজ্যের পেশাদার উপদেষ্টা, অত্যন্ত চাহিদাসম্পন্ন বক্তা এবং সফল নিয়ােগকর্তা। শিব খেরার তাই অনেক পরিচয়। তিনি বিভিন্ন ব্যক্তিকে তাদের প্রকৃত সুপ্ত সম্ভাবনা সম্পর্কে অবহিত ও উদ্বুদ্ধ করতে সাহায্য করেছেন। তিনি তাঁর প্রগতিশীল বার্তা ছড়িয়েছেন পৃথিবীর নানা প্রান্তে – ইউ.এস. থেকে সিঙ্গাপুর থেকে ভারত থেকে তাঁর সাধারণ জ্ঞান এবং গভীর বিশ্বাস অগণিত মানুষকে, তাদের দৃষ্টিভঙ্গিকে পুনর্মূল্যায়ণ করতে অনুপ্রাণিত করেছে। তাঁর দীর্ঘ কুড়ি বছরের গবেষণা, মেধা এবং অভিজ্ঞতা বিভিন্ন মানুষকে তাদের ব্যক্তিগত বিকাশ ও পরিপূর্ণতায় সাহায্য করেছে। শিব খেরার গুরুত্বপূর্ণ মক্কেলদের তালিকা: Lufthansa German Airlines. ANZ Grindlays. Bahamas Quality Council and Boehringer Mannheim. শিব খেরা বিবিধ রেডিও এবং টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন।

 

তুমিও জিতবে শিব খেরা বাংলা পিডিএফ You Can Win in bengali pdf বইটি সম্পর্কে পাঠকদের মন্তব্য

Tanisha Boramanikar বলেছেন: আমার জীবনের প্রতিটি মুহুর্তে সর্বদা আমাকে অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমার উপর অনেক বেশি প্রভাব ফেলেছিলো তুমিও জিতবে শিব খেরার এই বইটি

 

আরও কিছু ফ্রি পিডিএফ বই ডাউনলোড করুন:

আদর্শ হিন্দু হোটেল pdf download

 

তুমিও জিতবে শিব খেরা You Can Win বইটি pdf download করুন নিচের লিংক থেকে

প্রিয়পাঠক তুমিও জিতবে শিব খেরা You Can Win বইটি pdf download করতে আমরা কখনোই আপনাদের উৎসাহীত করছি নাআমাদের অনুরোধ থাকবে তুমিও জিতবে শিব খেরা You Can Win বইটি আপনার নিকটস্থ লাইব্রেরী অথবা অনলাইন বইয়ের দোকান থেকে হার্ডকপি ক্রয় করুন এতে করে সম্মানিত লেখকগন তাদের লেখার প্রতি আরো উৎসাহিত হবেন

8 thoughts on “তুমিও জিতবে Pdf Download”

Leave a Comment