জ্ঞান নিয়ে উক্তি এবং জ্ঞান মূলক কিছু কথা

জ্ঞান নিয়ে উক্তি এবং জ্ঞান মূলক কিছু কথা নিয়ে আজ বন্ধুরা আমাদের এই লেখাটি। জ্ঞান মানুষের কাছে এমনি এমনি চলে আসে না একে কষ্ট করে অর্জন করতে হয়। যুগে যুগে এই পৃথিবীতে অনেক জ্ঞানী মানুষের আগমন হয়েছে তো সেই জ্ঞানী ব্যক্তিদের জ্ঞানমূলক কথা শুনেও অনেক জ্ঞান আহরণ করা সম্ভব। আশা করি আপনি এই সুন্দর উক্তিগুলোর মাধ্যমে জ্ঞান এবং প্রজ্ঞার একটি নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পাবেন।

 

জ্ঞান নিয়ে উক্তি

মাঠে বল একটাই, তাই সেটা

নিজেদের কাছে রাখো।

 

আমার দলে আক্রমন শুরু করে গোলকিপার,

আর স্টাইকার হল প্রথম ডিফেন্ডার।

 

জেগে ওঠো, সচেতন হও এবং

লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না।

 

আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে

এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব

থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।

 

সূর্য আমি, ঐ দিগন্তে হারাব, অস্তমিত হব,

তবু ধরনীর বুকে চিহ্ন রেখে যাব।

একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি

ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব

বিষয়েই পাশ করে। এখন সে

মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার

আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।

 

কাউকে সারা জীবন কাছে পেতে চাও?

তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে

রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে

কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।

 

একজন মানুষ যত বড় হতে চায়, তত

বড় হতে পারে। যদি সে নিজের ওপর

বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন

থাকে, এবং সে যদি বড় অর্জনের জন্য

ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে,

তার পক্ষে যে কোনও কিছু সম্ভব ।

 

কোনওকিছু যদি সত্যিই তোমার কাছে

গুরুত্বপূর্ণ হয়, তবে তুমি তা করবেই

কোনও বাধাই তোমাকে থামাতে পারবে না।

 

অর্থ যেমন অর্থের জন্ম দেয়,

সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়।

 

সংশয় যখোনে থাকে, সাফল্য

সখোনে ধীরপদক্ষেপে আসে।

 

  প্রেরণামূলক উক্তি এবং স্ট্যাটাস

মানুষের জন্ম হয় সফলতার

জন্য, ব্যর্থতার জন্য নয়।

 

ব্যর্থ হওয়ার নানা উপায় আছে,

কিন্তু সফল হওয়ার উপায় একটাই।

 

যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্য নেই।

 

সমস্যা তোমাকে থামিয়ে দেয়ার জন্য

আসে না, তোমাকে পথ দেখাতে আসে।

 

যদি স্বপ্ন দেখতে পারো, তবে

তা বাস্তবায়নও করতে পারবে।

 

ভালো মানুষ খুব ধীরে ‘না’ বলে।

বুদ্ধিমান মানুষ চট করে ‘না’ বলতে পারে।

 

আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন

হল সত্যিকার ইচ্ছা। সত্যিকার ইচ্ছা থাকলে

কোনও বাধাই মানুষকে থামাতে পারে না।

 

কখনও না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব

নেই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর

মাঝেই সত্যিকার বিরত্ব লুকিয়ে আছে।

 

সফল হতে চাইলে তোমাকে সামনে

আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে

হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেয়া যাবে না।

 

বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই

হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে।

পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে।

 

সত্য কথা বলে শয়তানকে অপমান করো।

 

মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি।

তাকে হয়তো ধ্বংস করা যায়,

কিন্তু হারানো যায় না।

 

বাস্তব যে কোনও কঠিন অবস্থা কাটানো

সম্ভব। মানুষ শুধু মনে মনে কল্পনা

করা কঠিন অবস্থা কাটাতে পারে না।

 

বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক

আগ মূহুর্তে হাল ছেড়ে দেয়। খেলার

একদম শেষ মূহুর্তে, টাচ লাইনের এক

পা আগে তারা হার মেনে নেয়।

 

ক্ষূদ্র ক্ষূদ্র জিনিসকে এক করলে তা

বিরাট কিছুতে পরিনত হয়। ফোঁটা ফোঁটা

পানি দিয়েই প্রলয়ংকরী বন্যা সৃষ্টি হয়।

 

মানুষের কোনও ধারণাই নেই যে,

সে কতটা ক্ষমতা রাখে।

 

সাধারণ মানুষ তাদের ক্ষমতার ২৫%

দিয়ে কাজ করে। যারা ৫০% এর বেশি

কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে।

যারা ১০০% দিয়ে কাজ করে –

পৃথিবী তাদের সামনে মাথা নত করে।

 

বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর

  হাসি নিয়ে উক্তি বাণী এবং স্ট্যাটাস

জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত

জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও

সুন্দর জীবন হতে পারে না।

 

আত্মশক্তির প্রতি যার শ্রদ্ধা আছে,

সে একদিন যতো বিলম্বেই হোক না

কেন গগণমার্গে মস্তক উঁচু করে দাঁড়াবেই।

 

তোমার নাম জানার পর থেকে সুখ

তোমাকে পাওয়ার আশায় ছুটে বেড়াচ্ছে।

 

আশা হলো সবচেয়ে উদ্বেগজনক

অবস্থাতেও শান্ত ও আনন্দিত থাকার ক্ষমতা।

 

অসত্যের পথে সফল হওয়ার চেয়ে,

সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো।

 

সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ

খেতে দেয়ার বদলে মাছ ধরতে শেখাও।

 

সাফল্য তখনই আসে যখন একজন

মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা

কোনও কাজে বিলিয়ে দেয়।

 

যদি তোমার সমালোচনা করার মত

কেউ না থাকে, তবে তোমার সফল

হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

 

ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ

গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো

সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি।

 

পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে

আপনি যতটা অর্জন করতে পারবেন,

তার চেয়ে অনেক বেশী অর্জন করতে

পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে।

 

ভদ্র আচরন করতে শিক্ষা লাগে, অভদ্র

আচরন করতে অজ্ঞতাই যথেষ্ট।

 

জ্ঞান নিয়ে স্ট্যাটাস

সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায়

অথচ তার খারাপ কাজগুলো

পৃথিবীতে রয়ে যায়।

 

আমাকে আমার সফলতা দ্বারা বিচার

করো না; ব্যর্থতা থেকে কতবার আমি

ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো।

 

Give Up করার মানে কিন্তু সবসময়

এটা না যে আপনি খুব দুর্বল প্রকৃতির,

এর মানে আপনি অনেক শক্তিশালী এবং

অনেক বুদ্ধিমান যে সেইসব ছেড়ে

দিয়ে আগে অগ্রসর হতে চায়।

 

সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে

মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়;

মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়।

 

জীবনকে ভালবাসুন। ভালবাসতে

ভালবাসুন। ভালবাসায় কিছু উন্মাদনা

থাকবেই। কিন্তু সব উন্মাদনায়ই

কিছু আন্তরিকতা মিশে থাকে।

  মা দিবস নিয়ে উক্তি মা নিয়ে কিছু কথা স্ট্যাটাস

 

যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে,

আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে

সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে।

 

জীবন যতক্ষন আছে, বিপদ ততক্ষন থাকবেই।

 

তুমি যখন প্রেমে পড়বে তখন আর

তোমার ঘুমাতে ইচ্ছে করবেনা; কারণ তখন

তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে।

 

যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার

বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়।

 

সব দুঃখের মূল এই দুনিয়ার

প্রতি অত্যাধিক আকর্ষণ।

 

সবার সাথে যে তাল মিলিয়ে

কথা বলে সে ব্যক্তিত্বহীন।

 

 

সত্যিকারের প্রচেষ্টা কখনই ব্যর্থ হয় না।

 

যারা নতুন কিছু খোঁজে না, একদিন

তাদেরও কেউ খুঁজবে না।

 

নেকড়ের পালের সাথে বসবাস করো,

তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে।

 

বিদ্যা অর্জনের জন্যে যদি সুদূর চীন

দেশেও যেতে হয়, তবে সেখানে যাও।

 

শুধু সামনে এগিয়ে যাও। কে কি বলছে

তাতে কান দিও না। নিজের ভালোর জন্য

যা করতে হবে, করতে থাকো।

 

যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ,

যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ, যতক্ষণ

না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে

ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার

ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না।

 

ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে

জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও

ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ।

 

ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে

বড় কষ্টটি পাবে,আজ সে তোমার

সবচেয়ে কাছের কোন একজন।

 

বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের

কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ

তারা ভাবে তাদের কথা বলতে হবে।

 

জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন,

প্রতি মুহূর্তে, প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি

আনন্দে উপলক্ষ্যে। যত বেশি হাসবে,

যত কম অভিযোগ করবে, জীবনটা

ততোই ভরে উঠবে সুখে, পরিতৃপ্তিতে।

 

সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়।

Leave a Comment