বিজয় দিবসের এসএমএস শুভেচ্ছা বার্তা মেসেজ। মহান বিজয় দিবস কয়েক দিনের মধ্যেই আসছে তাই এখনই বিজয় দিবস এর এসএমএস সংগ্রহ করুন এবং আপনার বন্ধুদের এই শুভেচ্ছা জানিয়ে দিন তার আগেই। বিজয় দিবস বিজয়ের জন্য মহিমান্বিত আত্মত্যাগের একটি দিন। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর এদিন আমরা বিজয় অর্জন করি।
অনেকেই সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর বিজয় দিবস শুভেচ্ছা স্ট্যাটাস দিবেন। এছাড়াও আপনি বিজয় দিবস এসএমএস পাঠিয়ে আপনার প্রিয় মানুষকেও মুগ্ধ করতে পারেন। বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবসে শুভেচ্ছা জানানোর জন্য কিছু সুন্দর এসএমএস শুভেচ্ছা বার্তা মেসেজ আপাদের সুবিধার্থে নিচে লেখা আকারে দিয়ে দিলাম।
১৬ই ডিসেম্বর তুমি ১৬ কোটি মানুষেরচলার পথের উৎস প্রেরনার,তুমি সারা বিশ্বে ছড়িয়ে থাকাপ্রতিটি বাঙালির গর্বদুঃখ-সুখের অনুরণ স্বপ্নীল বাসনার ।
১৬ই ডিসেম্বর তুমি মহা বিজয়ের মহা উল্লাসতুমি বিধবা মায়েরবন্দী স্বাশের শান্তির নিঃস্বাস ।
১৬ ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকারতুমি কোটি জনতার,বিজয় নিশানস্বাধীন বাংলার স্বাক্ষর ।
মুক্ত পাখি মুক্ত আকাশ মুক্ত আমি তুমি রক্ত দিয়ে কিনে নিলাম প্রিয় জন্নভূমি।মুক্ত মাটি মুক্ত পানিমুক্ত সোনার দেশমুক্তিসেনার রক্ত তোহবে না যে শেষ।যাদের রক্তে মুক্ত স্বদেশবিজয় এলো ঘরেবিজয় দিনে আমরা তাদেরভুলব কেমন করে।
তোমার মাঝেই স্বপ্নের শুরু,তোমার মাঝেই শেষ ৷তবু ভালো লাগা ভালোবাসাময় তুমি,আমার বাংলাদেশ ৷
এখনতো চারিদিকে রুচির দুর্ভিক্ষ! একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ! এই দুর্ভিক্ষের কোন ছবি হয়না।
জয়নুল আবেদিন
কথা ছিলো একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।
হেলাল হাফিজ
তার দুটো হাত- মুষ্টিবদ্ধ যে-হাত মিছিলে পতাকার মতো উড়েছে সক্রোধে, যে-হাতে সে পোস্টার সেঁটেছে, বিলিয়েছে লিফলেট, লোহার হাতুড়ি দিয়ে সেই হাত ভাঙা হলো। সেই জীবন্ত হাত, জীবন্ত মানুষের হাত।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তাঁর চোখ বাঁধা হলো। বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ। থ্যাতলানো ঠোঁটজোড়া লালা-রক্তে একাকার হলো, জিভ নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়লো কংক্রিটে। মা…..মাগো….. চেঁচিয়ে উঠলো সে।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তাকে চিৎ করা হলো। পেটের ওপর উঠে এলো দু’জোড়া বুট, কালো ও কর্কশ। কারণ সে তার পাকস্থলির কষ্টের কথা বলেছিলো, বলেছিলো অনাহার ও ক্ষুধার কথা।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিলো- বুঝি সে-কারণে ফর ফর করে টেনে ছিঁড়ে নেয়া হলো তার শার্ট। প্যান্ট খোলা হলো। সে এখন বিবস্ত্র, বীভৎস।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যখন তুমি কোন একজন মানুষকে ভিন্নভাবে বিচার করো সে কারো কী ক্ষতি করছে তা না দেখে বরং সে শুধু অন্যরকম এজন্যে, তখনই স্বাধীনতা হুমকির সম্মুখীন হয়।
বারাক ওবামা
জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তাঁর চোখ বাঁধা হলো। বুটের প্রথম লাথি রক্তাক্ত করলো তার মুখ। থ্যাতলানো ঠোঁটজোড়া লালা-রক্তে একাকার হলো, জিভ নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়লো কংক্রিটে। মা…..মাগো….. চেঁচিয়ে উঠলো সে।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
তাকে চিৎ করা হলো। পেটের ওপর উঠে এলো দু’জোড়া বুট, কালো ও কর্কশ। কারণ সে তার পাকস্থলির কষ্টের কথা বলেছিলো, বলেছিলো অনাহার ও ক্ষুধার কথা।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সে তার দেহের বস্ত্রহীনতার কথা বলেছিলো- বুঝি সে-কারণে ফর ফর করে টেনে ছিঁড়ে নেয়া হলো তার শার্ট। প্যান্ট খোলা হলো। সে এখন বিবস্ত্র, বীভৎস।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সব কটা জানালা খুলে দাও না আমি গাইবো, গাইবো বিজয়েরই গানওরা আসবে চুপি চুপিযারা এইদেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রান…
সংগৃহীত
মুক্তির মন্দির সোপান তলেকত প্রাণ হলো বলিদান,লেখা আছে অশ্রুজলে..কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা,বন্দীশালার ওই শিকল ভাঙা,তাঁরা কী ফিরিবে এই সুপ্রভাতে-যত তরুণ অরুণ গেছে অস্তাচলে!’মহান বিজয় দিবস অমর হোক।জয় বাংলা।
সংগৃহীত
কিনেছি অনেক দামী উপহারবহু মনোহর কাগজের ফুল; ভালোবাসা দিয়ে হয়নাই কেনা একখানি মেঘ একটি বকুল!জমিজমা আর গৃহ আসবাবঅধিক মূল্যে করে রাখি ক্রয়, শুধু কিনি নাইকানা কড়ি দিয়ে একজোড়া চোখ একটি হৃদয়!
মহাদেব সাহা
সূর্যোদয়ে তুমি সূর্যস্তেও তুমিও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমিও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি!!আজ ১৬ ই ডিসেম্বর।মহান বিজয় দিবস।সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা..
সংগৃহীত
১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগেরবিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীনসার্বভৌম রাষ্ট্র, তাদের রুহের মাগফিরাতকামনা করছি।শ্রদ্ধার সাথে স্বরন করছি জাতিরশ্রেষ্ট সন্তানদের।
সংগৃহীত
মুক্তির লাল সবুজ উল্লাসেপাজরের বন্ধনগুলো অন্য আলোয় উদ্ভাসিতন মাসের লালিত ক্ষোভের দাবানলেক্ষয় হয়ে যাকমনের সব নীচতা, মৌনতা, হীনতাসবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা…
সংগৃহীত
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজাপ্রাণএবং দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধেরবিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণতুল্যমাতৃভূমি, বাংলাদেশ।
সংগৃহীত
লাল এর মাঝে ভালবাসা, সাদা এর মাঝে বন্ধুত্ব, নীল এর মাঝে কষ্ট; কালো এর মাঝে অন্ধকার, আর.. সবুজের মাঝে আমার বাংলাদেশ।
সংগৃহীত
বিজয় আমাকে পথ দেখিয়েছে ,দিয়েছে বাচার আশ্বাস ।আমি বিজয়ের গান গাই ,আমি স্বাধীনতা কে চাই ।আমি বিজয়ের পতাকা ধরে ,সারাটি পথ পাড়ি দিতে চাই ।মহানবিজয় দিবসের শুভেচ্ছা ।
সংগৃহীত
তোমার মাঝেই স্বপ্নের শুরু,তোমার মাঝেই শেষ ৷তবু ভালো লাগা ভালোবাসাময় তুমি,আমার বাংলাদেশ ৷
সংগৃহীত
মুক্ত পাখি মুক্ত আকাশমুক্ত আমি তুমিরক্ত দিয়ে কিনে নিলামপ্রিয় জন্নভূমি।মুক্ত মাটি মুক্ত পানিমুক্ত সোনার দেশমুক্তিসেনার রক্ত তোহবে না যে শেষ।যাদের রক্তে মুক্ত স্বদেশবিজয় এলো ঘরেবিজয় দিনে আমরা তাদেরভুলব কেমন করে।
সংগৃহীত
১৬ ই ডিসেম্বরতুমি বাঙালির অহংকারতুমি কোটি জনতার,বিজয় নিশানস্বাধীন বাংলার স্বাক্ষর ।
সংগৃহীত
১৬ই ডিসেম্বরতুমি মহা বিজয়ের মহা উল্লাসতুমি বিধবা মায়েরবন্দী স্বাশের শান্তির নিঃস্বাস ।
সংগৃহীত
১৬ই ডিসেম্বর তুমি ১৬ কোটি মানুষেরচলার পথের উৎস প্রেরনার,তুমি সারা বিশ্বে ছড়িয়ে থাকাপ্রতিটি বাঙালির গর্বদুঃখ-সুখের অনুরণ স্বপ্নীল বাসনার ।
সংগৃহীত
কি বলার কথা, কি বলছি।কি শোনার কথা কি শুনছি। কি দেখারকথা কথা কি দেখছি। … ত্রিশ বছর পরেওআমি স্বাধীনতাটাকে খুঁজছি।… ভাইঅনেক বড় বড় কথা না বলে বরং দেশেরজন্যআমরা কি করেছি এবং কি করতে পারি সেটাইভাবি এবং আমাদের পক্ষে যতটুকু সম্ভবততটুকু করার চেষ্টা করি।
সংগৃহীত
শর ভাবে, ছুটে চলি, আমি তো স্বাধীন, ধনুকটা একঠাঁই বদ্ধ চিরদিন। ধনু হেসে বলে, শর, জান না সে কথা- আমারি অধীন জেনো তব স্বাধীনতা।
রবীন্দ্রনাথ ঠাকুর
১ টি যুদ্ধ ৯ টি মাস ৭ জন বীরশ্রেষ্ঠ ১ টি দেশমিনিং অফ ১৯৭১ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন…
সংগৃহীত
এগুলো অবশ্যই পড়ুন—
- বিজয় দিবসের ছড়া কবিতা
- ১৬ই ডিসেম্বর বিজয়ের গল্প
- ১৬ই ডিসেম্বর বিজয়ের কবিতা
- বিজয় দিবসের স্ট্যাটাস উক্তি এবং বাণী সমগ্র
- বিজয় দিবসের ইতিহাস এবং অজানা কিছু কথা
অসংখ্য মানুষের জীবনের বলিদানের জন্যে আমাদের দেশ এই দিনটা আজ দেখতে পায় …বিজয় দিবসে জানাই গর্বিত অভিনন্দন !
সংগৃহীত
বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে একটা লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৪৪ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছা
সংগৃহীত
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা
সংগৃহীত
খুব ভালো লিখেছেন।