শীতকাল নিয়ে উক্তি স্ট্যাটাস এবং বাণী সমূহ। বাংলাদেশ ছয়টি ঋতুর দেশ। পেীষ ও মাঘ এই দুটি মাস মূলত শীতকাল হয়ে থাকে অনেকের কাছেই এই ঋতুটি সবচেয়ে বেশি প্রিয় হয়ে থাকে বিশেষ করে যারা পিঠা, গুড়, মুড়ি, মোয়া ইত্যাদি পছন্দ করেন। শীতের সকাল অন্যান্য যেকোনো সকালের চেয়ে একটু আলাদা হয়ে থাকে। এই শীতকালকে নিয়ে অনেকে বিভিন্ন ধরনের উক্তি বা স্ট্যাটাস দিয়ে থাকেন আর সেকল কিছু নিয়ে আজকের এই লেখটি।
সব হবে মাগার
গোছল হবে না।
শীতকাল!
তুমি ছিলে গরম চা
আর আমি নরম “পারলে”;
অনেকক্ষন ভিজিয়ে রেখে
শেষে ডুবিয়ে দিয়েই ছাড়লে!?
গরম গিয়ে শীত এলো,কাঁপাকাঁপি শুরু
হলো, শীতের এখন নতুন রুপ,
পুকুরে আর দিবো না ডুব।
শীত এসেছে বন্ধু আমার জানাই
তোমায় শীতের সকাল।
কেন এতো দ্বিধা?
কেন এতো সংকোচ?
আসতে চেয়েও কেন আসছো না?
আর কত অপেক্ষা?
এবার একেবারেই আসো না।
শীতকাল
প্রকৃতি জড়ানো কুয়াশা
দিচ্ছে শীতের চিঠি °°
কুয়াশার মাঝে খেজুর গাছ
আনছে গুড়ের তৃপ্তি,,,,
সামনের পাকা ধান
কৃষকের মন হবে মহান
প্রতিটি কৃষকের কাঁধে
যেন লক্ষ্মী হাসবে ..
আরো পড়ুন: সফলতার উক্তি
গরম গেলো
শীত এলো
পুকুরের পানি বরফ হলো।
শীত এখনো নতুন রুপ
ঠান্ডা পানিতে দিওনা ডুব।
শোন আমার বন্ধুগণ
সবাইকে শীতের নিমন্ত্রণ
১০ মিনিট চিন্তা করে
১ মিনিটে গোসল করার
নামই হলো #শীতকাল
উড়ছে পাখি দিচ্ছে ডাক
কুয়াশা আসছে ঝাঁক ঝাঁক
খেজুর গাছের রসের হাঁড়ি
আমি আসছি তোমার বাড়ি
উঠবে মাঝি তুলবে পাল
তোমাকে জানাই
শুভ #শীতকাল
– পুরো বিশ্ব হার মেনে যায় শীতের কাছে…!!
শীত হার মেনে যায় নামাজির কাছে.
আজ টিপ টিপ
কুয়াশা সারা সকাল পড়ছে
হিম হিম শীত যেন শরির থেকেও ঝরছে
রিমঝিম শীত
শীত এসেছে লাগলো কাঁপন,
লাগলো দোলা প্রাণে
শীত এসেছে হিমেল হাওয়া,
আনন্দ আর গানে
সবাইকে_শীতের_শুভেচ্ছা
আরো পড়ুন: আশা নিয়ে উক্তি
শীতকাল,
তুমি না আসলে হয় না??
তোমার জানা উচিত যে,
সবার বউ নাই।
শুরু হলো
বাবু একটু ভ্যাসলিন দিয়ে দেই!
#শীতকাল
শীত কালে সবাই বউকে নিয়ে
ঘুমাতে চায়। কিন্তু
সকালে গোসল করতে চায় না।
শীত শীত ভাব
একটা মেয়ে পডামু
শুধু সময়ের অভাব ।
বলছিলাম
শীত তো এসে গেলো
প্লাজু গুলোর কি হবে?
জীবনে চোখের জল মুছে
দেওয়ার জন্য অনেককে পাবেন
কিন্তু নাকের জল মুছে দেওয়ার
জন্য কাউকে পাবেন না ,
তাই বলছি শীত আসছে , সাবধানে
থাকুন ঠান্ডা লাগাবেন না ।
চিন্তুায় ঘুম আসছে না
জানি না আমার হবু বউ
এই শীতে কিভাবে থালাবাসুন ধুচ্ছে ।
I have a গভীর প্রশ্ন
সবাই বলছে শীত চলে এলা
কিন্তু শীত এলো কিভাবে ?
সাইকেলে, বাসে এরোপ্লেনে নাকি ট্রেনে !!
শীতকালে গোসলের সময় প্রথম
গায়ে পানি ঢালা,
আর প্রেমিকাকে করা প্রথম কিস …
২টাই এক রকম
প্রথম বারেই ভয় কেটে যায় ।
শীতকাল আসছে
এবার লোকেদের ভালোবাসা হবে,
রোমান্স হবে, বিয়ে হবে..
আর আমার কাশি হবে,
ঠান্ডা লাগবে,
আর জ্বর আসবে!!
শীতকালে লেপের তলায়
গরমকালে ফ্যানের তলায়
বর্ষাকালে ছাতার তলায়
যৌবনকালৈ ছাদনা তলায়
সবশেষে কেওড়া তলায়
বাঙালির পুরো জীবন টা তলাতে
কেটে গেলো ।
শীত এতো পড়েছে যে
মশা পর্যন্ত কানের কাছে এসে বলছে
ভাই একটু লেপের তলায় শুইতে দে
সত্যি বলছি কামড়াবো না ।
Others :- Oh Shit!
Me :- Oh শীত!
Dear শীত,,
Don’t Hug me..
কারন জোর করে ভালোবাসা
হয় না ।
গোপন সংবাদে জানা গিয়েছে!
শীত কালে যারা ৭দিনে ১বার
গোসল করেছিলো !
এখন তারা ১দিনে ৭বার
গোসল করতেছে!
Congratulation..
আপনার chat list এর প্রথম ব্যক্তির সাথে
এই শীতে আপনার বিয়ে হতে চলেছে।।
স্যার: বলত শীতকাল কাকে বলে?
বাতেন : যে কালে বিড়ি না খেয়েও মুখ দিয়ে
ধুঁয়া বের হয়! তাকে শীত কাল বলে?
স্যার : তোকে আজকে কেলিয়ে-
বিন্দাবন দেখিয়ে ছাড়বো হারMজাদা!!
কচুপোরা-
শীতকাল না বর্ষাকাল-
বুঝতেই পারছি না !!
শীতে চান করার সময় মিঠুন দার
সেই বিখ্যাত ডায়লগ পারফেক্ট ম্যাচ করে যায়,
“প্রথম কাপুনি তার পর ঝাকুনি”,
শীতকালে আইসক্রিম কিনতে গেলে
সবাই এমন ভাবে তাকায়
যেন Gaজা কিনতে আসছি।।
শীত রে.. শীত রে..
তুই অপরাধী রে..
আমার স্বপ্নে গড়া গরমকাল টা
দে ফিরাইয়া দে..
আমার স্নানের জলকে
ঠান্ডা করার অধিকার দিল কে.?
শীত তুই বড়ো অপরাধী
তোর ক্ষমা নাই রে..
এই শীতে গিটার বাজানোর
পরে গোসল করিস ভাই?
বাঙালি শীতে মরে যাবে
তবুও বিয়ে বাড়িতে
শোয়েটার পড়বে না ।।
যত্ত শীত বাড়ছে লোকের প্রেম
জমে যাচ্ছে
আর এদিকে তো আমার
নারকেলের তেল জমে যাচ্ছে!
শীত মনে হয় এইবার
মাধ্যমিক পরীক্ষা দিবে
নাহলে এতো পড়ছে
কেনো?
শীতকালে গোসল করতে গেলেই বোঝা যায়,
টাইটানিক জাহাজের,
নায়ক টা,
কতো কস্টে মারা গিয়েছিল..
নিজেকে সাইনটিস্ট তো-
তখনি মনে হয়
যখন, এই শীতে ঠান্ডা জলের সঙ্গে-
গরম জল মেশাই !!
হ্যাঁ আমিই-
সে যে এই ভয়ঙ্কর-
শীতেও রোজ স্নান করি-
যায় হোক!
I proud of me !!!
i love শীতকাল Because-
ভালো ঘুম হয় !
কম্বলের ভেতর মোবাইল টিপলে-
মা বুঝতে পারে না !!!
– হালকা শীত
– বৃষ্টি
– রোমান্টিক আবহাওয়া
মিসিং ফিউচার বউ !!
এই শীতে কেউ ফানি পোষ্ট
করবেন না
কারণ ফাটা ঠোটে হাসতে কষ্ট হয়।
আমি শুধু ভাবি ..!
গরমকালে যে মশারি দিয়ে ১ ফোটা
হাওয়া ঢোকে না!
শীতকালে সেই মশারি দিয়ে হু হু
করে শীত ঢোকে কি করে ?
শীতকালে বিয়ে করলে
গরমকালে কি
বউ ফেরত দেওয়া যাবে ??
শীতকালে স্নান না করার জন্য
যদি নোবেল দেওয়া হতো,
তাহলে নিশ্চিত
সেটা ছেলেরাই পেতো!
এখনকার ছয় ঋতুর নাম
১. গ্রীস্ম- ২. বর্ষা
৩. বর্ষা রিটার্নস
৪. বর্ষা ওয়ান্স এগেইন.
৫. বর্ষা কন্টিনিউস
৬. বর্ষা যুক্ত শীত।
আমি যেদিন বড়লোক হবো
সেদিন শীতকালে স্নান
করার জন্য ও লোক রাখবো
– বউ থাকিলে সঙ্গে?
– শীত লাগে না অঙ্গে!
এই শীতে সবাই শুধু কম্বল-
বিতরন করে,
কেউ বউ বিতরন করে না-
শুধু কি কম্বলে শীত কমে !!
আল্লাহ্! এইবার শীত টা
একটু কমায় দিও
কারণ সবার তো আর বউ নাই ।
আমি ঢাকার শীতকাল দেখেছি ,
কিন্তু শীত দেখি নি…
শীত একবার আসতে হয়,
শীত বারবার আসলে মিথ্যার মতো শোনায় ।
শীতকাল বারবার আসতে হয়,
শীতকাল বারবার আসলে সত্য বলে মনে হয় ।
আমি বলবনা শীত ১০০০বার আসে নি,
আমি বলবো যে আমি মীত না আসায় সেটা নিয়ে
১০০০টি স্ট্যাটাস দিয়েছি ।
তুমি যদি শীত অনুভব করতে চাও ,
তাহলে প্রথমে ঢাকার শীতকালের
তীব্র রোদকে ভালবাসতে শেখো ।
যে শীত আমরা সোয়েটার পরে কাটাতে
চাই সে শীত কখনোই পড়ে না ।
সেই সব শীত অতি দ্রুত চোখের
সামনে দিয়ে চলে যায় ।
পাখি উড়ে গেলেও পালক
ফেলে যায় আর
ঢাকায় শীত না পড়লেও ফেলে
রেখে যায় শীতকাল।
শীতবিহীন শীতকাল পৃথিবীতে
থাকা, ঘাসবিহীন মাঠে
গরুর পায়চারির মত …
সবাই শীত চায়,
কিন্তু কেউই শীতের জন্য এতদিন
অপেক্ষা করতে চায় না ।
শীতকাল সেট নয়,
যেটায় শীত পড়ে না ।
শীতকাল সেটাই যেটাতে
শীতের ইয়েতে মানুষ বের হতে পারে না ।
আমি ঢাকার শীতকাল আসার কথা
শুনি কান দ্বারা কিন্তু শীত বুঝি
শুধু মন দ্বারা ।
যে পুরুষ ঢাকার শীতকালকে বুঝতে পারে,
সে পৃথিবীর যে কোন জিনিস বুঝতে
পারার গৌরব করতে পারে ।
শীতকাল আসার আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু
শীত না পড়ার বেদনা
থাকে সারাটি জীবন ।
শীতকাল নিছক একটি বিভ্রম
যদিও এটি খুব অস্থায়ী ।
যে শীতকালের সঙ্গে শীতের
যোগাযোগ নেই সে তো
শীতকাল নয়, গ্রীষ্মকাল ।
ঢাকায় শীত বলে কিছু নেই,
তা শুধু মনে মনে গড়ে ওঠে।
শীতের দুপুর, উপুড় হয়ে মাদুর পেতে ছাতে,
কুল তেঁতুলের আচার মুখে, ‘গল্পগুচ্ছ’ হাতে,
পিঠের উপর নরম রোদের চাদর বোনা চলে
আলসেমি টা কানের কাছে ‘ঘুমিয়ে পড়ো’ বলে,
ছুটির দুপুর বড্ড প্রিয়, ভীষণ ভালবাসি,
তোমায় ভেবে সারা দুপুর মুখ লুকিয়ে হাসি।
শীতকাল মানে
বিবাহিত দের লেপের তলায় বউ
আর সিঙ্গেল ছেলেদের লেপের
তলায় মোবাইল ।
শীতকালে সারাটা রাত এই
কনফিউসানে পেরিয়ে যায় যে.
লেপের লম্বা দিক কোনটা,
আর চওড়া দিক কোনটা!
খামার মাঠে আড্ডা জমে
বউ মেয়েতে মিলে
সুখের দুঃখের হাজার কথা
জমিয়েই দিলে।।
পি.এন. পিসি ও হয় কখনো
কখনো জোটে খোঁটা
কখনো আবার সবাই মিলে
লুড খেলার ঘটা।।
ডাক দেয় আজান
ধোঁয়া ওঠা চায়ে,
প্রেমের কবিতা ছাপে
সূর্য্যিমামার ছটায়।।
শীতল বিষণ্ণতায় ভারী হয় শহর,
কুয়াশা এসে ভিড় করে গলির মোড়ে
বিবর্ণ ঘাসেদের শরীরে শিশিরের আস্ফালন,
অপেক্ষার পারদ ঘনায় প্রেমিকার গভীরে ।
শীত কালে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে
মনে হয় তাকে ডান্ডা দিয়ে পিটাi
কুয়াশা মাখা শিশির ভেজা
শীতকালের এই রাত
আজ ও আমি স্বপ্নতে
রোজ ধরেছি তোমার হাত ।
আরো শীত
বাক্স বন্দি কিছু ইচ্ছে আছে
আরো শীত
লেপ তোষক মোড় আমার কাছে ।
হ্লাকা শীতে , অল্প রৌদ্রে
হাতে চায়ের কাপ ।
বাঙালি আন্না ভেসে উঠে
যখন আড্ডাটা হয় জমজমাট ।
এতদিন করেছি তোমায় অবহেলা
এখন বুঝতেছি ঠেলা
তুমিই আমার একমাত্র সম্বল
I love U কম্বল ।
শীতের আমেজে আজ
সকাল করলো দেরী
সূর্য আজ রাগ করেছে,
সকালের সাথে আড়ি।
ভোরের ছোঁয়ায়
জাগলো পাখীরা
পোহালো বুঝি রাত
তোমার জন্য রইলো
আমার মিষ্টি সুপ্রভাত ।
ডাক দেয় আজান
ধোঁয়া ওঠা চায়ে,
প্রেমের কবিতা ছাপে
সূর্য্যিমামার ছটায়।।
পৌষ রোদেতে স্মৃতির নকশিকাঁথা
সব গল্পেরই থাকে রাজা এক রাণী
তাদের ছিল আঁকাবাঁকা এক নদী
মলাট বিহীন শেষের কবিতা খানি।।
শীতের দুপুর, ছাউনি খড়ের
উঠোনে ভাত, মোরগ ঝুঁটি –
কয়লা উনুন পুকুর পাড়ে
আর সবুজ খেতে মটরশুঁটি ।
আমি থাকি নাইবা থাকি পাবে আমার ভালবাষা।
শীত হোক আর গ্রীষ্ৎ কিংবা হোক হাজার বর্ষা।।
উহু উহু বাবারে
কামড়ায় কে ঘাড়ে
এতো দেখি মুখপোড়া
কনকনে শীত-
শীত বড় কামড়ায়,
আয় গায়ে লেপ আয়
তুই আমি আনন্দে
সংগীত গাই ।
খুব শীত পড়েছে
দয়া করে কেউ জ্ঞান না দিয়ে,
কম্বল দিন
আপনার ভাল হবে ।
শীত কালে অনেকে ‘কম্বল’
বিতরন করে ,
গরম কালে কেউ Ac বিতরণ
করে না কেন..?
শীতকাল মানে,
এক কাপ গরম চা দিয়ে
সকালের শুরু ।
রাত ফুরাল দোর খুলো গো ,
রবির কিরন লেগেছে দেখো
দুয়ারে তোমার উঁকি মারে
পাখিরা ছোটে সারে সারে ।
শিশির ভেজা ঘাসের রেখায়
কুয়াশা ঘন ভোরের বেলায়
চলো একটু ঘুরে আসি
শীতের সকাল ভালোবাসি
মিষ্টি শীতল বয়েছে বাতাস
ধোঁয়ায় ঘেরায় ভোরের আকাশ ।
শীতের সকাল সতেজ শরীর
একটু হাঁটলে মনটা নিবিড়
লেপ কম্বল এবার ছাড়ো
কনকনে শীত উপভোগ করো ।
আদর মাখা শীতের দুপুর,
প্রশ্রয়েতে লজ্জারাঙা,
আমার প্রেমও সাগরপাড়ি,
পেছনে থাকুক শাসনডাঙা ।
এলো চুলের সেই মেয়েটা,
সময় যার ঠোঁটে থামে,
রাতের আমেজ আনবে বলে,
শুকতারাটার কপাল ঘামে।
এমন একটা প্রেমিক চাই,
বৃষ্টিধারায়, টাপুর -টুপুর
অসময়ের কোকিল হয়ে
প্রেম শেখাবে, শীতের দুপুর!
শীত আসে সাথে নিয়ে উত্তুরে হাওয়া
হিমহিম ঠাণ্ডা তাই না চেয়েই পাওয়া।
কাকডাকা ভোরবেলা কুয়াশার খেলা
সূর্যের দেখা পেতে বয়ে যায় বেলা।
শীত এসে মেলে ধরে শুষ্কের ছাতা
বনে বনে বাতাসেই ঝরে পড়ে পাতা।
শীতের সকাল উষ্ণ আমেজ,
কম্বলে মোরা মিষ্টি সকাল।
ঘাসের উপর ভেজা শিশির,
কুয়াশায় মিশে টালমাটাল।।
একই চাদর
অনেক উষ্ণতা
শিশিরে ভিজুক
ভালোবাসার গল্প খাতা
শীত এসেছে ফিরে,
কড়া নাড়ছে দেখো দ্বারে
তুমি কাছেই আমার থেকো,
একটু উষ্ণতা রেখো ।
শুনলাম শীতকালে
ছেলে/মেয়েরা
গোসল তো দূরের কথা
সকালে উঠে ব্রাশ ও করে না ।
এটা কি সত্যি কথা ?
আরো পড়ুন: বন্ধুকে নিয়ে উক্তি স্ট্যাটাস
শীতের শহর আজ নিশ্চুপ
প্রতিবাদের মোমবাতি শেষ
গর্জে ওঠা স্বরগুলি দিচ্ছে শীতঘুম
চারদেওয়ালের আস্তরনে টেনে উষ্ণতার রেশ ।
শীত শীত ভাব
তোমার ঠোঁটের উষ্ণতার অভাব ।
শীতের সময়ে লেপের তোলায়
আলতো নিদ্রায় তোর
স্বপ্ন অর্পিতা ।
শীতের সকালের উষ্ণ রোদ্দুর তুমি
লেপে মুরি দেয়া কফির চুমুক তুমি
কোনে বসে নেয়া উনুনের আঁচ তুমি
আমি তো মূর্তি কিন্তু আমার ছাঁচ তুমি।
শীতের সুপ্রভাতে,
উষ্ণতার পরশ পেতে,
দুই হাতে,
ধরলাম তাকে।
প্রথম চুমুকেই,
বাজিমাত,
শীত বাবাজী,
কুপোকাত।
শীতের সকাল শরতের আকাশ
তোমার নীলাভ আবরন আমার আকাশ
ভোরের পাখি শান্ত কোমল বাতাস
ঠাঁই দিয়ে যায় ভালোবাসার সকাল।
শীতের সকাল ,
মিঠে কড়া রোদ আর ক্রিকেট..
বড় হওয়ার প্রয়োজনে ছোটবেলাটা
যেন বড্ড তাড়াতাড়ি ছোট হয়ে গেল।
শীতের কুয়াশা
ধরেছে শ্লোগান
সঙ্গ দিয়ে সূর্যও গাইছে
বিজয়ের জয় গান।
ওরা কারা
যাদের পা গরম হয় না !
অনেক্ষণ লেপের নীচে থাকর
পরও ।
শীতের মিঠে রোদ পড়েছে বাগান জুড়ে,
তারই মৃদু আভাস আসে হৃদয়পুরে।
ধূলায় ধূসর পথ গেয়েছে কি যেন সুর,
জানি আমি এবং জানে শীতের দুপুর।
বন্ধুরা শীত নিয়ে যদি আপনাদের কোন রকম আলাদা রকমের আইডিয়া বা প্রস্তুতি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
সব হবে মাগার
গোছল হবে না।
শীতকাল😆