ট্রেনের বগির নাম ইংরেজিতে ও বাংলায়

ট্রেনের বগির নাম ইংরেজিতে ও বাংলায়। বাংলাদেশ রেলওয়েতে ট্রেনের বগির নাম বাংলা বর্ণমালায় থাকলেও অনলাইনে ট্রেনের টিকিটে বগির নাম ইংরেজিতে অর্থাৎ বাংলা বর্ণমালার উচ্চারণ এ দেওয়া হয়।

৫০% ট্রেনের টিকিট রাখা হয় অনলাইন কোটা থেকে কেনার জন্য এবং অন্য ৫০% ট্রেনের টিকিট রাখা হয় কাউন্টার থেকে কেনার জন্য। কিন্তু অনেক সময় মানুষ ১০০% পর্যন্ত টিকিট অনলাইন বা কাউন্টার থেকে ক্রয় করতে পারে এবং এটি টিকিটের প্রাপ্যতার উপর নির্ভর করে থাকে। আজকের এই লেখাটিতে আপনাদের সুবিধার্থে ইংরেজি এবং বাংলায় ট্রেনের বগির নাম দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে আসন তথ্য

ট্রেন ছাড়ার আগে অবশ্যই আপনাকে আপনার টিকেট অনুযায়ী সঠিক আসনটি পেতে হবে। এখানে বাংলাদেশ রেলওয়ে আসন তথ্য নিয়েই কথা বলবো। আমরা জানি যে ট্রেনের বগির নামগুলি বাংলা বর্ণমালায় থাকে তবে অনলাইন টিকিট এর ক্ষেত্রে এটি একটি ইংরেজি বর্ণমালাতে দেখায়। আর এই ইংরেজী বর্ণমালা হলো বাংলা বর্ণমালার উচ্চারণ।

আমরা যদি ইংরেজিতে ট্রেনের বগির নাম উচ্চারণ করি তখন এটি অনেকগুলো বাংলা বর্ণমালার উচ্চারণ একসাথে হয়ে থাকে যা খুবই বিভ্রান্তিকর।

ট্রেনের বগির নাম ইংরেজিতে ও বাংলায়

বাংলা ও ইংরেজিতে ট্রেনের বগি নামের উচ্চারনের এই বিভ্রান্তি দূর করার জন্য আমরা ইংরেজি ও বাংলা ভাষায় সকল ট্রেন বগির নামের একটি তালিকা তৈরি করেছি।

English Name

বাংলা নাম

KA

KHA

GA

GHA

UMA

CHA

SCHA

JA

JHA

NEO

TA

THA

DA

DHA

DANT

TO

THO

DOA

XTR

এক্সট্রা
SLR

লাগেজ

আরো পড়ুন: ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়া

বন্ধুরা ট্রেনের কোচের নাম ইংরেজি ও বাংলায় আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে তাই সংগ্রহে রাখুন,কাজে লাগবে।কারণ ই-টিকেটিং এ কোচের নাম শুধু মাত্র সংক্ষেপে ইংরেজি বর্ণ দ্বারা লিখা থাকে, আর ট্রেনের কোচের গায়ে লিখা থাকে বাংলা বর্ণ দ্বারা। লেখাটি আপনার কাছে ভালো লাগলে শেয়ার এবং নিজস্ব মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেননা কিন্তু।

1 thought on “ট্রেনের বগির নাম ইংরেজিতে ও বাংলায়”

Leave a Comment