ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি pdf download

ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি pdf download। অনেক গেমস মুসলমানদের ঈমান, আকিদা নষ্ট করার মাধ্যম হিসেবে কাজ করছে। অনেক গেমসে সন্ত্রাস, প্রতারণা, চুরি ইত্যাদির প্রতি আহবান করা হচ্ছে। এছাড়া এসকল গেমসের আরো হাজারো কুপ্রভা তো আছেই। সব লিখতে গেলে বিশাল এক রচনার পর্যায়ে গিয়ে পৌঁছবে সেজন্য অল্প কয়েকটার কথা বললাম। এই বিষাক্ত গেমসগুলো দ্বারা যে কেবল মুসলিম ছেলেপুলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটি নয়; বরং পশ্চিমে যাদের মধ্যে হয়তো ইসলামের দাওয়াত পৌঁছানো যেত তারাও ইসলাম সম্পর্কে ঘৃণা নিয়ে বড় হচ্ছে। তাদের সামনে ইসলামের একটি বিকৃত রূপ উপস্থাপন করা হয়েছে।

  • বই: ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি
  • লেখক: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
  • ক্যাটাগরি: ইসলামি গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
  • ভাষা: বাংলা
  • ফরম্যাট: Free Download (ফ্রি ডাউনলোড)
  • প্রকাশনী: সীরাত পাবলিকেশন
  • প্রকাশকাল: ২০১৮
  • মোট পেজ: টি
  • ফাইল সাইজ: এম্বি

ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি pdf বইয়ের প্রথম কিছু অংশ পড়ুন।

গেমসকে কেন্দ্র করে প্রচুর সময়েরও অপচয় হয়। ইবনুল কায়্যিম (রাহি.) বলেন:

” সময়ের অপচয় মৃত্যুর চেয়েও জঘন্য। কেননা, মৃত্যু তো শুধু দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তা থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু সময়ের অপচয় মানুষকে আল্লাহ তা’আলা এবং আখিরাত থেকে বিচ্ছিন্ন করে দেয়।” (আল ফাওয়ায়িদ: ৩১ পৃষ্ঠা)

ইলেকট্রনিক গেমসের মহামারি অধ্যায়ের শেষ দিকে বাজারে সফল ও জনপ্রিয় এবং চরিত্র – বিধ্বংসী গেমসগুলোর বিকল্প নিয়ে আসার আলোচনা করা হয়েছে। কীভাবে কি করলে পরিবার, সমাজ, রাষ্ট্র এসকল গেমসের ভয়াবহতা থেকে বাঁচতে পারবে তার একটা সুন্দর দিকনির্দেশনা দেয়া হয়েছে। সচেতন পাঠক এ অংশটুকু পড়ে বেশ উপকৃত হবেন।

বইয়ের দ্বিতীয় অংশ কমার্সিয়াল সেন্টারে মহামারি অধ্যায়ে শপিংমলকে কেন্দ্র করে মানুষ যেভাবে ভোগ, অশ্লীলতা, অর্থ অপচয়ের দিকে পা বাড়ায় সে দিকটা ফুটিয়ে তোলা হয়েছে। আলোচনায় এর বিভিন্ন কুফল, সমস্যা সমাধানে করণীয় দিকগুলো সুন্দর বিশ্লেষণধর্মী আলোচনার মাধ্যমে স্থান পেয়েছে। আমি যেহেতু প্রতিনিয়ত কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত থাকি সে হিসেবে এ অংশটুকুর আলোচনা আমার আগামী জীবনের পথচলায় অনেক উপকার করবে। সবাইকে সুখপাঠ্য বইটি কিনে পড়ে দেখার অনুরোধ করছি। আশাকরি এ বইটা আপনাকে দুনিয়া ও আখিরাতে উপকৃত করবে ইনশাআল্লাহ

বইয়ের ছাপা, বাঁধাই, ভালো হয়েছে। বানান ভুল নাই। কাগজের মানও ভালো

লেখক পরিচিতি:

শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি বইটি সম্পর্কে পাঠকদের মন্তব্য।

ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি বইটি pdf download করুন নিচের লিংক থেকে।

download 2Bbutton

প্রিয় পাঠক ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি বইটি pdf download করতে আমরা কখনোই আপনাদের উৎসাহীত করছি না। আমাদের অনুরোধ থাকবে ইলেকট্রনিক গেমস এবং কমার্সিয়াল সেন্টারের মহামারি বইটি আপনার নিকটস্থ লাইব্রেরী অথবা অনলাইন বইয়ের দোকান থেকে হার্ডকপি ক্রয় করুন এতে করে সম্মানিত লেখকগন তাদের লেখার প্রতি আরো উৎসাহিত হবেন।

আর হ্যা বন্ধুরা আপনারা চাইলেই বইটি এই অনলাইন শপ গুলো থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন।

রকমারি: https://www.rokomari.com/book/167719/electronics-games-and-commercial-centre-mohamari

Leave a Comment