আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ সম্প্রতি প্রকাশিত হয়েছে। আপনি যদি এএফএমসিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে চান তবে আপনাকে www.afmc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আবেদন ফি দিতে হবে টাকা ১০০০ টাকা এবং মাত্র ৪০০০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে শুধুমাত্র তারাই পরিক্ষা দিতে পারবে।

মোট আসন সংখ্যা AFMC-১২৫ (আর্মি মেডিকেল কর্পস ক্যাডেট (AMC-২৫), AFMC ক্যাডেট- ১০০-। AFMC বিভাগ-90 এর প্রার্থীরা যদি মেডিকেল টেস্ট এ ফিট হন  তাহলে এই ৯০ জন ক্যাডেটই সুযোগ পাবেন এর মধ্রে ১০টি আসন বিদেশী ক্যাডেটদের জন্য সংরক্ষিত। কেউ অযোগ্য হলে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত আবেদনকারী http://afmc.teletalk.com.bd/ এ ভিজিট করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং AFMC-তে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এক নজরে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

আবেদন শুরু১০ ডিসেম্বর ২০২৪
আবেদননের শেষ তারিখ২৭ ডিসেম্বর ২০২৪
আবেদন ফী প্রদানের শেষ সময়আবেদন করার ২৪ ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে
প্রবেশপত্র১৯ জানুয়ারী থেকে

২৩ জানুয়ারী ২০২৫ পর্যন্ত

পরীক্ষার তারিখ২৪ জানুয়ারী ২০২৫

(সকাল ১০.০০ টা হতে ১১.০০ টা পর্যন্ত)

আবেদন ফী১০০০ টাকা
আবেদন করার লিংকhttp://afmc.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইটhttps://afmc.edu.bd/

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

Armed Forces Medical College Admission Circular

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ ভর্তির জন্য আবেদন করার আগে, সাবধানে নিচের দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ুন। তারপর  আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ সেশনে আবেদন করে ফেলুন।

AMFC (আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ) পরিচিতি:

AFMC বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর সাথে অনুমোদিত এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (BMDC) দ্বারা স্বীকৃত। এটি একমাত্র রাজনীতিমুক্ত মেডিকেল কলেজ। AFMC (আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি একক মেডিকেল কলেজ। অন্যগুলো আর্মি মেডিকেল কলেজ। এটি একটি সামরিক মেডিকেল কলেজ যা ঢাকা সেনানিবাস, ঢাকাতে অবস্থিত। AFMC এর দুই ধরনের ছাত্র আছে:

  • মেডিকেল ক্যাডেট (AFMC ক্যাডেট)
  • আর্মি মেডিকেল কর্পস ক্যাডেট (AMC ক্যাডেট)

এএফএমসিতে ভর্তির জন্য কীভাবে আবেদন করবেন তা জানতে

নিচের দেওয়া নির্দেশাবলী ফলো করুন। আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় সব তথ্য পাবেন। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তির জন্য নিচের দেওয়া আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ বিজ্ঞপ্তিটি পড়ুন। এখানে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ এর বিজ্ঞপ্তি রয়েছে।

আর্মড ফোর্স মেডিকেল কলেজ এ ভর্তির যোগ্যতা

আর্মড ফোর্স মেডিকেল কলেজ এ ভর্তির যোগ্যতা নিম্নরুপ হতে হবেঃ

বাংলাদেশী ক্যাডেটদের জন্য

আপনি যদি আর্মড ফোর্স মেডিকেল কলেজ এ ভর্তির জন্য একজন বাংলাদেশী প্রার্থী হন তবে ভর্তির জন্য আবেদন করার আগে আপনাকে অবশ্যই নিম্নের বিষয়গুলো ফলো করতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

২০২৪ সালে এইচএসসি/এ লেভেল/সমমান ও ২০২২ সালে এসএসসি/ও’ লেভেল/সমমান অথবা ২০২৪ সালে এইচএসসি/এ লেভেল/সমমান ও ২০২১ সালে এসএসসি/ও’ লেভেল/সমমান অথবা ২০২৩ সালে এইচ এসসি/এ লেভেল/সমমান ও ২০২১ সালে এসএসসি/ও’ লেভেল / সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের জিপিএ কমপক্ষে সর্বমোট ৯.০০ হতে হবে।

প্রার্থীকে এসএসসি/ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/ এ’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন থাকতে হবে।

শুধুমাত্র ‘উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৮.০০ গ্রহণযোগ্য হবে। তবে এককভাবে কোনো পরীক্ষার একটিতে গ্রেড পয়েন্ট ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য হবে না। জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

শর্ত থাকে যে, এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় পাশের পূর্ববর্তী ০৩ (তিন) বছরের মধ্যে এসএসসি/ও’ লেভেল/সমমান পরীক্ষায় পাশ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি/ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবে না।

সকলের জন্য এইচএসসি/এ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৪.০০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।


শারীরিক যোগ্যতাঃ

এএফএমসিঃ এএফএমসিতে ভর্তিচ্ছুক প্রার্থীদের জন্য নিম্নলিখিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবেঃ
(১) উচ্চতা স্বাভাবিক (ব্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ)।
(২) ওজন Body Mass Index (BMI) অনুযায়ী (+২০ পাউন্ড পর্যন্ত শিথিলযোগ্য)।
(৩) ডোপ টেস্টে নেগেটিভ হতে হবে।
(৪) দৃষ্টি শক্তি – ৬/৬ (চশমাসহ +৩.৫ ডি এবং সিলিন্ড্রিকেল পাওয়ার +১.৫ ডি এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে)। Colour Blindness অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
(৫) Gross Physical Deforemity ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রার্থীগণ অযোগ্য হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্ট প্রার্থী পূর্বে কোনো মানসিক, সংক্রামক/দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল না মর্মে অভিভাবক কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে।


আর্মি মেডিকেল কলেজঃ ০৫ (পাঁচ)টি আর্মি মেডিকেল কলেজের ক্যাডেট প্রার্থীদের মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে।

বিদেশী ক্যাডেটদের জন্য

মাত্র ১০জন বিদেশী প্রার্থী এএফএমসিতে ভর্তি হতে পারবেন। আন্তর্জাতিক ক্যাডেটদেরও আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ক্যাডেটদের সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তা ছাড়পত্র।
  • শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বাংলাদেশী শিক্ষার্থীদের মত হতে হবে।
  • বয়স সর্বোচ্চ ২২বছর হতে হবে।
  • অবিবাহিত
  • প্রার্থীদের অবশ্যই একটি মেডিকেল বোর্ড দ্বারা শারীরিকভাবে ফিট হতে হবে।

আর্মড ফোর্স মেডিকেল কলেজ এর আবেদন ও ভর্তির সময়সীমা

  • আর্মি মেডিকেল কলেজ এর আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৪
  • আর্মি মেডিকেল কলেজ এর আবেদন শেষ হবে ২৭ ডিসেম্বর ২০২৪
  • আর্মি মেডিকেল কলেজ এর ভর্তি পরীক্ষা হবে ২৪ জানুয়ারী ২০২৫
    (সকাল ১০.০০ টা হতে ১১.০০ টা পর্যন্ত)

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ আবেদন করার নিয়ম

  • প্রথম ধাপে জাতীয় কারিকুলাম (এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান) এর জন্য ও জিসিই (‘ও’ এবং ‘এ’ লেভেল) এর জন্য আলাদা নির্দেশনা রয়েছে।

  • জাতীয় কারিকুলামে পাশকৃত প্রার্থীগণের জন্য দ্বিতীয় ধাপে এসএসসি ও এইচএসসি রোল নম্বর, রেজিস্টেশন নং, বোর্ড ও সন টাইপ করে সাবমিট-এ ক্লিক করলে আবেদন পত্র কম্পিউটার স্ক্রিনে আসবে। জিসিই ও/এ লেভেল-এ পাশ করা প্রার্থীগণকে Directorate General Medical Education, Mohakhali, Dhaka থেকে Equivalence Certificate ID সংগ্রহ করতে হবে। অতঃপর নিজ মোবাইল নম্বর ও ID টাইপ করে সাবমিট করলে আবেদন পত্র কম্পিউটার স্ক্রিনে আসবে।

  • আবেদন পত্র পূরণ করার সময় মেডিকেল কলেজ পছন্দের ক্ষেত্রে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং অবশিষ্ট আর্মি মেডিকেল কলেজগুলোর সবগুলোই পছন্দ করা যাবে।

  • আবেদনপত্র পূরণের জন্য টাইপ ও অপশন নির্বাচন ছাড়া নিম্নলিখিত দুইটি নথি সংযুক্ত করতে হবে। ছবি- সদ্য তোলা (৩০০×৩০০ পিক্সেল যা ১০০ কিলোবাইটের মধ্যে এবং jpg/jpeg ফরম্যাটের হতে হবে)। স্বাক্ষর- ৩০০x৮০ পিক্সেল যা ৬০ কিলোবাইটের মধ্যে এবং jpg/jpeg ফরম্যাটের হতে হবে।
  • আবেদনপত্র পূরণ সঠিক ভাবে সম্পন্ন হলে কম্পিউটার স্ক্রিনে প্রার্থীর পূরণকৃত আবেদনের নমুনা আসবে (Student’s copy) যার প্রিন্ট নেওয়া ও পিডিএফ ফাইল সংরক্ষণ করা যাবে। আবেদনপত্র পূরণ করার পর প্রাপ্ত User ID পরবর্তীতে টাকা প্রদান ও কেন্দ্র নির্বাচনে প্রয়োজন হবে বিধায় সংরক্ষণ করতে হবে।
  • Parent’s Particulars সঠিকভাবে পূরণ করতে হবে।
  • মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের মুক্তিযোদ্ধা তথ্যাদি আবেদনপত্র অনুযায়ী পুরণ করতে হবে।
  • উপজাতীয় কোটায় আবেদনকারীদের আবেদনের শুরুতে টিকমার্ক দিয়ে ফরম পূরণ করতে হবে।
  • নির্দেশিত পদ্ধতিতে প্রার্থীকে আবেদনপত্র পূরণের ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী কর্তৃক ভর্তি প্রক্রিয়ার আনুষঙ্গিক খরচ বাবদ ১০০০ (এক হাজার টাকা) মাত্র (অফেরতযোগ্য) টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে পাঠাতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে। তবে প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের ফি প্রদান প্রক্রিয়া ও ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে পছন্দের সেনানিবাস (যে কোনো ০২টি কেন্দ্র) SMS এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।

সেনানিবাসের কোডগুলি নিম্নরূপ:

কোডসেনানিবাস কেন্দ্রসর্বোচ্চ পরীক্ষার্থী ধারণ ক্ষমতা
১১১ঢাকা সেনানিবাস২৫,০০০ আসন
১২১চট্টগ্রাম সেনানিবাস৪,০০০ আসন
১২২কুমিল্লা সেনানিবাস৫,০০০ আসন
১২৩যশোর সেনানিবাস৩,০০০ আসন
২২৪বগুড়া সেনানিবাস৫,০০০ আসন
১২৫রংপুর সেনানিবাস৫,০০০ আসন

নোট: অনলাইনে আবেদনের ফি জমাদানের পর আবেদনকারী আবেদনের কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না। ভুল (যদি হয়ে থাকে) সংশোধনের জন্য প্রার্থী পুনরায় ফি প্রদান সাপেক্ষে নতুনভাবে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সর্বশেষ আবেদনপত্রটি চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ আবেদন ফি প্রদান ও কেন্দ্র নির্বাচন করার নিয়ম

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ আবেদন ফি প্রদান ও কেন্দ্র নির্বাচন করার কিছু নিয়ম কর্তৃপক্ষ তাদের ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে।

  • পরীক্ষা ফি বাবদ ১০০০ টাকা শুধুমাত্র Prepaid টেলিটক নম্বরের মাধ্যমে জমা দিতে হবে। অন্যান্য সকল কার্যক্রম অন্য যেকোন মোবাইল থেকে করা যাবে।
  • পরীক্ষা ফি জমা দেয়ার পদ্ধতি: টেলিটকের Prepaid মোবাইল ফোনের Message অপসনে গিয়ে AFMC লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ : AFMC<Space>ABCDEF (এখানে ABCDEF ফরম পূরণ করার পর পাওয়া User ID)। ফিরতি SMS-এ একটি PIN প্রার্থীকে জানানো হবে এবং ফি হিসাবে ১০০০ টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নলিখিত ভাবে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবেঃ

Message অপসনে গিয়ে AFMC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে পছন্দের ক্রমানুসারে দুইটি সেন্টার কোড কমা (,) দিয়ে লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরনঃ AFMC<Space>YES<Space>PIN<Space>111, 121 লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। এখানে ১১১ ও ১২১ যথাক্রমে ঢাকা সেনানিবাস ও চট্টগ্রাম সেনানিবাস পরীক্ষা কেন্দ্র। এই SMS পাবার পর আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ লিখিত পরীক্ষা

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তির লিখিত পরীক্ষা ঢাকা সেনানিবাস সহ মোট ৬টি সেনানিবাসে আগামী ২৪ জানুয়ারী ২০২৫ তারিখ সকাল ১০.০০ টা হতে ১১.০০ টা পর্যন্ত (মোট ১ ঘন্টা) অনুষ্ঠিত হবে। প্রার্থীকে প্রবেশপত্রে উল্লেখিত সেনানিবাসে নির্দিষ্ট কেন্দ্ৰে (যা তিনি আবেদনের সময় পছন্দ করেছেন) অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর।

বিষয়ভিত্তিক নম্বর বিভাজনঃ

  • জীববিজ্ঞান = ৩০
  • রসায়নবিদ্যা = ২৫
  • পদার্থবিদ্যা = ২০
  • ইংরেজী = ১৫
  • সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) = ১০

লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে এবং লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৪০ এর কম নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

নোট: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস এইচএসসি/সমমান।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ প্রার্থী মূল্যায়ন পদ্ধতি

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ প্রার্থী মূল্যায়ন পদ্ধতি তাদের অফিশিয়াল ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে। এসএসসি/ও’ লেভেল/সমমান এবং এইচএসসি এইচএসসি/ এ’ লেভেল/সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবেঃ

  • এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১০ গুন = ৫০ নম্বর (সর্বোচ্চ)
  • এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১০ গুন = ৫০ নম্বর (সর্বোচ্চ)
  • MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা = ১০০ নম্বর

অর্থাৎ মোট ২০০ নম্বর

এছাড়াও পূর্ববর্তী বছরের এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট (Aggregated) নম্বর থেকে ০৩ (পাঁচ) নম্বর কাটা হবে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ/ইউনিট-এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে ৬ নম্বর কেটে মেধাতালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

নোট: ভর্তি পরীক্ষার আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ এবং ফলাফল চূড়ান্তকরণ কম্পিউটারের মাধ্যমে এবং উত্তরপত্র OMR/ICR মেশিনে মূল্যায়ন করা হবে ।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ লিখিত পরীক্ষার ফলাফল

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ লিখিত পরীক্ষার ফলাফল http://afmc.teletalk.com.bd ও www.afmc.edu.bd ওয়েব সাইটে ও কলেজের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে এবং ফর্মে দেওয়া প্রার্থী ও অভিভাবকের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে অবগত করা হবে।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তির শর্তাবলী

  • প্রার্থীদেরকে বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
  • লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের মধ্য হতে লিখিত ভর্তি পরীক্ষা এবং এসএসসি/’ও’ লেভেল/সমমান ও এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় অর্জিত ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মেধা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা নিরূপণ ও সকল মূল নথি-পত্র নিরীক্ষণ পূর্বক ক্যাডেট হিসাবে নির্বাচন করা হবে।
  • নির্বাচিত প্রার্থীদেরকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজের প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভর্তি ফি, টিউশন ফি, কশন মানি (ফেরতযোগ্য), আউটফিট চার্জ, মেসিং চার্জ, লড়ি চার্জ, লাইব্রেরি ফি, কলেজ ম্যাগাজিন ফি, গেমস্ এন্ড স্পোর্টস ফি এবং অন্যান্য চার্জ প্রদান করতে হবে (প্রসপেক্টাসে বিস্তারিত উল্লেখিত)।
  • ভর্তির সময় সকল ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণকে কলেজ কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হতে হবে। এমবিবিএস কোর্সে অধ্যয়নকালীন স্বেচ্ছায় কলেজ ত্যাগে ইচ্ছুক হলে অথবা শৃংখলা ভঙ্গের কারণে তাকে কলেজ হতে প্রত্যাহার করা হলে সংশ্লিষ্ট ক্যাডেটকে নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
  • আর্মি মেডিকেল কলেজে ভর্তিকৃত ক্যাডেটদের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে মাইগ্রেশন-এর কোনো সুযোগ নেই।

আর্মড ফোর্স মেডিকেল কলেজ এ পড়াশোনার খরচ

আর্মড ফোর্স মেডিকেল কলেজ AFMC-তে পড়াশোনার খরচের একটি বিবরন নিম্নে দেওয়া হলো।

Expenses for study in AMFC e1561130746466

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ যোগাযোগ নম্বর

কলেজসমূহের প্রসপেক্টাস, FAQ ও বিজ্ঞপ্তি ইত্যাদি তথ্য ওয়েব ঠিকানায় http://afmc.teletalk.com.bd ও www.afmc.edu.bd-এ পিডিএফ হিসেবে দেয়া আছে। আবেদনপত্র গ্রহণকালীন সময় ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা সেনানিবাসে সকল কর্মদিবসে অফিস চলাকালীন সময় (সকাল ৯.০০ টা হতে দুপুর ০২.০০ টা পর্যন্ত) একটি ‘তথ্য কেন্দ্র খোলা থাকবে এবং ই-মেইল ([email protected]) -এর এবং নিম্নলিখিত মেবাইল নম্বরগুলোর মাধ্যমে মাধ্যমে ভর্তি সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করা যাবেঃ

  • আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা

0176901680601769016808

  • আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম

01769244100

  • আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা

0176933050201769330501

  • আর্মি মেডিকেল কলেজ বগুড়া

01769113535

  • আর্মি মেডিকেল কলেজ যশোর

01769558175

  • রংপুর আর্মি মেডিকেল কলেজ

01780998843 01922828309

আর্মি মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

আশা করি এই আর্মড ফোর্স মেডিকেল কলেজ নিয়ে এই লেখাটি আপনার জন্য তথ্যপূর্ণ ছিল। আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

2 thoughts on “আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫”

  1. Excellent. Very good information. Hope next year you must notify us. Armed forces medical college is the top
    Unfortunately this year we miss the admission notice

    Reply

Leave a Comment