ফিজিওথেরাপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫|নিটোর ভর্তি বিজ্ঞপ্তি

ফিজিওথেরাপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫ Physiotherapy Admission Circular নিটোর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শেরে বাংলা নগর ঢাকা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৪(চার) বছর একাডেমিক এবং ১বছর বাধ্যতামুলক ইন্টার্নশীপ সহ সর্বমোট ৫(পাঁচ) বছর মেয়াদী বি.এসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য ফিজিওথেরাপি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ফিজিওথেরাপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

ফিজিওথেরাপি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবার সাথে সাথেই অফিশিয়াল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

image

ফিজিওথেরাপি আবেদনের সময়সীমা গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখ সমূহ:

ফিজিওথেরাপি আবেদনের সময়সীমা গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখ সমূহ একনজরে এখান থেকে দেখে নিতে পারবেন।

অনলাইন আবেদন শুরু১৪ই জানুয়ারী ২০২৪
আবেদনের শেষ সময়১৯শে ফেব্রুয়ারী ২০২৪
আবেদন করার লিংকhttp://nitorbd.bigmsoft.com/
প্রবেশপত্র সংগ্রহের১৭ই এপ্রিল ২০২৪ থেকে ২৫শে এপ্রিল ২০২৪ পর্যন্ত
ভর্তি পরীক্ষার তারিখ২৬শে এপ্রিল ২০২৪ ( সকাল: ১০.০০ ঘটিকা )
পরীক্ষার সময়০১ ঘন্টা
পরীক্ষার স্থানবঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী (সাবেক আগারগাও তালতলা সরকারী কলোনী স্কুল এন্ড মহিলা কলেজ)
ওয়েবসাইটhttp://nitorbd.bigmsoft.com/

ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ২০২৪-২৫

ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হিসেবে বাংলাদেশের যে কোন শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড অথবা দেশের বাইরে যে কোন স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় হইতে এস এস সি এবং এইচ এস সি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান সহ উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮ পেতে হবে এবং আলাদা ভাবে নুন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

উপজাতী প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ০৭ থাকতে হবে এবং আলাদা ভাবে নুন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে। যে সকল প্রার্থী ২০২০ সালের পূর্বে এস এস সি এবং ২০২২ সালের পূর্বে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ন হয়েছে তারা আবেদনের অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষার মানবন্টন

ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষার মানবন্টন নিম্নরুপ হবে।

বিষয়নম্বর
পদার্থ বিজ্ঞান৩০
রসায়ন৩০
জীববিজ্ঞান৩০
ইংরেজি ও সাধারণ জ্ঞান১০
মোট নম্বর১০০

 

ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষা সর্বমোট ১০০ (নম্বরের ভিত্তিতে এম সি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ০১ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

পরীক্ষার্থীদের এসএসসি তে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে ৮ এবং এইচএসসিতে প্রাপ্ত থ্রেডিংয়ের সাথে ১২ গুন করে এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রকাশ করা হবে।

নোট: যদি অনেক শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সমান হয় তাহলে এইচ এস সি পরীক্ষায় প্রাপ্ত পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান এ মোট নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে

ফিজিওথেরাপি আসন সংখ্যা

ফিজিওথেরাপি আসন সংখ্যা মাত্র ৪০টি।

উপজাতী প্রার্থীদের জন্য ০১টি সংরক্ষিত আসন থাকবে এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ০২টি সংরক্ষিত আসন থাকবে (মুক্তিযোদ্ধার নাতী-নাতনী হলে হবে না)।

ফিজিওথেরাপি আবেদন করার নিয়মাবলী ২০২৪-২৫

ফিজিওথেরাপি ২০২৩-২৪ বর্ষে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন http://nitorbd.bigmsoft.com এর মাধ্যমে হবে।

ফিজিওথেরাপি আবেদন ফী জমাদানের নিয়ম

ফিজিওথেরাপি আবেদনের পূর্বে আবেদন ফি ১০০০ টাকা ACADEMIC FUND OF PHYSIOTHERAPY” চলতি হিসাব নং ০২০০০০১৭৬৭২৭৪”, অগ্রনী ব্যাংক লিঃ শ্যামলী শাখা, ঢাকা” এর অনুকূলে বাংলাদেশের অগ্রনী ব্যাংকের যে কোন অনলাইন শাখায় জমা দিয়ে জমা রশিদ সংগ্রহ করে নিবেন।

খুব সাবধানে অনলাইনে আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেখে যথাযথ ভাবে আবেদন পূরণ করতে হবে।

নোট: অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীর ও স্বাক্ষর ( সর্বোচ্চ 300kb, JPG ফরম্যাটএবং ব্যাংক জমা রশিদের স্ক্যান কপি ( সর্বোচ্চ 400kb, JPG ফরম্যাট ) আপলোড করতে হবে

ফিজিওথেরাপি প্রবেশপত্র ডাউনলোড করার নিয়ম

ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ১৭/০৪/২০২৪ থেকে ২৫/০৪/২০২৪ (রাত ১২টা) পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইট http://nitorbd.bigmsoft.com থেকে ডাউনলোড করা যাবে।

নোট: ডাউনলোড করা প্রবেশপত্র রঙ্গিন প্রিন্ট কপি সহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত থাকতে হবে

নিটোর ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

নিটোর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবার সাথে সাথে অফিশিয়াল ভর্তি বিজ্ঞপ্তি আমরা এখানে দিয়ে দিবো।

image

ফিজিওথেরাপি ভর্তির নিয়মাবলী

ফিজিওথেরাপি ভর্তির সময় ভর্তিচ্ছু প্রত্যেক প্রার্থীকে এস এস সি ও এইচ এস সি অথবা সমমানের পরীক্ষার মূল সনদ পত্র, নম্বর পত্র এবং শারিরীক সুস্থতার সনদ ( মেডিকেল ফিটনেস) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ জমা দিতে হবে। শিক্ষার্থীদের জন্য নিটের এর কোন আবাসিক ব্যবস্থা নাই তাই ছাত্র/ছাত্রীদের নিজেদের ব্যক্তিগত ব্যবস্থাপনায় থাকা/খাওয়ার ব্যবস্থা এবং কোর্স শেষে ০১ (এক) বছর ইন্টার্নীশীপ প্রশীক্ষণ করতে হবে।

ভর্তি সংক্রান্ত কোন ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য করা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার ভাতাদি/টিএডিএ প্রদান করা হইবে না।

মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২৫

তাই শিক্ষার্থী বন্ধুরা নিটোর ভর্তি পরিক্ষা অথবা ফিজিওথেরাপি ভর্তি সম্পর্কে কোন কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন বা ফিজিওথেরাপি ভর্তি বা পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে নিটোর এর অফিশিয়াল ই-মেইল অথবা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন।

  • ফোন নাম্বার: ০১৭১১-৩৪৫৮৬৯
  • ই-মেইল: nazrul@gmail.com

Leave a Comment