৩য় শ্রেণির বিজ্ঞান বই ২০২৪ pdf | Class 3 Science Book Pdf Download

৩য় শ্রেণির বিজ্ঞান বই ২০২৪ pdf | Class 3 Science Book Pdf Download করে নিতে পারবেন এখান থেকে। ২০২৪ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের তৃতীয় শ্রেণির পাঠ্যপুস্তক এর দুটি ভার্সন বাংলা ভার্সন এবং ইংরেজী ভার্সন এখান থেকে পেয়ে যাবেন।

৩য় শ্রেণীর বিজ্ঞান বই এর সূচীপত্র

৩য় শ্রেণীর বিজ্ঞান বই এর সূচীপত্র এখান থেকে একনজরে দেখে নিতে পারবেন:

অধ্যায় ১ উদ্ভিদ পরিচিতি

অধ্যায় ২ প্রাণী পরিচিতি

অধ্যায় ৩ সুস্বাস্থ্যের জন্য খাদ্য

অধ্যায় ৪ পদার্থ

অধ্যায় ৫ শক্তি

অধ্যায় ৬ বস্তুর উপর বলের প্রভাব

অধ্যায় ৭ পানি

অধ্যায় ৮ মাটি

অধ্যায় ৯ জীবনের জন্য সূর্য

অধ্যায় ১০ প্রযুক্তির সঙ্গে পরিচয়

অধ্যায় ১১ তথ্য ও যোগাযোগ

শব্দকোষ

৩য় শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম থেকে কিছু অংশ

৩য় শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম থেকে কিছু অংশ এখান থেকে পড়ে নিতে পারেন:

অধ্যায় ১

উদ্ভিদ পরিচিতি

পৃথিবীতে নানা রকমের জীব আছে। উদ্ভিদ একধরনের জীব। আমরা আমাদের আশপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই। যেমন: আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ ও সরিষা গাছ। এগুলোর আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে ।

১. উদ্ভিদের বিভিন্ন অংশ

উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে।

উদ্ভিদের সাধারণ অংশগুলো কী কী?

কাজ: উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ

যা করতে হবে:

১. শ্রেণিকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি।

২. নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি।

  ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই pdf ২০২৪। Class 6 Science Exercise Book 2024 Pdf Download

৩. ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি ।

৪. নিজের আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি ।

৩য় শ্রেণির বিজ্ঞান বই ২০২৪ pdf (বাংলা ভার্সন)

৩য় শ্রেণির বিজ্ঞান বই ২০২৪ pdf (বাংলা ভার্সন) এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

ডাউনলোড

৩য় শ্রেণির বিজ্ঞান বই ২০২৪ pdf (ইংরেজী ভার্সন)

৩য় শ্রেণির বিজ্ঞান বই ২০২৪ pdf (ইংরেজী ভার্সন) এখান থেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

ডাউনলোড

শিক্ষার্থী বন্ধুরা ৩য় শ্রেণির কোন ধরনের বইয়ের দরকার হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

৩য় শ্রেণীর বাংলা বই

Leave a Comment