এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪ (সৃজনশীল প্রশ্ন)

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪ (সৃজনশীল প্রশ্ন) নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি শিক্ষার্থী বন্ধুরা। বাংলা ১ম পত্রের সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে অনেক ভয় কাজ করে কারণ এত সিলেবাস একসাথে শেষ করা সম্ভব না। তাই তোমাদের সুবিধার্থে এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশা করছি এখান থেকে কিছুটা হলেও তোমাদের পরীক্ষায় সহায়তা করবে।

  • বিষয়: বাংলা ১ম পত্র
  • বিষয় কোড: ১০১
  • প্রশ্নের ধরন: সৃজনশীল
  • পূর্ণমান: ৭০ লিখিত

এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪ (সৃজনশীল প্রশ্ন)

১) আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে কৌশিকের মা-বাবা তার মতামত না নিয়েই সুরবালার সঙ্গে বিয়ে ঠিক করে। সুরবালার বাবার অঢেল সম্পদ। গোপনে ঘটকের মধ্যস্থতায় এ বিয়েতে বরপক্ষকে নগদ টাকা, গাড়ি এবং ঢাকার অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। যৌতুকের বিষয়টি জানতে পেরে কৌশিক ও সুরবালা বেঁকে বসে এবং সম্পূর্ণ যৌতুকবিহীনভাবে পরস্পর বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

ক. অনুপমের বাবার পেশা কী ছিল?

খ. “এই তো আমি জায়গা পাইয়াছি।” – ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের কৌশিকের সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের অনুপমের তুলনা কর।

ঘ. “উদ্দীপকে ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত সামাজিক অসঙ্গতি অনেকাংশেই প্রতিফলিত।” – যাচাই কর।

 

২) সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান ।

সংকটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ—

মুক্ত করো ভয়,

আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়-

দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,

নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।

ক. ‘আমার পথ’ প্রবন্ধে ‘সম্মার্জনা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

খ. “আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে।”— বুঝিয়ে লেখ।

গ. উদ্দীপক ও ‘আমার পথ’ প্রবন্ধের বিষয়গত বৈসাদৃশ্য আলোচনা কর।

ঘ. “উদ্দীপকে যে দ্বিধা, ভয়, সংকোচের কথা বলা হয়েছে ‘আমার পথ’ প্রবন্ধে তা দূরীকরণের উপায়ও আছে।”- মন্তব্যটি যাচাই কর।

 

৩) আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর—

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

  এইচএসসি রসায়ন ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান ২০২৪ (সকল বোর্ড)

ক. কার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল?

খ. “মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি”— উক্তিটি বুঝিয়ে দাও।

গ. উদ্দীপকের সাথে ‘মাসি-পিসি’ গল্পের সাদৃশ্য দেখাও।

ঘ. উদ্দীপকে উল্লিখিত চরণগুলোর সাথে ‘মাসি পিসি’ গল্পের লেখকের মনোভাবের যথেষ্ট মিল পাওয়া যায়- এ বিষয়ে তোমার মতামত দাও।

 

৪) ১০ মার্চ, ১৯৭১। রাস্তায় রাস্তায় পাকিস্তানি মিলিটারি। ওয়াতলী গ্রামের হিন্দু জনগোষ্ঠী ভয়ে ভারতে পাড়ি জমায়। শুধু ভিটে আঁকড়ে পড়ে থাকে কেষ্ট বাবু। পাশের গ্রামে ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প। স্থানীয় রাজাকার কাশেম মোড়ল কেষ্ট বাবুকে সন্দেহের চোখে দেখে। সে মনে করে কেষ্ট বাবু মুক্তিবাহিনীর লোক। এক বৃষ্টিমুখর দিনে গুয়াতলী গ্রামে মিলিটারি প্রবেশ করে এবং কাশেম মোড়লের ইশারায় হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী রাস্তার পাশে জীবন্ত পুঁতে রেখে চলে যায়।

ক. ‘রেইনকোট’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?

খ. “রাশিয়ার ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন। ”- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের কেষ্ট বাবু ‘রেইনকোট’ গল্পের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? বুঝিয়ে দাও ।

ঘ. “উদ্দীপকটি ‘রেইনকোট’ গল্পের একটি খণ্ডচিত্র মাত্র।”- উক্তিটির সত্যতা যাচাই কর।

 

৫) একটা সময় সব অকেজো হয়ে যায়

শরীর, মন ও বুদ্ধি।

থেমে যায় বৃদ্ধি

কেউ আর রাখে না মনে তায় ।

যৌবন থেকে মৃত্যু-

অনেক সফল কাজ,

কাজগুলো রেখে দাও, শুধু তুমি চলে যাও।

ক. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

খ. ঠাঁই নাই, ঠাঁই নাই ছোট সে তরী”- বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে উল্লিখিত ‘কাজগুলো’ ‘সোনার তরী’ কবিতায় বর্ণিত কিসের সাথে তুলনীয়? বুঝিয়ে দাও ।

ঘ. “’সোনার তরী’ কবিতার অন্তর্নিহিত তাৎপর্য উদ্দীপকে ধরা পড়েছে।”— উক্তিটির সত্যতা বিচার কর।

 

৬) “প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে

স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।”

ক. ‘প্রতিদান’ কবিতাটি কে লিখেছেন?

খ. কবি কাঁটার বিনিময়ে ফুল দান করতে চান কেন?

  ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার শর্ট সিলেবাস মানবিক বিভাগ।HSC Short Syllabus Humanities

গ. উদ্দীপকে ‘প্রতিদান’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা আলোচনা কর।

ঘ. “উদ্দীপকটিতে ‘প্রতিদান’ কবিতার সামগ্রিক ভাব প্রকাশিত হয়নি”— উক্তিটি বিশ্লেষণ কর।

 

৭) তরুণ নামের জয়মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়; বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।

ক. আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

খ. আঠারো বছর বয়সকে কবি ‘দুঃসহ’ বলেছেন কেন?

গ. উদ্দীপকের সাথে ‘আঠারো বছর বয়স’ কবিতার সাদৃশ্যমূলক আলোচনা কর।

ঘ. ““এ দেশের বুকে আঠারো আসুক নেমে- পাঠ্য কবিতায় এ সুর থাকলেও উদ্দীপকে তা প্রতিধ্বনিত হয়নি।” যুক্তি দিয়ে বিচার কর।

 

৮) রোমের একচ্ছত্র অধিপতি জুলিয়াস সিজার। তাঁর সিনেটররা ব্যাপারটা মেনে নিতে পারেননি। তারা সিজারকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন। এমনকি তাঁর ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাসও এই হীন চক্রান্তে যোগ দেন। সিনেটে নৃশংসভাবে নিহত হন সিজার। মৃত্যুকালে বন্ধু ব্রুটাসের হাতেও উদ্যত ছুরি দেখে বিস্মিত সিজার বলে ওঠেন, ‘ব্রুটাস, তুমিও!

ক. ওয়াটসনের সই জাল করে দিয়েছে কে?

খ. “বাট আই অ্যাম সিউর নবাব ক্যান কজ নো হার্ম টু আস।”— উক্তিটি কেন করা হয়েছে?

গ. উদ্দীপকের জুলিয়াস সিজার ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সাথে তুলনীয়? বুঝিয়ে দাও ।

ঘ. “ব্রুটাসেরা কেবল রোমেই নয়, এ বাংলাতেও বিচরণ করেছে।”— উদ্দীপক ও ‘সিরাজউদ্দৌলা’ নাটকের আলোকে উক্তিটির মূল্যায়ন কর।

 

৯) দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার

লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার!

দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,

ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?

কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।

এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার ।।

ক. ঘসেটি বেগম কোন প্রাসাদে থাকতেন?

খ. “আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়”- উক্তিটির

  একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল বই ডাউনলোড করুন (HSC PDF Book Download)

তাৎপর্য ব্যাখ্যা কর ।

গ. উদ্দীপকের যাত্রীরা ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কাদের প্রতিরূপ? বিশ্লেষণ কর।

ঘ. “উদ্দীপকের মাঝি ও ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সিরাজ একই সূত্রে গাঁথা”— মন্তব্যটি বিশ্লেষণ কর।

 

১০) সুপ্রভা প্রভুত্ব করার চেয়ে নির্ভর করিতেই ভালোবাসে বেশি, আদর পাওয়াটাই তার জীবনে সবচেয়ে বড় প্রাপ্য। মন্দার গৃহিণীপনার ভিত্তিও ওইখানেই— সুপ্রভাকে সে নয়নের মণি করিয়া রাখিয়াছে। কে বলিবে সুপ্রভা তাহার সতীন? স্নেহ-যত্নে সুপ্রভার দিনগুলিকে সে ভরাট করিয়া রাখে। … সতীনের সংসারেও তাই এখানে কলহ-বিবাদ মান-অভিমান মন কষাকষি নাই ।

ক. ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?

খ. “এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড়গাড়া বৃক্ষ”— উদ্ধৃতিটি ব্যাখ্যা কর।

গ. “উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত ঘটনার সাদৃশ্য রয়েছে।”— বুঝিয়ে লেখ।

ঘ. “উদ্দীপকের মন্দার ও সুপ্রভার চেয়ে পাঠ্য উপন্যাসের রহিমা ও জমিলা অধিকতর প্রাণবন্ত ও শক্তিশালী।” – বিশ্লেষণ কর।

 

১১) ‘হাজার বছর ধরে’ উপন্যাসে বর্ণিত টুনি চরিত্রটি একটি কিশোরীসুলভ চপলতার প্রতীক। স্বামী ও সংসার সম্পর্কে সে ছিল একেবারেই অনভিজ্ঞ। সমবয়সীদের সাথে খেলাধুলা ও হাসি-তামাশা করতেই তার বেশি ভালো লাগত। এই চপলা- চঞ্চলা টুনিকেই বিয়ে করে ঘরে আনে ষাট বছরের বুড়ো মকবুল। তাদের বয়সের বিস্তর ব্যবধান থাকায় স্বামী ও সংসারের সুখ তার কপালে জোটেনি

ক. খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?

খ. “বিশ্বাসের পাখরে যেন খোদাই সে চোখ।”- এ উক্তিটি বুঝিয়ে লেখ । গ. উদ্দীপকের টুনির সাথে ‘লালসালু’ উপন্যাসের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে তা আলোচনা কর।

ঘ. “টুনি ও ‘লালসালু’ উপন্যাসের উদ্দিষ্ট চরিত্র সামাজিক কুসংস্কারের শিকার।”— উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে এ উক্তিটির সত্যতা নিরূপণ কর।

আরো কিছু সাজেশন: এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি সাজেশন ২০২৪

শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য দোয়া রইলো সবকিছু বুঝে শুনে পরীক্ষা কেন্দ্রে খাতায় লিখবে। কোন কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারো অথবা ডেইলিশিক্ষা ফেইসবুক পেজে মেসেজ করতে পারো।

Leave a Comment