অপরিচিতা গল্পের MCQ PDF বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

অপরিচিতা গল্পের MCQ PDF বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এইচএসসি পরিক্ষার্থী রয়েছো তোমাদের জন্য অপরিচিতা গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি।

অপরিচিতা গল্পের MCQ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

০১) কার মন তৃষ্ণার্ত ছিল?
ক. সম্ভূনাথ সেনের
খ. অনুপমের
গ. মামার
ঘ. কল্যাণীর
উঃ খ. অনুপমের

০২) ‘মন্দ নয় হে! খাঁটি সোনা বটে’- বাক্যটিতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে?
ক. কল্যাণীর বিয়ের অলংকার
খ. যৌতুকের পরিমান
গ. কল্যাণীর রুপ ও সৌন্দর্য
ঘ. অনুপমের চরিত্র
উঃ গ. কল্যাণীর রুপ ও সৌন্দর্য

০৩) সম্ভূনাথ অনুপমকে কোনো কথা বলা আবশ্যক মনে করলেন না কেন?
ক. মেরুদণ্ডহীন বলে
খ. আত্মমর্যাদাহীন বলে
গ. পরনির্ভরশীল বলে
ঘ. আদর্শহীনতার কারনে
উঃ ক. মেরুদণ্ডহীন বলে

০৪) ‘অপরিচিতা’ গল্পে মামার বৈশিষ্টের সাথে নিচের কনটি মিলে?
ক. বিচক্ষণ
খ. কূপমন্ডূক
গ. অর্থলোভী
ঘ. নির্বোধ
উঃ গ. অর্থলোভী

০৫) কাকে দেখলে অনড়পূর্ণার কোলে গজাননের ছোট ভাই মনে হবে?
ক. অনুপমের মামা
খ. কল্যাণী
গ. অনুপম
ঘ. বিনুদা
উঃ গ. অনুপম

০৬) অনুপমের মা কিরকম ঘরের মেয়ে?
ক. বড়লোক
খ. বামুন
গ. মধ্যবিত্ত্য
ঘ. গরিব
উঃ ঘ. গরিব

০৭) অনুপম আর তার মামার বয়সের পার্থক্য বড়জোর কত বছর?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উঃ ঘ. ৬

০৮) ‘এটা আপ্নারাই রেখে দিন’- কি রেখে দেওয়ার কথা বলা হয়েছে?
ক. এয়ারিং
খ. নাকের দুল
গ. গহনা
ঘ. বালা
উঃ ক. এয়ারিং

০৯) অনুপমের মামা স্যকরা ডেকেছিলেন কেন?
ক. গহনা নিয়ে যেতে
খ. গহনা যাচাই করতে
গ. কন্যার বাবাকে অপমান করতে
ঘ. ভুলে
উঃ খ. গহনা যাচাই করতে

১০) অনুপমের নিজ চোখে মেয়েকে দেখা হয়নি কেন?
ক. মামার অনুমতি ছিল না বলে
খ. বিষয়টি আপত্তিকর বলে
গ. সমাজে নিয়ম ছিল না বলে
ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়
উঃ ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়

১১) বিনুদাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কী বলেছিলেন?
ক. খাঁটি সোনা বটে
খ. মেয়ে চমৎকার সুন্দরী
গ. মেয়ে দেখতে কালো
ঘ. হীরের টুকরো একটা
উঃ খ. মেয়ে চমৎকার সুন্দরী

১২) অনুপম কে শিমুল ফুলের সাথে তুলনা করতে কে?
ক. পন্ডিত মশায়
খ. পিতা
গ. মাতা
ঘ. বড়দা
উত্তরঃ ক. পন্ডিতমশায়।

১৩) ‘খাটি সোনা বটে’! বলতে বিনু দাদা কি বুঝিয়েছেন?
ক. বনেদি ঘর
খ. সুশিল পাত্র
গ. উপযুক্ত পাত্রী
ঘ. পণের গয়না
উত্তরঃ গ. উপযুক্ত পাত্রী।

১৪) কল্যাণী স্টেশন হতে কি খাবার কিনে নেয়?
ক. ঝাড়মুড়ি
খ. ঝুরিভাজা
গ. চিনেবাদাম
ঘ. চানা-মুঠ
উত্তরঃ ঘ. চানা-মুঠ।

১৫) ট্রেনে দেখা হওয়ার সময় কল্যানীয় বয়স কত ছিল?
ক. ১৪/১৫ বছর
খ. ১৬/১৭ বছর
গ. ১৭/১৮ বছর
ঘ. ১৮/১৯ বছর
উত্তরঃ খ. ১৬/১৭ বছর।

১৬) পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
ক. বাবা
খ. মা
গ. মামা
ঘ. বিনুদা
উত্তরঃ গ. মামা।

১৭) স্টেশনে কি ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়ল?
ক. বই
খ. ক্যামেরা
গ. ব্যাগ
ঘ. চশমা
উত্তরঃ খ. ক্যামেরা।

১৮) রেল কর্মচারী কয়টি টিকিট বেঞ্চে ঝুলিয়ে ছিলেন?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ক. দুইটি।

১৯) এককালে অনুপমের বাবার অবস্থা কেমন ছিল?
ক. ধনী
খ. অভিজাত
গ. হতদরিদ্র
ঘ. গরিব
উত্তরঃ ঘ. গরিব।

২০) অত্যান্ত আঁট ভাষার বক্তা কে?
ক. অনুপমের মামা
খ. হরিশ
গ. বিনুদাদা
ঘ. শুম্ভনাথ
উত্তরঃ বিনুদাদা।

২১) স্টেশনে কল্যাণীদের নিতে এসেছিল কে?
ক. কল্যাণীর বাবা
খ. বাঙালি চাকর
গ. হিন্দুস্থানি চাকর
ঘ. কল্যাণীর বাবার বন্ধু
উত্তরঃ গ. হিন্দুস্থানি চাকর।

২২) ‘অপরিচিতা’ গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক. সবুজ পত্র
খ. পরিচয়
গ. শিখা
ঘ. প্রগতি
উত্তরঃ ক. সবুজ পত্র।

২৩) ‘অপরিচিতা’ কি ধরনের সাহিত্যকর্ম?
ক. ছোটগল্প
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. কবিতা
উত্তরঃ ক. ছোট গল্প।

২৪) জড়িমা শব্দের অর্থ কি?
ক. চাকচিক্র
খ. জং ধরা
গ. আড়ষ্টতা
ঘ. জড়িয়ে থাকা
উত্তরঃ গ. আড়ষ্টতা।

২৫) ‘অপরিচিতা’ গল্পটি প্রকাশিত হয় কত সালে?
ক. ১৩২১ সালে
খ. ১৯১৬ সালে
গ. ১৯১৩ সালে
ঘ. ১৯১৪ সালে
উত্তরঃ ঘ. ১৯১৪ সালে।

২৬) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত?
ক. ১৮৬১
খ. ১৮৬২
গ. ১৮৬৩
ঘ. ১৮৬৪
উঃ ক. ১৮৬১

২৭) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কী?
ক. প্রমথ চৌধুরী
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
উঃ গ. রবীন্দ্রনাথ ঠাকুর

২৮) শম্ভূনাথ সেন কেন পশ্চিমে গিয়ে বসবাস করেছিলেন?
ক. বিলাসিতা পরিহার করার জন্য
খ. স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য
গ. নিজের দীনতা আড়াল করার জন্য
ঘ. চাকুরি বদলি হয়ার কারনে
উঃ গ.নিজের দীনতা আড়াল করার জন্য

২৯) অনুপমের মামা মনে মনে খুশি হলেন কেন?
ক. মোটা অঙ্কের পন পাবেন বলে
খ. অনুপম তার কথার অবাধ্য হয় না বলে
গ. কন্যার বাবা ধনী নয় বলে
ঘ. শম্ভূনাথের তেজ নেই বলে
উঃ ঘ. শম্ভূনাথের তেজ নেই বলে

৩০) কেমন ঘর থেকে সম্বন্ধ এসেছিল অনুপমের?
ক. অনেক গরিব ঘর
খ. অনেক বড় ঘর
গ. খান্দানি ঘর
ঘ. অনেক ছোট ঘর
উঃ খ. অনেক বড় ঘর

৩১) ‘অপরিচিতা’ গল্পে বিবাহের প্রতি কার একটা বিশেষ মত আছে?
ক. অনুপমের
খ. বিনুদার
গ.মামার
ঘ. শম্ভূনাথের
উঃ গ.মামার

৩২) অনুপমের বন্ধুর নাম কি ছিল?
ক. হরিশ
খ. নরেশ
গ. পরশ
ঘ. বিনুদা
উঃ ক. হরিশ

৩৩) অনুপমের বাবার পেশা কী ছিল?
ক. শিক্ষক
খ. ডাক্তার
গ. ব্যবসা
ঘ. ওকালতি
উঃ ঘ. ওকালতি

নজরুলের বাবা মারা যাওয়ার পর তার চাচা ছিল তাদের পরিবারের কর্তা। সে পড়ালেখা করলেও কোনো বিষয়ে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তার মামার সিদ্ধান্তই তার সিদ্ধান্ত। তার মামা কোন ভুল সিদ্ধান্ত নিলেও সে তা মেনে নেয় এবং কোনো প্রতিবাদ করেনা।

৩৪) উদ্দীপকের নজরুলের সাথে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
ক. কল্যানী
খ. অনুপম
গ. মামা
ঘ. শম্ভূনাথের
উঃ খ. অনুপম

৩৫) উদ্দীপকের নজরুলের চাচার সাথে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
ক. শম্ভূনাথের
খ. বিনুদা
গ. অনুপম
ঘ. মামা
উঃ ঘ. মামা

৩৬) রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
ক. মহসীনেন্দ্রনাথ ঠাকুর
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. বীরেন্দ্রনাথ ঠাকুর
ঘ. রনদেবেদ্রনাথ ঠাকুর
উঃ খ. দেবেন্দ্রনাথ ঠাকুর

৩৭) রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি?
ক. সারদা দেবী
খ. ডুবনমোহী দেবী
গ. ভারতী দেবীদ।
ঘ. নীরদাসুন্দরী
উত্তরঃ সারদা দেবী।

৩৮) গল্পগুচ্ছে কয়টি গল্প সংকলিত হয়েছে ?
ক. ৯১টি
খ. ৯২টি
গ. ৯৪টি
ঘ. ৯৫টি
উত্তর: ৯৫টি।

৩৯) বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পী কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কায়কোবাদ
ঘ. প্রমথ চৌধুরী
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

৪০) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি?
ক. গোরা
খ. শেষের কবিতা
গ. রাজা
ঘ. মুসলমানীর গল্প
উত্তরঃ মুসলমানীর গল্প।

৪১) অপরিচিতা গল্পে কোন দীপের উল্লেখ আছে?
ক. আন্দামান দীপ
খ. বালি দীপ
গ. হাইকু দীপ
ঘ. ক্যারিবীয় দীপ
উত্তরঃ আন্দামান দীপ।

৪২) অনুপমের বাবা কী করে জিবিকা নির্বাহ করতেন?
ক. ডাক্তারি
খ. মাস্টারি
গ. ব্যবসা
ঘ. উকালতি
উত্তরঃ ঘ. উকালতি।

৪৩) ‘বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে’ – উক্তিটি কার?
ক. মামার
খ. শুম্ভনাথের
গ. হরিশের
ঘ. মায়ের
উত্তরঃ খ. শুম্ভনাথের।

৪৪) অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা করেছিল?
ক. হরিশকে
খ. বিনু দাদাকে
গ. মাকে
ঘ. কল্যাণীকে
উত্তরঃ গ. মাকে

৪৫) গজাননের মায়ের নাম কি?
ক. অন্নদা
খ. কল্যানী
গ. অন্নপূর্ণা
ঘ. হৈমন্তী
উত্তরঃ গ. অন্নপূর্ণা।

৪৬) ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে?
ক. হরিশ
খ. বিনু
গ. মামা
ঘ. মা
উত্তরঃ খ. বিনু।

৪৭) নিচের কনটি ‘অপরাচিতা’ গল্পের কল্যাণী চরিত্রের সাথে মিলে ?
ক. পরনির্ভরশীল
খ. ভীতু
গ. ব্যক্তিত্বহীন
ঘ. বলিষ্ঠ ব্যক্তিত্ব
উঃ ঘ. বলিষ্ঠ ব্যক্তিত্ব

৪৮) অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে?
ক. ভুজপুরে
খ. বীরভূমে
গ. কানপুরে
ঘ. মালদহে
উঃ গ. কানপুরে

৪৯) অনুপমের বন্ধু হরিশ ছুটিতে কোথায় এসেছিল?
ক. কলিকাতায়
খ. আসানসোল
গ. বীরভূমে
ঘ. কানপুরে
উঃ ক. কলিকাতায়

৫০) বকুল বনের নবপলবরাশির সাথে কার তুলনা করেছেন?
ক. কল্যাণীর
খ. নিরুপমার
গ. অনুপমের
ঘ. মামার
উঃ গ. অনুপমের

৫১) শম্ভূনাথ সেনের বয়স কত?
ক. চল্লিশের কিছু এপারে বা অপারে
খ. পঁয়তাল্লিশের কিছু এপারে বা অপারে
গ. পঞ্চাশের কিছু এপারে বা অপারে
ঘ. পঞ্চান্নের কিছু এপারে বা অপারে
উঃ ক. চল্লিশের কিছু এপারে বা অপারে

৫২) ষ্টেশনে কল্যাণীকে কে নিতে এসেছিল?
ক. পাঞ্জাবি চাকর
খ. হিন্দুস্তানি চাকর
গ. বাঙ্গালি চাকর
ঘ. আসামের চাকর
উঃ খ. হিন্দুস্তানি চাকর

৫৩) শম্ভূনাথ সেনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. নির্লজ্জ
খ. অর্থলোভী
গ. অহংকারী
ঘ. আত্মমর্যাদাবোধ সম্পন্ন
উঃ ঘ. আত্মমর্যাদাবোধ সম্পন্ন

৫৪) শম্ভূনাথ সেন কোন প্রসঙ্গের আলোচনায় একদমই যোগ দেননি?
ক. পাত্র প্রসঙ্গে
খ. পাত্রী প্রসঙ্গে
গ. ধন-মানের প্রসঙ্গে
ঘ. ভালোমন্দের প্রসঙ্গে
উঃ গ. ধন-মানের প্রসঙ্গে

৫৫) ‘অপরিচিতা’ গল্পে ‘পণ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. প্রতিজ্ঞা
খ. সংকল্প
গ. শর্ত
ঘ. অঙ্গীকার
উঃ ক. প্রতিজ্ঞা

৫৬) মায়ের নিষেধ অমান্য করে অনুপম কানপুরে কেন এসেছিল?
ক. কল্যাণীর সাথে প্রেম করতে
খ. কল্যাণীর সাথে কাজ করতে
গ. কল্যাণীর সাথে দেখা করতে
ঘ. কল্যাণীর কাছে ক্ষমা চাইতে
উঃ গ. কল্যাণীর সাথে দেখা করতে

৫৭) ‘অপরিচিতা’ গল্পে অনুপম কার হাতে মানুষ?
ক. বাবার
খ. মামার
গ. ভাইয়ের
ঘ. মায়ের
উঃ ঘ. মায়ের

৫৮) অনুপমের মামা নিজেকে কী হিসেবে জ্ঞান করেন ?
ক. কঠোর হিসাবি
খ. অসামান্য চতুর
গ. সংসারের কাণ্ডারি
ঘ. অনেক জ্ঞানী
উঃ খ. অসামান্য চতুর

৫৯) কনের পিতা শম্ভূনাথ সেন কার সাথে কথা বলা আবশ্যক মনে করলেন না?
ক. পাত্র অনুপমের সাথে
খ. পাত্রের মামার সাথে
গ. পাত্রের বাবার সাথে
ঘ. পাত্রের মায়ের সাথে
উঃ ক. পাত্র অনুপমের সাথে

৬০) ছোটবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করতেন?
ক. ভেজা বেড়াল
খ. পূর্ণিমার চাঁদ
গ. কাঠবিড়ালি
ঘ. মাকাল ফল
উঃ ঘ. মাকাল ফল

অপরিচিতা গল্পের MCQ PDF বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

অপরিচিতা গল্পের MCQ PDF DOWNLOAD

অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ‘সবুজপত্র’ পত্রিকায় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায় যার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন ‘গল্পসপ্তক’-এ এবং পরে, ‘গল্পগুচ্ছ’ তৃতীয় খণ্ডে (১৯২৭)।

Leave a Comment