ডিগ্রি ৩য় বর্ষ ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন ২০২৫

ডিগ্রি ৩য় বর্ষ ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন ২০২৫ Degree 3rd Year Management 5th Paper Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য ব্যবসায় কম্পিউটার সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।

ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের ব্যবসায় কম্পিউটার পরীক্ষাটি আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ৩য় বর্ষের ব্যবস্থাপনা ৫ম পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি।

এক নজরে বিষয় ও বিষয় কোডঃ

  • ডিগ্রি ৩য় বর্ষ ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন
  • বিষয়ঃ ব্যবসায় কম্পিউটার
  • বিষয় কোডঃ ১৩২৬০১

ডিগ্রি ৩য় বর্ষ ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন ২০২৫ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

০১) উপাত্ত কী?

উত্তরঃ ল্যাটিন শব্দ Datum এর বহুবচন হচ্ছে Data যার অর্থ Fact বা উপাত্ত। কোনো সমস্যা সমাধান কিংবা কোনো কাজ সম্পাদনের জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলা হয়।

০২) CPU কী?

উত্তরঃ যে অপরিহার্য অংশ কম্পিউটারের যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে, তাকে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ (Central processing unit) বলে। একে সংক্ষেপে সিপিইউ (CPU) বলে।

০৩) কম্পিউটার প্রজন্ম কী?

উত্তরঃ কম্পিউটার প্রজন্ম বলতে কম্পিউটার প্রযুক্তির বিভিন্ন ধাপ বা অধ্যায়কে বুঝায়। এটি কম্পিউটার শিল্পের বিভিন্ন সময়ে যে উল্লেখযোগ্য পরিবর্তন ও অগ্রগতি হয়েছে তার ধারাবাহিক বিবর্তন বা কাঠামোকে নির্দেশ করে।

০৪) ALU এর পূর্ণরূপ কী?

উত্তরঃ ALU = Arithmetic Logic Unit.

০৫) বিট কী?

উত্তরঃ বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ক অর্থাৎ ০ অথবা ১ কে বিট বলা হয়।

০৬) 4GL কী?

উত্তরঃ 4GL এর পূর্ণরূপ 4th Generation Language. এটি একটি চতুর্থ প্রজন্মের ভাষা। কম্পিউটারের ব্যবহারকে আরো সহজ, সংক্ষিপ্ত এবং গতিশীল করার জন্য এটি একটি উন্নত ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ভাষা। যেমন- INTELLECT RAPPORT ইত্যাদি।

০৭) প্রোগ্রাম কী?

উত্তরঃ কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় রচিত ধারাবাহিক কমাণ্ড বা নির্দেশাবলিকে কম্পিউটার প্রোগ্রাম বলা হয়। যেমন- BASIC, C, C++ ইত্যাদি।

০৮) মাইক্রো প্রসেসর কী?

উত্তরঃ মাইক্রোপ্রসেসর হচ্ছে একটি একীভূত বর্তনীবিশিষ্ট চিপ। এটি বাস্তবিক অর্থে অসম্ভব এমন কিছু বৃহৎ এবং জটিল কাজ নির্বাহ করতে সক্ষম এক ধরনের প্রসেসিং ইউনিট।

০৯) MIS এর পূর্ণরূপ কী?

উত্তরঃ MIS এর পূর্ণরূপ হলো MIS Management Information Systems.

১০) ডেটা কী?

উত্তরঃ ল্যাটিন শব্দ Datum এর বহুবচন হচ্ছে Data যার অর্থ Fact বা উপাত্ত। কোনো সমস্যা সমাধান কিংবা কোনো কাজ সম্পাদনের জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলা হয় ।

১১) ই-কমার্স কী?

উত্তরঃ ইলেকট্রনিক কমার্সের সংক্ষিপ্তরূপ হলো ই-কমার্স। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম ও লেনদেন সম্পন্ন করাই ই-কমার্স বলে।

১২) সফটওয়্যার কী?

উত্তরঃ প্রোগ্রামার বিভিন্ন কাজের উপযোগী করে যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি তৈরি করেন তাকে সফটওয়্যার বলে ।

১৩) ভাইরাস কী?

উত্তরঃ VIRUS- Vital Information Resources Under Seized.

১৪) ফিল্ড কী?

উত্তরঃ ডেটাবেজের যে স্থানে ডেটা ইনপুট করা হয় তাকে ডেটা ফিল্ড বলা হয় ।

১৫) E-Business কী?

উত্তরঃ ইন্টারনেটের মাধ্যমে বা ইলেকট্রনিক প্রক্রিয়ায় পণ্যদ্রব্য ক্রয়বিক্রয় কার্যকে E-Business বলে।

১৬) চার্ট কী?

উত্তরঃ ডাটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে গ্রাফ বা চার্ট বলা হয়। গ্রাফ বা চার্টের মাধ্যমে ডেটাকে সহজভাবে উপস্থাপন করা যায়।

১৭) ওয়ার্কশীট কী?

উত্তরঃ সুবিশাল স্প্রেডশীটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশীট বলে।

১৮) ওয়ার্কশীট কী?

উত্তরঃ সুবিশাল স্প্রেডশীটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশীট বলে।

১৯) সফটওয়্যার কী?

উত্তরঃ প্রোগ্রামার বিভিন্ন কাজের উপযোগী করে যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি তৈরি করেন তাকে সফটওয়্যার বলে।

২০) ক্যাশ মেমরি কী?

উত্তরঃ সবচেয়ে দামি ও উচ্চগতিসম্পন্ন মেমরি হলো ক্যাশ মেমরি। কাজের দ্রুততা আনয়নের লক্ষ্যে প্রসেসর ও প্রধান মেমরির মধ্যবর্তী স্থানে যে মেমরির অবস্থান তাকে ক্যাশ মেমরি বলে।

২১) ভার্চুয়াল মেমরি কী?

উত্তরঃ স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমে বিশেষ প্রক্রিয়ার সহায়ক মেমরির ফাঁকা বা অব্যবহৃত স্থানকে প্রধান মেমরির অংশ হিসেবে ব্যবহার করা যায়। এ মেমরিকে ভার্চুয়্যাল মেমরি বলে।

২২) হ্যাকিং কী?

উত্তরঃ বৈধ অনুমতি ব্যতীত কোনো নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করা বা কোনো কম্পিউটারকে বিশেষ পন্থায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়াকে হ্যাকিং বলা হয় । অর্থাৎ প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশ এবং ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।

২৩) LASER শব্দটির পূর্ণরূপ কী?

উত্তরঃ LASER: Light Amplication by Sormulated Emission of Radiation.

ডিগ্রি ৩য় বর্ষ ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন ২০২৫ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

০১) RAM ও ROM-এর পার্থক্য লিখ।

০২) ওয়ার্ড প্রসেসিং এর সুবিধা কী কী?

০৩) লেজার প্রিন্টারের কার্যনীতি লিখ।

০৪) ডি-মরগ্যানের সূত্র বর্ণনা কর এবং সত্যক সারণির সাহায্যে প্রমাণ কর।

০৫) RAM ROM এর পার্থক্য লেখ।

০৬) অপারেটিং সিস্টেমের কাজগুলো লেখ।

০৭) লেজার প্রিন্টারের কার্যনীতি লেখ।

০৮) ডি মর্গানের সূত্রটি বর্ণনা কর ।

০৯) রিস্ক ও সিঙ্ক প্রসেসরের মধ্যে পার্থক্য লিখ

১০) সাইবার ক্রাইম বলতে কী বুঝ? কয়েকটি উদাহরণসহ বর্ণনা দাও।

১১) মাইক্রোপ্রসেসর এর কাজগুলো লিখ।

১২) শিক্ষাক্ষেত্রে ম্যানেজমেন্ট ইনফরমেশনস সিস্টেমস এর ভূমিকা আলোচনা কর।

১৩) মাইক্রো প্রসেসর এর কাজগুলো লেখ।

১৪) সাইবার ক্রাইম বলতে কী বুঝ?

১৫) কম্পিউটার হার্ডওয়ার ও সফ্টওয়্যারের পার্থক্য লেখ।

১৬) কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বুঝায়?

ডিগ্রি ৩য় বর্ষ ব্যবস্থাপনা ৫ম পত্র সাজেশন ২০২৫ গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

০১) ক. ইনফরমেশন সিস্টেমস বলতে কী বুঝায়?

খ. ইনফরমেশন সিস্টেমস এর কার্যাবলি বর্ণনা কর।

০২) ক. মাইক্রোপ্রসেসর এর কাজগুলো লিখ।

খ. সিপিইউ এর সংগঠন বর্ণনা কর।

০৩) ক. একটি ওয়ার্কশীটের বিভিন্ন অংশের বর্ণনা দাও।

খ. কুয়েরী ভাষা কী? উহা কত প্রকার ও কী কী?

০৪) ক. অপারেটিং সিস্টেমের কার্যাবলি বর্ণনা কর।

খ. ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের সুবিধাসমূহ বর্ণনা কর ।

০৫) ক. ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারের ভূমিকা বর্ণনা কর ।

খ. ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে বিভিন্ন তথ্য ব্যবস্থার বর্ণনা দাও।

০৬) ক. কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

খ. বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার আলোচনা কর।

০৭) ক. বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর বিবরণ দাও।

খ. CPU-এর গঠন বর্ণনা কর।

০৮) ক. বিভিন্ন প্রকার কম্পিউটার মেমরি সম্পর্কে আলোচনা কর।

খ. প্রধান মেমরি ও সহায়ক মেমরির মধ্যে পার্থক্য দেখাও।

০৯) ক. কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কী কী?

খ. বিভিন্ন প্রকার নেটওয়ার্কের সংক্ষেপে বর্ণনা দাও।

১০) ক. প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কী?

খ. বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর বিবরণ দাও।

১১) ক. সিস্টেম সফটওয়্যার বলতে কী বুঝ?

খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ আলোচনা কর।

১২) ক. একটি ওয়ার্কশীটের বিভিন্ন অংশ বর্ণনা কর।

খ. চার্ট ও গ্রাফ তৈরির নিয়মাবলি লিখ।

১৩) ক. ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারের ভূমিকা বর্ণনা কর।

খ. বাংলাদেশে ই-কমার্সের সমস্যা ও সম্ভাবনা বর্ণনা কর।

১৪) ক. কর্পোরেট ডাটাবেজ বলতে কী বুঝায়?

খ. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপাদানসমূহ বর্ণনা কর।

১৫) ক. ডকুমেন্ট সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখ।

খ. স্প্রেডশীট ও ওয়ার্কশীট এর মধ্যকার পার্থক্য লেখ।

১৬) ক. ফর্মুলা ও ফাংশনের পার্থক্য লেখ।

খ. অফিস অটোমেশনের সুবিধাসমূহ আলোচনা কর।

শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ৩য় বর্ষ ব্যবস্থাপনা ৫ম পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment