নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২। বর্তমানে নগদ বাংলাদেশের মধ্যে খুব জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান। অনেক ইউজাররা নগদ একাউন্ট দেখার কোড জানতে চান। এই লেখাটিতে আমরা দেখাবো কিভাবে নগদ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন।

নগদ কি?

নগদ হচ্ছে একটি চলতি নিরাপদ ডিজিটাল অর্থব্যবস্থা সেবা যাকে সংক্ষেপে বলা হয় (DFS). এটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ এর একটি চলতি নিরাপদ ডিজিটাল অর্থব্যবস্থা। নগদ ব্যবহার করে আপনি নগদ অর্থ নিজের অ্যাকাউন্টে নিতে পারবেন অন্যকে দিতে পারবেন অথবা নগদ অর্থতে ভাঙিয়ে নিতে পারবেন এছাড়াও মোবাইল রিচার্জ, বিদুৎ বিল পরিশোধ, কেনা-কাটা এবং আরো অনেক কিছু করতে পারবেন।

নগদ তাদের যাত্রা শুরু করে ২৬শে মার্চ ২০১৯ সালের দিকে। নগদ এর নিজস্ব অফিসিয়াল অ্যাপ রয়েছে যা দিয়ে আপনি আপনার দৈনন্দিন লেনদেন সমূহ করতে পারবেন। আশা করছি নগদ কি আপনি বুঝতে পেরেছেন।

নগদ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক কোড

চলুন তাহলে জেনে নেওয়া যাক নগদ ব্যালেন্স চেক করার কোড। আমরা আপনাকে দেখাবে স্টেপ বাই স্টেপ কিভাবে নগদ ব্যালেন্স চেক করবেন

  • স্টেপ ১: প্রথমে মোবাইলে ডায়াল করুন *167# নম্বরে
  • স্টেপ ২: সিলেক্ট করুন (7) My Nagad
  • স্টেপ ৩: সিলেক্ট করুন  (1) Balance Enquiry
  • স্টেপ ৪: আপনার পিন নাম্বার দিন

মোবাইল ডিসপ্লেতে যা দেখাবে সেটাই হচ্ছে আপনার বর্তমান নগদ অ্যাকাউন্ট ব্যালেন্স।

অবশেষে আপনি আপনার বর্তমান নগদ অ্যাকাউন্ট এর ব্যালেন্স জেনে ফেলেছেন এবং এটাই ছিলো নগদ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পদ্ধতি।

যাইহোক আপনি যদি নগদ ব্যালেন্স চেক করতে কোন ধরনের সমস্যার সম্মুখিন হন তাহলে পুনরায় আমাদের নগদ ব্যালেন্স চেক করার প্রোসেসটি পুনরায় দেখার অনুরোধ রইলো।

অ্যাপস দিয়ে নগদ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করুন

নগদ অ্যাকাউন্ট চেক করার আরেকটি উপায় হচ্ছে নগদ অ্যাপস যা আপনি গুগল প্লে-স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন অথবা নগদ অ্যান্ড্রোয়েড অ্যাপ এই লিংক থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

নগদ অ্যাপস একবার ডাউনলোড হয়ে গেলে এটি ইন্সটল করে নিন ইন্টল করার পরে নগদ অ্যাকাউন্টে লগইন করে আপনার যেই নম্বরে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছিলো।

নগদ অ্যাপস এ লগইন করার পর আপনি দেখতে পাবেন “Tap to know balance” বাটন এখান থেকে খুব সহজেই আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন।

অ্যাপস ছাড়া যেভাবে নগদ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন

এখন দেখাবো অ্যাপস ছাড়া যেভাবে আপনি নগদ ব্যালেন্স চেক করবেন।

  • প্রথমে মোবাইলের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *167# নম্বরে।
  • Dial the Nagad Balance Check Code *167#
  • এখন আপনি নগদ মোবাইল মেনুতে চলে যাবেন
  • এরপর My Nagad সিলেক্ট করুন
  • নতুন একটি অপশন ওপেন হবে
  • এরপর এখান থেকে Balance Enquiry সিলেক্ট করুন
  • এরপর Mobile Menu PIN নম্বর দিন

এভাবেই অ্যাপস ছাড়া নগদ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

নগদ একাউন্ট দেখার কোড

এখন অবশ্যই আপনি জানতে পেরেছেন নগদ অ্যাকাউন্ট চেক করার কোড সম্পর্কে যা হচ্ছে *167#

নগদ ব্যবহার করে আপনি অনেক ধরনেরই সুবিধা পাবেন বর্তমানে নগদ তাদের ইউজারদের নতুন নতুন অফার, প্রোমো কোড দিচ্ছে। নগদ নিয়ে আমরা আমাদের সাধ্যমতো তথ্য দেওয়ার চেষ্ট করেছি কোন ধরনের ভুল তথ্য থাকলে কিংবা তথ্যের প্রয়োজনীয়তা মনে করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেননা।

2 thoughts on “নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২”

  1. অনেক ধন্যবাদ আপনাকে ভাই এই বিষয়টি আগে জানতাম না❤️

    Reply

Leave a Comment