রুয়েটে ভর্তির যোগ্যতা ও আসন সংখ্যা কতগুলো ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদনের যোগ্যতা ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাকে সংক্ষেপে রুয়েট বলা হয়।
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( রুয়েট) এর অধীনে বিভিন্ন অনুষদের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৪ (চার) বছর মেয়াদী (গ্রুপ “ক”) এবং স্থাপত্য বিভাগে ৫ (পাঁচ) বছর মেয়াদী (গ্রুপ “খ”) স্নাতক কোর্সে ভর্তি যোগ্য আসন সংখ্যা ১২৩০ টি।
ডিপার্টমেন্ট নাম | কোড | আসন সংখ্যা |
Architecture | ARCH | ৩০ |
Building Engineering & Construction Management | BECM | ৩০ |
Chemical & Food Processing Engineering ** | CFPE** | ৩০ |
Civil Engineering | CE | ১৮০ |
Computer Science & Engineering | CSE | ১৮০ |
Electrical & Electronic Engineering | EEE | ১৮০ |
Electrical & Computer Engineering | ECE | ৬০ |
Electronics & Telecommunication Engineering | ETE | ৬০ |
Glass & Ceramic Engineering | GCE | ৬০ |
Industrial & Production Engineering | IPE | ৬০ |
Mechanical Engineering | ME | ১৮০ |
Materials Science & Engineering | MSE | ৬০ |
Mechatronics Engineering | MTE | ৬০ |
Urban & Regional Planning | URP | ৬০ |
সর্বমোট আসন | ১২৩০ টি |
সর্বমোট ১২৩০ টি আসন ছাড়াও চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বান্দরবান জেলার প্রার্থীদের জন্য ০৫ টি অতিরিক্ত আসন সংরক্ষিত আছে (বান্দরবান জেলা = ০১ টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী = ০৪ টি)।
** Proposed Chemical Engineering (CHE)
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় আবেদন করার যোগ্যতা
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( রুয়েটে) ভর্তি হবার পূর্বে এখানে আবেদন করার যোগ্যতা সম্পর্কে আগে জেনে নিতে হবে।
(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
(খ) প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২০ ইং অথবা ২০২১ ইং সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে ।
(গ) প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৩ ইং সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা ২০২২ ইং সালের নভেম্বর বা তার পরে GCE ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
প্রার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪.০০ পেতে হবে এবং ইংরেজী বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয় সমূহের সর্বমোট গ্রেড পয়েন্ট ১৮.০০ হতে হবে।
ইংরেজী ভার্সন/বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে উক্ত বিষয়সমূহে সমতুল্য গ্রেড পেতে হবে।
এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।
(ঘ) প্রার্থীকে GCE ‘O’ এবং GCE ‘A’ লেভেল উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। GCE ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে।
এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে GCE ‘A’ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে ‘B’ গ্রেড পেতে হবে।
(ঙ) কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ ইং সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে ৮০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।
সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।
রুয়েটে ভর্তির যোগ্যতা
শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে ভর্তিযোগ্য প্রার্থীর মেধাস্থান নির্ধারণ করা হবে। প্রার্থীদের মেধাস্থান অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের গ্রুপ “ক” এবং গ্রুপ “খ” এর জন্য একটি মেধাতালিকা এবং গ্রুপ “খ” এর অধীন শুধুমাত্র স্থাপত্য বিভাগের জন্য একটি পৃথক মেধাতালিকা প্রকাশ করা হবে ।
(ক) একাধিক প্রার্থী ভর্তি পরীক্ষায় একই মোট নম্বর পেলে সে ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজীতে প্রাপ্ত নম্বরের এবং গ্রুপ “খ” এর অধীন শুধুমাত্র স্থাপত্য বিভাগের জন্য ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে মুক্তহস্ত অংকন, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধাস্থান নির্ধারণ করা হবে।
(খ) সংরক্ষিত আসনে ভর্তির জন্য ভর্তিযোগ্য প্রার্থীদের আলাদা মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে প্রতি বিভাগে মেধাস্থান ও পছন্দ ক্রমানুসারে চুয়েটে সর্বাধিক ০২ (দুই) জন এবং কুয়েট ও রুয়েটে ০১ (এক) জনকে ভর্তি করা হবে।
শিক্ষার্থী বন্ধুরা রুয়েট ভর্তি যোগ্যতা, আবেদন করার নিয়ম ও আসন সংখ্যা ইত্যাদি নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো।