সেভেন রিংস সিমেন্ট এর দাম কত অনেকেই আমরা জানতে চাই। বর্তমানে অনেকেই নতুন বাড়ি করতে চান তখন বাড়ি তৈরীর বিভিন্ন সামগ্রীর দাম জানতে চান এক্ষেত্রে সিমেন্ট অনেক গুরুত্বপূর্ণ তাই আজকে এই লেখায় আমি সেভেন রিংস সিমেন্ট এর দাম তুলে ধরবো।
সিমেন্ট কি
সেভেন রিংস সিমেন্ট এর দাম কত
সেভেন রিংস সিমেন্ট এর দাম প্রায় সময়ই ওঠানামা করে। কারন সিমেন্ট তৈরীতে বিভিন্ন ধরনের উপাদানের প্রয়োজন পরে তাই সিমেন্টের দাম এক এক সময় ওঠা-নামা করে। বর্তমানে সেভেন রিংস সিমেন্ট এর দাম প্রায় ৫৬০ টাকা।
সেভেন রিংস সিমেন্ট দাম ২০২৪
সেভেন রিংস সিমেন্ট দাম ওঠা-নামা করে। বর্তমানে নির্মাণ সামগ্রীর বাজার বেশ চড়া তাই সেভেন রিংস সিমেন্ট এর দাম ও অনেক বেশি। বর্তমানে ১ ব্যাগ সেভেন রিংস সিমেন্ট এর দাম প্রায় ৫৬০ টাকা।
সেভেন রিং সিমেন্ট কেমন
সেভেন রিং সিমেন্ট কেমন তা বলার আগে জানতে এই সিমেন্ট এ কি কি উপাদান রয়েছে তা দেখতে হবে।
সেভেন রিং সিমেন্টে ক্লিঙ্কার 65% থেকে 79%, স্ল্যাগ/ফ্লাই অ্যাশ/জিপসাম 0% থেকে 5% এবং চুনাপাথর 21% থেকে 35% থাকে। অতএব বলাই চলে সেভেন রিং সিমেন্ট বাংলাদেশের সেরা সিমেন্ট গুলোর একটি।
১ বস্তা সেভেন রিংস সিমেন্ট কত টাকা
সিমেন্ট এর দাম সাধারনত প্রতি বস্তা হিসেবে নির্ধারন করা হয়ে থাকে। ১ বস্তা সেভেন রিংস সিমেন্ট সাধারনত ৫০ কেজি ওজনের হয়ে থাকে। ৫০ কেজি ১ বস্তা সেভেন রিংস সিমেন্ট এর দাম ৫৬০ টাকা থেকে ৫৮০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
বর্তমানে অনেকেরেই স্বপ্ন থাকে একটি বাড়ি করার আর এই বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো সিমেন্ট তাই সিমেন্ট ক্রয় করার পূর্বেই যাচাই-বাচাই করে নিবেন। সেভেন রিংস সিমেন্ট এর দাম নিয়ে কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।