কষ্ট নিয়ে উক্তি এবং স্ট্যাটাস

কষ্ট নিয়ে উক্তি এবং স্ট্যাটাস যা আপনাকে কষ্ট ও যন্ত্রনার উপর জয়ী হতে সাহায্য করবে। বিখ্যাত ব্যক্তিগন বিভিন্ন সময় তাদের মূল্যবান বাণী দিয়েছেন। এখানে বন্ধুরা বিখ্যাত ব্যক্তিদের কিছু বিখ্যাত কষ্ট নিয়ে উক্তি আমি আপনাদের সামনে তুলে ধরছি যা আপনাদের কষ্ট দূর করতে সহায়তা করবে এবং অনুপ্রাণিত করবে।

প্রিয়জনের মৃত্যু, বিভিন্ন ধরনের বিপর্যয়, চ্যালেন্জ গ্রহন এছাড়াও অন্যান্য খারাপ সময় মানুষের জিবনে কষ্ট দিয়ে থাকে। তবে এসবের মধ্যে কিছু কষ্ট আছে যা অনিবার্য তাই কষ্ট থেকে বের হওয়ার জন্য সবথেকে কার্যকরী উপায় হলো দু:খের সময় ভেঙে না পড়া বরংচ সামনে এগিয়ে যাওয়া এবং এই বিপর্যয় থেকে শিক্ষা লাভ করা আর হ্যাঁ অবশ্যই আল্লাহ-তালার কাছে সাহায্য কামনা করা।

কষ্ট নেবে কষ্ট হরেক রকম
কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট।
হেলাল হাফিজ

ছবি আমার বুকে বেধে পাগল হয়ে,
কেঁদে কেঁদে ফিরবে মরু কানন,
গিরি সাগর আকাশ বাতাশ চিরি,
সেদিন আমায় খুজবে বুঝবে সেদিন বুঝবে।
কাজী নজরুল ইসলাম

অধিকার ছাড়িয়া দিয়া অধিকার,
রাখিতে যাইবার মত,
এমন বিড়ম্বনা আর না।
রবীন্দ্রনাথ ঠাকুর।

লাইফে কিছু কিছু প্রশ্ন থাকে,
যার উত্তর কখনও মিলেনা,
কিছু কিছু ভুল থাকে যা,
শোধরানো যায়না,
আর কিছু কিছু কষ্ট থাকে,
যা কখনও কাউকে বলা যায়না।
হুমায়ূন আহমেদ

পাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি,
পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ,
জানাবে কী কী ব্যথা এবং আর্দ্রতা,
রেখেছে দখল করে আশৈশব আমার একালা,
আমি কতো একা, কতোখানি ক্ষত,
আর ক্ষতি নিয়ে বেদনার,
অনুকূলে প্রবাহিত আমার লাইফ।
হেলাল হাফিজ

  বাংলা মোটিভেশনাল উক্তি এবং স্ট্যাটাস

চলে যাওয়া মানে প্রস্থান নয়-
বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে,
নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী,
চলে গেলে আমারও অধিক কিছু,
থেকে যাবে আমার না-থাকা জুড়ে।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

দেখি তথা এক জন, পদ নাহি তার,
অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার,
পরের অভাব মনে করিলে চিন্তন,
নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ?
কৃষ্ণচন্দ্র মজুমদার

যত্ন করে কাঁদানোর জন্য খুব,
আপন মানুষগুলোই যথেষ্ট।
হুমায়ূন আহমেদ

এগুলো অবশ্যই পড়ুন—

মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ।
হুমায়ূন আহমেদ

আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল,
এমন আমার মত ক’জনের,
আর সব হয়েছে নষ্ট, আর কে,
দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট।
হেলাল হাফিজ

যেদিন আমি হারিয়ে যাব,
বুঝবে সেদিন বুঝবে অস্তপারের,
সন্ধ্যাতারায় আমার খবর,
পুঁছবে বুঝবে সেদিন বুঝবে।
কাজী নজরুল ইসলাম

লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট,
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট,
মালটি-কালার’ কষ্ট,
আছে কষ্ট নেবে কষ্ট।
হেলাল হাফিজ

যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে,
তারা কখনও অন্যের দুঃখ,
কষ্টকে উপলদ্ধি করতে পারেনা।
রেদোয়ান মাসুদ

আমি একা এই ব্রহ্মান্ডের,
ভেতর একটি বিন্দুর মতো আমি একা।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

  বিশ্বাস নিয়ে উক্তি এবং স্ট্যাটাস

সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায়,
সংজ্ঞায়িত করা যায়,
But কষ্টকে কোন
নির্দিষ্ট সঙ্গায় ফেলা যায় না।
কারন কষ্ট এমন ১ জিনিস যা,
ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়।
রেদোয়ান মাসুদ

আমি এমনভাবে পা ফেলি যেন,
মাটির বুকেও আঘাত না লাগে।
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।
সুনীল গঙ্গোপাধ্যায়

নরম কাঁদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়,
তারপর যতই পানি ঢালা হোক না কেন,
তা আর গলে না বরং শক্তিশালী হয়।,
মানুষের মনও একই রকম,
একবার কষ্ট পেলে এরপর শত,
আবেগেও তার কোন পরিবর্তন হয় না।
টার্মস টমাস

আজ দুজনার ২টি পথ ওগো,
২টি দিকে গেছে বেঁকে।
গৌরী প্রসন্ন মজুমদার

বোকা মানুষ গুলো হয়তো
অন্যকে বিরক্ত করতে জানে।
কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।
হুমায়ূন আহমেদ

দুরত্ব জানে শুধু ১দিন খুব,
বেশি নিকটে ছিলাম।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি,
এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট,
চোখের বুকের নখের কষ্ট,
১টি মানুষ খুব নীরবে নষ্ট,
হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট।
হেলাল হাফিজ

এতোটা নিশব্দে জেগে থাকা যায় না,
তবু জেগে আছি।
আরো কতো শব্দহীন হাঁটবে তুমি,
আরো কতো নিভৃত চরনে আমি
কি কিছুই শুনবো না-
আমি কি কিছুই জানবো না।
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

একদা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে,
গেলাম ভজনালয়ে ভজন কারণে।
কৃষ্ণচন্দ্র মজুমদার

  সেরা ইসলামিক উক্তি এবং স্ট্যাটাস

প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি,
প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই,
নির্বাসনে ভালবাসা কি ভীষণ,
প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে।
জয় গোস্বামী

যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে,
বুঝে না বুঝিবে, যাতনা মম|
কৃষ্ণচন্দ্র মজুমদার

আসলে আমরা বাস্তবের চেয়েও কল্পনায় বেশি কষ্ট পেয়ে থাকি। কষ্টের উক্তি পড়তে ডেইলিশিক্ষা ব্লগে আসার জন্য আপনাকের অসংখ্য ধন্যবাদ।
যদি আপনার কাছে এই উক্তিগুলো পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে বন্ধু এবং প্রিয় মানুষদের সাথে অবশ্যই শেয়ার করবেন।
প্রতিদিন এরকম আরও সুন্দর সুন্দর উক্তি পেতে ডেইলিশিক্ষা ব্লগে চোখ রাখুন।

Leave a Comment