ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৫

ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৫ Degree 3rd Year Accounting 5th Paper Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য হিসাববিজ্ঞান ৫ম পত্রের সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।

ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের উচ্চতর হিসাববিজ্ঞান পরীক্ষাটি আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ৩য় বর্ষের হিসাববিজ্ঞান ৫ম পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি।

এক নজরে বিষয় ও বিষয় কোডঃ

  • ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৫ম পত্র সাজেশন
  • বিষয়ঃ উচ্চতর হিসাববিজ্ঞান
  • বিষয় কোডঃ ১৩২৫০১

ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৫ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

০১) সাধারণ শেয়ার কী?

উত্তরঃ একটি কর্পোরেশন বা কোম্পানির অগ্রাধিকার শেয়ার মালিকানা ব্যতীত এক শ্রেণির স্টক বা শেয়ার যেগুলো সাধারণ মালিকানা স্বার্থের প্রতিনিধিত্ব করে, এরূপ স্টক বা শেয়ারকেই Common stock বা সাধারণ শেয়ার বলে।

০২) স্টক খণ্ডন কী?

উত্তরঃ কোন কোম্পানি বা কর্পোরেশন যদি এর শেয়ারসমূহের সমমূল্য (Par value) কমিয়ে আনুপাতিক হারে অধিকসংখ্যক শেয়ার হোল্ডারদের মাঝে বিলি করে, তাহলে একই পরিমাণ পরিশোধিত মূলধন রেখে এরূপভাবে শেয়ার সংখ্যা বর্ধিত করার পদ্ধতিকে স্টর খণ্ডন বা Stock split বলে।

০৩) আয় বিবরণী কী?

উত্তরঃ কোন নির্দিষ্ট সময়ের ব্যবসায়িক ফলাফল নির্ধারণের জন্য মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয়। তাকে আয় বিবরণী (Income statement) বলে।

০৪) পরিচালনা ব্যয় কী?

উত্তরঃ মূল ব্যবসা পরিচালনার জন্য যে ব্যয় হয় উহাকে পরিচালন ব্যয় (Operating expenses) বলে। যেমন- অফিস কর্মচারীর বেতন, বাড়ি ভাড়া, উপযোগ খরচ ইত্যাদি।

০৫) লিজ কত প্রকার ও কী কী?

উত্তর : ইজারা মূলত দুই প্রকার। যথা : ১. পরিচালন ইজারা (Operating lease); ২. মূলধন ইজারা (Capital lease)।

০৬) শাখা বলতে কী বুঝ?

উত্তরঃ কোনো প্রতিষ্ঠান তার পণ্য বা সেবার বাজারকে একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ না রেখে দেশের বিভিন্ন স্থানে বা দেশের বাইরে অতিরিক্ত বিক্রয়কেন্দ্র বা ব্যবসায় কেন্দ্র খুলে উক্ত পণ্য বা সেবা বিক্রয় করার উদ্যোগ গ্রহণ করলে উক্ত বিক্রয়কেন্দ্রকে শাখা বা শাখা প্রতিষ্ঠান বলে।

০৭) আন্তঃবিভাগীয় লেনদেন বলতে কী বোঝ?

উত্তরঃ একই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে পণ্য বা সেবার পারস্পরিক বিনিময়ের যে লেনদেন হয় তাকে আস্তঃবিভাগীয় লেনদেন বলে ।

০৮) দেউলিয়া অর্থ কী?

উত্তরঃ কোন ব্যক্তি তার দায়-দেনা সম্পূর্ণ পরিশোধ করতে অক্ষম হলে এবং তার নিজ আবেদনে বা তার পাওনাদারগণের আবেদনের প্রেক্ষিতে উপযুক্ত আদালত তাকে দেউলিয়া বলে ঘোষণা করলে ঐ ব্যক্তিকে দেউলিয়া (Insolvent) বলা হয়।

০৯) রিসিভার ফিস কী?

উত্তরঃ দেউলিয়া ঘোষিত ব্যক্তির সম্পত্তি বিক্রয় কটন বাবদ যে নির্দিষ্ট কমিশন রিসিভার প্রাপ্ত হয় তাই রিসিভার ফিস।

১০) বিধিবদ্ধ সঞ্চিতি কী?

উত্তরঃ বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের আমানতের যে অংশ আইনানুগভাবে সংরক্ষণ করতে বাধ্য থাকে তাকে বিধিবদ্ধ সঞ্চিতি বলে।

১১) সঞ্চয়ী হিসাব কী?

উত্তরঃ সঞ্চয়ী হিসাব হলো কোনো গ্রাহক ব্যাংকে একটি হিসাব খোলে যে হিসাবে দৈনিক, সপ্তাহিক, মাসিক কিংবা বাৎসরিক নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখে এবং সে জমাকৃত টাকার উপর নির্দিষ্ট পরিমাণ সুদ গ্রহণ করে তাকে সঞ্চয়ী হিসাব বলে।

১২) বিমা প্রিমিয়াম কী?

উত্তরঃ বিমা হলো বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে সম্পাদিত একটি চুক্তি যার মাধ্যমে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী, বিষাগ্রহিতার ঝুঁকিজনিত আর্থিক ক্ষতির দায়ভার আংশিক বা সম্পূর্ণ বহনে সম্মত হয়।

ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৫ খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

০১) নগদান প্রবাহ বিবরণীয় উপাদানগুলো কী কী?

০২) উদ্বৃত্তপত্র ও আর্থিক অবস্থার বিবরণীয় মধ্যে বর্ণনা কর।

০৩) লভ্যাংশের শ্রেণিবিভাগ আলোচনা কর।

শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৫ম পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment