ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২৫

ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২৫ Degree 3rd Year Accounting 6th Paper Suggestion নিয়ে হাজির হলাম বন্ধুরা। তোমরা যারা ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী তাদের জন্য উৎপাদনব্যয় হিসাববিজ্ঞান সাজেশন খুবই গুরুত্বপূর্ণ।

ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার রুটিন অনুযায়ী তোমাদের হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র পরীক্ষাটি আগামী ২২ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হবে তাই আজকে আমি তোমাদের জন্য ডিগ্রি ৩য় বর্ষের হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি।

এক নজরে বিষয় ও বিষয় কোডঃ

  • ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন
  • বিষয়ঃ উৎপাদনব্যয় হিসাববিজ্ঞান
  • বিষয় কোডঃ ১৩২৫০৩

ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন ২০২৫ ক বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)

০১) মাল খতিয়ান কী?

উত্তরঃ গুদামে রক্ষিত বিভিন্ন প্রকার মালের জন্য পরিমাণ ও মূল্যের আকারে পৃথক পৃথকভাবে যে হিসাব রক্ষিত থাকে তাকে মাল খতিয়ান বলে।

০২) ব্যয় আচরণ কী?

উত্তরঃ উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু ব্যয় পরিবর্তন হয়। কিছু কিছু ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত অপরিবর্তিত থাকে। আবার কিছু ব্যয় মোটেও পরিবর্তিত হয় না। বায়ের এরূপ বৈশিষ্ট্যকে বায় আচরণ বলে ।

০৩) নিরাপত্তা মজুদ কী?

উত্তরঃ সর্বনিম্ন মজুদ স্তরের নিচের স্তরকে বিপদ স্তর বা নিরাপত্তা মজুদ বলে।

০৪) বিন কার্ড কী?

উত্তরঃ কাঁচামালের নিয়ন্ত্রণের জন্য বিন কার্ড ব্যবহার করা হয়। গুদামে রক্ষিত কাঁচামালের প্রাপ্তি, সরবরাহ ও জের সংক্রান্ত ধারণা, বিন কার্ড থেকে সহজেই পাওয়া যায়। গুদামরক্ষক এ কার্ড সংরক্ষণ করে থাকেন। এ কার্ডের মাধ্যমে মালের সর্বশেষ জের এর পরিমাণ জানা যায়। প্রতিটি মালের জন্য একটি করে বিন কার্ড সংরক্ষণ করা হয়, ফলে মালের ঘাটতি বা আধিক্য ঘটতে পাবে না।

০৫) উপরি খরচের অতিবণ্টন কী?

উত্তরঃ দুই বা ততোধিক বিভাগ বা ব্যয় কেন্দ্রে সাধারণ খরচের দফাসমূহের আনুমানিক উপকৃত অংশের আনুপাতিক হারে ভাগ করে দেয়াকে উপরি খরচের অতিবন্টন বলে।

০৬) স্বাভাবিক বেকার সময় কী?

উত্তরঃ সব ধরনের সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও যে বেকার সময় এড়ানো সম্ভব হয় না অথবা যে বেকার সময় পূর্বানুমান করা যায় তাই স্বাভাবিক বেকার সময়।

০৭) প্রান্তিক ব্যয় কী?

উত্তরঃ যে পদ্ধতিতে স্থায়ী ব্যয়কে সম্পূর্ণ উপেক্ষা করা হয় এবং কেবলমাত্র পরিবর্তনীয় ব্যয়ের ভিত্তিতে উৎপাদন ব্যয় নির্ণয় করা হয় তাকে প্রান্তিক ব্যয় প্রত্যক্ষ ব্যয় হিসাব বলে।

০৮) রূপান্তর ব্যয় কী?

উত্তরঃ পণ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামালকে পূর্ণ পণ্যে রূপান্তর করার ক্ষেত্রে যে ব্যয় সংঘটিত হয় তাকে রূপান্তর বায় বলে। যেমন- মজুরি ও উপরিব্যয় ইত্যাদি।

০৯) লিড টাইম কী?

উত্তরঃ পণ্যের অর্ডার দেওয়ার পর থেকে গুদামে পণ্যের পৌঁছানোর মধ্যবর্তী সময়কে লিড টাইম বলে।

১০) নিরাপত্তা মজুত কী?

উত্তরঃ সর্বনিম্ন মজুত স্তরের নিচের স্তরকে বিপদ স্তর বা নিরাপত্তা মজুত বলে ।

১১) সেবা বিভাগ কী?

উত্তরঃ যে বিভাগের মাধ্যমে সেবা প্রদান করা হয় তাকে সেবা বিভাগ বলে। সেবা বিভাগ অনেক ধরনের হবে থাকে যেমন- কর্মী ব্যবস্থাপনা বিভাগ, রক্ষণাবেক্ষণ বিভাগ হিসাববিজ্ঞান বিভাগ স্বাস্থ্যসেবা বিভাগ, ক্যান্টিন বিভাগ ইত্যাদি।

১২) শ্রম আবর্তন কী?

উত্তরঃ কর্মীগণ যখন নিজ ইচ্ছায় বা অনিচ্ছার প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে নিজেকে প্রত্যাহার করে নেয় তখন তাকে শ্রম আবর্তন বলে।

১৩) ব্যয়-যোগ ঠিকা কার্য কী?

উত্তরঃ যে ঠিকাকার্যর ব্যয় ঠিকাদার সঠিকভাবে পূর্বানুমান বা প্রাক্কলন করতে অক্ষম সে ক্ষেত্রে ঠিকাদাতা ঠিকারদারকে মোট ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট হারে লাভ যোগ করে ঠিক মূল্য প্রদান করে তাকে বার যোগ ঠিকাকার্য বলে।

১৪) বায় ও খরচের মধ্যে মূল পার্থক্য কী?

উত্তরঃ কোন দ্রব্য বা সেবা সংগ্রহের বিনিময়ে যে অর্থ পরিশোধ করা হয় তাকে বায় বলা হয়। অন্যদিকে, সকল মেয়াদোত্তীর্ণ ব্যয় যা আয় হতে বাসযোগ্য তাকে খরচ বলে।

১৫) সুযোগ ব্যয় কী?

উত্তরঃ বিকল্প নির্বাচনে যে ত্যাগ স্কার করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। অর্থাৎ দুইটি বিকল্পের মধ্যে একটি নির্বাচন ও অপরাধ বর্জন করলে আর এই বর্জনকৃত বিকল্পের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় বলে তাকে সুযোগ ব্যয় বলে ।

১৬) উপজাত দ্রব্য কী?

উত্তরঃ কোন উৎপাদন প্রক্রিয়ায় মুখ্য দ্রব্যের সাথে অপেক্ষাকৃত কম মূল্যের বা কম গুরুত্বপূর্ণ যে পণ্য উৎপাদিত হয় তাকে উপজাত দ্রব্য বলে।

১৭) যন্ত্রঘণ্টা হার কী?

উত্তরঃ CIMA London-এর মতে, “যন্ত্র ঘণ্টা হার হলো খরচ বণ্টন বা উপরিখরচ প্রয়োগের একটি প্রকৃত বা পূর্বনির্ধারিত হার যা প্রকৃত বা অনুমতি ব্যয়কে কার্যকরী ঘণ্টা দ্বারা ভাগ করে নির্ণয় করা হয়।

১৮) বেকার সময় কী?

উত্তরঃ কারখানায় উপস্থিত শ্রমিকগণ যদি স্বাভাবিক কার্য সময়ের মধ্যে কিছু সময় কোনোরূপ কাজ না করে অলসভাবে কাটায় বা বসে থাকে তাকে বেকার সময় বলে।

১৯) মুনাফা কেন্দ্র কী?

উত্তরঃ কোনো দায়িত্ব কেন্দ্রের ফলাফল যখন আয় ও ব্যয়-এর সমষ্টি দ্বারা নির্ধারণ করা হয় তখন তাকে মুনাফা কেন্দ্র বলে।

২০) সমতুল্য উৎপাদন কী?

উত্তরঃ অসমাপ্ত পণ্য, ত্রুটিপূর্ণ পণ্য বা সমাপ্ত পণ্যের ব্যয় নির্ণয়ের উদ্দেশ্যে অসমাপ্ত বা ত্রুটিপূর্ণ পণ্যকে সমাপ্ত পণ্য রুপান্তরের প্রক্রিয়াকে সমতুল্য উৎপাদন বলে।

২১) অস্বাভাবিক ক্ষতি কী?

উত্তরঃ অসাবধানতা, অসতর্কতা, শ্রমিকের অদক্ষতা, ত্রুটিপূর্ণ কাঁচামাল প্রভৃতি করণে স্বাভাবিক ক্ষতির তুলনায় যে পরিমাণ অতিরিক্ত ক্ষতি হয় উহাই অস্বাভাবিক ক্ষতি। এটি নিয়ন্ত্রণযোগ্য ক্ষতি।

২২) ব্যয় আচরণ কী?

উত্তরঃ উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু বায় পরিবর্তন হয়। কিছু কিছু বায় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত অপরিবর্তিত থাকে। আবার কিছু ব্যয় মোটেও পরিবর্তিত হয় না। ব্যয়ের এরূপ বৈশিষ্ট্যকে ব্যয় আচরণ বলে।

শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ৩য় বর্ষ হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র নিয়ে কোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না।

Leave a Comment