লালসালু উপন্যাস MCQ PDF Download

HSC পরীক্ষার্থীদের জন্য লালসালু উপন্যাস MCQ নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ শিক্ষা সহায়ক সংকলন। সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত “লালসালু” উপন্যাসটি বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি, যেখানে গ্রামীণ সমাজে ধর্মকে হাতিয়ার করে প্রতারণা, ভণ্ডামি ও সামাজিক বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। এই উপন্যাসটি বাংলা ১ম পত্রের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এখান থেকে MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) নিয়মিতই আসে। তাই এই লেখায় লালসালু উপন্যাস MCQ প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের সহজবোধ্যভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। পরীক্ষার প্রস্তুতির জন্য এটি একটি কার্যকর রিসোর্স হিসেবে কাজ করবে বলে আমরা আশাবাদী।

লালসালু উপন্যাস MCQ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

০১. মজিদের মহব্বত নগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?
ক) অবধারিত
খ) নাটকীয়
গ) স্বাভাবিক
ঘ) কাব্যিক
উত্তরঃ খ) নাটকীয়

০২. মহব্বত নগর আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল?
ক) গারো পাহাড়ে
গ) আওয়ালপুরে
খ) নোয়াখালিতে
ঘ) করিমগঞ্জে
উত্তর: ক) গারো পাহাড়ে

০৩. ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছেন কে?
ক) খালেক ব্যাপারী
খ) আক্কাস আলী
গ) আমেনা বিবি
ঘ) তানু বিবি
উত্তর: ক) খালেক ব্যাপারী

করিমন বাতের ব্যথায় জর্জরিত। ছোট ছেলে কাদেরকে পাশের গ্রামের পীরের কাছে পাঠায় পানিপড়া আনতে।লোক বিশ্বাস কামেল পীরের পানি পড়ায় সর্বরোগের অবসান ঘটে।
০৪. উদ্দীপকের করিমন ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের
সাদৃশ্যপূণ্য?
ক) আমেনা বিবি
খ) হাসুনির মা
গ) তানু বিবি
ঘ) রহিমা
উত্তর: ক) আমেনা বিবি

০৫. উদ্দীপকে ‘লালসালু’ উপন্যাসের কোন দিকটি ফুটে ওঠেছে?
i) কুসংস্কার
ii) অন্ধবিশ্বাস
iii) পীরভক্তি
নিচের কোনটি সঠিক?
ক) ।
(খ) ii, iii
গ) i & ii
ঘ) i ii & iii
উত্তর: ঘ) i ii & iii

০৬. মজিদ ক্রোধে কেমন করে?
ক) চিৎকার
খ) লাফালাফি
গ) গোঁ গোঁ
ঘ) ফোঁস ফোঁস
উত্তর: গ) গোঁ গোঁ

০৭. কলমা জানস না ব্যাটা? উক্তিটি কার?
ক) মজিদ
খ) খালেক ব্যাপারী
গ) আক্কাস
ঘ) দুদু মিঞা
উত্তর: খ) খালেক ব্যাপারী

০৮. মজিদের সাংঘাতিক কাজ হলো—
i) মিথ্যা কবরকে মাজার বানানো
ii) কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকা iii) ধর্মের নামে নিজের আখের গোছানো
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i, iii
গ) i & ii
ঘ) i ii & iii
উত্তর: খ) i, iii

০৯. ‘তোরে না বুইঝা কষ্ট দিছি হেদিন’- কাকে কষ্ট দিয়েছে?
ক) রহিমা
খ) জমিলা
গ) হাসুনির মা
ঘ) আমেনা
উত্তর: গ) হাসুনির মা

১০. ‘লালসালু’ উপন্যাসের মজিদের মধ্যে কোনটি অনুপস্থিত?
ক) দয়ামায়া
খ) প্রতিহিংসা
গ) কপটতা সংগ্রামী
ঘ) সংগ্রামশীলতা
উত্তর: ক) দয়ামায়া

১১. রহিমা আমেনা বিবির জন্য শখ করে কী রান্না করেছিল?
ক) সেমাই
খ) পায়েস
গ) ফিরনি
ঘ) ক্ষীর
উত্তর: গ) ফিরনি

১২. লালসালু উপন্যাসে মজিদ কীভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করে?
ক) অলৌকিক ক্ষমতাবলে
খ) কূটকৌশল দ্বারা
গ) সকলের অন্ধ বিশ্বাসে আচ্ছন্ন করে
ঘ) ভালো ব্যবহার দ্বারা
উত্তর: গ) সকলের অন্ধ বিশ্বাসে আচ্ছন্ন করে

১৩. লালসালু উপন্যাসে প্রাণময় ও সাহসী চরিত্র কোনটি?
ক) তানু বিবি
খ) রহিমা
গ) জমিলা
ঘ) আমেনা
উত্তর: গ) জমিলা

১৪. ‘তোমার দাড়ি কই মিঞা? কার প্রসঙ্গে বলা হয়েছে?
ক) মজিদ
খ) আক্কাস
গ) মোদাব্বের
ঘ) ধলা
উত্তর: খ) আক্কাস

১৫. ‘তুমি কি হলফ কইরা বলতে পার তোমার দিলে ময়লা নাই’- এ প্রশ্ন কে করেছে?
ক) ব্যাপারী
খ) আমেনা বিবি।
গ) মজিদ
ঘ) জমিলা
উত্তর: গ) মজিদ

১৬. ‘বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে চোখ’- কাদের কথা বলা হয়েছে?
ক) যারা আল্লাহর উপর ভরসা রাখে
খ) যারা নাফরমানি করে
গ) মোদাচ্ছের পীরের মাজার বিশ্বাসী মানুষ
ঘ) ক্ষেতের প্রান্তরে জড়ো হওয়া লোকজন
উত্তর: গ) মোদাচ্ছের পীরের মাজার বিশ্বাসী মানুষ

১৭. ‘সে যেন খাঁচায় ধরা পড়েছে- কে খাঁচায় ধরা পড়েছে?
ক) হাসুনির মা
খ) আমেনা বিবি
গ) রহিমা
ঘ) জমিলা
উত্তরঃ ঘ) জমিলা

১৮. ‘পাথর এবার হঠাৎ নড়ে’- এখানে ‘পাথর’ কে?
ক) আমেনা বিবি
খ) হাসুনির মা
গ) মজিদ
ঘ) রহিমা
উত্তরঃ গ) মজিদ

১৯. ‘লালসালু’ উপন্যাসে বর্ণিত ‘দেশটা মরার দেশ- বাক্যটিতে ‘মরার দেশ’ বলতে কী বোঝানো হয়েছে—-
ক) লোকশূণ্যতা
খ) শিক্ষহীনতা
গ) শস্যশূণ্যতা
ঘ) হৃদয়হীনতা
উত্তরঃ গ) শস্যশূণ্যতা

২০. সন্তান আকাঙ্খার রূপার মনে বড় হয়ে ওঠে রূপার ‘লালসালু’ উপন্যাসের মিল রয়েছে——
i) রহিমা
ii) আমেনা
iii) জমিলা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii & iii
ঘ) iii & i
উত্তরঃ গ) ii & iii

২১. ‘লালসালু’ উপন্যাসে মজিদ কোন সময়ে আওয়ালপুরে গ্রামে পৌঁছায়?
ক) সূর্যোদয়ের সাথে সাথে
খ) সূর্য হেলে পড়লে
গ) সূর্য ডুবে গেলে
ঘ) নুপুরের পূর্বে
উত্তর: খ) সূর্য হেলে পড়লে

২২. ‘ধান নিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে’- উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক) ক্ষোভ
খ) অভিমান
গ) নিন্দা
ঘ)কটুকথা
উত্তর: ক) ক্ষোভ

২৩. মজিদ কার ভয়ে শঙ্কিত?
ক) আক্কাসের
খ) আওয়ালপুরের পীরের
গ) জমিলার
ঘ) খালেক ব্যাপারী
উত্তর: খ) আওয়ালপুরের পীরের

২৪. অন্ধকারে মজিদের চোখ কিসের মতো চকচক করে?
ক) আগুনের
খ) সাপের
গ) ফসলের
ঘ) ধানের
উত্তর: খ) সাপের

২৫. ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছোটছুটি করত কে?
ক) জমিলা
খ) আমেনা
গ) হাসুনির মা
ঘ) রহিমা
উত্তর: ঘ) রহিমা

২৬. ‘লালসালু’ উপন্যাসে ঝড় এলে হৈ হৈ করার অভ্যাস কার?
ক) হাসুনির মার
খ) জমিলার
গ) রহিমার
ঘ) মজিদের
উত্তর: ক) হাসুনির মার

২৭. মজিদ জমিলাকে মাজারে বেঁধে রেখেছিল—–
i) মনে খোদার ভীতে জাগানোর জন্য
ii) শাস্তি দেওয়ার জন্য।
iii) তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য নিচের কোনটি সঠিক?
ক) ।
খ) ii, iii
গ) i & ii
ঘ) i ii & iii
উত্তর: খ) ii, iii

২৮. ভেতরে ক্রোধের আগুন জ্বলছে বাইরে যত ঠান্ডা থাকুক না কেন’- কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে?
ক) আক্কাসের
খ) খালেক ব্যাপারীর
গ) তাহের কাদের বাপ
ঘ) মজিদের
উত্তর: গ) তাহের কাদের বাপ

২৯. ‘অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে সে কথা সে বিশ্বাস করে না’- ‘লালসালু’ উপন্যাসে সে কথা
বিশ্বাস করে না কে?
ক) আক্কাসের
খ) খালেক ব্যাপারীর
গ) তাহের কাদের বাপ
ঘ) মজিদের
উত্তর: গ) তাহের কাদের বাপ

৩০. ‘লালসালু’ উপন্যাসে ‘ভাং-গাঁজা’ রসকসশূণ্য হাড়গিলে চেহারা কার—-
ক) মজিদের
খ) দুদু মিঞায়
গ) কম্পাউন্ডারের
ঘ) ধলা মিঞায়
উত্তর: গ) কম্পাউন্ডারের

৩১. ‘লালসালু’ উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত?
ক) সলেমনের বাপ
খ) কালুমতি
গ) রেহান আলী
ঘ) মজিদ
উত্তর: ক) সলেমনের বাপ

৩২. ‘লালসালু’ উপন্যাসে ‘পরগাছা মুরুব্বি’ কে?
ক) খালেক ব্যাপারী
খ) সলেমানের বাপ
গ) মোদাব্বের মিয়া
ঘ) ধলা মিয়া
উত্তর: ঘ) ধলা মিয়া

৩৩. ‘মাজারটি তার শক্তির মূল’ বলতে কী বুঝানো হয়েছে?
ক) নির্বুদ্ধিতা
খ) আনুগত্য
গ) উদারতা
ঘ) অনুরাগ
উত্তর: খ) আনুগত্য


৩৪. ‘লালসালু’ উপন্যাসে মাজারটি দেখতে কেমন?
ক) উইটিবির মতো
খ) মাছের পিঠের মতো
গ) গারো পাহাড়ের মতো
ঘ) পাহাড়ের মতো
উত্তর: খ) মাছের পিঠের মতো

৩৫. ‘লালসালু’ উপন্যাসে কে হাটলে আওয়াজ হয়?
ক) হাসুনির মা
খ) আমেনা বিবি
গ) রহিমা
ঘ) জমিলা
উত্তর: গ) রহিমা

৩৬. ‘এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়’ ‘লালসালু’ উপন্যাসের এ বাক্যে প্রকাশ পেয়েছে মজিদের—-
ক) ধর্মীয় ও আর্থিক প্রভাব
(খ) আর্থিক ও শারীরিক সক্ষমতা
গ) আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা
ঘ) ধর্মীয় ও সামাজিক প্রতিপত্তি
উত্তর: গ) আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা


৩৭. ‘লালসালু’ কী ধরণের উপন্যাস?
ক) ধৰ্ম আশ্রিত
খ) সমাজ সমস্যামূলক
গ) আঞ্চলিক
ঘ) ঘটনা নির্ভর
উত্তর: খ) সমাজ সমস্যামূলক

৩৮. ‘ওনারে কন, আমার মওতের জন্য জানি দোয়া করে- উক্তিটি কার?
ক) রহিমা
গ) ভানু
খ) জমিলা
ঘ) হাসুনির মা
উত্তর: ঘ) হাসুনির মা

৩৯. ‘লালসালু’ উপন্যাসে ‘নিরাক পড়া’ অর্থে কী বুঝানো হয়েছে?
ক) গ্রীষ্মের গরম আবহাওয়া
খ) অশুভ বিবর্ণ দিন
গ) চৈত্রের তপ্ত রোদ
ঘ) নিস্তব্ধ গুমোট আবহাওয়া
উত্তর: ঘ) নিস্তব্ধ গুমোট আবহাওয়া

৪০. ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদ যে নামে
প্রকাশিত হয়–
a) Roots without Tree
b) Tree with Roots
c) Tree with in Roots
d) Tree without Roots
উত্তর: d) Tree without Roots

৪১. মহব্বতনগরে নতুন পীরের আগমনকে তুলনা করা হয়েছে—-
ক) নতুন ফসল তোলার সাথে
খ) নতুন এক চমকের সাথে
গ) নতুন এক সূর্যোদয়ের সাথে
ঘ) নব জীবনের প্রেরণার সাথে
উত্তর: গ) নতুন এক সূর্যোদয়ের সাথে

৪২. ‘লালসালু’ উপন্যাসে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে?
ক) মনুর বাপ
খ) হাসুনির মা
গ) খেতানির মা
ঘ) মজিদ
উত্তর: গ) খেতানির মা

৪৩. আক্কাস মহব্বতনগর গ্রামের কী প্রতিষ্ঠা করতে চায়?
ক. ভুল
গ. হাসপাতাল
খ. কলেজ
ঘ. এনজিও
উত্তর: ক) ভুল

৪৪. ‘লালসালু’ উপন্যাসে শিকারির একাগ্রতা কার চোখে?
ক. কাদের
খ. তাহের
গ. মজিদ
ঘ. কালুর
উত্তর: খ) তাহের

৪৫. ‘কী মিয়া, তোমার দিলে কি ময়লা আছে?” মজিদের এই উক্তিতে ‘ময়লা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. হিংসা
খ. সন্দেহ
গ. পাপ
ঘ. রাগ
উত্তর: খ) সন্দেহ

৪৬. ‘খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে। ‘লালসালু’ উপন্যাসের এই উক্তিতে ‘খেলোয়াড়’ কে?
ক. আওলালপুরের পীর
খ. আক্কাস
গ. তাহের কাদেরের বাপ
ঘ. খালেক ব্যাপরী
উত্তর: গ) তাহের কাদেরের বাপ

৪৭. ‘খোদার জিনিস খোদায় তুইলা লইয়া গেছে”- উক্তিটি কার?
ক. হাসুনির মায়ের
খ. রহিমার
গ. মজিদের
ঘ. খালেক ব্যাপারীর
উত্তর: ক) হাসুনির মায়ের

৪৮. ‘তোমার দিলে কি ময়লা আছে- কার দিল?
ক. দুদু মিঞা
খ. মতলুব খাঁ
গ. তাহেরের বাপ
ঘ. আক্কাস
উত্তর: গ) তাহেরের বাপ

৪৯. কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে যায়?
ক. অসম বিবাহ
খ. মজিদের নিষ্ঠুরতা
গ. থ্যাংটা বুড়ির বিলাপ
ঘ. আমেনা বিবির তালাক
উত্তর: গ) থ্যাংটা বুড়ির বিলাপ

৫০. ‘সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক।’- এখানে কার কার একাট্টা হওয়ার কথা বোঝানো হয়েছে?
ক. মজিদ ও খালেক ব্যাপারীর
খ. জমিলা ও রহিমার
গ. তাহের ও কাদেরের
ঘ. মতলুব খাঁ ও আওয়ালপুরের পীরের
উত্তর: ক) মজিদ ও খালেক ব্যাপারীর

৫১. ‘যেখানে সাপ জাগে, সেখানে আবার কোমলতার ফুল ফোটে।’- লালসালু উপন্যাসের এই বাক্যে ‘সাপ’ কী
অর্থ প্রকাশ করে?
ক. লালসা
খ. প্রতিহিংসা
গ. কামনা
ঘ. প্রতিশোধ
উত্তর: ক) লালসা


৫২. ‘ইজারাদারদের স্বার্থরক্ষায় প্রভাবশালীরা নদীতে সাঁকো তৈরির উদ্যোগ থামিয়ে দেয়। এখানে প্রভাবশালীরা
লালসালু উপন্যাসের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়?
ক. মজিদ
খ. খালেক ব্যাপারী
গ. মতলুব খাঁ
ঘ. আওয়ালপুরের পীর
উত্তর: খ) খালেক ব্যাপারী

৫৩. ‘তাই তারা ছোটে, ছোটে।’- কেন?
ক. ধর্মের জন্য
খ. জীবিকার জন্য
গ. কল্যাণের জন্য
ঘ. শিক্ষার জন্য
উত্তর: খ) জীবিকার জন্য

৫৪. ‘লালসালু’ উপন্যাসে খালেক ব্যাপারীর ১ম পক্ষের স্ত্রীর
নাম কী?
ক. জমিরা
খ. আমেনা
গ. রহিমা
ঘ. তানু বিবি
উত্তর: খ) আমেনা

৫৫. ছেলেমেয়েরা কখন আমসিপারা পড়ে?
ক. সকালে
গ. সন্ধ্যা
খ. বিকেল
ঘ. ভোরে
উত্তর: ঘ) ভোরে

৫৬. প্রিয় পয়গম্বরের বাণী এলো কত হিজরিতে?
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম
উত্তর: খ) পঞ্চম

৫৭. সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি?
ক. করাচি
খ. লন্ডন
গ. জার্মানি
ঘ. প্যারিস
উত্তর: ঘ) প্যারিস

৫৮. অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়, কেন?
ক. ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে
খ. দক্ষ শিকারি বলে
গ. ধানক্ষেত্রে নৌকা চালানো অসুবিধার জন্য
ঘ. সতর্কতার মার নেই বলে
উত্তর: ক) ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে

৫৯. ‘লালসালু’ উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মহব্বতনগর গাঁ কোন দিকে?
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
উত্তর: গ) উত্তর


৬০. ‘লালসালু’ উপন্যাসে কোঁচবিদ্ধ হয়ে নিহত হয় কে?
ক. তাহের
খ. রমিজ
গ. ছমিরুদ্দিন
ঘ. আবেদ
উত্তর: গ) ছমিরুদ্দিন

৬১. মহব্বতনগর গ্রামের মহিলাদের সাথে মজিদের যোগসূত্র-
ক. জমিলা
খ. কাদের
গ. রহিমা
ঘ. হাসনির মা
উত্তর: গ) রহিমা

৬২. ‘রহিমাও কেঁপে ওঠে, কী একটা মহাভয় তার রক্ত শীতল করেদেয়।’- ‘লালসালু’ উপন্যাসের উদ্ধৃতিতে রহিমার
ভয়ের কারণ-
ক. মজিদের নিষ্ঠুর আচরণ
খ. প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
গ. জামিলার বেপরোয়া আচরণ
ঘ. মাজারের ঐশী শক্তির কল্পনা
উত্তর: ঘ) মাজারের ঐশী শক্তির কল্পনা

৬৩. কথাটা মিথ্যা জেনেও প্রচণ্ড জ্বলে ওঠে অন্তর’- উক্তিটি কার অন্তর জ্বলে ওঠার কথা বোঝানো হয়?
ক. রহিমার
খ. মজিদের
গ. তাহেরের বাবার
ঘ. জমিলার
উত্তর: গ) তাহেরের বাবার

৬৪. হাসুনির মাকে বুড়ো বেধড়ক প্রহার করে কেন?
ক. সীমা লঙ্ঘন করায়
খ. আদেশ অমান্য করায়
গ. ঘরের কথা বাইরে বলায়
ঘ. মজিদের বাড়িতে যাওয়ায়
উত্তর: গ) ঘরের কথা বাইরে বলায়

৬৫. ঢেঙা বুড়া কার কথায় বিভ্রান্ত হয়?
ক. মজিদ
খ. খালেক ব্যাপারীর
গ. বুড়ি
ঘ. হাসুনির মা
উত্তর: ক) মজিদ

৬৬. ‘লালসালু’ উপন্যাসে সিদ্ধ ধানের ভাপের শব্দটি ঔপন্যাসিক কীসের সাথে তুলনা করেছেন?
ক. সাপের শিস
খ. কালো ধোঁয়া
গ. আগুনের শিখা
ঘ. আলোকিত উঠান
উত্তর: ক) সাপের শিস

৬৭. দেশে দেশে পিরদের সফর শুরু হয় কখন?
ক. ধানের মৌসুমে
খ. দুর্ভিক্ষের সময়
গ. গায়েবি নির্দেশ পেলে
ঘ. মুরিদদের আহ্বান পেলে
উত্তর: ক) ধানের মৌসুমে

৬৮. ‘মজিদের মন ক-দিন ধরে চিন্তায় ঘুরপাক খায়। কারণ কী ?
ক. জমিলার অবাধ্যতা
খ. হাসুনির মায়ের উপস্থিতি
গ. আওয়ালপুর পিরের উপস্থিতি
ঘ. রহিমার সন্তান কামনা
উত্তর: গ) আওয়ালপুর পিরের উপস্থিতি

৬৯. মজিদের ভাষায় স্ত্রীলোকদের সন্তানাদি হয় না কেন?
ক. মাজারে শিরনি না দেওয়ায়
খ. পর্দাপ্রথা না মানায়
গ. পেটেবেড়ি পড়ায়
ঘ. পিরদের পানিপড়া না খাওয়ায়
উত্তর: গ) পেটেবেড়ি পড়ায়

৭০. আক্কাসের বাবার নাম কী?
ক. খালেক ব্যাপারী
খ. মোবারক মিয়া
গ. কালু মিয়া
ঘ. মোদাব্বের মিয়া
উত্তর: ঘ) মোদাব্বের মিয়া

আরো পড়ে দেখোঃ অপরিচিতা গল্পের MCQ PDF বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

লালসালু গল্পের MCQ PDF DOWNLOAD

Leave a Comment