নিমিখ পানে ২ pdf download

নিমিখ পানে ২ যোগজীকরণের যত গল্প pdf download। ক্যালকুলাস শেখার জন্য অনেক চমৎকার একটি বই। চমক ভাইয়া এখানে ভেতর থেকে যোগজীকরণের বিষয়টা বুঝিয়েছেন।

বই: নিমিখ পানে ২: যোগজীকরণের যত গল্প

লেখক: চমক হাসান

ক্যাটাগরি: গনিত

ভাষা: বাংলা

ফরম্যাট: Free Download (ফ্রি ডাউনলোড)

প্রকাশনী: আদর্শ

প্রকাশকাল: ২০২০

মোট পেজ: ১১৬ টি

ফাইল সাইজ: ১৬ এম্বি

নিমিখ পানে ২ pdf download বইয়ের প্রথম কিছূ অংশ পড়ুন।

১ম অধ্যায়- কীভাবে ক্ষেত্রফলের ধারণা থেকে যোগজীকরণ শুরু হলো সেই ইতিহাস আর যোগজীকরণ যে অন্তরীকরণের উল্টো তার ইঙ্গিত।

২য় অধ্যায়- ক্ষেত্রফল কেন ঢালের উল্টো তার প্রমাণ, ক্যালকুলাসের মূল উপপাদ্য, কোসাইনের যোগজ কী করে সাইন হয় গ্রাফ থেকে বুঝিয়েছি।

৩য় অধ্যায়- কী করে যোগজীকরণ করতে হয়, সেসব কলাকৌশল। কেমন আকৃতি থাকলে কী ধরতে হবে, কেন ধরতে হবে তার ধারণা।

৪র্থ অধ্যায়- নির্দিষ্ট যোগজ। কীভাবে ছবি দেখেই মান সম্পর্কে ধারণা করা যায়, তার ধারণা। নির্দিষ্ট যোগজের ধর্মগুলো কী করে ছবিতে অনুভব করা যায় সেটা।

৫ম অধ্যায়- যোগজীকরণের ব্যবহার- গ্রাফের তলার এবং দুই গ্রাফের মাঝের ক্ষেত্রফল। সেগুলো বের করার সময় কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে সেগুলো। এরপর অক্ষের চারপাশে গ্রাফ ঘুরিয়ে আয়তন বের করার উপায়, বক্ররেখার চাপের দৈর্ঘ্য নির্ণয়, বক্রতলের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল নির্ণয়, আর শেষে কীভাবে এক ধারাকে সমাকলন করে আরেক ধারা পাওয়া যায়।

৬ষ্ঠ অধ্যায়- আয়ত পদ্ধতি, ট্রাপিজিয়াম পদ্ধতি, সিম্পসনের নিয়ম থেকে নির্দিষ্ট যোগজের মান কী করে অনুমান করা যায় সেটা

  জিরো টু ওয়ান pdf download

৭ম অধ্যায়- কোন ফাংশনগুলো কোনো ভাবেই যোগজীকরণ করা যায় না, তার একটা তালিকা।

লেখক পরিচিতি:

চমক হাসান

বর্তমান সময়ে বাংলাদেশের যে ক’জন তরুণ লেখক পাঠকদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন, চমক হাসান তাদের মাঝে অন্যতম। তিনি শুধু লেখক হিসেবেই নয়, একজন সফল ইউটিউবার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও ব্যাপকভাবে সমাদৃত। ১৯৮৬ সালের ২৮ জুলাই কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন চমক হাসান। সেখানেই অতিবাহিত করেন শৈশব ও কৈশোর। উচ্চ মাধ্যমিক পর্যন্ত কুষ্টিয়ায় পড়াশোনার পর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা-তে পিএইচডি সম্পন্ন করছেন। চমক হাসান একজন স্বপ্নদ্রষ্টা, যাঁর আশা হলো- এদেশের ছাত্র-ছাত্রীরা গণ্ডীবদ্ধ শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে সহজ ভাষায় লেখা পাঠ্যবই পড়বে এবং বড় হবে বিজ্ঞানকে ভালোবেসে, যার ফলে এ বিষয়ে তিনি লেখালেখি শুরু করেন। গণিত ও বিজ্ঞানকে ভালোবেসে রচিত চমক হাসান এর বই ১৪টি। চমক হাসান এর বই সমূহ এর মাঝে উল্লেখযোগ্য হলো ‘অঙ্ক ভাইয়া’, ‘অসাম স্টুডেন্টদের অসাম বিজ্ঞান প্যাকেজ’, ‘গণিতের রঙ্গে হাসিখুশি গণিত’, ‘গল্পে গল্পে জেনেটিক্স’ ইত্যাদি। চমক হাসান এর বই সমগ্র ছাত্র-ছাত্রীদের সহজে গণিত ও বিজ্ঞান বুঝতে নানাভাবে সাহায্য করে। গাইতে-পড়তে-শিখতে- জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে পছন্দ করা এই মানুষটি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন পড়াশোনাকে যথাসম্ভব আনন্দময় করে তুলতে। এদেশের শিক্ষার্থীরা সবচেয়ে সহজ ভাষায় সবচেয়ে আনন্দময় উপায়ে পাঠ্যবই পড়বে, এবং সেই সাথে তারা সত্যিকার অর্থেই বিজ্ঞানকে ভালোবেসে সবকিছু বুঝে বুঝে শিখব, মুখস্ত করে নয়- এই স্বপ্ন নিয়েই লেখালেখি চালিয়ে যাবার শপথ নিয়েছেন জনপ্রিয় এই তরুণ লেখক।

  গ্রামের নাম কাকনডুবি pdf download

নিমিখ পানে ২ pdf download বইটি সম্পর্কে পাঠকদের মন্তব্য।

Apon Goshwami বলেছেন: চমক ভাইয়া,আশা করছি এবারেও সকলকে চমকে দিবেন।

Noor Uddin বলেছেন: চমৎকার একটি বই।

Nahid Chowdhury বলেছেন: আমার মতো যারা গণিতকে ভয় পায় তাদের জন্য বইটি বেশ ভালো।

Sadia Tasnim Meem বলেছেন: নিমিখ পানে ১ এ অন্তরীকরণের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। যোগজীকরণের সাথে মোলাকাত ছাড়া ক্যালকুলাসের সাথে পরিচয় অসম্পূর্ণ থেকে যায়, আর এই বইতে সেই কাজটিই করা হয়েছে‌। সুন্দর ও সহজবোধ্য ভাষায় লেখা বই দুটির জন্য লেখককে ধন্যবাদ।

Tanvir Chowdhury বলেছেন: নিমিখ পানে প্রথম বইটা পড়েছিলাম ক্যালকুলাস থেকে ভয় দূর করতে আর এই বইটা পড়লাম সাহসটাকে আরেকটু পাকাপোক্ত করতে। এখন অন্তরীকরণ আর যোগজীকরণ এ আর কোনো সমস্যাই নেই।

নিমিখ পানে ২ বইটি pdf download করুন নিচের লিংক থেকে।

নিমিখ পানে ২ কপিরাইট এর কারণে ডাউনলোড লিংক বন্ধ করা হয়েছে । তবে প্রিয় পাঠক আপনি যদি ১ না পড়ে থাকেন তাহলে পড়ে নিতে পারেন।

নিমিখ পানে ১ বইটি pdf download করুন নিচের লিংক থেকে।

download 2Bbutton

প্রিয় পাঠক  নিমিখ পানে ১ ও ২ বইটি pdf download করতে আমরা কখনোই আপনাদের উৎসাহীত করছি না। আমাদের অনুরোধ থাকবে নিমিখ পানে ২ বইটি আপনার নিকটস্থ লাইব্রেরী অথবা অনলাইন বইয়ের দোকান থেকে হার্ডকপি ক্রয় করুন এতে করে সম্মানিত লেখকগন তাদের লেখার প্রতি আরো উৎসাহিত হবেন।

  শিক্ষক সহায়িকা ৩য় শ্রেণি। Shikkhok Sohayika Class 3 PDF

আর হ্যা বন্ধুরা আপনারা চাইলেই বইটি এই অনলাইন শপ গুলো থেকে খুব সহজেই ক্রয় করতে পারবেন।

রকমারি:

https://www.rokomari.com/book/177428/nimikh-pane—calculuser-poth-porivromon?ref=rc1_p0_prrec_0_p_197150

https://www.rokomari.com/book/197150/nimikh-pane-2

আদর্শ: https://adarsha.com.bd/9418/nimikh-pane-2/

5 thoughts on “নিমিখ পানে ২ pdf download”

  1. নিমিখ পানে-২ এর জায়গায় ১ দেওয়া আছে কেন?নিমিখ পানে-২ এর পিডিএফ নিচের ইমেইলে দেন।

    Reply

Leave a Comment